সমাজে অবস্থিত ব্যক্তিবর্গের মধ্যে যখন পারস্পরিক সুসম্পর্ক বা বিভিন্ন উদ্দেশ্যের পরিপ্রেক্ষিতে বিভিন্ন গোষ্ঠীর জন্ম হয়। আর এই সমস্ত গোষ্ঠীর মধ্যে অন্যতম হলো প্রাথমিক ও মাধ্যমিক গোষ্ঠী (Primary and Secondary Group)।
সভ্যতার আদিপর্ব থেকে মানুষের মধ্যে একসঙ্গে বসবাসের প্রবণতা পরিলক্ষিত হয়। অর্থাৎ মানুষ সমাজবদ্ধ জীব। আর এই একসঙ্গে বসবাসের প্রবণতা থেকে জন্ম হয়েছে পরিবার যাকে আমরা প্রাথমিক গোষ্ঠী বলি ও অন্যান্য সামাজিক গোষ্ঠী। যার মধ্যে মাধ্যমিক গোষ্ঠী, তাৎক্ষণিক গোষ্ঠী প্রভৃতি উল্লেখযোগ্য
প্রাথমিক গোষ্ঠী (Primary Group)
সমাজে ব্যক্তিবর্গের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক বা প্রত্যক্ষ সম্পর্কে ভিত্তিতে যে গোষ্ঠী গড়ে ওঠে তাকে প্রাথমিক গোষ্ঠী বলে। প্রাথমিক গোষ্ঠীর সদস্যদের মধ্যে অন্তরঙ্গতা বা সম্পর্কের স্থায়িত্ব পরিলক্ষিত হয়। এই গোষ্ঠীর সমস্থ সদস্যদের মধ্যে ‘আমরা বোধ’ (We or us felling) অনুভূতি হয়।
প্রাথমিক গোষ্ঠী সংজ্ঞা (Definition of Primary Group)
প্রাথমিক গোষ্ঠী সংজ্ঞায় ম্যাকাইভার (Maclver) বলেছেন – “Primary groups are the nursery of human nature.” অর্থাৎ প্রাথমিক গোষ্ঠীগুলো মানব প্রকৃতির নার্সারি।
মাধ্যমিক গোষ্ঠী (Secondary Group)
মাধ্যমিক গোষ্ঠী নির্দিষ্ট কিছু উদ্দেশ্যকে সামনে রেখে গঠিত হয়। কোনো বিশেষ উদ্দেশ্যকে কেন্দ্র করে সমাজে কিছু সংখ্যক মানুষের মধ্যে পারস্পরিক মেলবন্ধন স্থাপিত হয়, তাকে মাধ্যমিক গোষ্ঠী বা গৌণ গোষ্ঠী বলে। তাই এই প্রকার গোষ্ঠীর সদস্যদের মধ্যে পারস্পরিক মেলবন্ধন দীর্ঘস্থায়ী হয় না।
মাধ্যমিক গোষ্ঠীর সংজ্ঞা ( Definition of Secondary Group)
মাধ্যমিক গোষ্ঠীর সংজ্ঞাতে বিশিষ্ট সমাজবিদ C. H. Cooley বলেছেন – “Secondary groups are those in which primary and semi-primary characteristics are absent.” অর্থাৎ যে গোষ্ঠীতে প্রাথমিক এবং আধা-প্রাথমিক বৈশিষ্ট্যগুলি অনুপস্থিত, তাকে গৌণ গোষ্ঠী বলে।
আরোও পোস্ট পড়ুন – Click Here Now
প্রাথমিক ও মাধ্যমিক গোষ্ঠীর মধ্যে পার্থক্য (Difference Between Primary and Secondary Group)
প্রাথমিক ও মাধ্যমিক গোষ্ঠী সামাজিক গোষ্ঠী হলেও উভয়ের গঠন কাঠামো, উদ্দেশ্য, কার্যাবলী প্রভৃতি আলাদা রকমের। তাই প্রাথমিক ও মাধ্যমিক গোষ্ঠীর মধ্যে যে সমস্ত পার্থক্যগুলি পরিলক্ষিত হয় সেগুলি হল নিম্নলিখিত –
বিষয় | প্রাথমিক গোষ্ঠী (Primary Group) | মাধ্যমিক গোষ্ঠী (Secondary Group) |
সংজ্ঞা | অধ্যাপক জিসবার্ট (Gisbert) – এর মতে, প্রত্যক্ষ ও মুখোমুখি ব্যক্তিগত সম্পর্কের ভিত্তি হল প্রাথমিক গোষ্ঠী। | সমাজবিদ্ ওগবার্ন (Ogburn) বলেন – “The group which provide experience lacking in intimacy are called secondary groups.” অর্থাৎ যে গোষ্ঠীর সদস্যদের মধ্যে অন্তরঙ্গতা কম, সেই অনুযায়ী অভিজ্ঞতার আদান-প্রদান হয়, তাকে গৌণ গোষ্ঠী বলে। |
লক্ষ্য | গোষ্ঠীতে অবস্থিত প্রত্যেক সদস্যদের মধ্যে পারস্পরিক ভাব, মতামত ও সুসম্পর্ক বজায় রাখা। | কেবলমাত্র নির্দিষ্ট লক্ষ্য প্রাধান্য পায় এই গোষ্ঠীর সদস্যদের মধ্যে। |
সম্পর্ক | প্রাথমিক গোষ্ঠীর সদস্যদের মধ্যে প্রত্যক্ষ বা পারস্পরিক সুসম্পর্ক পরিলক্ষিত হয়। | মাধ্যমিক গোষ্ঠীর সদস্যদের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক পরোক্ষ প্রকৃতির। |
