Share on WhatsApp Share on Telegram

চলক কাকে বলে (Variables) | চলক কি | চলকের সংজ্ঞা ও শ্রেণীবিভাগ

Join Our Channels

Variables -এর বাংলা অর্থ হল চল বা চলক। চলক হল এমন একটি পরিমাপগত বা গুণগত বৈশিষ্ট্য যেটি সর্বদা পরিবর্তনশীল। গবেষণায় চলক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

চলক হল একটি বৈজ্ঞানিক শব্দ, যার অর্থ হল চলনশীল বা পরিবর্তনশীল। চলকের এই পরিবর্তনের পশ্চাতে সুশৃংখল কার্যকারণ সম্পর্ক বিদ্যমান।

চলক কাকে বলে (What is Variables)

চলক হল এমন কিছু যা পরিবর্তিত হয়। ধারণাগত স্বচ্ছতা এবং পরিমাণগত নির্ভুলতা বোঝার জন্য চলক সম্পর্কে জ্ঞান খুবই গুরুত্বপূর্ণ। কারণ এটি গবেষণায় ‘সূক্ষ্ম সুর’ (fine tuning) প্রদান করে।

স্মৃতি, বুদ্ধি, লিঙ্গ, উদ্বেগের স্তর, প্রেষণা প্রভৃতি হল চলকের উদাহরণ। এগুলি সাধারণত মনস্তাত্ত্বিক গবেষণায় ব্যবহৃত হয়।

চলকের সংজ্ঞা (Definition of Variables)

চলক কাকে বলে, এ বিষয়ে চলকের যে-সমস্ত গুরুত্বপূর্ণ সংজ্ঞা বর্তমান, সেগুলি হল নিম্নলিখিত –

1. Kerlinger (1986) বলেছেন –

চলক এমন একটি বৈশিষ্ট যা বিভিন্ন মানসম্পন্ন। (“Variables is a property that taken on different value”.)

2. P. V. Young এর মতে,

চলক হল যে কোনো পরিমাণ বা বৈশিষ্ট্য যা বিভিন্ন সংখ্যামান বা শ্রেণিতে বিভক্ত।

3. D’Amato (1970) বলেছেন –

“Variables may be defined as those attributes of objects, events, things and beings, which can be measured.”

অর্থাৎ চলকগুলিকে বস্তু, ঘটনা, জিনিস এবং প্রাণীর বৈশিষ্ট্য হিসাবে সংজ্ঞায়িত করা যেতে পারে, যা পরিমাপ করা যায়।

4. Postman and Egan (1949) বলেছেন –

“A variable is a characteristic or attribute that can take on a number of values, for example, the number of items that an individual solves on a particular test, the speed with which we respond to a signal, IQ, sex, level of anxiety, and different degree of illumination are the examples of variables that are commonly employed in psychological research.”

অর্থাৎ একটি পরিবর্তনশীল একটি বৈশিষ্ট্য বা বৈশিষ্ট্য যা অনেকগুলি মান গ্রহণ করতে পারে, উদাহরণস্বরূপ, একটি নির্দিষ্ট পরীক্ষায় একজন ব্যক্তি সমাধান করে এমন আইটেমের সংখ্যা, যে গতির সাথে আমরা একটি সংকেত, আইকিউ, লিঙ্গের প্রতি প্রতিক্রিয়া, উদ্বেগের স্তর, এবং আলোকসজ্জার বিভিন্ন মাত্রা হল ভেরিয়েবলের উদাহরণ যা সাধারণত মনস্তাত্ত্বিক গবেষণায় নিযুক্ত করা হয়।

চলকের উদাহরণসহ শ্রেনীবিভাগ (Types of Variables with Example)

চলক একটি পরিবর্তশীল রাশি যা বিভন্ন বৈশিষ্ট্যের প্রতিনিধিত্ব করে। তাই চলককে বিভিন্নভাবে ভাগ করা যায়। সেগুলি হল নিম্নরূপ –

নির্ভরশীল চলক (Dependent Variables)

যে চলক অন্য একটি স্বতন্ত্র চলকের উপর নির্ভরশীল, তাকে নির্ভরশীল চলক বলে। শিক্ষাগত গবেষণায় নির্ভরশীল চলকগুলি হল –

  • পরীক্ষালব্ধ স্কোর (test Score),
  • শিক্ষার্থীদের ভুলের সংখ্যা (number of error),
  • নির্দিষ্ট কোন কাজের (task) জন্য বিভিন্ন শিক্ষার্থীর সময়সীমা প্রভৃতি।

স্বাধীন চলক (Independent Variables)

