নির্দেশনা ও পরামর্শ দানের পার্থক্য | 10 Difference between Guidance and Counseling

ব্যক্তি জীবনের বিভিন্ন সমস্যার গতি প্রকৃতির উপর নির্ভর করে মনোবিদ্যার ফলিত শাখা হিসাবে নির্দেশনা ও পরামর্শদান বিশেষভাবে উল্লেখযোগ্য। উদ্দেশ্যেগত ভাবে নির্দেশনা ও পরামর্শ দানের পার্থক্য (Difference between Guidance and Counseling) বিভিন্ন দিক থেকে পরিলক্ষিত হয়।

নির্দেশনা ও পরামর্শদান উভয়ই মনোবিদ্যার একটি বিশেষ দিক। নির্দেশনা ও পরামর্শদান ব্যক্তির বিভিন্ন সমস্যা সমাধানের জন্য বিশেষভাবে সহায়তা করে থাকে। এখানে নির্দেশনা ও পরামর্শদান কি এবং নির্দেশনা ও পরামর্শ দানের পার্থক্য আলোচনা করা হল।

নির্দেশনার ধারণা

নির্দেশনা হল এমন একটি প্রক্রিয়া যা একজন ব্যক্তিকে তার পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সার্থক অভিযোজন করতে সহায়তা করে থাকে।

তাই নির্দেশনা হল সাহায্যদানের এমন একটি প্রক্রিয়া যা কোনো ব্যক্তিকে কোনো সমস্যার সমাধানে সহায়তা করে থাকে ও ব্যক্তিকে স্বনির্ভর করে তুলতে সাহায্য করে।

এই নির্দেশনার মাধ্যমে ব্যক্তির ব্যক্তিগত জীবনের চাহিদা পূরণ এবং সামাজিক দিক থেকে তার উপযোগিতা বাড়াতে সাহায্য করে থাকে।

পরামর্শদানের ধারণা

পরামর্শ দান হল ব্যক্তিকে কোনো গুরুতর সমস্যা থেকে মুক্ত হতে সাহায্য করা। এই পরামর্শদান প্রক্রিয়া ফলিত মনোবিজ্ঞানের একটি শাখা যেটি বিভিন্ন মনোবৈজ্ঞানিক নীতির উপর এবং পদ্ধতির উপর প্রতিষ্ঠিত ও নির্ভরশীল।

মনোবিজ্ঞানী রেন (Wren) বলেছেন – পরামর্শদান হল দুজন ব্যক্তির মধ্যে স্থাপিত একটি উদ্দেশ্যমূলক সম্পর্ক যেখানে একজন সমস্যায় আক্রান্ত ব্যক্তি সাহায্যের জন্য অপর কোন অভিজ্ঞ ব্যক্তির শরণাপন্ন হয়।

নির্দেশনা ও পরামর্শ দানের পার্থক্য (10 Difference between Guidance and Counseling)

