নিয়ন্ত্রিত শিক্ষা ও অনিয়ন্ত্রিত শিক্ষার মধ্যে পার্থক্য (16 Differences Between Formal and Informal Education)

শিক্ষা হল ধারাবাহিক প্রক্রিয়া। শিক্ষার এই ধারাবাহিক প্রক্রিয়ায় কয়েকটি রূপ পরিলক্ষিত হয়। যার মধ্যে অন্যতম হল নিয়ন্ত্রিত শিক্ষা ও অনিয়ন্ত্রিত শিক্ষা (Formal and Informal Education)।

আধুনিক শিক্ষা ক্ষেত্রে শিক্ষার বিভিন্ন ধরন বা রূপ বর্তমান। যেমন – নিয়ন্ত্রিত শিক্ষা বা প্রথাগত শিক্ষা, অনিয়ন্ত্রিত শিক্ষা বা অপ্রথাগত শিক্ষা এবং প্রথা বহির্ভূত শিক্ষা। এখানে নিয়ন্ত্রিত শিক্ষা ও অনিয়ন্ত্রিত শিক্ষা (Formal and Informal Education)-র মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্যগুলি আলোচিত হল।

নিয়ন্ত্রিত শিক্ষা বা প্রথাগত শিক্ষা কাকে বলে

যে শিক্ষা নির্দিষ্ট নিয়ম কানুন বর্তমান ও যে শিক্ষা বিদ্যালয়ের মধ্যে সীমাবদ্ধ তাকে নিয়ন্ত্রিত শিক্ষা বা প্রথাগত শিক্ষা বলে। এই শিক্ষার অন্যতম মাধ্যম হল – বিদ্যালয়। অর্থাৎ বিদ্যালয় হল নিয়ন্ত্রিত শিক্ষার এমন একটি মাধ্যম যেখানে সুনির্দিষ্ট নিয়ম-শৃঙ্খলার মধ্য দিয়ে শিক্ষাদান কার্য সুসম্পন্ন হয়।

তাই সমাজ দ্বারা নির্ধারিত যে সামাজিক প্রতিষ্ঠানের মধ্যে সুনির্দিষ্ট নিয়ম শৃঙ্খলার মাধ্যমে, সুনির্দিষ্ট পাঠক্রম অনুসরণ করে যে বিশেষ শিক্ষাদান সম্পন্ন করা হয়, তাকে নিয়ন্ত্রিত শিক্ষা বা প্রথাগত শিক্ষা বলে।

অনিয়ন্ত্রিত শিক্ষা কাকে বলে

যে শিক্ষা ব্যবস্থার সুনিদৃষ্ট কোনো নিয়ম-শৃঙ্খলা থাকে না ও যে শিক্ষা বিদ্যালয়ের চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ নয় এবং যার মাধ্যমে শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশ সাধন ঘটানো সম্ভবপর হয়, তাকে অনিয়ন্ত্রিত শিক্ষা বলে।

অনিয়ন্ত্রিত শিক্ষার অন্যতম মাধ্যম হল – পরিবার ও গণমাধ্যম (যেমন – রেডিও, সংবাদপত্র, টেলিভিশন প্রভৃতি)।

তাই যে শিক্ষা কোনো নিয়ম-শৃঙ্খলার উপর ভিত্তি করে গড়ে ওঠে না, বাইরের কোন নিয়ন্ত্রণ থাকেনা এবং যেটি শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করতে পারে ও পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে মানিয়ে চলতে পারে তাকে অনিয়ন্ত্রিত শিক্ষা বলে।

আরোও পোস্ট পড়ুন – Click Here Now

নিয়ন্ত্রিত শিক্ষা ও অনিয়ন্ত্রিত শিক্ষার মধ্যে পার্থক্য (Difference Between Formal and Informal Education)

নিয়ন্ত্রিত ও অনিয়ন্ত্রিত শিক্ষা (Formal and Informal Education)-র মধ্যে যে সমস্ত গুরুত্বপূর্ণ পার্থক্য বর্তমান, সেগুলি হল –

