সামাজিক সচলতা হল কোন ব্যক্তি বা গোষ্ঠীর সামাজিক স্তরবিন্যাসের এক স্তর থেকে অন্যস্তরে স্থান পরিবর্তন। এই সামাজিক সচলতার বিভিন্ন প্রকারভেদ (Types of Social Mobility) বর্তমান।
সামাজিক সচলতা হল সমাজের বসবাসকারী ব্যক্তিবর্গের মধ্যে পদমর্যাদাগত পরিবর্তন। এক্ষেত্রে ব্যক্তি তার নিজস্ব ইচ্ছা, সামর্থ্য, শিক্ষা এবং অর্জিত অভিজ্ঞতার ভিত্তিতে এই স্তর পরিবর্তন করতে সক্ষম হয়। এই পর্যায়ে সামাজিক সচলতার সংজ্ঞা ও সামাজিক সচলতার শ্রেণীবিভাগগুলি (Types of Social Mobility) যথাযথভাবে উদাহরণসহ আলোচনা করা হল।
সামাজিক সচলতার সংজ্ঞা (Definition of Social Mobility)
বিভিন্ন সমাজবিদদের দেওয়া সামাজিক সচলতার সংজ্ঞাগুলি নিম্নে উল্লেখ করা হল –
সমাজবিদ্ সরোকিন (Pitirim A. Sorokin) তাঁর ‘Social and Cultural Mobility’ গ্রন্থে বলেছেন – সামাজিক সচলতা বলতে আমরা বুঝি সামাজিক গোষ্ঠী ও স্তরের কোনো ব্যক্তির একটি অবস্থান থেকে অন্য অবস্থান বা পদে রূপান্তরকে।
সমাজতাত্ত্বিক হেড্রিক (W. C. Headrick) -এর মতে, Social mobility is the movement of persons from one social to another social group.” অর্থাৎ সামাজিক সচলতা হল একটি সামাজিক গোষ্ঠী থেকে অন্য সামাজিক গোষ্ঠীতে ব্যক্তির অবতরণ করা।
সামাজিক সচলতার প্রকারভেদ বা সামাজিক গতিশীলতার প্রকারভেদ (Types of Social Mobility)
সামাজিক সচলতার প্রকারভেদ সম্পর্কে সমাজবিদ্ সরোকিন (Pitirim A. Sorokin) বলেছেন – “Social Mobility is either horizontal or vertical.” সামাজিক স্তরবিন্যাসের মতো সামাজিক সচলতার প্রকারভেদ বা সামাজিক গতিশীলতার প্রকারভেদ (Types of Social Mobility) নিম্নে আলোচনা করা হল –
অনুভূমিক সচলতা (Horizontal Mobility)
সাধারণভাবে অনুভূমিক সচলতা বলতে বোঝায় – ব্যক্তি বা গোষ্ঠীর একই সামাজিক স্তরের মধ্যে স্থান পরিবর্তনকে এক্ষেত্রে ব্যক্তি একই সামাজিক মর্যাদার স্তরে অবস্থান করে।
অর্থাৎ এটি সমান্তরাল প্রকৃতির হয়ে থাকে। এই ধরনের সামাজিক সচলতা বা গতিশীলতার ক্ষেত্রে ব্যক্তি কেবলমাত্র তার পেশা পরিবর্তন করে। কিন্তু সামগ্রিকভাবে তার সামাজিক অবস্থান একই থাকে।
বিশিষ্ট সমাজবিদ্ সরোকিন (Pitirim A. Sorokin)বলেন – অনুভূমিক সচলতা উল্লম্ব সচলতার পরিবর্তন ছাড়া আঞ্চলিক, ধর্মীয়, রাজনৈতিক, পরিবার, পেশাগত ও অন্যান্য অনুভূমিক বা সমান্তরাল স্থানান্তরকে বোঝায়।
অনুভূমিক সচলতার উদাহরণ (Example of Horizontal Mobility)
অনুভূমিক সচলতা সমান্তরাল ভাবে সংগঠিত হয়ে থাকে। অনুভূমিক সামাজিক সচলতার অন্যতম উদাহরণ হল –
–> কোনো প্রাথমিক বা মাধ্যমিক বা কলেজ শিক্ষক যাতায়াতের সুবিধার জন্য অন্য স্কুল বা কলেজ থেকে বাড়ির কাছাকাছি কোনো স্কুল বা কলেজে স্থানান্তর। এক্ষেত্রে উক্ত ব্যক্তির আয়ের বা মর্যাদার কোনোরুপ পরিবর্তন হয় না।
উল্লম্ব সচলতা (Vertical Mobility)
