Share on WhatsApp Share on Telegram

ব্যক্তিত্ব কাকে বলে | ভালো ব্যক্তিত্বের বৈশিষ্ট্য | 5 Definition and Characteristics of Personality

Join Our Channels

মনোবিজ্ঞানের আলোচনায় একটি অন্যতম বিশেষ দিক হল ব্যক্তিত্ব (Personality)। এটি কোনো ব্যক্তির ব্যক্তিসত্তাকে বা আচরণ ধারাকে প্রকাশ করতে সহায়তা করে। অর্থাৎ ব্যক্তিত্বের মাধ্যমে কোন ব্যক্তি কতটা ভালো বা মন্দ তা সহজেই বিচার বিবেচনা করা যায়।

এক কথায় ব্যক্তিত্বকে প্রকাশ করা সম্ভবপর নয়। ব্যক্তিত্ব একটি জটিল মানসিক প্রক্রিয়া। সাধারণ অর্থে ব্যক্তিত্ব হল ব্যক্তির এমন কিছু অভ্যন্তরীণ গুণ বা বৈশিষ্ট্য যা ব্যক্তিকে অন্যদের থেকে আলাদা করে। যেমন – আমরা অনেক সময় বলে থাকি, লোকটির পার্সোনালিটি বা ব্যক্তিত্ব খুবই ভালো বা ভালো নয়। এই অধ্যায়ে ব্যক্তিত্ব কাকে বলে, ভালো ব্যক্তিত্বের বৈশিষ্ট্য কি তা আলোচনা করা হল।

ব্যক্তিত্ব কাকে বলে | Definition of Personality

ইংরাজি ‘Personality’ শব্দটি গ্রিক শব্দ ‘Persona’ থেকে এসেছে। যার অর্থ হল মুখোশ। গ্রিস দেশে অভিনেতারা নাটক মঞ্চস্থ করার জন্য নাটকের বিভিন্ন চরিত্র অনুযায়ী বিভিন্ন মুখোশ ব্যবহার করতো, এগুলিকে ‘পার্সোনা বা ‘Persona’ বলা হয়।

ব্যক্তিত্ব হল ব্যক্তির স্থায়ী সংলক্ষন ও অভিনব বৈশিষ্ট্যের ধরন যা ব্যক্তির আচরণগত সামঞ্জস্যতা ও পরিবেশের সঙ্গে সার্থক অভিযোজনের উপযোগী করে তোলে।

বিভিন্ন মনোবিদ বিভিন্ন দিক থেকে ব্যক্তিত্ব কাকে বলে তা ব্যাখ্যা করেছেন, সেগুলি হল –

1. বিশিষ্ট মনোবিদ Allport (1937) বলেছেন – ব্যক্তিত্ব হল ব্যক্তির মধ্যে অবস্থিত এক ধরনের সংগঠন যা তাকে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে অভিনবভাবে সামঞ্জস্য বিধান করতে সাহায্য করে। (“Personality is the dynamic organization within the individual of those psychophysical systems that determine his unique adjustments to the environment.” )

2. মনোবিদ Woodworth বলেছেন – ব্যাপক অর্থে ব্যক্তিত্ব হল ব্যক্তির আচরণের সামগ্রিক গুণাবলী। (“Personality is the quality of the individual’s total behaviour.”)

3. বিশিষ্ট মনোবিদ ক্যাটেল (Cattell) বলেছেন – কোনো পরিস্থিতিতে ব্যক্তির আচরণ কি হবে তা নির্ধারণ করে দেয় ব্যক্তিত্ব।

4. মনোবিদ Dashiell বলেছেন – ব্যক্তিত্ব হল সামাজিক সামঞ্জস্যপূর্ণ আচরণের সম্পূর্ণ প্রবণতার সমষ্টি। (“Personality is the sum total of behaviour trends manifested in social adjustments.”)

5. বিশিষ্ট মনোবিদ Kurt Lewin বলেছেন – “Personality is a dynamic totality of systems.”

ভালো ব্যক্তিত্বের বৈশিষ্ট্য | Characteristics of Personality

ব্যক্তিত্বকে বিশ্লেষণ করলে -এর বিভিন্ন বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। ভালো ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলির মধ্যে যে সমস্ত বৈশিষ্ট্য উল্লেখযোগ্য সেগুলি হল –

1. গতিশীল ও মনোবৈজ্ঞানিক প্রকৃতির

ব্যক্তিত্ব কোন স্থির বিষয় নয় বরং এটি সর্বদা গতিশীল প্রকৃতির। ব্যক্তিত্বের মাধ্যমে ব্যক্তি সর্বদা পরিবর্তনশীল পরিবেশের মধ্যে সামঞ্জস্য বিধান করে চলে। তাই ব্যক্তিত্ব গতিশীল প্রকৃতির হয়ে থাকে। তাছাড়া ব্যক্তিত্ব হল মনোবৈজ্ঞানিক বিভিন্ন বৈশিষ্ট্যের সমন্বয়।

2. সহজাত ও অর্জিত প্রকৃতির

ব্যক্তিত্ব একদিকে সহজাত এবং অন্যদিকে অর্জিত প্রকৃতির হয়ে থাকে। তাই ব্যক্তিত্বের অন্যতম বৈশিষ্ট্য হল এটি সহজাত ও অর্জিত প্রকৃতি। বিভিন্ন মনোবিদগণ মনে করেন ব্যক্তিত্বের ক্ষেত্রে বংশগতি ও পরিবেশের প্রভাব বিশেষভাবে পরিলক্ষিত হয়।

