সমাজের একটি প্রাচীনতম প্রতিষ্ঠান হল পরিবার। তাই মানব সমাজের একটি অন্যতম এবং ক্ষুদ্রতম সামাজিক গোষ্ঠী হল পরিবার (Family)।
মানব সভ্যতার ইতিহাসে মানুষের গোষ্ঠীবদ্ধ প্রবণতা, আত্মীয়তা ও সম্পর্কের উপর ভিত্তি করে পরিবার নামক সংস্থার জন্ম হয়েছে। পরিবার হলো মানব জীবনের প্রাথমিক পর্যায়। এই পরিবার ছাড়া মানব জীবনের অস্তিত্ব কল্পনা করা যায় না।
পরিবার কাকে বলে | Family
পরিবার হল স্বামী স্ত্রীর মধ্যে একটি জৈব সম্পর্কের একক। এই পরিবারের মধ্যে দম্পতির দৈহিক সম্পর্ক আনুষ্ঠানিক রূপ পরিগ্রহ করে থাকে। পরিবার ব্যতীত কোন সমাজ বা সভ্যতা টিকে থাকতে পারে না। কারণ পরিবারের মাধ্যমে বংশ পরম্পরায় সন্তান উৎপাদনের মধ্য দিয়ে সমাজ উন্নয়নের ধারা বা সামাজিক ধারা বজায় থাকে।
পরিবার শব্দটির ইংরেজি Family (ফ্যামিলি) শব্দ এসেছে ল্যাটিন শব্দ Famulus থেকে। রোমান ভাষায় যার অর্থ হল ক্রীতদাস গোষ্ঠী। কিন্তু সমাজ ব্যবস্থার পরিবর্তনের সাথে সাথে এই ধারণার পরিবর্তন সাধিত হয়েছে।
তাই পরিবার হল একত্রে বসবাসকারী একটি সংঘবদ্ধ গোষ্ঠী। এর মধ্যে বৈবাহিক সূত্রে আবদ্ধ ব্যক্তিবর্গ এবং রক্তের সম্পর্কের বন্ধনে আবদ্ধ ব্যক্তিবর্গ অন্তর্ভুক্ত থাকে।
পরিবারের সংজ্ঞা
1. সমাজবিদ Eliot and Merrill বলেছন – পরিবার হল স্বামী, স্ত্রী ও সন্তানদের সমন্বয়ে গঠিত জৈবিক সামাজিক একক। (‘Family is the biological social unit composed of husband, wife and children.’)
2. সমাজবিদ Kingsley Davis বলেছেন – পরিবার হল ব্যক্তিদের একটি গোষ্ঠী, যাদের একে অপরের সাথে সম্পর্ক সঙ্গতির উপর ভিত্তি করে এবং যারা একে অপরের মধ্যে আত্মীয়তা সম্পর্ক তৈরি হয়।
3. সমাজতাত্ত্বিক Maclver বলেছেন – পরিবার হল যৌন সম্পর্ক দ্বারা সংজ্ঞায়িত একটি গোষ্ঠী, যা শিশুদের প্রজনন এবং লালন-পালনের জন্য যথেষ্ট সুনির্দিষ্ট এবং স্থায়ী।
4. Robert. K. Merton মন্তব্য করেছেন – “Family is a major transmission belt for the diffusion of cultural standards to the oncoming generation”.
