ব্যাপক অর্থে শিক্ষা (Broader Meaning of Education) হল শিশুর সারা জীবনব্যাপী ও সামাজিকীকণের প্রক্রিয়া। এটি হল শিক্ষার্থীর অন্তর্নিহিত সম্ভাবনার বিকাশ।
ব্যাপক বা বৃহত্তর বা বিস্তৃত অর্থে শিক্ষা শুধুমাত্র একটি শ্রেণীকক্ষ বা একটি বিদ্যালয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি একটি জীবনব্যাপী প্রক্রিয়া হিসাবে বিবেচিত হয়, যেখানে একজন ব্যক্তি জীবনের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন মাধ্যমে (যেমন -আনুষ্ঠানিকভাবে, অনানুষ্ঠানিকভাবে) যে সমস্ত অভিজ্ঞতা ও জ্ঞান অর্জন করে।
ব্যাপক অর্থে শিক্ষা কি (Broader Meaning of Education)
শিক্ষা মানে শুধু তথ্য সংগ্রহ নয়। এটি হল সামাজিক এবং প্রাকৃতিক পরিবেশে জীবনের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন।
যে শিক্ষা সারা জীবনব্যাপী প্রক্রিয়া, তাকে ব্যাপক অর্থে শিক্ষা (Broader Meaning of Education) বলে। তাই শিক্ষার ব্যাপক অর্থে শিক্ষা শিশুর বিকাশের প্রক্রিয়াকে বোঝায়। অর্থাৎ এই শিক্ষা শারীরিক, সামাজিক এবং আধ্যাত্মিক প্রভৃতি বিকাশের প্রক্রিয়া।
এই শিক্ষার মাধ্যমে সমাজে বিভিন্ন ধরণের কার্যকলাপের মিথস্ক্রিয়া দ্বারা প্রাপ্ত সমস্ত অভিজ্ঞতাকে অন্তর্ভুক্ত করে। তাই শিক্ষার শিক্ষার এই ধরনের দৃষ্টিভঙ্গি জীবনের সমস্ত অভিজ্ঞতাকে অন্তর্ভুক্ত করে, কারণ ব্যক্তি উন্নয়ন থেকে জাতীয় উন্নয়নের উপর আরো বেশি জোর বা গুরুত্ব দেওয়া হয়।
আরোও পড়ুন – সংকীর্ণ অর্থে শিক্ষার ধারণা, সংজ্ঞা ও বৈশিষ্ট্য
ব্যাপক অর্থে শিক্ষার সংজ্ঞা (Definition of Broader Meaning of Education)
ব্যাপক অর্থে শিক্ষার সংজ্ঞা যে সমস্ত গুরুত্বপূর্ণ বর্তমান, সেগুলি হল –
1. শিক্ষাবিদ্ কিলপ্যাট্রিক (Kilpatrick) বলেন – “From the broad point of view, all life thoughtfully lived is education.” অর্থাৎ ব্যাপক দৃষ্টিভঙ্গিতে সকল সুচিন্তিত জীবনযাপনই হল শিক্ষা।
2. বিশিষ্ট শিক্ষাবিদ ও দার্শনিক স্বামী বিবেকানন্দ (Swami Vivekananda) বলেছেন – “Education is the manifestation of perfection already in man”. অর্থাৎ শিশুর অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ সাধন হল শিক্ষা
3. গান্ধীজী (Mahatma Gandhi) বলেছেন – “an all-round drawing out of the best in the child-body, mind and spirit”. অর্থাৎ শিশুর দেহ, মন ও আত্মার সুষম বিকাশ সাধন।
4. শিক্ষাবিদ S. S. Mackenzie বলেছেন – “In the wider sense, it is a process that goes on throughout life and is promoted by almost every experience in life”. অর্থাৎ ব্যাপক অর্থে, শিক্ষা এমন একটি প্রক্রিয়া যা সারা জীবন চলে এবং জীবনের প্রায় প্রতিটি অভিজ্ঞতা দ্বারা প্রচারিত হয়।
5. আবার প্রয়োগবাদী শিক্ষাবিদ জন ডিউই (John Dewey) বলেছেন – “Education, in its broadest sense, is the means of the social continuity.” অর্থাৎ তার ব্যাপক অর্থে শিক্ষা সামাজিক ধারাবাহিকতার মাধ্যম।
ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্য (Characteristics of Broader Meaning of Education)
ব্যাপক অর্থে শিক্ষার যে সমস্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বর্তমান, সেগুলি হল –
1. সারা জীবনব্যাপী প্রক্রিয়া
ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্য হল সারা জীবনব্যাপী প্রক্রিয়া। শিশু ভূমিষ্ঠ হওয়ার মুহূর্ত থেকে আমৃত্যু পর্যন্ত এই শিক্ষা চলতে থাকে। অর্থাৎ ব্যাপক অর্থে শিক্ষা শিক্ষার্থীদের মধ্যে সারা জীবন ধরে সঞ্চালিত হয়। তাই এটি সারা জীবনব্যাপী প্রক্রিয়া হিসাবে গণ্য করা যায়।
2. সুচিন্তিত জীবনযাপন
ব্যাপক অর্থে শিক্ষা সুচিন্তিত জীবন যাপনের শিক্ষা। এই শিক্ষার মধ্য দিয়ে শিক্ষার্থীদের জীবনের মানের উন্নয়ন হয়ে থাকে। ফলে তারা পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে মানিয়ে চলতে পারে। তাই ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্য হল সুচিন্তিত জীবনযাপন।
3. শিক্ষার্থীর সর্বাঙ্গীণ বিকাশ
ব্যাপক অর্থে শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের দৈহিক, মানসিক, প্রাক্ষোভিক, আধ্যাত্মিক প্রভৃতি বিকাশ সাধন সম্ভব করা হয়। অর্থাৎ শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশ সাধনের ক্ষেত্রে ব্যাপক অর্থে শিক্ষার ভূমিকা উল্লেখযোগ্য। তাই ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্য হল এটি শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ বিকাশ সাধনের প্রক্রিয়া।
4. 7R বিষয়ক জ্ঞান প্রদান
ব্যাপক অর্থে শিক্ষার মধ্য দিয়ে শিক্ষার্থীদের 7R বিষয়ক জ্ঞান প্রদান করা হয়ে থাকে। অর্থাৎ পঠন, লিখন, গণিত, মনোরঞ্জন, অধিকার, দায়িত্ববোধ এবং সম্পর্ক (7R) বিষয়ে জ্ঞান প্রদান করে থাকে।
5. অভিজ্ঞতা ভিত্তিক
ব্যাপক অর্থে শিক্ষা অভিজ্ঞতা ভিত্তিক। তাই শিক্ষার্থীরা বাস্তবের বিভিন্ন অভিজ্ঞতা এই শিক্ষার মধ্য দিয়ে লাভ করে থাকে। অর্থাৎ এই শিক্ষা বাস্তবের সঙ্গে সম্পর্কিত। তাই ব্যাপক অর্থে শিক্ষা বৈশিষ্ট্য হল অভিজ্ঞতা ভিত্তিক প্রক্রিয়া।
6. ধারাবাহিক প্রক্রিয়া
ব্যাপক অর্থে শিক্ষা একদিকে যেমন জীবনব্যাপী প্রক্রিয়া অন্যদিকে তেমনি ধারাবাহিক প্রক্রিয়া। অর্থাৎ ব্যাপক অর্থে শিক্ষা সারা জীবন ধরে ধারাবাহিকভাবে সংঘটিত হয়। তাই ব্যাপকতা শিক্ষার বৈশিষ্ট্য হল ধারাবাহিক প্রক্রিয়া।
7. বৃদ্ধি এবং বিকাশের একটি ক্রমাগত প্রক্রিয়া
ব্যাপক অর্থে শিক্ষা শিক্ষার্থীর বৃদ্ধি এবং বিকাশে একটি ক্রমাগত প্রক্রিয়া। অর্থাৎ ব্যাপক অর্থে শিক্ষা শিক্ষার্থীর বৃদ্ধি ও বিকাশের সঙ্গে বিশেষভাবে সম্পর্কিত। ফল শিক্ষার্থীর বৃদ্ধি ও বিকাশ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে থাকে।
8. অভিযোজনমূলক প্রক্রিয়া
ব্যাপক অর্থে শিক্ষা অভিযোজনমূলক প্রক্রিয়া হিসাবে পরিগণিত হয়। পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সার্থক অভিযোজনই ব্যক্তিজীবনের মূল লক্ষ্য। আর এক্ষেত্রে ব্যাপক অর্থে শিক্ষার ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। তাই ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্য হল শিক্ষার্থীদের পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে যথাযথভাবে অভিযোজন করানো।
9. বহুমুখী প্রক্রিয়া
ব্যাপক অর্থে শিক্ষা বহুমুখী প্রক্রিয়া হিসাবে পরিগণিত। এটি শিক্ষার্থীদের সার্বিক বিকাশ সাধন করে থাকে। শিক্ষক, শিক্ষার্থী, পাঠক্রম এবং শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজ প্রভৃতির সঙ্গে সুষ্ঠু সমন্বয়ের মাধ্যমে এই শিক্ষাদান কার্যকরী হয়ে থাকে। তাই বহুমুখী প্রক্রিয়া ব্যাপক অর্থে শিক্ষার অন্যতম বৈশিষ্ট্য।
