Social Mobility: সামাজিক সচলতা কাকে বলে | সামাজিক সচলতার বৈশিষ্ট্য

সামাজিক সচলতা (Social Mobility) হল সামাজিক সিঁড়ির এক ধাপ থেকে অন্য ধাপে ব্যক্তির পৌঁছানোর প্রক্রিয়া। সামাজিক সচলতা সমাজের প্রতিটি ক্ষেত্রে পরিলক্ষিত হয়। তাই সামাজিক সচলতা সর্বদা পরিবর্তিত হতে থাকে।

সামাজিক স্তরবিন্যাসের মতো সামাজিক গতিশীলতা বা সচলতা বিষয়টি সমাজের একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। এর মাধ্যমে সমাজের ব্যক্তিবর্গের পদমর্যাদার পরিবর্তন হয়ে থাকে।

সামাজিক সচলতার ধারণা (Concept of Social Mobility)

Concept of Social Mobility in bengali
Concept of Social Mobility

আক্ষরিক অর্থে ‘Mobility’ বা গতিশীলতা বা সচলতা হল – ‘স্থান পরিবর্তন’ (Change or Shift)। এই পরিবর্তন বৃত্তি বা পেশা (Occupation), স্থান (Position), মর্যাদা (Rank), অবস্থান (Status) প্রভৃতি ক্ষেত্রে সংঘটিত হতে পারে।

সামাজিক সচলতায় কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সামাজিক স্তরবিন্যাসের একটি স্তর থেকে অন্য স্তরে উপনীত হওয়া। অর্থাৎ সামাজিক সচলতা ব্যক্তির পদমর্যাদা পরিবর্তন হয়ে থাকে।

সমাজ পরিবর্তনের সাথে সাথে ব্যক্তির পরিবেশের সাথে অভিযোজন করে থাকে। তাই ব্যক্তি সর্বদা তার নিজের অবস্থান শিক্ষা দীক্ষা ও বিভিন্ন সুযোগ-সুবিধা মাধ্যমে পরিবর্তন করে থাকে। আর এটি সামাজিক সচলতা হিসাবে গণ্য করা হয়।

সামাজিক সচলতার উদাহরণ

সামাজিক সচলতার ক্ষেত্রে পদমর্যাদাগত পরিবর্তন আবশ্যিক। সামাজিক সচলতার অন্যতম উদাহরণ হল –

1. কোনো দরিদ্র পরিবারের সন্তান যদি শিক্ষা লাভের পর কোনো উচ্চ পদে চাকরি পান বা শিক্ষকতার চাকরি পান, এক্ষেত্রে তার সামাজিক সচলতা পরিলক্ষিত হয়। অর্থাৎ এক্ষেত্রে তার পদমর্যাদাগত পরিবর্তন পরিলক্ষিত হয়।

2. কোন কৃষকের সন্তান যদি মিলিটারিতে চাকরি পান তখন তার পদমর্যাদা কত পরিবর্তন ঘটে থাকে। এটি সামাজিক সচলতার অন্যতম উদাহরণ।

সামাজিক সচলতার সংজ্ঞা (Definition of Social Mobility)

বিভিন্ন সমাজতত্ত্ববিদ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সামাজিক সচলতাকে সংজ্ঞায়িত করেছেন। এখানে সামাজিক সচলতার সংজ্ঞাগুলি হল –

1. সমাজবিদ্‌ ড্রেসলার বলেন – সামাজিক সচলতা হল ব্যক্তির এক অবস্থা থেকেই অন্য অবস্থায় স্থান পরিবর্তন।

2. সমাজতাত্ত্বিক Wallace and Wallace বলেছেন – “Social Mobility is the movement of a person or persons from one social status to another.” অর্থাৎ সামাজিক সচলতা হল একজন ব্যক্তি বা ব্যক্তির এক সামাজিক অবস্থা থেকে অন্য সামাজিক অবস্থায় পরিবর্তন।

3. আবার, সমাজবিদ্‌ স্ক্‌ট (W. P. Scott) বলেছেন – সামাজিক সচলতা ব্যক্তি বা গোষ্ঠীর একটি সামাজিক শ্রেণী বা সামাজিক স্তর থেকে অন্য স্তরে উপনীত হওয়া।

তাই সামাজিক সচলতা হল ব্যক্তির সমাজের মধ্যে পদমর্যাদার পরিবর্তন। এর ফলে ব্যক্তির প্রতিপত্তি, মান-সম্মান বা সামাজিক পদমর্যাদার পরিবর্তন ঘটে থাকে।

তবে অনেক ক্ষেত্রে সামাজিক সচলতা নিম্নমুখী হয়ে থাকে। যেমন – বড় লোক থেকে গরিব লোক হয়ে যাওয়া। এক্ষেত্রে পদমর্যাদা নিম্নমুখী হয়।

সামাজিক সচলতার বৈশিষ্ট্য (Characteristics of Social Mobility)

সামাজিক সচলতার ক্ষেত্রে ব্যক্তির পদমর্যাদার পরিবর্তন ঘটে থাকে। সামাজিক সচলতার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি হল নিম্নলিখিত –

1. শহরকেন্দ্রিকতা

সামাজিক সচলতা শহরে বেশিরভাগ পরিলক্ষিত হয়। অর্থাৎ সামাজিক সচলতা শহরকেন্দ্রিক বা শহরকে কেন্দ্র করে গঠিত হয়। তাই সামাজিক সচলতা শহরতলী এবং শিল্পাঞ্চল এলাকায় বেশিমাত্রায় পরিলক্ষিত হয়ে থাকে।

