শিক্ষার বিভিন্ন রূপের মধ্যে প্রথা বহির্ভূত শিক্ষা একটি অন্যতম শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক বর্তমান। তাদের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য শিক্ষা ব্যবস্থা হল দূর শিক্ষা (Distance Education)।
দূর শিক্ষা ব্যবস্থা যেহেতু প্রথা বহির্ভূত শিক্ষা ব্যবস্থার একটি অংশ। তাই এই শিক্ষা ব্যবস্থায় সুনির্দিষ্ট নিয়ম-শৃঙ্খলা বা নির্দিষ্ট বয়সসীমা থাকে না। ফলে এই শিক্ষা ব্যবস্থা আধুনিককালে অধিক জনপ্রিয়তা অর্জন করেছে।
দূর শিক্ষা কি (What is Distance Education)
নিয়ন্ত্রিত শিক্ষার বিকল্প এবং প্রথা বহির্ভূত শিক্ষার প্রধান ক্ষেত্র হিসেবে দূর শিক্ষা এক বিশেষ ধরনের শিক্ষা ব্যবস্থা। দূর শিক্ষা দুটি বিশেষ নামে পরিচিত। যথা – করেস্পন্ডেন্স শিক্ষা এবং দূর শিখন বা Distance learning.
যে শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীরা কোন শিক্ষাপ্রতিষ্ঠানে সরাসরি উপস্থিত না হয়ে এবং শিক্ষকের প্রত্যক্ষ যোগাযোগ ব্যতীত ডাকযোগে বা অন্যান্য কোন প্রযুক্তিগত মাধ্যমের দ্বারা শিক্ষা লাভ করে থাকে, তাকে দূর শিক্ষা বলে।
ভারতবর্ষে সর্বপ্রথম দূর শিক্ষা চালু হয়, দিল্লি বিশ্ববিদ্যালয়। তাছাড়া 1982 সালে অন্ধবিশ্ব বিশ্ববিদ্যালয়ের অধীনে দেশের মধ্যে প্রথম দূর শিক্ষা হিসেবে মুক্ত বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়।
দূরাগত শিক্ষার উদ্দেশ্য
দূরাগত শিক্ষার উদ্দেশ্য বহুবিধ। এই শিক্ষার যেসমস্ত গুরুত্বপূর্ণ উদ্দেশ্য গুলি বর্তমান, সেগুলি হল-
i) গ্রামাঞ্চলে শিক্ষার প্রসার ঘটানো,
ii) পেশায় নিযুক্ত ব্যক্তিদের বা বিভিন্ন কাজে ব্যস্ত ব্যক্তিদের শিক্ষার সুযোগ সৃষ্টি,
iii) বৃত্তি শিক্ষা দান করা,
iv) উচ্চশিক্ষা সহায়তা করা,
v) বিদ্যালয় ছুট ছাত্র-ছাত্রীদের শিক্ষার ব্যবস্থা করেন,
vi) আর্থিক দিক থেকে অনুন্নত শ্রেণীর ছেলে মেয়েদের শিক্ষা প্রদান,
vii) শিক্ষকদের পেশাগত কর্মদক্ষতার বিকাশে সহায়তা করা প্রভৃতি।
বর্তমানে দূরাগত শিক্ষার সুবিধা ও অসুবিধা
বর্তমানে দূরাগত শিক্ষার প্রয়োজনীয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কিন্তু তা সত্ত্বেও বর্তমানে দূরাগত শিক্ষার সুবিধা ও অসুবিধা বিভিন্ন দিক থেকে পরিলক্ষিত হয়। সেগুলি নিম্ন আলোচনা করা হল –
দূরাগত শিক্ষার সুবিধা
বর্তমানে দূরাগত শিক্ষার সুবিধা গুলি যে সমস্ত দিক থেকে পরিলক্ষিত হয়, সেগুলি হল নিম্নলিখিত –
1. সার্বজনীন শিক্ষা
দূরাগত শিক্ষার একটি অন্যতম সুবিধা হল এটি সার্বজনীন প্রকৃতির শিক্ষাব্যবস্থা। অর্থাৎ যেকোনো শিক্ষার্থীরা এই শিক্ষা গ্রহণ করতে পারে।
2. উচ্চ শিক্ষায় সহযোগিতা
দূরাগত শিক্ষার অন্যতম সুবিধা হল শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় সহযোগিতা করা। ফলে এই শিক্ষা সমাজের উচ্চশিক্ষিতের সংখ্যা বাড়াতে বিশেষভাবে সহায়তা করে থাকে।
