নির্দেশনার কার্যাবলী আলোচনা করো | Functions of Guidance

নির্দেশনা হল এমন একটি কর্মসূচি যা ব্যক্তিকে বিভিন্ন রকম সমসামূলক পরিস্থিতিতে মানিয়ে নিতে বা অভিযোজন করতে সহায়তা করে। নির্দেশনার কার্যাবলী (Functions of Guidance) তাই ব্যক্তির জীবনে বিভিন্ন দিক থেকে বিদ্যমান।

নির্দেশনা ব্যক্তিকে সমস্যার সমাধান ও পরিবেশের সঙ্গে সার্থক অভিযোজন করতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নির্দেশনা হল সম্পূর্ণ ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা এবং পদ্ধতি। এটি ব্যাক্তিকে সর্বতোভাবে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করে।

নির্দেশনা কি

নির্দেশনা হল সাহায্য দানের এমন একটি প্রক্রিয়া যা ব্যক্তিকে বিভিন্ন পরিস্থিতিতে মানিয়ে নিতে সাহায্য করে।

বিশিষ্ট মনোবিদ Jones বলেছেন – কোনো ব্যক্তির পছন্দকরণে, অভিযোজনে এবং সমস্যাসমাধানে অপর কোনো ব্যক্তির সাহায্য করাই হল নির্দেশনা।

আবার মনোবিদ Crow and Crow-এর মতে, – “নির্দেশনা হল উপযুক্ত ব্যক্তির দ্বারা যে-কোনো বয়সের একজন ব্যক্তিকে তার নিজের জীবন পরিচালনা করতে, নিজের দৃষ্টিভঙ্গি বিকাশ করতে, সিদ্ধান্ত নিতে সাহায্য করার জন্য বিশেষভাবে সহায়তা প্রদান করা।

নির্দেশনার কার্যাবলী | Functions of Guidance

নির্দেশনা ব্যক্তিকে বিভিন্ন সমস্যার সমাধানের ক্ষেত্রে বিশেষভাবে সাহায্য করে থাকে। তাই নির্দেশনা কার্যাবলী বহুবিধ। নির্দেশনার কার্যাবলী যে সমস্ত দিক থেকে পরিলক্ষিত হয়, সেগুলি হল নিম্নলিখিত –

1. সমস্যার সমাধান

নির্দেশনার মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন রকম সমস্যা সমাধান করা যায়। তাই ব্যক্তিবার শিক্ষার্থীরা যখন কোনো সমস্যার সম্মুখীন হন তখন নির্দেশনা বিশেষভাবে সহায়তা করে থাকে।

2. মানব সম্পদের ব্যবহার

নির্দেশনার মাধ্যমে মানব সম্পদের যথাযথ ব্যবহার করা যায়। কারণ কিভাবে মানবসম্পদের ব্যবহার করা যাবে তা নির্দেশনা দিক নির্দেশ করে থাকে। অর্থাৎ মানবসম্পদ ব্যবহার সুষ্ঠু পরিকল্পনা নির্দেশনার মাধ্যমে দান করা সম্ভবপর হয়। তাই যে দেশের মানবসম্পদ যত বিকশিত এবং ব্যবহারযোগ্য সেই দেশ ততো বেশি উন্নত।

3. শিক্ষাগত সমস্যা সমাধান

নির্দেশনার কার্যাবলী হল শিক্ষাগত বিভিন্ন সমস্যার সমাধান করা। অর্থাৎ শিক্ষাক্ষেত্রে যে সমস্ত সমস্যা দেখা দেয় (যেমন – পাঠক্রম গত সমস্যা, শিক্ষার্থীগত সমস্যা, শিক্ষকগত সমস্যা প্রভৃতি) সেগুলি নির্দেশনার মাধ্যমে সমাধান করা সম্ভব। তাই শিক্ষার মাধ্যমে ব্যক্তি ও সমাজের কল্যাণের জন্য নির্দেশনা বিশেষভাবে উল্লেখযোগ্য।

4. ব্যক্তিগত সমস্যা সমাধান

নির্দেশনার মাধ্যমে ব্যক্তিগত সমস্যা সমাধান করা যায়। ফলে ব্যক্তির ব্যক্তিত্বের বিকাশ সাধন ঘটে। অর্থাৎ জীবনে চলার পথে ব্যক্তির বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। যেমন – সামাজিক, মানসিক, প্রাক্ষোভিক প্রভৃতি। আশিক নির্দেশনার কার্যাবলী হল এই সমস্ত ব্যক্তিগত সমস্যা সমাধান করা।

