পরিবার হল সমাজ ব্যবস্থার অন্যতম স্বাধীন সংগঠন। তাই পরিবারের কার্যাবলী (Function of Family) ব্যাপক ও বিস্তৃত প্রকৃতির হয়ে থাকে। অর্থাৎ শিশুর জীবন বিকাশের ক্ষেত্রে পরিবার বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
পরিবার হলো দুই বা ততোধিক সদস্যদের মধ্যে পারস্পরিক সুসম্পর্কের জাল। অর্থাৎ পরিবারের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক একটি প্রধান বিষয়। পৃথিবীর বিভিন্ন দেশে বা প্রতিটি সমাজ ব্যবস্থায় পরিবারের অস্তিত্ব লক্ষ্য করা যায়। কারণ পরিবার শিশুর বিকাশের প্রধান ধারক ও বাহক। অর্থাৎ পরিবার ব্যক্তিকে সামাজিক মানুষ হিসেবে গড়ে তোলার দায়দায়িত্ব পালন করে থাকে।
আধুনিক পরিবারের কার্যাবলী আলোচনা | 10 Function of Family in Sociology
মানব সমাজের সবথেকে ক্ষুদ্রতম গোষ্ঠী হলো পরিবার। তবে পরিবার ক্ষুদ্রতম হলেও পরিবারের কার্যাবলী ব্যাপক ও বৃহৎ। পরিবারের সংজ্ঞা প্রসঙ্গে বিশিষ্ট সমাজতাত্ত্বিক নিমকফ বলেছেন পরিবার হল স্বামী-স্ত্রীর একটি স্থায়ী সংগঠন। এদের সঙ্গে কোন সন্তান থাকতে পারে আবার নাও থাকতে পারে। এই সংগঠন শুধুমাত্র পুরুষ অথবা মহিলাকে নিয়ে প্রতিষ্ঠিত হতে পারে।
তাই পরিবার হল স্বামী-স্ত্রীর একটি জৈব একক। পরিবারের মধ্যে স্বামী স্ত্রী, সন্তান-সন্ততি ও অন্যান্য সদস্যদের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক ও দায় দায়িত্ব বর্তমান। বর্তমানে সমাজ ব্যবস্থা পরিবর্তনের ফলে পরিবার গুলি অনেক বেশি আধুনিক হয়ে উঠেছে। তাই আধুনিক পরিবারের কার্যাবলী যে সমস্ত দিক থেকে পরিলক্ষিত হয় তা আলোচনা করা হল –
1. সন্তান প্রজনন ও প্রতিপালন
পরিবারের কার্যাবলীর মধ্যে অন্যতম হল সন্তান প্রজনন ও প্রতিপালন। তাই পরিবার হল সন্তান প্রজনন ও প্রতিপালনের একমাত্র স্বীকৃত প্রতিষ্ঠান। পরিবার ও বিবাহ ব্যবস্থা ব্যতীত সন্তান প্রজনন ও প্রতি পালনের দ্বিতীয় কোনো প্রতিষ্ঠান সামাজিকভাবে স্বীকৃত নেই।
2. জৈবিক চাহিদার পরিতৃপ্তি
পরিবার জৈবিক চাহিদার পরিতৃপ্তি ঘটিয়ে থাকে। অর্থাৎ পরিবার তাদের সদস্যদের বিভিন্ন ধরনের জৈবিক চাহিদা গুলির পরিতৃপ্তি ঘটায়। বিশেষভাবে পরিবার হল মানুষের প্রকৃতি প্রদত্ত যৌন প্রবৃত্তি পরিতৃপ্তির একমাত্র সমাজ স্বীকৃত প্রতিষ্ঠান। তাই স্বামী স্ত্রীর সুখ সমৃদ্ধি, স্নেহ, মায়া মমতা এবং প্রেম প্রীতির প্রকাশ ও পরিবারের মধ্যেই সফলতা অর্জন করে।
3. অর্থনৈতিক দায়দায়িত্ব পালন
পরিবার শুধু সন্তান লালন-পালনে সীমাবদ্ধ নয়। বরং পরিবারের সন্তান বা অন্যান্য সদস্যদের অর্থনৈতিক দায় দায়িত্ব পালনে বিশেষ ভূমিকা গ্রহণ করে। অর্থাৎ পরিবার সুশিক্ষা প্রদানের মাধ্যমে পরিবারের সদস্যদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলে।
4. শিশুর সামাজিকীকরণ
