Primary TET -এর আগাম প্রস্তুতি বিশেষ গুরুত্বপূর্ণ। এখানে Primary TET Mock Test -এর জন্য খুবই প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেওয়া হল।
Primary TET Mock Test -এর এই পর্বে শিশুর বিকাশ ও পেডাগজি বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি মক টেস্ট আকারে দেওয়া হল।
প্রাইমারি টেট পরীক্ষার প্রশ্ন উত্তর | WB Primary TET Mock Test Online
Exam Details | Mock Test |
পরীক্ষার নাম (Exam Name) | প্রাইমারি টেট |
বিষয় (Subject) | শিশুর বিকাশ ও পেডাগজি (Child Development and Pedagogy) |
পর্ব (Part) | 1 |
প্রশ্ন সংখ্যা (No. of Question) | 30 |
Total Marks | 30 |
Primary TET Syllabus | Click Here Now |
Primary TET Paricharcha 7000+ MCQ
- 7000+ MCQ প্র্যাকটিস সেট
- 2012 থেকে 2021 সাল পর্যন্ত WBTET ও CTET এর বিগতবছরের প্রশ্নপত্রের সমাধান।
- WBTET এবং CTET পরীক্ষায় সাফল্যের জন্য একটি সম্পূর্ণ নির্দেশিকা।
- সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী প্রাইমারী টেট পরীক্ষার জন্য একটি কম্বাইন্ড বই।
- A Complete Guide For WBTET & CTET Exam Success
- Trending Paperback – 1 January 2023
- Bengali Edition by S R Chandra (Author)
More Post – WB Primary TET New Syllabus, Exam Pattern and Cut Off Marks
শিশুর বিকাশ ও পেডাগজি (Primary TET Mock Test Question for Child Development and Pedagogy)
Primary TET Mock Test -এর জন্য শিশুর বিকাশ ও পেডাগজি (Child Development and Pedagogy) বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এখানে উল্লেখ করা হল। যা তোমাদের প্রাইমারি টেট (Primary TET বা CTET) পরীক্ষার প্রস্তুতিতে বিশেষভাবে সাহায্য করবে। এখানে Primary TET Mock Test -এর 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করা হল।
Start Now – Primary TET Mock Test
1. ‘কাসা-ডাই-বামবিনি’ কথার অর্থ কি?
A) শিশুদের জন্য বাগান
B) খেলা ভিত্তিক শিক্ষা পদ্ধতি
C) শিশুকেন্দ্রিক শিক্ষা
D) শিশুদের জন্য গৃহ
2. “School is a simplified, purified and better balanced society” – কে বলেছেন?
A) ফ্রয়েবেল
B) জন ডিউই
C) রুশো
D) রবীন্দ্রনাথ
3. বিদ্যালয় হল সমাজের ক্ষুদ্র সংস্করণ’ (‘School is a miniature Society’) – কে বলেছেন?
A) রুশো
B) জন ডিউই
C) ফ্রয়েবেল
D) রবীন্দ্রনাথ
4. একজন শিশুর গণিতে অক্ষমতা রয়েছে। এটি শিখনের কোন ধরনের অক্ষমতাকে নির্দেশ করে?
A) Dyslexia
B) Dyscalculia
C) Dysgraphia
D) Low IQ
5. একজন শিশু ছবি আঁকতে খুব পছন্দ করে। একজন শিক্ষক হিসেবে আপনি কোন ধরনের বিকাশের প্রতি গুরুত্ব আরোপ করবেন?
A) মানষিক বিকাশ
B) দৈহিক বিকাশ
C) সৃজনশীলতার বিকাশ
D) দক্ষতার বিকাশ
6. ‘টাইম কার্ভ’ কোন শিখনে ব্যবহার করা হয়?
A) অন্তর্দৃষ্টি মূলক শিখন
B) প্রচেস্টা ও ভুলের তত্ত্ব
C) প্রাচীন অনুবর্তন
D) সক্রিয় অনুবর্তন
7. “Education According to Nature” – উক্তিটি কার?