3. নমনীয়তা
দূরাগত শিক্ষার প্রধান সুবিধা হল নমনীয়তা। অর্থাৎ এই শিক্ষা ব্যবস্থায় নির্দিষ্ট নিয়ম-শৃঙ্খলা বা কঠোর বিধি নিষেধ থাকে না। ফলে যে কোনো শিক্ষার্থীরা যেকোনো সময়ে এই শিক্ষা গ্রহণ করতে পারে।
4. প্রত্যন্ত ও গ্রামাঞ্চলে শিক্ষার প্রসার
দূরাগত শিক্ষার মাধ্যমে প্রত্যন্ত ও গ্রামাঞ্চলে শিক্ষার প্রসার ঘটানো সম্ভবপর হয়। তাই এদিক থেকে দূরাগত শিক্ষা বিশেষভাবে সুবিধা জনক।
5. অবসরকালীন শিক্ষা
দূরাগত শিক্ষার মাধ্যমে ব্যক্তি তার সুবিধা মত শিক্ষা গ্রহণ করতে পারে। অর্থাৎ অবসরকালীন সময়ে এই শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় কর্মদক্ষতা বিকাশে নিজেদেরকে নিয়োজিত করতে পারে। তাই এদিক থেকে দূরাগত শিক্ষা সুবিধা বর্তমান।
6. পরিপূরক শিক্ষা ব্যবস্থা
নিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থার পরিপূরক হিসাবে প্রথা বহির্ভূত শিক্ষার মধ্যে দূরাগত শিক্ষা ব্যবস্থা বিশেষ ভূমিকা পালন করে। তাই পরিপূরক শিক্ষা হিসাবে দূরাগত শিক্ষা সমাজের সকল স্তরের শিক্ষার্থীদের বা ব্যক্তির কাছে শিক্ষার সুযোগ করে দেয়।
7. কর্মরত ব্যক্তিদের সহায়তা
দূরাগত শিক্ষার মাধ্যমে বিভিন্ন পেশার সাথে যুক্ত ব্যক্তিদের শিক্ষাদানের চাহিদাকে পূরণ করা সম্ভব হয়। এই শিক্ষার মাধ্যমে কর্মরত ব্যক্তিদের বিশেষভাবে সহায়তা করা সম্ভব হয়।
8. মাতৃভাষার মাধ্যমে শিক্ষার সুযোগ
দূরাগত শিক্ষা ব্যবস্থায় মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদানের ব্যবস্থা প্রচলিত রয়েছে। সেই কারণে এই শিক্ষা ব্যবস্থা সকলের কাছে বিশেষভাবে জনপ্রিয়তা অর্জন করেছে। এদিক থেকে এই শিক্ষা ব্যবস্থা বিশেষ সুবিধা রয়েছে।
9. বয়স সীমার নির্দিষ্ট নয়
দূরাগত শিক্ষায় যে কোনো বয়সের শিক্ষার্থীরা যেকোনো সময়ে শিক্ষা গ্রহণ করতে পারে। তাই নির্দিষ্ট বয়সসীমা এই শিক্ষা ব্যবস্থায় পরিলক্ষিত হয় না। ফলে এই শিক্ষা ব্যবস্থা সকলের কাছে বিশেষভাবে গ্রহণযোগ্য হয়। এদিক থেকে এই শিক্ষা ব্যবস্থা বিশেষ সুবিধাজনক।
এগুলি ছাড়াও দূরাগত শিক্ষা সুবিধা আরোও যে সমস্ত দিক থেকে পরিলক্ষিত হয়, সেগুলি হল –
i) শিক্ষার্থীদের সংখ্যা সীমিত নয়,
ii) জাতীয় সম্পদের উন্নয়নের সহায়তা,
iii) সকল শিক্ষার্থীদের ভর্তির সুযোগ প্রদান,
iv) শিক্ষা পরিচালনার ব্যয় তুলনামূলকভাবে কম হয়।
v) ব্যক্তিগত শিখন এর মাধ্যমে ব্যক্তির বিকাশকে ত্বরান্বিত করে,
vi) আত্মনির্ভরশীলতার শিক্ষা প্রদান করে প্রভৃতি।
দূরাগত শিক্ষার অসুবিধা
বিভিন্ন সুবিধা থাকা সত্ত্বেও বর্তমানে দূরাগত শিক্ষার অসুবিধা বিভিন্ন দিক থেকে পরিলক্ষিত হয়, সেগুলি হল নিম্নলিখিত –
i) পরিকাঠামো গত সুযোগ সুবিধার অভাব।
