সৃজনশীলতা কি | সৃজনশীলতার বৈশিষ্ট্য | Definition of Creativity

শ্রেণিকক্ষে বিভিন্ন ধরনের শিশু পরিলক্ষিত হয়। তাদের মধ্যে অন্যতম হল সৃজনশীল শিশু। সাধারণভাবে সৃজনশীলতা (Creativity) সেই সমস্ত কার্যকলাপকে বোঝায় যার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নতুনত্বের বহিঃপ্রকাশ ঘটে।

শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন ধরনের শিক্ষার্থী পরিলক্ষিত হয়। যেমন – শিখন অক্ষমতা যুক্ত শিশু, স্বাভাবিক শিশু, বুদ্ধিদীপ্ত শিশু, সৃজনশীল শিশু প্রভৃতি। এখানে সৃজনশীল শিশু বা সৃজনশীলতা সম্পর্কে আলোচনা করা হল।

সৃজনশীলতা কি | What is Creativity

সৃজনশীলতা হল সেই সমস্ত কাজকর্ম বা চিন্তাভাবনাকে বোঝানো হয়ে থাকে যেগুলির মাধ্যমে শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তির বহিঃপ্রকাশ ঘটে থাকে। যেমন – শিল্প, সাহিত্য, খেলাধুলা প্রভৃতিতে নতুন কিছু প্রকাশ ঘটানো বা নতুন কিছু করে দেখান।

মনোবিজ্ঞানীদের মতে – কোনো ব্যক্তি বা শিক্ষার্থী যদি নিজস্ব আচরণ ও চিন্তাভাবনার মধ্যে নতুন কিছু সৃষ্টি করতে পারে তখন সেটিকে বলা হবে সৃজনশীলতা।

সৃজনশীলতার সংজ্ঞা –

সৃজনশীলতা কি ? এ বিষয়ে বিভিন্ন মনোবিদগণ বিভিন্ন দৃষ্টিভঙ্গ থেকে ব্যাখ্যা করেছেন। মনোবিদদের প্রদত্ত সৃজনশীলতা যে সমস্ত সংজ্ঞা বর্তমান সেগুলি হল –

মনোবিদ Simson বলেছেন – সৃজনশীলতা হলো এক ধরনের প্রয়াস বা প্রচেষ্টা যা ব্যক্তিকে বা শিক্ষার্থীদের গতানুগতিক চিন্তাধারা ভেঙে সম্পূর্ণ পৃথক চিন্তাধারার সূচনা করে।

বিশিষ্ট মনোবিদ Wallach and kogan (1982) বলেছেন – বিভিন্ন বস্তুর মধ্যে সংযোগ স্থাপন করে নতুন কিছু সৃষ্টি করাই হল সৃজনক্ষমতা বা সৃজনশীলতা।

মনোবিদ Paplia and Old (1987) বলেছেন – সৃজনশীলতা হল সেই ক্ষমতা যার তারা ব্যক্তি নতুনভাবে সৃষ্টি করতে পারে, সমসাকে নতুনভাবে দেখে এবং অভিনব উপায়ে সমস্যার সমাধান করে থাকে।

সৃজনশীলতা কি এ বিষয়ে মনোবিদ আশুবেল ও রবিনসন বলেছেন – কোনো ব্যক্তি যদি মানসিক প্রচেষ্টার ক্ষেত্রে এমন কোনো কর্মসম্পাদন করে যার মধ্যে অভিনবত্ব প্রকাশ পায় এবং গুণগত বিচারে তার কর্মকে অন্য কর্ম থেকে পৃথক করা যায়, তাকে সৃজনশীল ব্যক্তি হিসেবে গণ্য করা যায়।

আবার, বিশিষ্ট মনোবিদ Rogers বলেছেন – সৃজন ক্ষমতার জন্য এক দিকে থাকবে সক্রিয়তা, অনন্যতা এবং অন্যদিকে থাকবে ব্যক্তির সুপরিচিত কোনো কিছু থেকে উদ্ভূত কোন সম্পর্কযুক্ত বিষয় যা তার কাজের মধ্য দিয়ে প্রতিফলিত হয়।

সৃজনশীলতার বৈশিষ্ট্য

সৃজনশীলতার বিভিন্ন বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। সৃজনশীলতার এই বৈশিষ্ট্য গুলি হল নিম্নলিখিত –

