সামাজিক সচলতা হল ব্যক্তির পদমর্যাদাগত পরিবর্তন। সামাজিক সচলতার ক্ষেত্রে শিক্ষার ভূমিকা (Role of Education in Social Mobility) অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচিত হয়।
সামাজিক সচলতার ক্ষেত্রে শিক্ষার ভূমিকা | Role of Education in Social Mobility
সামাজিক স্তরবিন্যাসের মতো সামাজিক গতিশীলতা বা সচলতা সমাজের একটি গুরুত্বপূর্ণ বিষয়। সামাজিক সচলতা হল কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সামাজিক অবস্থানের পরিবর্তন।
অর্থাৎ কোন ব্যক্তির পদমর্যাদাগত পরিবর্তনকে সামাজিক সফলতা হিসেবে আখ্যায়িত করা হয়।
সামাজিক সচলতার সংজ্ঞা প্রসঙ্গে বিশিষ্ট সমাজবিদ হেড্রিক (Headrick) বলেছেন – সামাজিক সতলতা হল একটি সামাজিক গোষ্ঠী থেকে অন্য সামাজিক গোষ্ঠীতে ব্যক্তির অবতরণ করা।
পৃথিবীর প্রতিটি সমাজে সচলতা পরিলক্ষিত হয়। অর্থাৎ সামাজিক সচলতা হলো একটি সার্বজনীন ও আবশ্যিক ঘটনা। এটি কখনো উর্ধ্বমুখী আবার নিম্নমুখী হয়ে থাকে। সামাজিক সচলতার ক্ষেত্রে শিক্ষা, অর্থনীতি, সংস্কৃতি, রাজনৈতিক প্রভৃতি উপাদান বিশেষ প্রভাব বিস্তার করে।
কোনো ব্যক্তির সামাজিক সচলতার বিচলতার ক্ষেত্রে অন্যান্য উপাদানের থেকে শিক্ষাগত উপাদান বিশেষ প্রভাব বিস্তার করে থাকে। তাই সামাজিক সচলতার ক্ষেত্রে শিক্ষার ভূমিকা যে সমস্ত দিক থেকে পরিলক্ষিত হয়, সেগুলি হল নিম্নলিখিত –
পদমর্যাদাগত পরিবর্তন
শিক্ষা ব্যক্তির সমাজে পদমর্যাদাগত পরিবর্তনকে সূচিত করে। , অর্থাৎ উপযুক্ত শিক্ষার মাধ্যমে একজন শিক্ষিত ব্যক্তি ভালো চাকরি সুযোগ পায়। ফলে তার মধ্যে সামাজিক সচলতা সৃষ্টি হয়। যেমন – কৃষকের সন্তান উপযুক্ত শিক্ষার মাধ্যমে হাইস্কুল বা কলেজ শিক্ষক হন তখন তার মধ্যে সামাজিক সচলতা সৃষ্টি হয়। এদিকে উর্ধ্বমুখী সামাজিক সচলতা বলে।
অর্থনৈতিক সুযোগ সৃষ্টি
শিক্ষা ব্যক্তিকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলে। তাই শিক্ষার মাধ্যমে ব্যক্তির দক্ষতা ও যোগ্যতা বৃদ্ধি পায় যা তাকে চাকুরী বা ব্যবসায় সাফল্যের সম্ভাবনা বৃদ্ধি করে থাকে।
তাছাড়া উচ্চশিক্ষিত ব্যক্তি ভালো পেশায় অংশগ্রহণের মাধ্যমে তার অর্থনৈতিক সুযোগ সৃষ্টি হয় বা অর্থনৈতিক পরিবর্তন সূচিত হয়।
সামাজিক বৈষম্য দূরীকরণ
সামাজিক স্তরবিন্যাসের ক্ষেত্রে প্রধানত বৈষম্য পরিলক্ষিত হয়। আর শিক্ষা সামাজিক বৈষম্য দূরীকরণের মাধ্যমে ব্যক্তিকে সমাজে প্রতিষ্ঠিত করতে সহায়তা করে বা পদমর্যাদার পরিবর্তন সাধন করে।
তাই শিক্ষা সমাজের সর্বস্তরের মানুষের সুযোগ দেয়ার মাধ্যমে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ বৈষম্য দূরীকরণ করতে ও ব্যক্তির সামাজিক সচলতায় সহায়তা করে থাকে।
