পরিবেশ বিদ্যা প্রশ্ন ও উত্তর pdf 1st Semester | CVAC | Environmental Studies

বর্তমানে NEP 2020 অনুসারে CCF গ্রাজুয়েশনে পরিবেশ বিদ্যা (CVAC) আবশ্যিকভাবে অন্তর্ভুক্ত হয়েছে। এখানে পরিবেশ বিদ্যা প্রশ্ন ও উত্তর 1st semester CVAC (Environmental Studies)-এর জন্য খুবই প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেওয়া হল।

পরিবেশ বিদ্যা একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি স্কুল কলেজের প্রাথমিক স্তর থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত প্রতিটি স্তরে আবশ্যিকভাবে পড়ানো হয়। তাছাড়া বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে পরিবেশ বিদ্যা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমানে পরিবেশ দূষণের ব্যাপকতা বৃদ্ধির ফলে সমাজের সর্বস্তরের বিশেষ করে শিক্ষার্থীদের সচেতনতার জন্য পরিবেশ বিদ্যা আবশ্যিকভাবে পৃথিবীর বিভিন্ন স্কুল কলেজে সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে।

পরিবেশ বিদ্যা প্রশ্ন ও উত্তর | Environmental Studies

বর্তমানে গ্রেজুয়েশনে পরিবেশ বিদ্যা একটি আবশ্যিক বিষয় হিসেবে বিভিন্ন বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত হয়েছে. তাই পরিবেশ বিদ্যা প্রশ্ন ও উত্তর 1st Semester | CVAC | Environmental Studies -এর জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তরগুলি এখানে উল্লেখ করা হলো।

পরিবেশ বিদ্যা প্রশ্ন ও উত্তর (প্রতিটি প্রশ্নের মান – 1)

1. পরিবেশের অংশ হল

(অ) জৈব উপাদান
(আ) অজৈব উপাদান
(ই) (অ) এবং (আ) উভয়ই
(ঈ) কোনোটিই নয়।

Show Answer
(ই) (অ) জৈব উপাদান এবং (আ) অজৈব উপাদান উভয়ই।

2. গঙ্গাফড়িং হল এক ধরনের

(অ) উৎপাদক
(আ) প্রথম শ্রেণির খাদক
(ই) দ্বিতীয় শ্রেণির খাদক
(ঈ) তৃতীয় শ্রেণির খাদক।

Show Answer
(আ) প্রথম শ্রেণির খাদক।

3. কোন্ গ্যাস বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী?

(অ) 02
(আ) SO₂
(ই) CO₂
(ঈ) CO

Show Answer
(ই) CO₂

4. জলাভূমির পৌষ্টিক পদার্থের বৃদ্ধিকে বলা হয়

(অ) মেসোট্রফিকেশন
(আ) অলিগোট্রফিকেশন
(ই) ইউট্রফিকেশন
(ঈ) স্ববিশুদ্ধিকরণ।

Show Answer
(ই) ইউট্রফিকেশন।

5. ওজোন গ্যাস পাওয়া যায়

(অ) ট্রপোস্ফিয়ার
(আ) স্ট্র্যাটোস্ফিয়ার
(ই) মেসোস্ফিয়ার
(ঈ) এক্সোস্ফিয়ার।

Show Answer
(আ) স্ট্র্যাটোস্ফিয়ার।

6. জলীয় বাস্তুতন্ত্রের সর্বনিম্ন স্তরে যে প্রাণীরা থাকে, তাদের বলে

(অ) প্ল্যাঙ্কটন
(আ) নেকটন
(ই) বেন্থস
(ঈ) পেরিফাইটন

Show Answer
(ই) বেন্থস।

7. নীচের কোন্‌টি মৃত্তিকা ক্ষয়ের কারণ?

(অ) ন্যুডেশন
(আ) বৃক্ষরোপণ
(ই) পুনঃবৃক্ষরোপণ
(ঈ) বৃক্ষচ্ছেদন।

Show Answer
(ঈ) বৃক্ষচ্ছেদন।

8. নীচের কোন্ সংরক্ষিত অরণ্য একশৃঙ্গ গণ্ডার সংরক্ষণের জন্য বিখ্যাত?

(অ) জলদাপাড়া
(আ) সজনেখালি
(ই) বল্লভপুর
(ঈ) পারমাদন।

Show Answer
(অ) জলদাপাড়া।

9. গৌণ বায়ুদূষক হল

(অ) কার্বন ডাইঅক্সাইড
(আ) সালফার ডাইঅক্সাইড
(ই) নাইট্রোজেন অক্সাইড
(ঈ) ওজোন।

Show Answer
(আ) সালফার ডাইঅক্সাইড
(ই) নাইট্রোজেন অক্সাইড।

10. পশ্চিমবঙ্গে সবচেয়ে বিষাক্ত ভূগর্ভস্থ জলদূষকটি হল

(অ) জিঙ্ক
(আ) আর্সেনিক
(ই) ক্যাডমিয়াম
(ঈ) নিকেল

Show Answer
(আ) আর্সেনিক।

11. ভৌত পরিবেশের প্রধানতম উপাদান কি?