1. নতুনত্ব

সৃজনশীলতার অন্যতম বৈশিষ্ট্য নতুনত্বতা বা নতুনত্ব। অর্থাৎ সৃজনশীল কাজের মধ্যে নতুনত্ব পরিলক্ষিত হয়। যা অন্যান্য কাজ থেকে বা অন্যান্য বিষয় থেকে সহজে সৃজনশীলতাকে চিহ্নিতকরণ করা সম্ভব হয়।

2. নমনীয়তা

সৃজনশীলতা নমনীয় প্রকৃতির। বিভিন্ন বিষয় নিয়ে নতুন নতুন চিন্তাভাবনা সৃজনশীলতার অন্যতম লক্ষণ। তাই এটি নমনীয় প্রকৃতির হয়ে থাকে।

3. সক্রিয়তা

সৃজনশীলতার ক্ষেত্রে ব্যক্তির বা শিক্ষার্থীদের সক্রিয়তা আবশ্যিক। অর্থাৎ সক্রিয়তা অন্যতম বৈশিষ্ট্য হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে।

4. সমস্যা সমাধানমূলক

সৃজনশীলতা সবসময় সমস্যা সমাধানমূলক হয়ে থাকে। অর্থাৎ সৃজনশীলতার মধ্য দিয়ে কোনো কাজকে বা সমস্যাকে সহজ ভাবে এবং নতুনত্ব ভাবে সমাধান করা সম্ভব হয়।

5. অভিনব প্রকৃতির

সৃজনশীলতা অভিনব প্রকৃতির হয়ে থাকে। সৃজনশীলতার মধ্য দিয়ে অভিনব কিছু বিষয় পরিলক্ষিত হয় যা অন্য কোনো ব্যক্তির থেকে তাকে আলাদা ও অনন্য করে তোলে।

6. বিশেষ প্রকৃতির

সৃজনশীলতা বিশেষ প্রকৃতির হয়ে থাকে। অর্থাৎ সমাজের সকল ব্যক্তির মধ্যে সৃজনশীলতা পরিলক্ষিত হয় না। তাই সৃজনশীলতা বিশেষ বিশেষ ব্যক্তির ক্ষেত্রে পরিলক্ষিত হয়। এদিক থেকে সৃজনশীলতা বিশেষ প্রকৃতির হয়ে থাকে।

আরোও পোস্ট পড়ুন – Click Here Now

উপসংহার (Conclusion)

পরিশেষে বলা যায়, সৃজনশীলতা (Creativity) হল ব্যক্তির এমন এক গুন বা বৈশিষ্ট্য যা তাকে অন্য কোনো ব্যক্তির থেকে পৃথক করে তোলে। তাই সৃজনশীলতা ব্যক্তিত্বের পরিচয় বহন করে থাকে।

তথ্যসূত্র (Reference)

  • A. Woolfolk – Educational Psychology – Pearson Education
  • J. W. Santrock – Educational Psychology – Mc Gray Hill
  • J. C. Aggarwal – Essentials of Educational Psychology – Vikas publisher
  • S. K. Mangal – Essentials of Educational Psychology – PHI Ltd.
  • S. K. Mangal – Advanced Educational Psychology – PHI Ltd
  • S. S. Chauhan – Advanced Educational Psychology – Vikas publisher
  • E. B. Hurlock – Child Development – Anmol Publication Pvt. Ltd
  • L. E. Berk – Child Development – PHI Ltd
  • Internet Sources

প্রশ্ন – সৃজনশীলতা মানে কি

উত্তর – সৃজনশীলতা মানে হল ব্যক্তির এক ধরনের প্রচেষ্টা বা প্রয়াস যার মাধ্যমে কোনো কিছু আংশিক বা পরিপূর্ণভাবে নতুন করে সৃষ্টি করা। অর্থাৎসৃজনশীলতা হল ব্যক্তির নিজস্ব গুণ বা বৈশিষ্ট্য।

প্রশ্ন – সৃজনশীল কাজের উদাহরণ

উত্তর – সৃজনশীল কাজের উদাহরণ হল – ছবি আঁকা, নাচ গান, সাহিত্য সৃষ্টি, খেলাধুলায় পারদর্শিতা দেখানো প্রভৃতি।

প্রশ্ন – সৃজনশীলতার দুটি বৈশিষ্ট্য

উত্তর – সৃজনশীলতার দুটি বৈশিষ্ট্য হল – i) নতুনত্ব এবং ii) অভিনব প্রকৃতির।

আরোও পড়ুন

2 thoughts on “সৃজনশীলতা কি | সৃজনশীলতার বৈশিষ্ট্য | Definition of Creativity”

Leave a Comment

close