প্রাইমারি টেট বই | WB Primary TET Book List 2023

প্রাইমারি টেট পরীক্ষা জন্য আগাম প্রস্তুতি বিশেষ গুরুত্বপূর্ণ। ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি না নিলে প্রাইমারি টেটের ভালো স্কোর করা যায় না। তাই ভালো ও বেস্ট প্রাইমারি টেট বই (WB Primary TET Book) নির্বাচন করা ও গুরুত্বপূর্ণ।

প্রাইমারি টেটের পরিপূর্ণ প্রস্তুতির জন্য মার্কেটে বিভিন্ন প্রকাশনীর বিভিন্ন ধরনের বই রয়েছে। প্রতিটা বই একে অপরের থেকে আলাদা এবং স্বতন্ত্র। প্রতিটা বইয়ের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। প্রাইমারি টেটের ভালোভাবে প্রিপারেশন নেয়ার জন্য যে সমস্ত বইগুলি বিশেষভাবে প্রয়োজন সেগুলি এখানে উল্লেখ করা হল।

প্রাইমারি টেট পরীক্ষার প্রস্তুতি কিভাবে নেবেন

যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার সাফল্যের ক্ষেত্রে পূর্ব প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। দীর্ঘদিন প্রস্তুতির ফলে প্রতিযোগিতামূলক পরীক্ষার বিশেষ করে প্রাইমারি টেট পরীক্ষার সাফল্য আছে। প্রাইমারি টেট পরীক্ষার প্রস্তুতির জন্য কিছু নির্দেশিকা এখানে উল্লেখ করা হল –

1. প্রথমে লক্ষ্য স্থির করতে হবে।

2. পরীক্ষার সিলেবাস কি, কত মার্কসের পরীক্ষা হয়, কত পেলে পাস হয় যাবতীয় তথ্য ভালোভাবে জানতে হবে,

3. বিশেষ করে প্রাইমারিতে যে পাঁচটি বিষয় রয়েছে, এই বিষয়গুলির কোন কোন বিষয়ের দুর্বলতা রয়েছে তার নির্ণয় করতে হবে ও দুর্বলতা কাটানোর চেষ্টা করতে হবে। কারণ প্রতিটা বিষয় খুব গুরুত্বপূর্ণ।

4. শর্টকাট সাজেশন বা নোটস এই সমস্ত বিষয়ের চিন্তাভাবনা না করাই ভালো। কারণ প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে শর্টকাট সাজেশন হয় না। তবে গণিতের ক্ষেত্রে কিছু শর্টকাট টেকনিক প্রয়োগ করে অংক শেখা যেতে পারে । কিন্তু সেটা সিলেবাস কমপ্লিট করতে হবে।

5. সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, ইউটিউব এখান থেকে পড়াশোনা না করাই ভালো (খুব প্রয়োজন না হলে)। অর্থাৎ সোশ্যাল মিডিয়া ছাড়তে হবে। কারণ বইগুলোতে সবই পাওয়া যায়। তাই বই থেকে অনুশীলনের প্র্যাকটিস করে পড়তে হবে। খুব একান্ত প্রয়োজন হলে দিনের একটি নির্দিষ্ট টাইমে সোশ্যাল মিডিয়া ব্যবহার করা যেতে পারে।

6. দিনে 8 থেকে 10 ঘণ্টা পড়তে হবে।

7. প্রাইমারি চাকরির পরীক্ষার সাফল্যের জন্য একটি বা দুটি বই পড়লে হবে না। বাজারে প্রচলিত প্রশ্ন উত্তর বই ছাড়াও সিলেবাস ভিত্তিক টেক্সট বই বেশি বেশি করে পড়তে হবে।

8. অনেকেই চাকরির পরীক্ষার কিছুদিন আগে বই পড়া বা নোটস শুরু করেন। তাহলে চাকরির পরীক্ষা কম সময়ে ও শর্টকাটে হয় না। তবে দু থেকে তিন মাস হাতে সময় থাকলে দিনে ৮ থেকে ১০ ঘণ্টা পড়াশোনা করলে সাফল্য আসার সম্ভাবনা থাকে।

9. যদি সম্ভব হয় প্রাইমারি টেট পরীক্ষার জন্য যে সমস্ত বই আছে সেগুলি সবই কিনে প্র্যাকটিস করা।

প্রাইমারি টেট বই |WB Primary TET Book List 2023

প্রাইমারি টেট পরীক্ষার জন্য ভালোভাবে ও যথাযথভাবে প্রিপারেশন নেওয়ার জন্য প্রশ্ন উত্তরের বই ছাড়াও আলাদা আলাদা ভাবে টেক্স বই পড়াও গুরুত্বপূর্ণ। এখানে এগুলি আলোচনা করা হবে।