5. বৃত্তিগত নির্দেশনা দান

ভবিষ্যৎ জীবনে উপযোগী করে গড়ে তুলতে বৃত্তিমুখী নির্দেশনা বিশেষভাবে কার্যকরী ভূমিকা পালন করে। তাই নির্দেশনার কার্যাবলী হল বিভিন্ন বৃত্তিগত সমস্যার সমাধানের মাধ্যমে ব্যক্তিকে বৃত্তি নির্বাচনের উপযোগী করে গড়ে তোলা।

6. প্রাক্ষোভিক সমস্যার সমাধান

ব্যক্তি জীবনে বিভিন্ন সময়ে প্রাক্ষোভিক সমস্যা দেখা দেয়। ফলে ব্যক্তি প্রাক্ষোভিক ভারসাম্য হারিয়ে ফেলতে পারে। এ বিষয়ে নির্দেশনা প্রাক্ষোভিক সমস্যার সমাধানে ব্যক্তিকে বিশেষভাবে সাহায্য করে।

অর্থাৎ নির্দেশনার কার্যাবলী হল শিক্ষার্থীদের মধ্যে প্রাক্ষোভিক সমস্যার সমাধান (বিশেষ করে বয়সন্ধিকালের) করে থাকে।

7. মানসিক সমস্যার সমাধান

নির্দেশনার মাধ্যমে একটি মানসিক সমস্যা সমাধান করা সম্ভবপর হয়। তাই আধুনিক সমাজ জীবনের সঙ্গে প্রতিযোগিতার ক্ষেত্রে মানুষের মধ্যে যে টেনশন বা মানসিক অস্থিরতা সৃষ্টি করে নির্দেশনা তা প্রশমিত করতে সহায়তা করে। তাই নির্দেশনার কার্যাবলী হল মানসিক সমস্যার সমাধানে ব্যক্তিকে সহায়তা করা।

8. অভিযোজনে সহায়তা

নির্দেশনা ব্যক্তিকে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সহায়তা করে। অর্থাৎ নির্দেশনা ব্যক্তিকে সার্থক অভিযোজন করার ক্ষেত্রে বিশেষভাবে সাহায্য করে থাকে। তাই নির্দেশনার কার্যাবলী হল ব্যক্তিকে অভিযানের সহায়তা করা।

9. প্রতিবন্ধী শিশুদের সহায়তা

নির্দেশনার কাজ হল প্রতিবন্ধী শিশুদের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করে। অর্থাৎ প্রতিবন্ধী শিশুরা কিভাবে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে নিজেদেরকে মানিয়ে নিতে সক্ষম হবে সেক্ষেত্রে নির্দেশনা অধিক কার্যকরী ভূমিকা পালন করে।

10. সমাজের দুর্বল অংশের জন্য বিশেষ কর্মসূচি

সমাজের দুর্বল অংশ যেমন তপশিলি জাতি, উপজাতি, সংখ্যালঘু সম্প্রদায়, নারী প্রভৃতিকে শিক্ষার মাধ্যমে সমাজের মূল স্রোতে আনার ক্ষেত্রে নির্দেশনা বিশেষভাবে কার্যকরী। কারণ নির্দেশনার মাধ্যমে সমাজের দুর্বল শ্রেণীর মানুষদের জন্য বিশেষ কর্মসূচি সম্ভব হয়।

তাই বিভিন্ন সুযোগ-সুবিধা এবং শেষ সম্পর্কে বিভিন্ন তথ্য পারা করা জন্য নির্দেশনা কর্মসূচি বিশেষ উল্লেখযোগ্য।

উপসংহার (Conclusion)

পরিশেষে বলা যায়, নির্দেশনার মাধ্যমে ব্যক্তির বা শিক্ষার্থীদের জীবনের সমস্যাগুলি সমাধানের মাধ্যমে তাকে সমাজ উপযোগী করে গড়ে তোলা সম্ভব হয়। ফলে ব্যক্তি পারিপার্শ্বিক পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারে ও স্বচ্ছন্দে জীবন যাপন করতে পারে।

তথ্যসূত্র (Reference)

  • Basu, N.C. Educational and Vocational Guidance.
  • Chauhan, S.S. – Principles and Techniques of Guidance.
  • Dave Indu – The Basic Essentials of Counseling.
  • Kocher, S.K. – Guidance and Counselling in Secondary School
  • NCERT- Guidance and Counseling.

আরোও পড়ুন

Leave a Comment

close