আয়তন | প্রাথমিকটি আয়তনে ছোট বা ক্ষুদ্র প্রকৃতির। | মাধ্যমিক গোষ্ঠী আয়তনে বৃহৎ প্রকৃতির। |
নিয়ন্ত্রন | প্রাথমিক গোষ্ঠীর সদস্যদের নিয়ন্ত্রণ গোষ্ঠীতে বয়স্ক সদস্যদের দ্বারা সম্পন্ন হয়ে থাকে। | মাধ্যমিক গোষ্ঠীর নিয়ন্ত্রণ গোষ্ঠীর পূর্ব নির্ধারিত নিয়ম কানুনের উপর নির্ভর করে গড়ে ওঠে। |
সামাজিক গঠন | অপ্রথাগত (Informal) প্রকৃতির। | নিয়ন্ত্রিত বা প্রথাগত (Formal) প্রকৃতির। |
অর্থনৈতিক দিক | প্রাথমিক গোষ্ঠীর অর্থনৈতিক ভিত্তি অনেকটা মজবুত প্রকৃতির হয়ে থাকে। | মাধ্যমিক গোষ্ঠীর অর্থনৈতিক ভিত্তি অপেক্ষাকৃত কম প্রকৃতির হয়ে থাকে। |
উদাহরণ | প্রাথমিক গোষ্ঠীর উদাহরণ হল – পরিবার (Family)। | মাধ্যমিক গোষ্ঠীর উদাহরণ হল – শিক্ষক ও শিক্ষার্থী, ক্রেতা ও বিক্রেতা প্রভৃতি। |
প্রাথমিক গোষ্ঠীর ধারণা, সংজ্ঞা, বৈশিষ্ঠ্য ও শিক্ষাগত তাৎপর্য | সামাজিক গোষ্ঠীর ধারণা, সংজ্ঞা ও শ্রেণীবিভাগ |
শিশুর সামাজিকীকরণে পরিবারের ভূমিকা | শিশুর সামাজিকীকরণে বিদ্যালয়ের ভূমিকা |
তথ্যসূত্র (Reference)
- Brown, F. J. (1954). Educational Sociology. New York: Prentice-Hall.
- Das, P. (2007). Sociological Foundation of Education. New Delhi: Authorspress
প্রশ্ন – প্রাথমিক গোষ্ঠীর সংজ্ঞা দাও।
উত্তর – প্রাথমিক গোষ্ঠীর সংজ্ঞায় ম্যাকাইভার (Maclver) বলেছেন – “Primary groups are the nursery of human nature.” অর্থাৎ প্রাথমিক গোষ্ঠীগুলো মানব প্রকৃতির নার্সারি।
প্রশ্ন – প্রাথমিক গোষ্ঠীর দুটি বৈশিষ্ট্য লেখো।
উত্তর – প্রাথমিক গোষ্ঠীর দুটি বৈশিষ্ট্য হল –
১. প্রাথমিক গোষ্ঠীর সদস্যদের মধ্যে অন্তরঙ্গতা পরিলক্ষিত হয়।
২. প্রাথমিক গোষ্ঠী আকৃতিগত দিক থেকে ক্ষুদ্র প্রকৃতির।
প্রশ্ন – মাধ্যমিক গোষ্ঠীর সংজ্ঞা দাও
উত্তর – মাধ্যমিক গোষ্ঠীর সংজ্ঞাতে বিশিষ্ট সমাজবিদ C. H. Cooley বলেছেন – “Secondary groups are those in which primary and semi-primary characteristics are absent.” অর্থাৎ যে গোষ্ঠীতে প্রাথমিক এবং আধা-প্রাথমিক বৈশিষ্ট্যগুলি অনুপস্থিত, তাকে গৌণ গোষ্ঠী বলে।
প্রশ্ন – মাধ্যমিক গোষ্ঠীর দুটি বৈশিষ্ট্য লেখো।
উত্তর – মাধ্যমিক গোষ্ঠীর দুটি বৈশিষ্ট্য হল –
১. মাধ্যমিক গোষ্ঠীর সদস্যদের মধ্যে সম্পর্ক পরোক্ষ প্রকৃতির।
২. মাধ্যমে গোষ্ঠী আকৃতিতে বৃহৎ প্রকৃতির হয়ে থাকে।
আরোও পড়ুন
- যোগাযোগ কাকে বলে | যোগাযোগ প্রক্রিয়ার বৈশিষ্ট্য | What is Definition of Communication
- যোগাযোগ প্রক্রিয়ার উপাদান | 8 Essential Components of Communication
- শিক্ষার সমাজতত্ত্বের পরিধি | Scope of Sociology of Education
- সামাজিক স্তরবিন্যাস কি | সামাজিক স্তরবিন্যাসের ধরন | Types of Social Stratification
- Social Mobility: সামাজিক সচলতা কাকে বলে | সামাজিক সচলতার বৈশিষ্ট্য
- Types of Social Mobility: সামাজিক সচলতার প্রকারভেদ
- শিশুর সামাজিকীকরণে বিদ্যালয়ের ভূমিকা | Socialization Process
- শিশুর সামাজিকীকরণে পরিবারের ভূমিকা (Role of Family in Socialization Process)
- Social Groups | সামাজিক গোষ্ঠী কাকে বলে | বৈশিষ্ট্য ও শ্রেণীবিভাগ