নির্দেশনা (Guidance)পরামর্শদান (Counseling)
Encyclopedia Britannica তে বলা হয়েছে –
নির্দেশনা এক প্রকারের প্রক্রিয়া যা ব্যক্তিকে তার শিক্ষাগত,
বৃত্তিগত ও মানসিক গুণাবলী সম্পর্কে অবহিত হতে ও বিকাশের সাহায্য করে এবং যার ফলে ব্যক্তি নিজে সুখী হয় ও সমাজের প্রয়োজনে আসে।
Websters Dictionary অনুসারে – পরামর্শ দান হল আলোচনা, পারস্পরিক মতবিনিময় এবং একত্রে কথা বলা।
নির্দেশনার ক্ষেত্রে বুদ্ধির ভূমিকা বিশেষভাবে পরিলক্ষিত হয়।পরামর্শদানের ক্ষেত্রে আবেগের ভূমিকা বিশেষভাবে পরিলক্ষিত হয়।
নির্দেশনা ব্যক্তিগত এবং দলগত উভয় প্রক্রিয়া। পরামর্শদান কেবলমাত্র ব্যক্তিগত প্রকৃতির হয়ে থাকে।
নির্দেশনার প্রতিরোধমূলক প্রকৃতির। অর্থাৎ এখানে ব্যক্তির সমস্যার প্রতিরোধ করার চেষ্টা হয়ে থাকে। পরামর্শদান প্রতিকারমূলক প্রকৃতির। অর্থাৎ এখানে ব্যক্তির সমস্যার সমাধানের চেষ্টা করা হয়ে থাকে।
নির্দেশনা সকলের জন্য প্রয়োজন হয়ে থাকে। পরামর্শদান সকলের জন্য প্রয়োজন নয়। কারণ পরামর্শদানে কেবলমাত্র সমস্যাগ্রস্ত ব্যক্তিকে সহায়তা করা হয়ে থাকে।
নির্দেশনা তথ্যকেন্দ্রিক বিষয়ের উপর নির্ভরশীল। পরামর্শদান অভিযোজন কেন্দ্রিক বিষয়ের উপর নির্ভরশীল।
নির্দেশনার ক্ষেত্রে ব্যক্তির সঙ্গে প্রত্যক্ষ সম্পর্কের বিষয়টি আবশ্যিক নয়।পরামর্শদানের ক্ষেত্রে দুজন ব্যক্তির মধ্যে পারস্পরিক
সম্পর্ক বা প্রত্যক্ষ সম্পর্ক বিষয়টি বিশেষভাবে আবশ্যিক ও অপরিহার্য বিষয়।
নির্দেশনার ক্ষেত্রে ব্যক্তির সমস্যা সমাধানের অনুসন্ধানের উপর বেশি গুরুত্ব আরোপ করা হয়। পরামর্শদানের ক্ষেত্রে ব্যক্তির সমস্যার কারণ অনুসন্ধানের
উপর গুরুত্ব আরোপ করা এবং সেই অনুযায়ী পরামর্শ দান করা হয়।
শিক্ষা এবং পেশাগত দিকে নির্দেশনা প্রয়োগ পরিলক্ষিত হয়।ব্যক্তিগত, সামাজিক বা মানসিক সমস্যা সংক্রান্ত
ক্ষেত্রে পরামর্শদানের প্রয়োগ পরিলক্ষিত হয়।
শিক্ষক, পিতা-মাতা বা অভিভাবক বা কোন অভিজ্ঞ ব্যক্তির দ্বারা নির্দেশনা দান কার্য সম্পন্ন হয়ে থাকে। বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ ব্যক্তি তারা পরামর্শদান কার্য সম্পন্ন হয়ে থাকে।

উপসংহার (Conclusion)

পরিশেষে বলা যায়, নির্দেশনা ও পরামর্শদান সম্পূর্ণ আলাদা বিষয় ও উভয়ের মধ্যে বিশেষ পার্থক্য বর্তমান। কিন্তু নির্দেশনা ও পরামর্শদান উভয় ব্যক্তির উন্নতিতে বা ব্যক্তির ব্যক্তিগত বিভিন্ন সমস্যার আশু সমাধানের ক্ষেত্রে বিশেষভাবে সহায়তা করে থাকে।

আধুনিক পরিবর্তনশীল সমাজে প্রতিটি মানুষের মধ্যে বিভিন্ন সমস্যা পরিলক্ষিত হচ্ছে। আর এই সমস্ত সমস্যার সাময়িক সমাধানের জন্য নির্দেশনা ও পরামর্শদান বিশেষ কৌশল। নির্দেশনা একদিকে যেমন সতত পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করে।

আবার অপরদিকে যখন ব্যক্তি এই পরিবর্তনের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারে না বা সক্ষম হয় না তখন পরামর্শদানের সাহায্য গ্রহণ করা হয়ে থাকে। অর্থাৎ ব্যক্তি যখন অধিক সমস্যায় আক্রান্ত হয়ে পড়ে তখন পরামর্শদান ব্যক্তিকে বিশেষভাবে সহায়তা করে থাকে।

আরোও পোস্ট পড়ুন – Click Here Now

তথ্যসূত্র (Reference)

  • Basu, N.C. Educational and Vocational Guidance.
  • Chauhan, S.S. – Principles and Techniques of Guidance.
  • Dave Indu – The Basic Essentials of Counseling.
  • Kocher, S.K. – Guidance and Counselling in Secondary School
  • NCERT- Guidance and Counseling.

প্রশ্ন – পরামর্শ দান বলতে কী বোঝ?

উত্তর – পরামর্শ দান হল দুইজন ব্যক্তির মধ্যে পারস্পরিক কথোপকথন যেখানে সমস্যায় আক্রান্ত ব্যক্তি সমস্যা সমাধানের জন্য অভিজ্ঞ কোন ব্যক্তির সঙ্গে যোগাযোগ স্থাপন করেন।

পরামর্শদানের সংজ্ঞায় Carl Rogers বলেছেন – পরামর্শদান বলতে বোঝায় একাধিকবার প্রত্যক্ষ সাক্ষাৎকার যার লক্ষ্য হল ব্যক্তির মনোভাব ও আচরণের পরিবর্তনে সাহায্য করা।

আরোও পড়ুন

Leave a Comment

close