সামাজিক গোষ্ঠী হল সমাজে বসবাসকারী ব্যক্তিবর্গের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক। সামাজিক ও ব্যক্তিগত উদ্দেশ্য সাধনের জন্য সমাজের মধ্যে সামাজিক গোষ্ঠীর (Social Groups) সৃষ্টি হয়ে থাকে।
সামাজিক গোষ্ঠীর (Samajik gosthi) ইংরেজি অর্থ হল ‘Social groups’. মানুষ সমাজবদ্ধ জীব। তাই মানুষের মধ্যে সংগঠন বা গোষ্ঠী পরিলক্ষিত হয়। সমাজের চাহিদার পরিপ্রেক্ষিতে বিভিন্ন সমাজের মধ্যে বিভিন্ন প্রকারের গোষ্ঠী গড়ে উঠেছে। যেমন – প্রাথমিক গোষ্ঠী, মাধ্যমিক গোষ্ঠী বা গৌণ গোষ্ঠী এবং তাৎক্ষণিক গোষ্ঠী প্রভৃতি। এখানে সামাজিক গোষ্ঠী কাকে বলে, বৈশিষ্ট্য, শ্রেণীবিভাগ প্রভৃতি উল্লেখ করা হল।
সামাজিক গোষ্ঠী কাকে বলে (Concept of Social Groups)
সমাজের মধ্যে সামাজিক গোষ্ঠী (Social Groups) একটি বিশেষ গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে। বিভিন্ন সমাজতাত্ত্বিক মনে করেন মানুষের মধ্যে সংঘবদ্ধভাবে বসবাস করার প্রবণতা থেকে সমাজের মধ্যে গোষ্ঠীর জন্ম হয়েছে।
তাই সামাজিক জীবনে গোষ্ঠী হল খুবই গুরুত্বপূর্ণ সামাজিক ব্যবস্থা।
তবে সামাজিক গোষ্ঠী গুলির জন্ম শুধুমাত্র চাহিদার পরিবর্তিত নয়। বরং এগুলি পারস্পরিক সম্পর্ক, দায়-দায়িত্ব পালন, পারস্পরিক বোঝাপড়া ও মিথস্ক্রিয়া প্রভৃতির ভিত্তিতে গোষ্ঠীর উৎপত্তি লক্ষ্য করা যায়।
সাধারণ অর্থে এক বা একাধিক মানুষের সংগঠিত ও পারস্পরিক সুসম্পর্কের বিষয়কে গোষ্ঠী বলা হয়ে থাকে। আর যেহেতু সমাজের মধ্যে এই গোষ্ঠীর জন্ম তাই একে সামাজিক গোষ্ঠী হিসাবে গণ্য করা হয়ে থাকে।
তাই যখন দুই বা ততোধিক ব্যক্তি একত্রিত হয় ও একে অপরের মধ্যে প্রভাব ফেলে, তখন তাকে সামাজিক গোষ্ঠী বলে।
সুতরাং সামাজিক গোষ্ঠী হল –
- দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক সুসম্পর্ক,
- যতদূর সম্ভব স্থায়ী এবং মিথস্ক্রিয়ামূলক,
- পারস্পরিক মেলবন্ধন ও বিপদের সময় সাহায্য করে থাকে।
সামাজিক গোষ্ঠীর উদাহরণ (Example of Social Groups)
সামাজিক গোষ্ঠীর অন্যতম উদাহরণ হল –
- পরিবার (Family),
- বিদ্যালয় (School),
- বন্ধু দল (Peear Groups)
- ধর্মীয় প্রতিষ্ঠান (Religious institutions) প্রভৃতি।
সামাজিক গোষ্ঠীর সংজ্ঞা (Definition of Social Groups)
বিভিন্ন সমাজতাত্ত্বিক বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সামাজিক গোষ্ঠীকে (Social Groups) ব্যাখ্যা করেছেন। সমাজতাত্ত্বিকদের দেওয়া সামাজিক গোষ্ঠীর কয়েকটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা উল্লেখ করা হল –
1. অধ্যাপক ম্যাকাইভার ও পেজ (Maclver and Page) বলেছেন – “A group is any collection of human beings who are brought into social relationship with one another.” অর্থাৎ সামাজিক গোষ্ঠী হল যে-কোনো মানুব সমষ্টি যাদের মধ্যে পারস্পরিক সামাজিক মেলবন্ধন সূচিত হয়।
2. সমাজবিদ্ ই. এস. বোগারডাস (E. S. Bogardas) বলেছেন – “সামাজিক গোষ্ঠী হল দুই বা ততোধিক ব্যক্তিবর্গের মধ্যে পারস্পরিক চিন্তাধারার রূপ, যাদের কিছু সাধারণ উদ্দেশ্য থাকে, যারা একে অপরকে উৎসাহিত করে, যাদের মধ্যে পারস্পারিক আনুগত্য থাকে এবং যারা একই ধরনের কর্মে অংশগ্রহণ করে।”
3. Encyclopedia Britannica অনুযায়ী – “Social group, any set of human beings who either are, recently have been, or anticipate being in some kind of interrelation.”