10. শিক্ষার্থী কেন্দ্রিক
ব্যাপক অর্থে শিক্ষা শিক্ষার্থীদের চাহিদাকে কেন্দ্র করে সংঘটিত হয়। অর্থাৎ শিক্ষার্থীদের আগ্রহ, প্রবণতা, সামর্থ প্রভৃতির উপর গুরুত্ব আরোপ করে এই শিক্ষাব্যবস্থা গড়ে ওঠে। তাই ব্যাপক অর্থে শিক্ষা শিক্ষার্থী কেন্দ্রিক বা শিক্ষার্থীদের চাহিদা কেন্দ্রিক বা শিক্ষার্থীদের প্রবণতা ভিত্তিক শিক্ষা প্রক্রিয়া। শিক্ষার্থীদের জীবন গঠনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে।
তাই ব্যাপক অর্থে শিক্ষা শৈশবকালে অর্জিত সমস্ত জ্ঞান এবং অভিজ্ঞতা অন্তর্ভুক্ত করে। এটি জীবনব্যাপী ও ধারাবাহিক প্রক্রিয়া হিসেবে শিশুর জন্ম দিয়ে শুরু হয় এবং তার মৃত্যুর সাথে শেষ হয়।
আরোও পোস্ট পড়ুন – Click Here Now
উপসংহার (Conclusion)
পরিশেষে তাই বলা যায়, শিক্ষার ব্যাপক দৃষ্টিভঙ্গি শিক্ষাকে এমন একটি কাজ বা অভিজ্ঞতা হিসাবে বিবেচনা করে যা একজন ব্যক্তির ব্যক্তিত্বের উপর গঠনমূলক বা সংযোজনমূলক বিশেষ প্রভাব ফেলে।
তাই বিশিষ্ট শিক্ষাবিদ্ Dumvile বলেছেন – “Education in its widest sense includes all the influences, which at upon an individual during his passage from cradle to the grave.” অর্থাৎ ব্যাপক অর্থে শিক্ষার মধ্যে সমস্ত প্রভাব অন্তর্ভুক্ত রয়েছে, যা একজন ব্যক্তির দোলনা (জন্ম) থেকে আমৃত্যু পর্যন্ত চলতে থাকে।
তথ্যসূত্র – Click Here
প্রশ্ন – ব্যাপক শিক্ষা কাকে বলে?
উত্তর – যে শিক্ষা শিশুর সারা জীবনব্যাপী প্রক্রিয়া, তাকে ব্যাপক শিক্ষা বলে। তাই শিক্ষার ব্যাপক শিক্ষার অর্থ শিশুর জীবনবিকাশের প্রক্রিয়াকে বোঝায়।
প্রশ্ন – শিক্ষার সংকীর্ণ ও ব্যাপক অর্থ বলতে কি বোঝো?
উত্তর – সংকীর্ণ অর্থে শিক্ষা হল কিছু জ্ঞান ও কৌশল আয়ত্ত করা। আর
ব্যাপক অর্থে শিক্ষা হল শিক্ষার্থীর অন্তর্নিহিত সম্ভাবনার পরিপূর্ন বিকাশ সাধন।
প্রশ্ন – শিক্ষার বিস্তৃত ধারণা কি?
উত্তর – বিস্তৃত অর্থে শিক্ষা শুধুমাত্র একটি শ্রেণীকক্ষ বা একটি বিদ্যালয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি একটি জীবনব্যাপী প্রক্রিয়া হিসাবে বিবেচিত হয়। এই শিক্ষা শিশুর জীবনব্যাপী ও ধারাবাহিক প্রক্রিয়া।
প্রশ্ন – ব্যাপক অর্থে শিক্ষার একটি বৈশিষ্ট্য লেখ।
উত্তর – ব্যাপক অর্থে শিক্ষার একটি বৈশিষ্ট্য হল –
১. এটি জীবনব্যাপী, ধারাবাহিক ও সামাজিকীকণের প্রক্রিয়া।
প্রশ্ন – ব্যাপক অর্থে শিক্ষার লক্ষ্য কি?
উত্তর – ব্যাপক অর্থে শিক্ষার লক্ষ্য হল – শিক্ষার্থীর সর্বাঙ্গীণ বিকাশ সাধন করা।
আরোও পড়ুন
- Role of Television: গণমাধ্যম হিসেবে টেলিভিশনের ভূমিকা
- অনিয়ন্ত্রিত শিক্ষা কি | অনিয়ন্ত্রিত শিক্ষার বৈশিষ্ট্য, সুবিধা ও অসুবিধা (Advantages and Disadvantages of Informal Education)
- অনিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম হিসেবে পরিবারের ভূমিকা (10 Role of the Family as a medium of Informal Education)
- কিন্ডারগার্টেন পদ্ধতি কি | কিন্ডারগার্টেন শিক্ষা পদ্ধতির বৈশিষ্ট্য | 8 Characteristics of Kindergarten Method
- কিন্ডারগার্টেন শিক্ষা পদ্ধতির সুবিধা ও অসুবিধা | Merits and Demerits of kindergarten Method
- খেলা ও কাজের মধ্যে পার্থক্য | Difference Between Play and Work
Writing skills is very good.