5. বিশিষ্ট সমাজবিদ অধ্যাপক নিমকফ (Nimkoff) বলেছেন – পরিবার হল স্বামী-স্ত্রীর মধ্যে একটি স্থায়ী সংগঠন, এদের সঙ্গে সন্তান-সন্ততি থাকতে পারে আবার নাও থাকতে পারে। এই সংগঠনটি শুধুমাত্র পুরুষ অথবা মহিলাকে নিয়ে প্রতিষ্ঠিত হতে পারে।
পরিবারের বৈশিষ্ট্য
পরিবার (Family) হল বাবা মা, স্বামী স্ত্রী, ভাই বোন প্রভৃতিদের মধ্যে পারস্পরিক রক্তের বন্ধন এবং সু সম্পর্কেকে বোঝায়। তাই পরিবারের বৈশিষ্ট্য যে সমস্ত দিক থেকে বিশেষভাবে পরিলক্ষিত হয়, সেগুলি হল নিম্নলিখিত –
1. আকার আয়তন
পরিবারের একটি অন্যতম বৈশিষ্ট্য হল আকার আয়তনগত বৈশিষ্ট্য। কোনো কোনো পরিবার আকার আয়তনে বৃহৎ এবং ক্ষুদ্র প্রকৃতির হয়ে থাকে।
2. বংশানুক্রমিক
পরিবারে অন্যতম বৈশিষ্ট্য হল এটি বংশানুক্রমিক প্রক্রিয়া। অর্থাৎ বংশ পরম্পরায় পরিবারগুলি তাদের অস্তিত্বের ধারা বজায় রাখে।
3. রক্তের সম্পর্ক
পরিবার রক্তের বন্ধনে আবদ্ধ। বাবা-মা, স্বামী-স্ত্রী, সন্তান-সন্ততি, ভাই বোন প্রভৃতি ঘনিষ্ঠ সম্পর্কে আবদ্ধ থাকে। তাই পরিবারের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক বা রক্তের সম্পর্ক একটি অন্যতম বৈশিষ্ট্য।
4. নিয়ম শৃঙ্খলা
পরিবার নির্দিষ্ট নিয়ম-শৃঙ্খলা আবদ্ধ। অর্থাৎ পরিবারের মধ্যে অবস্থিত প্রত্যেক সদস্যদের পারিবারিক বিভিন্ন নিয়ম কানুন মেনে চলতে হয়। তাই পরিবারের অন্যতম বৈশিষ্ট্য হল এটি নির্দিষ্ট নিয়ম কানুন ভিত্তিক।
5. পারস্পরিক অধিকার এবং দায়-দায়িত্ব
পরিবারের প্রত্যেক সদস্যদের মধ্যে পারস্পরিক অধিকার এবং দায় দায়িত্ব গত বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। পরিবারের প্রত্যেক সদস্যদের সমান অধিকার থাকে। তাছাড়া পিতা-মাতার যেমন সন্তান-সন্ততিদের প্রতি দায় দায়িত্ব থাকে তেমনি সন্তান-সন্ততিদের ও পিতামাতার প্রতি দায় দায়িত্ব থাকে।
6. সর্বজনীনতা
পরিবার হল সর্বজনীন প্রকৃতির। কারণ পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সমাজে পরিবারের অস্তিত্ব পরিলক্ষিত হয়। পরিবার ছাড়া মানব সভ্যতার ধারাবাহিকতা সম্ভব নয়। তাই পরিবার হল সর্বজনীন প্রকৃতির।
উপসংহার (Conclusion)
পরিশেষে বলা যায়, পরিবার হল সমাজের একটি স্থায়ী সংগঠন। যেটি বংশ পরম্পরা অনুসারে প্রবাহিত হয় এবং স্বামী-স্ত্রীর যৌন ক্রিয়া কালাপের মাধ্যমে পারিবারিক বংশগতির ধারা বজায় থাকে।
প্রাথমিক গোষ্ঠীর ধারণা, সংজ্ঞা, বৈশিষ্ঠ্য ও শিক্ষাগত তাৎপর্য | সামাজিক গোষ্ঠীর ধারণা, সংজ্ঞা ও শ্রেণীবিভাগ |
শিশুর সামাজিকীকরণে পরিবারের ভূমিকা | শিশুর সামাজিকীকরণে বিদ্যালয়ের ভূমিকা |
তথ্যসূত্র (Reference)
- Brown, F. J. (1954). Educational Sociology. New York: Prentice-Hall.
- Bhattacharjee, Srinivas. (1996). Philosophical & Sociological Foundation of Education. Herald book service.
- Das, P. (2007). Sociological Foundation of Education. New Delhi: Authorspress
- Shukla, S & K Kumar. (1985). Sociological Perspective in Education. New Delhi, Chanakya
Publications - Sodhi, T.S & Suri, Aruna. (1998). Philosophical & Sociological Foundations of Education, H.P Bhargav Book House, Agra,
প্রশ্ন – পরিবার কয় প্রকার ও কি কি
উত্তর – আকার আয়তনের দিক থেকে পরিবার প্রধানত দুই প্রকার। যথা – যৌথ পরিবার এবং একক পরিবার।
আরোও পড়ুন
- যোগাযোগ কাকে বলে | যোগাযোগ প্রক্রিয়ার বৈশিষ্ট্য | What is Definition of Communication
- যোগাযোগ প্রক্রিয়ার উপাদান | 8 Essential Components of Communication
- শিক্ষার সমাজতত্ত্বের পরিধি | Scope of Sociology of Education
- সামাজিক স্তরবিন্যাস কি | সামাজিক স্তরবিন্যাসের ধরন | Types of Social Stratification
- Social Mobility: সামাজিক সচলতা কাকে বলে | সামাজিক সচলতার বৈশিষ্ট্য
- Types of Social Mobility: সামাজিক সচলতার প্রকারভেদ
2 thoughts on “পরিবার কাকে বলে | 5 টি সংজ্ঞা ও বৈশিষ্ট্য | Concept of Family”