4. Giddens বলেছেন – “A social group is simply a number of people who interact with each other on a regular basis.” অর্থাৎ “একটি সামাজিক গোষ্ঠী হল এমন কিছু ব্যক্তি যারা নিয়মিতভাবে একে অপরের সাথে যোগাযোগ করে বা মিথস্ক্রিয়ায় অংশগ্রহণ করে।”
5. আবার, Ogburn and Nimkaff বলেছেন -” যখন দুই বা ততোধিক ব্যক্তি একত্রিত হয় ও একে অপরের মধ্যে প্রভাব ফেলে তখন তারা সামাজিক গোষ্ঠী নির্মাণ করে”।
আরোও পোস্ট পড়ুন – Click Here Now |
সামাজিক গোষ্ঠীর বৈশিষ্ট্য (Characteristics of Social Groups)
সামাজিক গোষ্ঠীকে বিশ্লেষণ করলে সামাজিক গোষ্ঠী (Social Groups)-র বিভিন্ন উল্লেখযোগ্য বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়ে থাকে। সেগুলি হল নিম্নলিখিত –
i) পারস্পরিক মিথস্ক্রিয়ামূলক
অর্থাৎ সামাজিক গোষ্ঠীর সদস্যদের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়া বা ক্রিয়া প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়ে থাকে।
ii) ভাবের আদান-প্রদান সংঘটিত হয়
ভাবের আদান-প্রদানের মাধ্যমে সামাজিক গোষ্ঠীর সদস্যদের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক তৈরি হয়। তাই সামাজিক গোষ্ঠীর বৈশিষ্ট্য হল এটি ভাবের আদান-প্রদান যুক্ত প্রক্রিয়া।
iii) সামাজিক প্রকৃতির
সামাজিক গোষ্ঠী সম্পূর্ণভাবে সামাজিক প্রকৃতির হয়ে থাকে। অর্থাৎ সামাজিক গোষ্ঠীর মাধ্যমে ব্যক্তি সামাজিক পরিচিতি লাভ করে থাকে।
iv) দলগত প্রকৃতির
মানুষ দলবদ্ধ জীব। দুই বা ততোধিক মানুষের দলবদ্ধ প্রবণতার ফলে সামাজিক গোষ্ঠীর জন্ম হয়। তাই সামাজিক গোষ্ঠীর আবশ্যিক শর্ত হল দলবদ্ধতা। অর্থাৎ দলবদ্ধ ভাবে মানুষের মধ্যে যে সম্পর্ক বা প্রবণতা তৈরি হয় সেটি হল সামাজিক গোষ্ঠী। তাই সামাজিক গোষ্ঠীর বৈশিষ্ট্য হল এটি দলগত প্রকৃতির।
v) সহযোগিতামূলক ও দায়িত্বশীল
সামাজিক গোষ্ঠীর সদস্যরা একে অপরের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়ে বা সহযোগিতা করে থাকে। তাছাড়া গোষ্ঠীর সদস্যদের প্রতি দায়িত্বশীল মনোভাব তৈরি হয়। তাই সামাজিক গোষ্ঠী একদিকে যেমন সহযোগিতামূলক অপরদিকে তেমনি দায়িত্বশীল প্রকৃতির।
vi) পারস্পরিক সুসম্পর্ক বা মেলবন্ধন