সামাজিক সচলতার একটি গুরুত্বপূর্ণ প্রকারভেদ (Types of Social Mobility) হল উল্লম্ব সচলতা (Vertical Mobility)। সাধারণভাবে সামাজিক গোষ্ঠীর কোনো ব্যক্তির সামাজিক সিঁড়ির এক ধাপ থেকে অন্য ধাপে যে পরিবর্তন বা স্থানান্তরন, তাকে উল্লম্ব সচলতা বলে।
সমাজবিদ্ গিডেনস্ (Giddens) -এর মতে, উল্লম্ব সচলতা হল আর্থ-সামাজিক দিকের উচ্চ বা নিম্নস্তরে পরিবর্তন।
উল্লম্ব সচলতার উদাহরণ (Example of Vertical Mobility)
উল্লম্ব সচলতা নিজ থেকে উপর দিকে সংঘটিত হয়ে থাকে। অর্থাৎ এই সচলতার মাধ্যমে ব্যক্তির পদমর্যাদা পরিবর্তন সাধিত হয়।
উল্লম্ব সচলতার উদাহরণ (Example of Vertical Mobility) হল –
i) দরিদ্র্য পরিবারের সন্তান থেকে আর্মিতে যোগদান বা আর্মি অফিসার।
ii) প্রাথমিক স্কুলের শিক্ষক থেকে কলেজের অধ্যাপক।
আরোও পোস্ট পড়ুন – Click Here Now
উপসংহার (Conclusion)
সর্বোপরি তাই বলা যায়, সামাজিক সচলতা হল ব্যক্তির সমাজে পদমর্যাদাগত পরিবর্তন। অর্থাৎ ব্যক্তির শিক্ষা দীক্ষা বা অর্থনৈতিক উন্নতির ফলে সমাজে তার প্রতিপত্তি বা মর্যাদার পরিবর্তন ঘটে থাকে। আর এই মর্যাদার পরিবর্তনই হল সামাজিক সচলতা।
তাই সামাজিক সচলতার ফলে সমাজে পদমর্যাদাগত বিভিন্ন শ্রেণীর উদ্ভব হয়। অর্থাৎ সামাজিক সচলতার শ্রেণীবিন্যাস (Types of Social Mobility) পরিলক্ষিত হয়।
তথ্যসূত্র (Reference)
- Brown, F. J. (1954). Educational Sociology. New York: Prentice-Hall.
- Bhattacharjee, Srinivas. (1996). Philosophical & Sociological Foundation of Education. Herald book service.
- Das, P. (2007). Sociological Foundation of Education. New Delhi: Authorspress
- Shukla, S & K Kumar. (1985). Sociological Perspective in Education. New Delhi, Chanakya
Publications - Sodhi, T.S & Suri, Aruna. (1998). Philosophical & Sociological Foundations of Education, H.P Bhargav Book House, Agra,
প্রশ্ন – সামাজিক সচলতা কি
উত্তর – সামাজিক সচলতা হল সমাজের ব্যক্তিবর্গের মধ্যে পদমর্যাদাগত পরিবর্তন। এই সলতার ক্ষেত্রে ব্যক্তি তার নিজস্ব ইচ্ছা, সামর্থ্য, শিক্ষা এবং অর্জিত অভিজ্ঞতার ভিত্তিতে এই স্তর পরিবর্তন করতে সক্ষম।
প্রশ্ন – সামাজিক সচলতার প্রকারভেদ
উত্তর – সামাজিক সচলতাকে প্রধান দুটি ভাগে ভাগ করা হয়ে থাকে, সেগুলি হল –
1. অনুভূমির সচলতা এবং
2. উলম্ব সচলতা।
আরোও পড়ুন
- যোগ দর্শন কাকে বলে | যোগ দর্শনের শিক্ষাগত তাৎপর্য | Yoga Philosophy of Education
- সাংখ্য দর্শন | সাংখ্য দর্শনের শিক্ষাগত তাৎপর্য | Sankhya Philosophy of Education
- নবান্ন স্কলারশিপ অনলাইন আবেদন | Nabanna Scholarship
- বৌদ্ধ ধর্মের মূলনীতি আলোচনা | Basic Principles of Buddhism
- শিখন সঞ্চালনের তত্ত্ব | Theory of Transfer of Learning
- শিখন সঞ্চালনের প্রকারভেদ | Types of Transfer of Learning