(অ) মৃত্তিকা
(আ) জল
(ই) বায়ু
(ঈ) উষ্ণতা

Show Answer
(অ) মৃত্তিকা।

12. কোন শব্দ থেকে পরিবেশ বা Environment শব্দটি এসেছে

(অ) Environ
(আ) Enious
(ই) Environs
(ঈ) Envirion

Show Answer
(অ) Environ.

13. Environ শব্দটি কোন শব্দ থেকে এসেছে

(অ) ল্যাটিন শব্দ
(আ) জার্মান শব্দ
(ই) গ্রিক শব্দ
(ঈ) ফরাসি শব্দ

Show Answer
(আ) জার্মান শব্দ।

14. পরিবেশ শব্দটির উৎপত্তিগত অর্থ কি

(অ) প্রাকৃতিক পরিবেশ
(আ) সামাজিক পরিবেশ
(ই) বিদ্যালয়ের পরিবেশ
(ঈ) পারিপার্শ্বিক পরিবেশ

Show Answer
(ঈ) পারিপার্শ্বিক পরিবেশ।

15. বসুন্ধরা দিবস কবে পালন করা হয়

(অ) ৫ই জুন
(আ) ২০ আগস্ট
(ই) ২২শে এপ্রিল
(ঈ) ২১ শে ফেব্রুয়ারি

Show Answer
(ই) ২২শে এপ্রিল।

16. বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়

(অ) ৫ই জুন
(আ) ২০ আগস্ট
(ই) ২২শে এপ্রিল
(ঈ) ২১ শে ফেব্রুয়ারি

Show Answer
(অ) ৫ই জুন

17. মানুষ দ্বারা তৈরি পরিবেশকে কি বলা হয়

(অ) সামাজিক পরিবেশ
(আ) প্রাকৃতিক পরিবেশ
(ই) পারিপার্শ্বিক পরিবেশ
(ঈ) সংস্কৃতিক পরিবেশ।

Show Answer
(অ) সামাজিক পরিবেশ

18. বায়ুমন্ডলীয় পরিবেশের প্রধান উপাদান কি

(অ) জলবায়ু
(আ) ভূপ্রকৃতি
(ই) উষ্ণতা
(ঈ) মাটি

Show Answer
(ই) উষ্ণতা

19. কোন মৌলিক পদার্থ শিলামন্ডলে বেশি পাওয়া যায়

(অ) অক্সিজেন
(আ) কার্বন
(ই) নাইট্রোজেন
(ঈ) কোনোটিই নয়

Show Answer
(ই) নাইট্রোজেন

20. মাটি কোন ধরনের পদার্থ

(অ) যৌগিক পদার্থ
(আ) মৌলিক পদার্থ
(ই) মিশ্র পদার্থ
(ঈ) তরল পদার্থ

Show Answer
(ই) মিশ্র পদার্থ

21. প্রথম পরিবেশ সংক্রান্ত স্টকহোম সম্মেলন কবে হয়

(অ) ১৯৭২ সালে
(আ) ১৯৫২ সালে
(ই) ১৯৬২ সালে
(ঈ) ১৯৮২ সালে

Show Answer
(অ) ১৯৭২ সালে

22. পৃথিবীতে মোট জলের মধ্যে সমুদ্রজলের পরিমাণ কত শতাংশ

(অ) 97.2 শতাংশ
(আ) 98.2 শতাংশ
(ই) 96.2 শতাংশ
(ঈ) 99.2 শতাংশ

Show Answer
(অ) 97.2 শতাংশ

23. পৃথিবীর মোট জলের মধ্যে সাধু বা মিষ্টি জলের পরিমাণ কত শতাংশ

(অ) 1 শতাংশ
(আ) 2 শতাংশ
(ই) 3 শতাংশ
(ঈ) 2.8 শতাংশ

Show Answer
(ঈ) 2.8 শতাংশ

24. বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কত

(অ) শুন্য থেকে ১০%
(আ) ৩৫ শতাংশ
(ই) ৭০ শতাংশ
(ঈ) এক শতাংশ

Show Answer
(অ) শুন্য থেকে ১০%

25. ভূপৃষ্ঠে কোন গ্যাস তাপমাত্রা বৃদ্ধি ঘটায়

(অ) অক্সিজেন
(আ) কার্বন ডাই অক্সাইড
(ই) নাইট্রোজেন
(ঈ) হাইড্রোজেন

Show Answer
(আ) কার্বন ডাই অক্সাইড

26. জীবজগত পরিবেশের মধ্যে চক্রাকারে প্রয়োজনীয় মৌলিক উপাদান গুলির আবর্তনকে কি বলে