সামাজিক গোষ্ঠীর অন্যতম বৈশিষ্ট্য হল পারস্পরিক সুসম্পর্ক বা মেলবন্ধন। অর্থাৎ সমাজে অবস্থিত ব্যক্তিবর্গের মধ্যে একটি ভালো সম্পর্ক বা মেলবন্ধন পরিলক্ষিত হয়। যে সমাজে পারস্পরিক সুসম্পর্ক যত বেশি পরিপক্ক সেই সমস্ত তত বেশি উন্নত প্রকৃতির হয়ে থাকে।
vii) একাধিক ব্যক্তির সংগঠিত প্রচেষ্টা
সামাজিক গোষ্ঠী একক কোন ব্যক্তির মাধ্যমে সংগঠিত হতে পারে না। অর্থাৎ সামাজিক গোষ্ঠী একাধিক ব্যক্তির সংগঠিত প্রচেষ্টার মাধ্যমে সংঘটিত হয়ে থাকে। তাই একাধিক ব্যক্তির প্রচেষ্টা সামাজিক গোষ্ঠীর বৈশিষ্ট্য।
viii) সদস্যপদ ঐচ্ছিক প্রকৃতির
সামাজিক গোষ্ঠীর মধ্যে যে সমস্ত ব্যক্তিবর্গ থাকে তারা সবসময় একই গোষ্ঠিত অবস্থান করে না। অর্থাৎ সামাজিক গোষ্ঠীর সদস্যপদ ঐচ্ছিক প্রকৃতির হয়ে থাকে। এখানে ব্যক্তির ইচ্ছা অনিচ্ছার উপর গোষ্ঠীতে অন্তর্ভুক্তি নির্ভর করে থাকে। তাই সামাজিক গোষ্ঠী বৈশিষ্ট্য হল সম্পূর্ণভাবে সদস্যপদ ঐচ্ছিক প্রকৃতির।
ix) আকার আকৃতিতে ক্ষুদ্র বা বৃহৎ প্রকৃতির
সামাজিক গোষ্ঠী অন্যতম বৈশিষ্ট্য হল আকারগত দিক। অর্থাৎ সামাজিক গোষ্ঠী আকার আকৃতিতে ক্ষুদ্র বা বৃহৎ প্রকৃতির হয়ে থাকে।
x) নিয়ম কানুনের দ্বারা পরিচালিত
যে কোনো বিষয়ের কিছু নির্দিষ্ট নিয়ম কানুন পরিলক্ষিত হয়। সামাজিক গোষ্ঠীর ক্ষেত্রে এই নিয়মকানুনও ব্যতিক্রম নয়। অর্থাৎ সামাজিক গোষ্ঠীতে অবস্থিত ব্যক্তিবর্গের বা সদস্যদের বিভিন্ন নিয়ম কানুন মেনে চলতে হয়। তাই সামাজিক গোষ্ঠী নির্দিষ্ট নিয়ম কানুন দ্বারা পরিচালিত।
সামাজিক গোষ্ঠীর প্রকারভেদ (Types of Social Groups)
বিভিন্ন সমাজতাত্ত্বিক বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সামাজিক গোষ্ঠীকে শ্রেণীবিভক্ত করেছেন। সাধারণভাবে সামাজিক গোষ্ঠীকে যে সমস্ত দিক থেকে বিশেষভাবে ভাগ করা হয়ে থাকে, সেগুলি হল –
অধ্যাপক কুলে (C. H. Cooley) – এর পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে শ্রেণীবিভাগ –
- প্রাথমিক গোষ্ঠী (Primary Group) ও
- মাধ্যমিক বা গৌণ গোষ্ঠী (Secondary Group)
সোরোকিন (P. Sorokin) – এর পদমর্যাদার ভিত্তিতে শ্রেণীবিভাগ –
- উল্লম্ব গোষ্ঠী (Vertical Group) ও
- অনুভূমিক গোষ্ঠী (Horizontal Group)
এগুলি ছাড়াও স্থায়ী গোষ্ঠী (Permanent Group), অস্থায়ী গোষ্ঠী (Temporary Group), প্রান্তিক গোষ্ঠী (Tertiary Group), ক্ষুদ্র গোষ্ঠী (Small Group), বৃহৎ গোষ্ঠী (Large Group) প্রভৃতি উল্লেখযোগ্য।