2. সার্বজনীনতা

সামাজিক সচলতা সার্বজনীন প্রকৃতি। অর্থাৎ পৃথিবীর সকল দেশে ও সকল সমাজে সামাজিক সচলতা বা সামাজিক গতিশীলতা পরিলক্ষিত হয়। তাই সামাজিক সচলতা সর্বজনীন (Universal) প্রকৃতির।

3. পদমর্যাদাগত পরিবর্তনের প্রক্রিয়া

সামাজিক সচলতার ক্ষেত্রে ব্যক্তির পদমর্যাদা সূচিত হয়। অর্থাৎ ব্যক্তি সমাজে প্রতিষ্ঠিত লাভ করে বা অনেক ক্ষেত্রে ব্যক্তির পদমর্যাদা হ্রাস হতে পারে। তাই সামাজিক সচলতা পদমর্যাদাগত (Rank) পরিবর্তনের প্রক্রিয়া।

4. গতিশীল প্রকৃতির

সামাজিক সচলতা সর্বদা গতিশীল প্রকৃতির। কেননা সমাজ পরিবর্তনের সাথে সাথে সামাজিক সচলতার প্রক্রিয়াটি গতিশীল হয়ে থাকে। তাই সামাজিক সচলতা গতিশীল (Dynamic) প্রকৃতির।

5. জীবনযাত্রার মানের পরিবর্তন

সামাজিক সচলতায় যেহেতু পদমর্যাদাগত পরিবর্তন পরিলক্ষিত হয় সেহেতু ব্যক্তির জীবনযাত্রার মানের পরিবর্তণ ও সূচিত হয়।

অর্থাৎ কোন দরিদ্র পরিবারের সন্তান যদি কোন ভাল চাকরি পায় তাহলে তার পদমর্যাদার পরিবর্তনের সাথে সাথে জীবনযাত্রার মানের পরিবর্তন হয়ে থাকে। তাই সামাজিক সচলতা জীবনযাত্রার মানের (Life style) পরির্তনের প্রক্রিয়া।

6. ঊর্ধগামী, নিম্নগামী বা সমান্তরাল প্রকৃতির

সামাজিক সচলতা ঊর্ধগামী, নিম্নগামী বা সমান্তরাল প্রকৃতির হয়ে থাকে। অর্থাৎ সামাজিক সচলতায় ব্যক্তির পদমর্যাদাগত পরিবর্তন কখনো ঊর্ধগামী বা কখনো নিম্নগামী বা সমান্তরাল প্রকৃতির হতে পারে।

তাই সামাজিক সচলতা বা গতিশীলতা বা বিচলন ঊর্ধ্বগামী (Upward), নিম্নগামী (Downward) বা সমান্তরালভাবে (Parallel) সংগঠিত হয়।

আরোও পোস্ট পড়ুন – Click Here Now

উপসংহার (Conclusion)

সর্বোপরি তাই বলা যায়, সামাজিক সচলতা হল একজন ব্যক্তি বা ব্যক্তির এক সামাজিক অবস্থা থেকে অন্য সামাজিক অবস্থায় পরিবর্তন। এক্ষেত্রে ব্যক্তি তার নিজস্ব ইচ্ছা, সামর্থ্য, শিক্ষা এবং অর্জিত অভিজ্ঞতার ভিত্তিতে এই স্তর পরিবর্তন করতে সক্ষম হয়।

তথ্যসূত্র (Reference)

  • Brown, F. J. (1954). Educational Sociology. New York: Prentice-Hall.
  • Bhattacharjee, Srinivas. (1996). Philosophical & Sociological Foundation of Education. Herald book service.
  • Das, P. (2007). Sociological Foundation of Education. New Delhi: Authorspress
  • Shukla, S & K Kumar. (1985). Sociological Perspective in Education. New Delhi, Chanakya
    Publications
  • Sodhi, T.S & Suri, Aruna. (1998). Philosophical & Sociological Foundations of Education, H.P Bhargav Book House, Agra,

প্রশ্ন – সামাজিক বিচলন কাকে বলে?

উত্তর – কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সামাজিক স্তরবিন্যাসের একটি স্তর থেকে অন্য স্তরে উপনীত বা পৌছানোকে সামাজিক বিচলন বা সচলতা (Social Mobility) বলে।

প্রশ্ন – সামাজিক সচলতার প্রকারভেদ লেখো।

উত্তর – সামাজিক সচলতাকে দুই ভাগে ভাগ করা যায় যথা – উল্লম্ব সচলতা (Vertical Mobility) এবং অনুভূমিক সচলতা (Horizontal Mobility)।
সামাজিক সচলতার প্রকারভেদ বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন – Click Here Now

প্রশ্ন – সামাজিক সচলতার কারণগুলি কি কি?

উত্তর – সামাজিক সচলতার অন্যতম কারণগুলি হল – অর্থনৈতিক কারণ, শিক্ষাগত কারণ, রাজনৈতিক কারণ, পেশা বা ব্যক্তিগত কারণ প্রভৃতি।
সামাজিক সচলতার কারণগুলি বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন – Click here Now

আরোও পড়ুন

Leave a Comment

close