সমাজ কাঠামোর পরিবর্তন
সামাজিক সচলতার মাধ্যমে পুরনো সামাজিক কাঠামো পরিবর্তিত হয়ে থাকে। আর এক্ষেত্রে শিক্ষা বিশেষ ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ উপযুক্ত শিক্ষার মাধ্যমে ব্যক্তির মধ্যে সামাজিক সচলতা পরিলক্ষিত হয় এবং এর ফলে সমাজব্যবস্থার বা সমাজ কাঠামোর পরিবর্তন সূচিত হয়।
উপসংহার (Conclusion)
পরিশেষে বলা যায়, সামাজিক সচলতার ক্ষেত্রে বিভিন্ন উপাদানের মধ্যে শিক্ষা বিভিন্নভাবে ব্যক্তিকে সামাজিক সচলতায় সহায়তা করে। তাই সামাজিক সচলতার ক্ষেত্রে শিক্ষাকে একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে গণ্য করা হয়। কারন শিক্ষা ব্যতীত ব্যক্তির সামাজিক সচলতা অনেকাংশে সম্ভব নয়।
প্রাথমিক গোষ্ঠীর ধারণা, সংজ্ঞা, বৈশিষ্ঠ্য ও শিক্ষাগত তাৎপর্য | সামাজিক গোষ্ঠীর ধারণা, সংজ্ঞা ও শ্রেণীবিভাগ |
শিশুর সামাজিকীকরণে পরিবারের ভূমিকা | শিশুর সামাজিকীকরণে বিদ্যালয়ের ভূমিকা |
তথ্যসূত্র (Reference)
- Brown, F. J. (1954). Educational Sociology. New York: Prentice-Hall.
- Bhattacharjee, Srinivas. (1996). Philosophical & Sociological Foundation of Education. Herald book service.
- Das, P. (2007). Sociological Foundation of Education. New Delhi: Authorspress
- Shukla, S & K Kumar. (1985). Sociological Perspective in Education. New Delhi, Chanakya
Publications - Sodhi, T.S & Suri, Aruna. (1998). Philosophical & Sociological Foundations of Education, H.P Bhargav Book House, Agra,
- Role of Education in Social Mobility
প্রশ্ন – শিক্ষার সঙ্গে সামাজিক সচলতার সম্পর্ক
উত্তর – শিক্ষা ও সামাজিক সচলতা একে অপরের মধ্যে পারস্পরিক সম্পর্কে আবদ্ধ। কারণ শিক্ষার মাধ্যমে ব্যক্তির সামাজিক সচলতা বা বিচলতা ঘটে থাকে। উদাহরণ স্বরূপ বলা যায় – দরিদ্র পরিবারের সন্তান উপযুক্ত শিক্ষার মাধ্যমে শিক্ষক বা আর্মি অফিসার হল। এক্ষেত্রে শিক্ষায় তাকে সামাজিক সচলতা আনতে সাহায্য করেছে এ কথা নিঃসন্দেহে বলা যায়।
আরোও পড়ুন
- যোগাযোগ কাকে বলে | যোগাযোগ প্রক্রিয়ার বৈশিষ্ট্য | What is Definition of Communication
- যোগাযোগ প্রক্রিয়ার উপাদান | 8 Essential Components of Communication
- শিক্ষার সমাজতত্ত্বের পরিধি | Scope of Sociology of Education
- সামাজিক স্তরবিন্যাস কি | সামাজিক স্তরবিন্যাসের ধরন | Types of Social Stratification
- Social Mobility: সামাজিক সচলতা কাকে বলে | সামাজিক সচলতার বৈশিষ্ট্য
- Types of Social Mobility: সামাজিক সচলতার প্রকারভেদ