শিশুর সামাজিকীকরণের ক্ষেত্রে পরিবার বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ পরিবারের অন্যতম কার্যাবলী হল শিশুকে সমাজ উপযোগী করে গড়ে তোলা। কারণ মানব শিশু জন্ম মুহূর্তে থাকে অসহায় ও সহায় সম্বলহীন। তাই তাকে লালন পালনের মাধ্যমে সমাজের একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে পরিবার বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
5. দৈহিক নিরাপত্তা দান
দৈহিক নিরাপত্তা দান করার ক্ষেত্রে পরিবার বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ পরিবার শিশুর দৈহিক নিরাপত্তা দান করে থাকে। কারণ পরিবারের প্রত্যেক সদস্যদের কাছে পরিবার একমাত্র নিরাপদ স্থান হিসেবে বিবেচিত হয়। তাই এর পরিবারহীন বা পিতামাতাহীন সন্তান সন্ততিরা দৈহিক নিরাপত্তায় অভাব বোধ করেন ও তা ফলে তাদের বিকাশ সঠিক হয় না
6. মানসিক নিরাপত্তা দান
দৈহিক নিরাপত্তাদানের পাশাপাশি পরিবার শিশুর মানসিক নিরাপত্তা দানে বিশেষ ভূমিকা পালন করে। অর্থাৎ পরিবার শিশুর মানসিক বিকাশে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই মানসিক বিভিন্ন সমস্যা সমাধানের ক্ষেত্রে পরিবারের সদস্যরা একে অপরের নির্ভরশীল হয়। তাছাড়া জন্ম মুহূর্ত থেকে শিশুকে প্রতিপালন করার মাধ্যমে পরিবারের সদস্যরা শিশুর মানসিক নিরাপত্তা প্রদান করে।
7. সম্পত্তির উত্তরাধিকারী নির্ধারণ
পরিবারের কার্যাবলীর মধ্যে অন্যতম হলো সম্পত্তির উত্তরাধিকারী নির্ধারণ। অর্থাৎ পরিবার সন্তান প্রজনন ও প্রতিপালনের মাধ্যমে পারিবারিক সম্পত্তি পরবর্তী প্রজন্মের কাছে হস্তান্তরিত করে। অর্থাৎ উত্তরাধিকারী সূত্রে পারিবারিক সম্পত্তি পরবর্তী প্রজন্মে হস্তান্তরিত হয়। যেমন – টাকা-পয়সা, ঘরবাড়ি, জমি জায়গা বা অন্যান্য সম্পত্তি পারিবারিক সূত্রে এক প্রজন্ম থেকে সঞ্চারিত হয়।
8. সামাজিক নিয়ন্ত্রণ
পরিবারের অন্যতম কার্যাবলী হল সামাজিক নিয়ন্ত্রণ। অর্থাৎ পরিবার শিশুর সামাজিকীকরণের মাধ্যমে বা অন্যান্য দিকের বিকাশের মাধ্যমে সামাজিক নিয়ন্ত্রণ করে থাকে। যেমন – বিভিন্ন নিয়ম-শৃঙ্খলা বজায় রাখা, নিয়ম নীতি পরিচালনা করা বা সামাজিক নিয়ম-নীতি মেনে চলা প্রভৃতি।
9. সাংস্কৃতিক ও ধর্মীয় বিকাশ
পরিবারের কার্যাবলীর মধ্যে অন্যতম হল সাংস্কৃতিক ও ধর্মীয় বিকাশ। তাই পরিবারের অন্যতম উদ্দেশ্য হল সাংস্কৃতিক ঐতিহ্যকে সংরক্ষণ এবং এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে সঞ্চালন করা। পাশাপাশি পারিবারিক ধর্মীয় বিশ্বাসকে ধরে রাখা, মর্যাদা দেওয়া এবং এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে সঞ্চালন করা। তাই সাংস্কৃতিক বিকাশ ও ধর্মীয় বিকাশের ক্ষেত্রে পরিবার ব্যতীত অন্য কোনো প্রতিষ্ঠান থেকে লাভ করা সম্ভব নয়।
10. বৃত্তি শিক্ষা প্রদান