প্রথমে জেনে নেওয়া যাক প্রাইমারি টেট এর জন্য কি কি বিষয় পড়তে হবে। প্রাইমারি টেটের সিলেবাসে মোট পাঁচটি বিভাগ রয়েছে বা বিষয় রয়েছে। সেগুলি হল –

বিষয় (subjects)Marks
শিশু মনস্তত্ত্ব ও পেডাগজি (Child Psychology and Pedagogy)30
প্রথম ভাষা – বাংলা (Bengali)30
দ্বিতীয় ভাষা – ইংরেজি (English)30
গনিত (Mathematics)30
পরিবেশ বিদ্যা (Environmental Studies)30

উপরে উল্লেখিত পাঁচটি বিষয়ের ক্ষেত্রে কোন কোন প্রশ্ন উত্তরের বই এবং টেক্স বই বা পাঠ্যপুস্তক বিশেষভাবে সাহায্য করবে, সেগুলি এখানে উল্লেখ করা হলো। সেই সাথে বই কিভাবে কিনবেন তার জন্য Amazon -এর লিংক সহ উল্লেখ করা হল।

প্রাইমারি টেটের জন্য প্রশ্ন উত্তরের বই

সারা ভারতের অন্যান্য রাজ্যের মতাে পশ্চিমবঙ্গোও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক / শিক্ষিকা নিয়ােগের ক্ষেত্রে যােগ্যতা নির্ণায়ক পরীক্ষা ( TET ) চালু রয়েছে । প্রাইমারি টেট বই এর জন্য প্রশ্ন উত্তরের বিভিন্ন বই রয়েছে। তার মধ্যে যে সমস্ত বইগুলি বিশেষভাবে সাহায্য করবে বলে আমার মনে হয় সেগুলি এখানে উল্লেখ করা হল –

1. আহেলি পাবলিশার্স -এর প্রাইমারি টেট বই

এই বইটির বিশেষত্ব হল প্রতিটি অধ্যায় প্রথমে বিশ্লেষণ করা হয়েছে এবং তারপরে কোন কোন প্রশ্ন সম্ভাব্য সেগুলি সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। এই বইটি প্রাইমারি টেটের নব প্রবর্তিত ২০২৩ এর পাঠক্রম অনুযায়ী লিখিত। বইটির আরও বিশেষত্ব ও বিস্তারিত জানার জন্য লিংকটি এখানে উল্লেখ করা হল –

Primary Tet Scanner 2023-24 Latest Edition
(Bengali Version)

Primary TET Scanner (Bengali Version)
  •  WB Primary TET Revised New Syllabus (2023) অনুযায়ী লিখিত।
  • প্রতিটি অধ্যায় ভিত্তিক বিষয়বস্তুর বিশ্লেষণ।
  • সম্ভাব্য MCQ প্রশ্নাবলী।
  • Bengali Edition by Group of Professors (Author)

2. রিতা পাবলিকেশন -এর প্রাইমারি টেটে বই

প্রাইমারি টেট এর ক্ষেত্রে রিতা পাবলিকেশনের এই বইটি ও বিশেষভাবে প্রাইমারি প্রস্তুতিতে সাহায্য করবে। এই বইটিতে প্র্যাকটিস সেট এর উপর অধিক গুরুত্ব আরোপ করা হয়েছে। নিচে এই বইটির যাবতীয় তথ্য উল্লেখ করা হল –

Primary Tet Practice Set. Rita Publication (Paper, rita publication)

Primary Tet Practice Set. Rita Publication (Paper, rita publication)
  • Primary Tet Practice Set
  • 7500 MCQ
  • WBTET and CTET -এর সিলেবাস অনুযায়ী লিখিত।
  • Bengali Edition by rita publication (Author)

রিতা পাবলিকেশনের আরেকটি লেটেস্ট বই নিচে উল্লেখ করা হল –

Complete Guide to Primary Tet 2023-24 Latest Edition

Primary TET book Rita Publication
  • প্রতিটি অধ্যায়ের বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা
  • বিশেষভাবে নির্বাচিত MCQ ও তার উত্তর
  • WB Primary TET (2013, 2014, 2022) পরীক্ষার প্রশ্ন ও উত্তর
  • নতুন টেটের সিলেবাস অনুযায়ী লিখিত

3. তপতী পাবলিশার্স -এর প্রাইমারি টেট বই

প্রাইমারি টেটের জন্য এটি একটি উপযোগী বই। শিক্ষার্থীরা যাতে যথাযথ প্রস্তুতি নিতে পারে তার জন্য এই বইটি নতুন সিলেবাস অনুযায়ী বিস্তারিতভাবে লিখিত। এই বইটির যাবতীয় তথ্য নিচে লিংকসহ উল্লেখ করা হল।