3. জৈব মানসিক সত্তা বিশিষ্ট

ব্যক্তিত্বের অন্যতম বৈশিষ্ট্য হলো এটি জৈব মানসিক সত্তা বিশিষ্ট। অর্থাৎ ব্যক্তির ব্যক্তিত্ব জৈব মানসিক সংগঠনের উপর নির্ভরশীল। এর মধ্যে দেহ ও মন উভয়ের ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তাই মনোবিদগণ বলেন দেহ ও মন ভয়ের পারস্পরিক ক্রিয়া ও প্রতিক্রিয়ার সমন্বিত রূপই হল ব্যক্তির ব্যক্তিত্ব।

4. পরিমাপযোগ্য ও বর্ণনাযোগ্য

ব্যক্তিত্ব পরিমাপযোগ্য ও বর্ণনাযোগ্য। আধুনিক বিভিন্ন মনোবৈজ্ঞানিক অভিক্ষার মাধ্যমে ব্যক্তিত্বকে পরিমাপ করা সম্ভবপর হচ্ছে। যার ফলে ব্যক্তিত্বকে বর্ণনা করা যাচ্ছে। অর্থাৎ কোন ব্যক্তির মধ্যে কি ধরনের ব্যক্তিত্ব রয়েছে তা সহজে পরিমাপ ও বর্ণনা করা যায়। এই ব্যক্তিত্ব পরিমাপক অভিক্ষাগুলির মধ্যে অন্যতম হল – রর্সার কালির ছাপের অভীক্ষা, মিনেসোটা বহুমুখী ব্যক্তিসত্তার অভীক্ষা প্রভৃতি।

5. আচরণের নির্ধারক

ব্যক্তিত্ব ব্যক্তির আচরণের নির্ধারণ। অর্থাৎ আচরণের মধ্য দিয়ে ব্যক্তির ব্যক্তিত্ব প্রকাশিত হয়ে থাকে। এটি ব্যক্তির আচরণগত গতিপ্রকৃতিকে নির্দিষ্ট করে। তাই ব্যক্তিত্ব হল আচরণমূলক।

6. সঙ্গতিবিধানের প্রক্রিয়া

ব্যক্তিত্বের অন্যতম বৈশিষ্ট্য হল অভিনব সংগতি সাধনের প্রক্রিয়া। অর্থাৎ ভালো ব্যক্তিত্ব ব্যক্তিকে সতত পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে বা সঙ্গতিবিধানের মাধ্যমে সামঞ্জস্যবিধান করতে সাহায্য করে থাকে।

উপসংহার (Conclusion)

পরিশেষে বলা যায়, ব্যক্তিত্ব হল কোনো ব্যক্তির নিজস্ব গুণ বা বৈশিষ্ট্য যা ব্যক্তিকে অন্য ব্যক্তিদের থেকে আলাদা করে তোলে। ব্যক্তিত্বের মধ্য দিয়ে কোনো ব্যক্তি কতটা ভালো বা মন্দ তা বিচার বিবেচনা করা হয়। অর্থাৎ ব্যক্তিত্ব ব্যক্তির পরিচয় একটি প্রধান দিক।

তথ্যসূত্র (Reference)

  • A. Woolfolk – Educational Psychology – Pearson Education
  • J. W. Santrock – Educational Psychology – Mc Gray Hill
  • J. C. Aggarwal – Essentials of Educational Psychology – Vikas publisher
  • S. K. Mangal – Essentials of Educational Psychology – PHI Ltd.
  • S. K. Mangal – Advanced Educational Psychology – PHI Ltd
  • S. S. Chauhan – Advanced Educational Psychology – Vikas publisher
  • E. B. Hurlock – Child Development – Anmol Publication Pvt. Ltd
  • L. E. Berk – Child Development – PHI Ltd
  • Internet Sources

প্রশ্ন – ব্যক্তিত্ব বলতে কি বোঝায়?

উত্তর – ব্যক্তিত্ব হল ব্যক্তির এমন একটি গুন বা বৈশিষ্ট্য যা তাকে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সংগতিবিধানে সহায়তা করে। অর্থাৎ ব্যক্তিত্ব হল মানুষের আচার-আচরণের বহিঃপ্রকাশ।

প্রশ্ন – ব্যক্তিত্বের প্রধান বৈশিষ্ট্য কি কি?

উত্তর – ব্যক্তিত্বের প্রধান বৈশিষ্ট্য হল – অন্তরমুখীনতা, বহির্মুখীনতা, অনন্য গুণের অধিকারী, সহজে মেলামেশা করতে পারে, পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে অভিযোজনকারী প্রভৃতি।

আরোও পড়ুন

3.3/5 - (3 votes)

Mr. Debkumar – Author and Founder of Edutiips.com

Mr. Debkumar – Author and Founder of Edutiips.com

A dedicated educator with 10+ years of teaching experience, UGC NET Qualified, and holder of MA, B.Ed, and M.Phil in Education (University of Calcutta).

He has authored several books published by Aheli Publication, such as Communication Skills, Aspect of Democratic Citizenship, Sociological Foundation of Education, Computer Applications, Fundamentals of Education, Educational Organization and Planning, and Educational Research.

He is also an active contributor on Quora, where he shares expert insights on education, history, and social issues.

Leave a Comment

close