পরিবারের অন্যতম কাজ হল শিশুকে বৃত্তি শিক্ষা প্রদান করা। অর্থাৎ পরিবার কেবলমাত্র সন্তান লালন পালনের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং পরিবার শিশুর ভবিষ্যৎ জীবনের উপযোগী করে তোলার জন্য পারিবারিক বা অন্যান্য বৃত্তি শিক্ষা প্রদান করে থাকে। তাই শিশুকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য পরিবার বৃত্তি শিক্ষার মাধ্যমে শিশুকে বিশেষভাবে সহায়তা করে।
উপসংহার (Conclusion)
পরিশেষে বলা যায়, পরিবার হল একটি গুরুত্বপূর্ণ সামাজিক স্বীকৃত প্রতিষ্ঠান যা সমাজের বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ পরিবার মানবজাতির ধারক ও বাহক। পরিবারের মধ্যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ব্যক্তির যাবতীয় বিকাশ সুসম্পন্ন হয়। তাই পরিবারের কার্যাবলী ব্যাপক ও বিস্তৃত প্রকৃতির।
তথ্যসূত্র (Reference)
- Brown, F. J. (1954). Educational Sociology. New York: Prentice-Hall.
- Bhattacharjee, Srinivas. (1996). Philosophical & Sociological Foundation of Education. Herald book service.
- Das, P. (2007). Sociological Foundation of Education. New Delhi: Authorspress
- Shukla, S & K Kumar. (1985). Sociological Perspective in Education. New Delhi, Chanakya
Publications - Sodhi, T.S & Suri, Aruna. (1998). Philosophical & Sociological Foundations of Education, H.P Bhargav Book House, Agra,
- Function of Family in Sociology
প্রশ্ন – পরিবারের কাজগুলো কী কী?
উত্তর – পরিবার একটি গুরুত্বপূর্ণ সামাজিক সংস্থা। পরিবারের বিভিন্ন কাজ বর্তমান। সেগুলি হল – জৈবিক চাহিদার পরিপূরণ, দৈহিক নিরাপত্তা দান, মানসিক নিরাপত্তা দান, বৃত্তি শিক্ষা প্রদান, সম্পত্তি রক্ষণাবেক্ষণের শিক্ষা, গৃহের সুবন্দোবস্ত, অর্থনৈতিক দায়-দায়িত্ব প্রদান, সামাজিকীকরণের সহায়তা প্রভৃতি।
প্রশ্ন – পরিবারের জৈবিক কাজ কী কী?
উত্তর – পরিবারের জৈবিক কাজ গুলি হল – খাদ্যের চাহিদা পরিপূরণ, যৌন চাহিদার পরিতৃপ্তি, দৈহিক নিরাপত্তা দান, ঘুমের চাহিদার পরিতৃপ্তি প্রভৃতি।
প্রশ্ন – পরিবারের প্রধান কাজ কি
উত্তর – পরিবারের প্রধান কাজ হল সন্তান প্রজনন, সন্তান প্রতিপালন এবং বংশানুক্রমিক তা টিকিয়ে রাখা। পাশাপাশি অর্থনৈতিক বিকাশ, বৃত্তি শিক্ষা প্রদান, শিশু সামাজিকীকরণের সহায়তা, শিশুকে সুশিক্ষা প্রদান প্রভৃতি বিষয়ে পরিবার বিশেষ ভূমিকা পালন করে।
আরোও পড়ুন
- পরিবার কাকে বলে | 5 টি সংজ্ঞা ও বৈশিষ্ট্য | Concept of Family
- যৌথ পরিবার ভাঙ্গনের কারণ | 8 Causes of Disintegration of Joint Family
- পরিবারের প্রকারভেদ বা শ্রেণিবিভাগ | 12 Types of Family in Sociology
- যৌথ পরিবার কাকে বলে | যৌথ পরিবারের পাঁচটি বৈশিষ্ট্য | Definition and 10 Characteristics of Joint Family
- সমাজে পরিবারের ভূমিকা ও কার্যাবলী | 10 Function of Family in Sociology