(অ) কার্বন চক্র
(আ) অক্সিজেন চক্র
(ই) জৈব ভূ-রাসায়নিক চক্র
(ঈ) কোনটিই নয়

Show Answer
(ই) জৈব ভূ-রাসায়নিক চক্র

27. বায়ুমণ্ডলের উষ্ণতম স্তরের নাম কি

(অ) স্টাটোসপিয়ার
(আ) টপোস্ফিয়ার
(ই) থার্মোস্ফিয়ার
(ঈ) মেসোস্ফিয়ার

Show Answer
(ই) থার্মোস্ফিয়ার

28. বায়ুমন্ডলের কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়

(অ) স্টাটোসপিয়ার
(আ) টপোস্ফিয়ার
(ই) থার্মোস্ফিয়ার
(ঈ) আয়নোস্ফিয়ার

Show Answer
(ঈ) আয়নোস্ফিয়ার

29. বায়ুমন্ডলের কোন স্তর থেকে জেট বিমান চলাচল করে

(অ) স্ট্র্যাটোস্ফিয়ার
(আ) টপোস্ফিয়ার
(ই) থার্মোস্ফিয়ার
(ঈ) মেসোস্ফিয়ার

Show Answer
(অ) স্ট্র্যাটোস্ফিয়ার

30. বাতাসের কোন উপাদানটি প্রাণী ও উদ্ভিদ সরাসরি গ্রহণ করতে পারে না

(অ) অক্সিজেন
(আ) কার্বন ডাই অক্সাইড
(ই) নাইট্রোজেন
(ঈ) হাইড্রোজেন

Show Answer
(ই) নাইট্রোজেন

31. ওজোন স্তর বায়ুমন্ডলের কোন স্তরে পরিলক্ষিত হয়

(অ) স্ট্র্যাটোস্ফিয়ার
(আ) টপোস্ফিয়ার
(ই) মেসোস্ফিয়ার
(ঈ) আয়োনোস্ফিয়ার

Show Answer
(অ) স্ট্র্যাটোস্ফিয়ার

32. ওজোন গ্যাসের রং কি প্রকৃতির

(অ) সবুজ
(আ) হলুদ
(ই) নীলাভ
(ঈ) সাদা

Show Answer
(ই) নীলাভ

33. বায়ুমন্ডলে অবস্থিত অক্সিজেনের পরিমাণ কত

(অ) 27.2 শতাংশ
(আ) 18.2 শতাংশ
(ই) 20.6 শতাংশ
(ঈ) 99.2 শতাংশ

Show Answer
(ই) 20.6 শতাংশ

34. বায়ুমন্ডলে অবস্থিত কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণ কত

(অ) 27.2 শতাংশ
(আ) 18.2 শতাংশ
(ই) 0.6 শতাংশ
(ঈ) 0.03 শতাংশ

Show Answer
(ঈ) 0.03 শতাংশ

35. পৃথিবীতে কয়টি বায়ুচাপ বলয় আছে

(অ) পাঁচটি
(আ) ছটি
(ই) সাতটি
(ঈ) দুটি

Show Answer
(ই) সাতটি

36. মৌসুমী বায়ু কি ধরনের বায়ু

(অ) নিয়ত বায়ু
(আ) স্থানীয় বায়ু
(ই) আকস্মিক বায়ু
(ঈ) সাময়িক বায়ু

Show Answer
(ঈ) সাময়িক বায়ু

37. একটি স্থানীয় বায়ুর উদাহরণ দাও

(অ) লু
(আ) মৌসুমী বায়ু
(ই) স্থলবায়ু
(ঈ) হ্যারিকেন

Show Answer
(অ) লু

38. বৃষ্টিপাত কত প্রকারের

(অ) পাঁচ প্রকার
(আ) তিন প্রকার
(ই) দুই প্রকার
(ঈ) সাত প্রকার

Show Answer
(আ) তিন প্রকার

112 39. পৃথিবীতে কোন সময় থেকে পরিবেশ সচেতনতা বৃদ্ধি পেয়েছে

(অ) ১৯৫০ সাল থেকে
(আ) ১৯৫৪ সাল থেকে
(ই) ১৯৬৫ সাল থেকে
(ঈ) ১৯৭০ সাল থেকে

Show Answer
(ঈ) ১৯৭০ সাল থেকে

40.

(অ)
(আ)
(ই)
(ঈ)

Show Answer
(ই)

প্রাইমারি টেট এর পরিবেশ প্রশ্ন

তথ্যসূত্র

  • Click Here
  • পরিবেশ বিদ্যা প্রশ্ন ও উত্তর 1st Semester | CVAC | Environmental Studies

পরিবেশ বিদ্যা প্রশ্ন ও উত্তর (প্রতিটি প্রশ্নের মান – 2)

প্রশ্ন – ভূত্বকের উপাদান গুলি কি কি

উত্তর – ভূত্বকের উপাদান গুলি হল – অ্যালুমিনিয়াম, সিলিকন, লোহা, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম অক্সিজেন (20.6 শতাংশ) এবং অন্যান্য।

আরো পড়ুন

Leave a Comment

close