বিষয়নিয়ন্ত্রিত শিক্ষা (Formal Education)অনিয়ন্ত্রিত শিক্ষা (Informal Education)
সংজ্ঞাবিশিষ্ট শিক্ষাবিদ জে.পি নায়েক বলেছেন – সুনির্দিষ্ট নিয়ম-শৃঙ্খলার মধ্য দিয়ে শিক্ষা ব্যবস্থা প্রচলিত হয়, তাকে নিয়ন্ত্রিত বা প্রথাগত শিক্ষা বলে। বিশিষ্ট শিক্ষাবিদ জে. পি. নায়েক বলেছেন – জীবনে বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা যা কিছু অর্জন করে বা শেখে তাকে অনন্ত্রিত শিক্ষা বলে।
নিয়ম কানুননিয়ন্ত্রিত শিক্ষার নিয়ম-কানুন কঠোর প্রকৃতির হয়ে থাকে।অনিয়ন্ত্রিত শিক্ষার নিয়ম কানুন তুলনামূলকভাবে কম কঠোর প্রকৃতির হয়ে থাকে।
বয়সনিয়ন্ত্রিত শিক্ষা নির্দিষ্ট বয়সের মধ্যে সীমাবদ্ধ।অনিয়ন্ত্রিত শিক্ষার নির্দিষ্ট কোন বয়সসীমা নেই।
শিক্ষা কালএই শিক্ষা নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ থাকে। এই শিক্ষার নির্দিষ্ট সময়সীমা নেই। অর্থাৎ এই শিক্ষা সারা জীবনব্যাপী প্রক্রিয়া।
শিক্ষার ধরননিয়ন্ত্রিত শিক্ষা সংকীর্ণ প্রকৃতির বা এটি সংকীর্ণ অর্থে ব্যবহৃত হয়।অনিয়ন্ত্রিত শিক্ষা ব্যাপক প্রকৃতির বা এটি ব্যাপক অর্থে ব্যবহৃত হয়।
খরচনিয়ন্ত্রিত শিক্ষা অনেক বেশি ব্যয়বহুল। অনিয়ন্ত্রিত শিক্ষার খরচ তুলনামূলকভাবে কম হয় বা একেবারে হয় না বললেই চলে।
মূল্যায়ননিয়ন্ত্রিত শিক্ষার নির্দিষ্ট সময় অন্তর মূল্যায়ন ব্যবস্থা পরিলক্ষিত হয়।অনিয়ন্ত্রিত শিক্ষার কোন মূল্যায়ন ব্যবস্থা থাকে না।
ডিগ্রী প্রধানএই শিক্ষায় শিক্ষার শেষে শিক্ষার্থীরা সার্টিফিকেট বা ডিগ্রী লাভ করে থাকে। এই শিক্ষা ব্যবস্থায় সার্টিফিকেট বা ডিগ্রী প্রদানের কোন নিয়ম নেই।
পাঠক্রমনিয়ন্ত্রিত শিক্ষায় পূর্বনির্ধারিত পাঠক্রম অনুসরণ করা হয়।অনিয়ন্ত্রিত শিক্ষায় পূর্বনির্ধারিত কোন পাঠক্রম থাকে না বা অনুসরণ করা হয় না।
শিক্ষার স্থানএই শিক্ষা সম্পন্ন হয় বিদ্যালয়ের চার দেওয়ালের মধ্যে বা নির্দিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে। এই শিক্ষার নির্দিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান নেই। কারণ এই শিক্ষা সংঘটিত হয় পরিবার বা বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে।
শৃঙ্খলাএই শিক্ষায় শৃঙ্খলা কঠোর প্রকৃতির হয়ে থাকে। এই শিক্ষায় শৃঙ্খলা অপেক্ষাকৃত নমনীয় প্রকৃতির হয়ে থাকে।
শিক্ষা সংগঠননিয়ন্ত্রিত শিক্ষার জন্য সুনির্দিষ্ট শিক্ষা সংগঠন থাকে।এখানে সুনির্দিষ্ট শিক্ষা সংগঠন থাকে না।
পরিধিনিয়ন্ত্রিত শিক্ষার পরিধি সংকীর্ণ প্রকৃতির। অনিয়ন্ত্রিত শিক্ষার পরিধি ব্যাপক ও বিস্তৃত প্রকৃতির হয়ে থাকে।
শিক্ষকএই শিক্ষায় প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের দ্বারা শিক্ষাদান কার্যসম্পন্ন হয়।এই শিক্ষায় পরিবারের বাবা মা এবং অন্যান্য গুরুজন বা অভিজ্ঞ ব্যক্তিবর্গের দ্বারা শিক্ষাদান কার্য সম্পন্ন হয়।
শিক্ষা পরিকল্পনানিয়ন্ত্রিত শিক্ষার জন্য পূর্ব পরিকল্পনার দরকার পড়ে। অর্থাৎ এই শিক্ষা পূর্ব পরিকল্পিত। অনিয়ন্ত্রিত শিক্ষার ক্ষেত্রে পূর্ব পরিকল্পনার প্রয়োজন হয় না।
সংস্থানিয়ন্ত্রিত শিক্ষার অন্যতম সংস্থা হল – বিদ্যালয়।অনিয়ন্ত্রিত শিক্ষার অন্যতম সংস্থা হল – পরিবার।
নিয়ন্ত্রিত শিক্ষা ও অনিয়ন্ত্রিত শিক্ষার মধ্যে পার্থক্য (Difference Between Formal and Informal Education)

