সামাজিক পরিবর্তনের প্রকৃতি | Nature of Social Change

সামাজিক পরিবর্তন হল সামাজিক কাঠামোর পরিবর্তন। সামাজিক পরিবর্তনের প্রকৃতি বা বৈশিষ্ট্য (Nature of Social Change) সামাজিক পরিবর্তনের কাঠামোকে তুলে ধরে।

সমাজ সততা পরিবর্তনশীল। অর্থাৎ প্রকৃতির অন্যতম ধর্ম হল পরিবর্তনশীলতা। এই পরিবর্তনশীলতা ধারাবাহিক ও গতিশীল প্রকৃতির। প্রতিটি সমাজের মধ্যে পরিবর্তন সূচিত হয়। শিক্ষা, অর্থনীতি, প্রযুক্তি প্রভৃতি সামাজিক পরিবর্তনকে সূচিত করে। সামাজিক পরিবর্তনের প্রকৃতি বা বৈশিষ্ট্য বিশ্লেষণ করলে যে সমস্ত বিশেষ দিক পরিলক্ষিত হয় সে সম্পর্কে এখানে আলোকপাত করা হলো।

সামাজিক পরিবর্তনের প্রকৃতি | Nature of Social Change

সামাজিক পরিবর্তন হল সামাজিক কাঠামোর পরিবর্তন। তাই বিশিষ্ট সমাজবিদ ম্যাকাইভার ও পেজ বলেছেন – সমাজের কাঠামোগত পরিবর্তন হলো সামাজিক পরিবর্তন।

সামাজিক পরিবর্তন সমাজের একটি নির্দিষ্ট অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তিত হয়। এই সামাজিক পরিবর্তনে একটি স্বাভাবিক প্রক্রিয়া।

উদাহরণ হিসেবে বলা যায় – প্রাচীনকালে মানুষ গুহার মধ্যে বসবাস করতেন। কিন্তু কালের বিবর্তনের সাথে সাথে মানুষ এখন গগনচুম্বী অট্টালিকায় বসবাস করছেন। তাছাড়া মানুষের জীবনধারার বিরাট পরিবর্তন সাধিত হয়েছে। এটি হলো সামাজিক পরিবর্তন।

সামাজিক পরিবর্তনের প্রকৃতি বিশ্লেষণ করলে যে সমস্ত দিক পরিলক্ষিত হয়, সেগুলি হল নিম্নলিখিত –

দ্বিমুখী প্রক্রিয়া

সামাজিক পরিবর্তন দ্বিমুখী প্রক্রিয়া। অর্থাৎ সামাজিক পরিবর্তন উন্নতির সাথে সাথে কখনো কখনো অবনতির দিকে পরিচালিত হয়। তাই সামাজিক পরিবর্তন ইতিবাচক এবং নেতিবাচক উভয় দিক থেকে সংঘটিত হয়ে থাকে।

যেমন – প্রযুক্তি আবিষ্কারের বা উন্নতির সাথে সাথে মানুষের জীবনের মান উন্নয়ন যেমন ঘটেছে, পাশাপাশি পরিবেশ দূষণ বা ব্যক্তিগত সমস্যা সৃষ্টি হয়েছে।

গতিশীল প্রকৃতির

সামাজিক পরিবর্তন সর্বদা গতিশীল প্রকৃতির হয়ে থাকে। অর্থাৎ গতিশীলতার সামাজিক পরিবর্তনের অন্যতম বিশেষ দিক। তাই সামাজিক পরিবর্তন স্থির প্রকৃতির নয় বরং এটি সর্বদা গতিশীল প্রকৃতির হয়ে থাকে।

ধারাবাহিক প্রকৃতির

সামাজিক পরিবর্তন ধারাবাহিকভাবে সংঘটিত হয়। সমাজের বিভিন্ন উপাদানের প্রভাবে সামাজিক পরিবর্তন ধারাবাহিকভাবে পরিবর্তিত হয়ে থাকে।

অর্থাৎ সামাজিক পরিবর্তন হঠাৎ ভাবে সংঘটিত হয় না বা শেষ হয় না। এটি ধারাবাহিকভাবে সংগঠিত হয় এবং অন্য অবস্থায় পরিবর্তিত হয়ে থাকে।

স্বাভাবিক প্রক্রিয়া

সামাজিক পরিবর্তন স্বাভাবিক প্রকৃতির। অর্থাৎ সামাজিক পরিবর্তন সময়ের সঙ্গে সঙ্গে সমাজে বিভিন্ন দিকের পরিবর্তন স্বাভাবিকভাবে সংঘটিত হয়ে থাকে।