সাধারণভাবে যে চলক বা চলকসমূহের মান অন্য কোনো চলকের ওপর নির্ভরশীল নয়, বরং এটি স্বাধীনভাবে পরিবর্তিত হয় এবং অন্য চলকের মানের পরিবর্তন ঘটায়, তাকে স্বাধীন চলক বলে। শিক্ষাগত গবেষণায় স্বাধীন চলকগুলি হল –

  • একটি নির্দিষ্ট শিক্ষণ পদ্ধতি (teaching method),
  • একটি শিক্ষণ উপকরণের বিভিন্ন প্রকারভেদ,
  • বুদ্ধির স্তর (level of intelligence) প্রভৃতি।

মধ্যবর্তী চলক (Intervening variables)

নির্ভরশীল ও স্বাধীন চলক ছাড়াও গবেষণার অন্য একটি গুরুত্বপূর্ণ চলক হল মধ্যবর্তী চলক। এই প্রকার চলক স্বাধীন ও নির্ভরশীল চলকের মাঝামাঝি অবস্থান করে। মধ্যবর্তী চলকের উদাহরণ হল –

  • প্রেষণা (Motivation),
  • আগ্রহ (Interest),
  • দুশ্চিন্তা (Anxiety),
  • ক্ষুধা বা তৃষ্ণা (Hunger or thirst) প্রভৃতি।

বিচ্ছিন্ন চলক (Discrete variables)

যে সকল চলককে কেবল পূর্ণসংখ্যায় প্রকাশ করা যায়, আংশিকভাবে নয় তাদেরকে বিচ্ছিন্ন চলক বলে। যেমন- পরিবারের লোকসংখ্যা, বিদ্যালয়ের শ্রেণিকক্ষ সংখ্যা ইত্যাদি ।

অবিচ্ছিন্ন চলক (Continuous variables)

যে চলক একটি পরিসীমার মধ্যে যে কোনো সংখ্যামানের হতে পারে তাকে অবিচ্ছিন্ন চলক বলে। যেমন- আয়, উৎপাদন, বয়স, ওজন, উচ্চতা ইত্যাদি।

আরোও পোস্ট পড়ুন – Click Here Now

উপসংহার (Conclusion)

তাই বলা যায়, চলক সর্বদা পরিবর্তনশীল। যেমন – সময়, বয়স প্রভৃতি। অর্থাৎ পরিবর্তনশীলতা চলকের প্রধান ধর্ম। একটি চলকের উপাদান ও প্রবনতার মধ্যে বিভিন্ন মূল্যবান বর্তমান। চলক পরিমাণগত (quantitative) ও গুণগত (qualitative) উভয় প্রকৃতির।

তথ্যসূত্র – Click Here

প্রশ্ন – চলক কাকে বলে বা চলক কি

উত্তর – Kerlinger (1986) বলেছেন – চলক এমন একটি বৈশিষ্ট যা বিভিন্ন মানসম্পন্ন।
চলককে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। যথা –
১. স্বাধীন চলক,
২. নির্ভরশীল চলক,
৩. মধ্যবর্তী চলক,
৪. গুণগত ও পরিমাণগত চোলক,
৫. বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন চলক প্রভৃতি।

প্রশ্ন – চলক meaning in english

উত্তর – চলক -এর english হল – Variable.
D’Amato (1970) বলেছেন – “Variables may be defined as those attributes of objects, events, things and beings, which can be measured.”

প্রশ্ন – চলকের বৈশিষ্ট্য লেখো।

উত্তর – চলকের যেসমস্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় সেগুলি হল –
১. চলক সর্বদা পরিবর্তনশীল। যেমন – সময়, বয়স প্রভৃতি। অর্থাৎ পরিবর্তনশীলতা চলকের প্রধান ধর্ম।
২. চলক বিভিন্ন মান ধারণ করতে পারে।
৩. চলক হল ক্ষুদ্র ও সংবেদনশীল উপাদান।

আরোও পড়ুন

3.3/5 - (3 votes)

Mr. Debkumar – Author and Founder of Edutiips.com

Mr. Debkumar – Author and Founder of Edutiips.com

A dedicated educator with 10+ years of teaching experience, UGC NET Qualified, and holder of MA, B.Ed, and M.Phil in Education (University of Calcutta).

He has authored several books published by Aheli Publication, such as Communication Skills, Aspect of Democratic Citizenship, Sociological Foundation of Education, Computer Applications, Fundamentals of Education, Educational Organization and Planning, and Educational Research.

He is also an active contributor on Quora, where he shares expert insights on education, history, and social issues.

Leave a Comment

close