সংকীর্ণ অর্থে শিক্ষার ধারণা, 2 টি সংজ্ঞা ও বৈশিষ্ট্যব্যাপক অর্থে শিক্ষার ধারণা, সংজ্ঞা ও বৈশিষ্ট্য
ভাববাদের ধারণা, সংজ্ঞা, মূলনীতি ও শিক্ষায় প্রভাবপ্রয়োগবাদের ধারণা, সংজ্ঞা, মূলনীতি ও শিক্ষায় প্রভাব
বাস্তববাদ বা বস্তুবাদের ধারণা, সংজ্ঞা, মূলনীতি ও শিক্ষায় প্রভাব প্রকৃতিবাদের ধারণা, সংজ্ঞা, মূলনীতি ও শিক্ষায় প্রভাব
শিশুকেন্দ্রিক শিক্ষা : ধারণা, সংজ্ঞা ও বৈশিষ্ট্যডেলর কমিশনের আধুনিক শিক্ষার চারটি স্তম্ভ
প্রথাগত বা নিয়ন্ত্রিত শিক্ষা কি | নিয়ন্ত্রিত শিক্ষার বৈশিষ্ট্য | প্রথাগত শিক্ষার সুবিধা ও অসুবিধাঅনিয়ন্ত্রিত শিক্ষা কি | অনিয়ন্ত্রিত শিক্ষার বৈশিষ্ট্য, সুবিধা ও অসুবিধা

উপসংহার (Conclusion)

পরিশেষে বলা যায়, নিয়ন্ত্রিত ও অনিয়ন্ত্রিত শিক্ষা (Formal and Informal Education)-র মধ্যে পার্থক্য থাকলেও দুই শিক্ষাব্যবস্থা পরিপূরক হিসেবে বিশেষ ভূমিকা পালন করে। অর্থাৎ শিক্ষার্থীর শিক্ষার ক্ষেত্রে বা জ্ঞানার্জনের ক্ষেত্রে নিয়ন্ত্রিত শিক্ষা ও অনিয়ন্ত্রিত শিক্ষা এই দুই ধরনের শিক্ষার প্রয়োজনীয়তা বর্তমান। কারণ অনিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম হিসেবে পরিবার যেমন শিশুর শিক্ষা ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে, ঠিক তেমনি সমাজের প্রতিষ্ঠান হিসেবে নিয়ন্ত্রিত শিক্ষার সংস্থা হিসেবে বিদ্যালয় ও বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

তথ্যসূত্র (References)

  • V.R. Taneja, Educational Thoughts & Practice. Sterling Publication Pvt. Ltd. New Delhi
  • Nayak, B.K, Text Book of Foundation of Education. Cuttack, Odisha: KitabMhal
  • Ravi, S. Samuel, A Comprehensive Study of Education, Fourth Printing-May 2016, Delhi – 110092, ISBN – 978-81-203-4182-1,
  • Internet sources

প্রশ্ন – অনিয়ন্ত্রিত শিক্ষা কাকে বলে?

উত্তর – যে শিক্ষা কোনো নিয়ম-শৃঙ্খলার উপর ভিত্তি করে গড়ে ওঠে না বা বাইরের কোন নিয়ন্ত্রণ থাকেনা এবং যেটি শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া সংগঠিত হয় ও শিক্ষার্থীরা পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে মানিয়ে চলতে পারে তাকে অনিয়ন্ত্রিত শিক্ষা বলে।

প্রশ্ন – নিয়ন্ত্রিত শিক্ষা কাকে বলে?

উত্তর – সমাজ দ্বারা নির্ধারিত যে সামাজিক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সুনির্দিষ্ট নিয়ম শৃঙ্খলার মাধ্যমে, সুনির্দিষ্ট পাঠক্রম অনুসরণ করে যে বিশেষ শিক্ষাদান সম্পন্ন করা হয়, তাকে নিয়ন্ত্রিত শিক্ষা বলে।

আরোও পড়ুন

Leave a Comment

close