প্রাথমিক গোষ্ঠীর ধারণা, সংজ্ঞা, বৈশিষ্ঠ্য ও শিক্ষাগত তাৎপর্য | সামাজিক গোষ্ঠীর ধারণা, সংজ্ঞা ও শ্রেণীবিভাগ |
শিশুর সামাজিকীকরণে পরিবারের ভূমিকা | শিশুর সামাজিকীকরণে বিদ্যালয়ের ভূমিকা |
তথ্যসূত্র (Reference)
- Brown, F. J. (1954). Educational Sociology. New York: Prentice-Hall.
- Bhattacharjee, Srinivas. (1996). Philosophical & Sociological Foundation of Education. Herald book service.
- Das, P. (2007). Sociological Foundation of Education. New Delhi: Authorspress
- Shukla, S & K Kumar. (1985). Sociological Perspective in Education. New Delhi, Chanakya
Publications - Sodhi, T.S & Suri, Aruna. (1998). Philosophical & Sociological Foundations of Education, H.P Bhargav Book House, Agra,
প্রশ্ন – সামাজিক গোষ্ঠী কাকে বলে? (What is Social Groups)
উত্তর – যখন দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে সামাজিক মেলবন্ধন, পারস্পরিক সম্পর্ক বা ব্যক্তিগত সম্পর্ক স্থাপিত হয় তখন তাকে, সামাজিক গোষ্ঠী বলে।
Ogburn and Nimkaff বলেছেন -” যখন দুই বা ততোধিক ব্যক্তি একত্রিত হয় ও একে অপরের মধ্যে প্রভাব ফেলে তখন তারা সামাজিক গোষ্ঠী নির্মাণ করে”।
প্রশ্ন – সামাজিক গোষ্ঠী কত প্রকার ও কি কি?
উত্তর – অধ্যাপক কুলে বলেছেন সামাজিক গোষ্ঠী দুই প্রকার যথা – প্রাথমিক গোষ্ঠী (Primary Group) ও মাধ্যমিক গোষ্ঠী (Secondary Group)। এছাড়া আরোও যে সমস্ত সামাজিক গোষ্ঠী পরিলক্ষিত হয় তা হল – স্থায়ী গোষ্ঠী (Permanent Group), অস্থায়ী গোষ্ঠী (Temporary Group), প্রান্তিক গোষ্ঠী (Tertiary Group), ক্ষুদ্র গোষ্ঠী (Small Group), বৃহৎ গোষ্ঠী (Large Group) প্রভৃতি উল্লেখযোগ্য।
প্রশ্ন – তিন প্রকার সামাজিক গোষ্ঠী কি কি?
উত্তর – তিন প্রকার সামাজিক গোষ্ঠী হল – প্রাথমিক গোষ্ঠী (Primary Group) ও মাধ্যমিক গোষ্ঠী (Secondary Group) ও টার্সিয়ারী গোষ্ঠী (Tersiary Group)।
প্রশ্ন – সামাজিক গোষ্ঠীর উদাহরণ দাও।
উত্তর – সামাজিক গোষ্ঠীর অন্যতম উদাহরণ হল – পরিবার (Family), বিদ্যালয় (School), বন্ধু দল (Peear Groups)।
প্রশ্ন – সমাজবিজ্ঞানে গোষ্ঠীর উদাহরণ কি?