অর্থাৎ সামাজিক পরিবর্তন প্রাকৃতিক নিয়মে সংঘটিত হয়ে থাকে। তবে মনুষ্য সৃষ্ট কারণে সামাজিক পরিবর্তন সংঘটিত হলেও প্রাকৃতিক নিয়মে সমাজের কাঠামোর মধ্যে বিভিন্ন পরিবর্তন স্বাভাবিকভাবে পরিলক্ষিত হয়।

সার্বজনীন প্রকৃতির

সামাজিক পরিবর্তন সার্বজনীন প্রকৃতি। অর্থাৎ পৃথিবীর সকল সমাজে পরিবর্তনশীলতা আবশ্যিকভাবে পরিলক্ষিত হয়।

তাই সময়ের সঙ্গে সঙ্গে প্রতিটা সমাজ পরিবর্তিত হয়। সুতরাং সামাজিক পরিবর্তন সকল সমাজের মধ্যে বিদ্যমান। কোনো একটি নির্দিষ্ট সমাজে সামাজিক পরিবর্তন সীমাবদ্ধ নয়।

গুণগত ও পরিমাণগত প্রকৃতির

সামাজিক পরিবর্তনের প্রকৃতি হল এটি গুণগত ও পরিমাণগত দিকের পরিবর্তন। অর্থাৎ সামাজিক পরিবর্তন পরিমাণগত দিকের পাশাপাশি গুণগত পরিবর্তন ঘটে থাকে।

উদাহরণস্বরূপ বলা যায় – সমাজের আদর্শ, বিশ্বাস, মূল্যবোধ, রীতিনীতি প্রভৃতি গুণগত পরিবর্তন। আবার জনসংখ্যা বৃদ্ধি, জন্মহার, মৃত্যুহার প্রভৃতি পরিমাণগত পরিবর্তনকে সূচিত করে।

ধীর বা দ্রুত গতি সম্পন্ন

সামাজিক পরিবর্তন ধীরগতি বা দ্রুতগতি সম্পন্ন প্রকৃতির হয়ে থাকে। অর্থাৎ কোনো সমাজের রীতিনীতি, বা নিয়ম কানুন, বা সংস্কৃতি পরিবর্তনের প্রক্রিয়া ধীর গতি বা দ্রুত গতিতে হয়ে থাকে।

প্রযুক্তিগত পরিবর্তনের কারণে সামাজিক পরিবর্তন দ্রুত গতিতে সংঘটিত হয়। তবে অনেক ক্ষেত্রে কোনো সমাজের সামাজিক রীতিনীতি ও মূল্যবোধ পরিবর্তিত হতে অনেক সময় লাগতে পারে।

উপসংহার (Conclusion)

পরিশেষে বলা যায়, সামাজিক পরিবর্তন সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়ে যায়। অর্থাৎ বিভিন্ন উপাদানের প্রভাবে সামাজিক পরিবর্তন সংঘটিত হয়। তাই সামাজিক পরিবর্তনকে একদিকে যেমন ধারাবাহিক প্রকৃতির অন্যদিকে তেমন সমাজ কাঠামোর পরিবর্তনের প্রক্রিয়া হিসেবে গণ্য করা যায়।

তথ্যসূত্র (Reference)

  • Brown, F. J. (1954). Educational Sociology. New York: Prentice-Hall.
  • Bhattacharjee, Srinivas. (1996). Philosophical & Sociological Foundation of Education. Herald book service.
  • Das, P. (2007). Sociological Foundation of Education. New Delhi: Authorspress
  • Shukla, S & K Kumar. (1985). Sociological Perspective in Education. New Delhi, Chanakya
    Publications
  • Sodhi, T.S & Suri, Aruna. (1998). Philosophical & Sociological Foundations of Education, H.P Bhargav Book House, Agra,
  • Nature of Social Change in Sociology

প্রশ্ন – সমাজ পরিবর্তন বলতে কী বোঝায়?

উত্তর – সমাজ পরিবর্তন বলতে বোঝায় সমাজের কাঠামোগত, সাংস্কৃতিক পরিবর্তনকে। এই পরিবর্তন মূলত শিক্ষা, অর্থনীতি, রাজনীতি, প্রাকৃতিক বিপর্যয় ও নতুন নতুন প্রযুক্তি উদ্ভবনের ফলে সংঘটিত হয়ে থাকে।

প্রশ্ন – সামাজিক পরিবর্তনের প্রকৃতি কি কি?

উত্তর – সামাজিক পরিবর্তনের প্রকৃতি গুলি হল – সামাজিক পরিবর্তন ধারাবাহিক প্রকৃতির, সামাজিক পরিবর্তন সার্বজনীন প্রকৃতির, সামাজিক পরিবর্তন স্বাভাবিক প্রক্রিয়া এবং সামাজিক পরিবর্তন দ্রুতগতি বা ধীর গতি সম্পন্ন।

আরোও পড়ুন

সামাজিক পরিবর্তনের প্রকৃতি | Nature of Social Change সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।

Leave a Comment

close