ii) প্রযুক্তিগত কারণে যোগাযোগের অভাব।
iii) তথ্য সরবরাহজনিত সমস্যা পরিলক্ষিত হয়।
iv) ডাক বিভাগের সঙ্গে যোগাযোগের সমস্যা বা সমন্বয়ের অভাব পরিলক্ষিত হয়।
v) প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীর বা কর্মচারীদের অভাব,
vi) পাঠ্য বিষয়বস্তুর অপ্রতুলতা।
vii) ব্যবহারিক শিক্ষা ব্যবস্থার অভাব।
viii) বিভিন্ন ভাষায় পাঠ্য বিষয়বস্তুর অনুবাদের সমস্যা।
ix) শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে প্রত্যক্ষ সম্পর্কের অভাব পরিলক্ষিত হয় প্রভৃতি।
উপসংহার (Conclusion)
পরিশেষে বলা যায়, দূরাগত শিক্ষা (Distance Education) ব্যবস্থা বিভিন্ন সুবিধা গুলি থাকার ফলে আধুনিককালে সমাজে সর্বস্তরে মানুষের কাছে এই শিক্ষা ব্যবস্থা অধিক জনপ্রিয় ও গ্রহণযোগ্য হয়ে উঠেছে। তাই শিক্ষা ক্ষেত্রে দূরাগত শিক্ষা ব্যবস্থা একটি বিশেষ ভূমিকা পালন করে থাকে।
তথ্যসূত্র (References)
- Aggarwal, J. C., Theory and Principles of Education. 13th Ed. Vikas Publishing House Pvt. Ltd.
- V.R. Taneja, Educational Thoughts & Practice. Sterling Publication Pvt. Ltd. New Delhi
- Nayak, B.K, Text Book of Foundation of Education. Cuttack, Odisha: KitabMhal
- Ravi, S. Samuel, A Comprehensive Study of Education, Fourth Printing-May 2016, Delhi – 110092, ISBN – 978-81-203-4182-1,
- Internet sources
প্রশ্ন – দূরাগত শিক্ষা কাকে বলে
উত্তর – যে শিক্ষার নির্দিষ্ট বয়সসীমা, নিয়ম-কানুন ও আসন সংখ্যা সীমিত থাকে না, এবং যার মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ সুবিধা প্রদান করা হয় তাকে দূরাগত শিক্ষা বলে
প্রশ্ন – দূরশিক্ষা প্রথম চালু করেন কে
উত্তর – 1840 সালের দিকে স্যার আইজ্যাক পিটম্যান পোস্ট কার্ড ব্যবহারের মাধ্যমে তথ্য সরবরাহ প্রবর্তন করেছিলেন।
আরোও পড়ুন
- শিক্ষা কি | শিক্ষার 15 টি সংজ্ঞা | Concept and Best Definition of Education
- Role of Television: গণমাধ্যম হিসেবে টেলিভিশনের ভূমিকা
- সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে কী বোঝো | 2 টি সংজ্ঞা ও বৈশিষ্ট্য : Narrow Meaning of Education
- ব্যাপক অর্থে শিক্ষা কি | সংজ্ঞা ও বৈশিষ্ট্য : Broader Meaning of Education
- ডেলর কমিশনের শিক্ষার চারটি স্তম্ভ | Delors Commission in Bengali
- শিশুকেন্দ্রিক শিক্ষা কি (Child Centered Education) : ধারণা, সংজ্ঞা ও বৈশিষ্ট্য
Someone essentially assist to make significantly articles I would state. This is the first time I frequented your web page and to this point. I surprised with the research you made to make this actual post amazing. Magnificent task.