Tapatir Primary TET Guide Book (Bengali Version)

Primary TET Book Tapati Publishers
  • Revised and Updated in Sept 2023
  • সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী, অধ্যায়ভিত্তক বিস্তারিত আলোচনা
  • 7000+ MCQ
  • Free Mock Test
  • প্রাইমারি সাফল্যের জন্য লেখকদের পরামর্শ
  • বিগত বছরের প্রশ্নের (2022) ব্যাখ্যা সহ সমাধান

4. Techno World এর বই

প্রাইমারি টেট এর ক্ষেত্রে এই বইটিও বিশেষ গুরুত্বপূর্ণ। এখানে ৭ হাজার প্লাস mcq ও প্র্যাকটিস সেট রয়েছে। এই বইটির বিস্তারিত নিচে দেওয়া হল –

Primary TET Paricharcha 7000+ MCQ

Primary TET Paricharcha 7000+ MCQ
  • 7000+ MCQ প্র্যাকটিস সেট
  • 2012 থেকে 2021 সাল পর্যন্ত WBTET ও CTET এর বিগতবছরের প্রশ্নপত্রের সমাধান।
  • WBTET এবং CTET পরীক্ষায় সাফল্যের জন্য একটি সম্পূর্ণ নির্দেশিকা।
  • সম্পূর্ণ নতুন সিলেবাস (2023) অনুযায়ী প্রাইমারী টেট পরীক্ষার জন্য একটি কম্বাইন্ড বই।
  • Bengali Edition  by S R Chandra (Author)

প্রাইমারি টেটের জন্য টেক্সট বই

প্রাইমারি টেটের প্রস্তুতির জন্য নির্দিষ্ট কোনো টেক্সট বই নেই। তবে প্রাইমারি সিলেবাসের উপর ভিত্তি করে এখানে বিষয়ভিত্তিক টেক্সট বই গুলির নাম ও Amazon লিংক সহ উল্লেখ করা হল।

শিশু মনস্তত্ত্ব ও পেডাগজি (Child Psychology and Pedagogy)-র বই

প্রাইমারি টেট পরীক্ষায় শিশু মনস্তত্ত্ব ও পেডাগজি (Child Psychology and Pedagogy) এই বিষয়টিতে ৩০ নম্বর এর জন্য ৩০ টি কোশ্চেন থাকে। একটু ভালোভাবে প্রিপারেশন নিলে ২০ থেকে ২৫ মাক্স পাওয়ার সম্ভাবনা আছে। শিশু মনস্তত্ত্ব ও পেডাগজি (Child Psychology and Pedagogy) এই বিষয়ে মার্কেটে অনেক ধরনের বই রয়েছে। তার মধ্যে কয়েকটি এখানে উল্লেখ করা হল –

Educational Psychology – (Siksha Manobidya) – Bengali Version

Educational Psychology Bengali BOOK
  • New CBCS and NEP Syllabus অনুযায়ী লিখিত
  • Bengali Edition  by Adhyapak (Dr.) Bijon Sarkar (Author)
  • Also help Primary TET, CTET, SLST Education UGC NET and WB SET

শিশু মনস্তত্ত্ব দেবাশীষ পাল

Sishu Manastatta O Sikkha-Bigyan

শিশু মনস্তত্ত্ব দেবাশীষ পাল
  • WBTET, ASSAM TET, TRIPURA TET (1 &II)
  • Also help CTET
  • বিষয় ভিত্তিক আলোচনা
  • MCQ এবং প্র্যাকটিস সেট সহ

পরিবেশ বিদ্যা (Environmental Studies) -র বই

Environmental Studies 

Environmental Studies
  • কলকাতা, বর্ধমান, উত্তরবঙ্গ, কল্যাণী, বিদ্যাসাগর ,সিধো কানহো বিরসা, বাঁকুড়া সহ পশ্চিমবঙ্গের সমস্ত বিশ্ববিদ্যালয়ের বি এ, বি এস-সি ও বি কম (পাশ ও অনার্স) -এর CBCS (AECC) / CVAC পাঠ্যসূচী অনুযায়ী লিখিত
  • SSC, CSC, Primary TET ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী বই
  • আমফান ও করোনা । কোভিড 19 সংক্রান্ত তথ্যযুক্ত
  • Bengali Edition  by Anish Chatterjee (Author)

তথ্যসূত্র – Click Here

আরো পড়ুন

Leave a Comment

close