উত্তর – সমাজবিজ্ঞানে গোষ্ঠীর উদাহরণ হল – পরিবার (Family), বিদ্যালয় (School), বন্ধু দল (Peear Groups), ক্লাব (Club) প্রভৃতি।
প্রশ্ন – প্রাথমিক ও মাধ্যমিক গোষ্ঠীর মধ্যে পার্থক্য কি?
উত্তর – প্রাথমিক ও মাধ্যমিক গোষ্ঠীর মধ্যে পার্থক্য হল –
১. প্রাথমিক গোষ্ঠী আকার আয়তনে ক্ষুদ্র প্রকৃতির ও অপরদিকে মাধ্যমিক গোষ্ঠী আকার আয়তনে বৃহৎ প্রকৃতির।
২. প্রাথমিক গোষ্ঠীর সদস্যদের মধ্যে প্রত্যক্ষ পারস্পরিক সুসম্পর্ক বর্তমান। আর অপরদিকে মাধ্যমিক গোষ্ঠীর সদস্যদের মধ্যে পরোক্ষ পারস্পরিক সম্পর্ক বর্তমান।
৩. প্রাথমিক গোষ্ঠী জন্মগতভাবে গড়ে ওঠে। আর মাধ্যমিক গোষ্ঠী জন্মগতভাবে গড়ে ওঠে না। এর সদস্যপদ ঐচ্ছিক প্রকৃতির।
৪. প্রাথমিক গোষ্ঠীর উদাহরণ হল পরিবার। আর অপরদিকে মাধ্যমিক গোষ্ঠীর উদাহরণ হল – ছাত্র শিক্ষক।
প্রশ্ন – সামাজিক গোষ্ঠীর দুটি ভূমিকা লেখ। অথবা, সামাজিক গোষ্ঠীর গুরুত্ব।
উত্তর – সামাজিক গোষ্ঠীর দুটি বিশেষ ভূমিকা বর্তমান, সেগুলি হল –
১. সামাজিক গুণাবলীর বিকাশ সাধন,
২. বৃত্তিমূলক প্রশিক্ষণ লাভ,
প্রশ্ন – সামাজিক গোষ্ঠী এবং তাদের শিক্ষাগত প্রভাব। অথবা, সামাজিক গোষ্ঠী শিক্ষার ভূমিকা লেখো।
উত্তর – সামাজিক গোষ্ঠী শিক্ষাগত বিশেষ ভূমিকা বর্তমান, সেগুলি হল –
১. সামাজিক গুণাবলীর বিকাশ সাধন,
২. বৃত্তিমূলক প্রশিক্ষণ লাভ,
৩. জাতীয় সংহতির বিকাশ সাধন,
৪. ব্যক্তিত্বের বিকাশ সাধন,
৫. সামাজিক ঐতিহ্যের সংরক্ষণ ও সঞ্চালন প্রভৃতি।
আরোও পড়ুন
- Primary Group: প্রাথমিক গোষ্ঠী কাকে বলে, সংজ্ঞা, বৈশিষ্ঠ্য ও শিক্ষাগত তাৎপর্য
- Secondary Group: মাধ্যমিক বা গৌণ গোষ্ঠী কাকে বলে, বৈশিষ্ঠ্য ও শিক্ষাগত তাৎপর্য
- Social Groups | সামাজিক গোষ্ঠী কাকে বলে | বৈশিষ্ট্য ও শ্রেণীবিভাগ
- Social Mobility: সামাজিক সচলতা কাকে বলে | সামাজিক সচলতার বৈশিষ্ট্য
- Tertiary Group : তাৎক্ষনিক গোষ্ঠী কাকে বলে, বৈশিষ্ঠ্য ও শিক্ষাগত তাৎপর্য
- Types of Social Mobility: সামাজিক সচলতার প্রকারভেদ
2 thoughts on “Social Groups | সামাজিক গোষ্ঠী কাকে বলে | বৈশিষ্ট্য ও শ্রেণীবিভাগ”