A) ফ্রয়েবেল
B) রুশো
C) জন ডিউই
D) রবীন্দ্রনাথ
8. বুদ্ধি পরিমাপের ক্ষেত্রে বুদ্ধাঙ্ক (IQ) কথাটি কে সর্বপ্রথম ব্যবহার করেন?
A) স্পিয়ারম্যান
B) বিঁনে-সাইমন
C) গিলফোর্ড
D) স্টার্ন
9. বুদ্ধির অভীক্ষার সঙ্গে যুক্ত কে নয়?
A) প্যাভলভ
B) বিঁনে-সাইমন
C) গিলফোর্ড
D) স্টার্ন
10. শিশু বিকাশের প্রক্সিমোডিস্টাল (Proximodistal) বিকাশের ধারা কোনটি?
A) মাথা থেকে পা পর্যন্ত
B) সরল থেকে জটিল
C) কেন্দ্র থেকে পরিধির দিকে
D) কোনোটিই নয়
11. শিশু বিকাশের সেফালোকডাল (Cephalocaudal) বিকাশের ধারা কোনটি?
A) মাথা থেকে পা পর্যন্ত
B) সরল থেকে জটিল
C) কেন্দ্র থেকে পরিধির দিকে
D) কোনোটিই নয়
12. “Education is life itself” কে বলেছেন?
A) রুশো
B) বিবেকানন্দ
C) জন ডিউই
D) রবীন্দ্রনাথ
13. শিশুকেন্দ্রিক শিক্ষার জনক কে ? (Who is the father of child centric education?)
A) রুশো
B) বিবেকানন্দ
C) জন ডিউই
D) রবীন্দ্রনাথ
14. সক্রিয় অনুবর্তন তত্ত্বের জনক হল –
A) স্কিনার (B. F. Skinner)
B) প্যাভলভ (Pavlov)
C) থর্নডাইক (Thorndike)
D) উন্ড (Wound)
15. প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবক্তা কে?
A) স্কিনার (B. F. Skinner)
B) প্যাভলভ (Pavlov)
C) থর্নডাইক (Thorndike)
D) উন্ড (Wound)
16. মনোবিজ্ঞানের গবেষণাগার কে প্রতিষ্ঠা করেন?
A) স্কিনার (B. F. Skinner)
B) প্যাভলভ (Pavlov)
C) থর্নডাইক (Thorndike)
D) উন্ড (Wound)
17. মনোবিজ্ঞানের গবেষণাগার উন্ড (Wound) কত সালে প্রতিষ্ঠা করেন?
A) ১৯২০ সালে
B) ১৮৭৯ সালে
C) ১৮৮০ সালে
D) ১৯০০ সালে
Primary TET Mock Test – Child Development and Pedagogy
18. মনোবিজ্ঞানের একটি অন্যতম শাখার নাম হল –
A) শিশু মনোবিজ্ঞান
B) সমাজবিজ্ঞান
C) শিক্ষাবিজ্ঞান
D) আত্মার বিজ্ঞান
19. সাইকোলজি (Psychology) শব্দটি গ্রিক শব্দ ____থেকে এসেছে –
A) Psycha
B) Psyche
C) Psycho
D) Psychi
20. শিশুকেন্দ্রিক শিক্ষা ভিত্তি হল কোনটি?
A) মনোবিজ্ঞান
B) সমাজবিজ্ঞান
C) শিশু মনোবিজ্ঞান
D) শিক্ষা মনোবিজ্ঞান
21. “Psychology is the science of behavior and experience.” মনোবিজ্ঞান হল আচরণ ও অভিজ্ঞতার বিজ্ঞান – কে বলেছেন?
A) স্কিনার (B. F. Skinner)
B) প্যাভলভ (Pavlov)
C) থর্নডাইক (Thorndike)
D) উন্ড (Wound)
22. একজন শিক্ষকের মনোবিজ্ঞানের জ্ঞান থাকা প্রয়োজন তার কারণ হল –
A) শিক্ষার্থীদের মানসিক ক্ষমতা অনুযায়ী শিক্ষা দান করা,
B) শিক্ষার্থীদের মুখস্ত পড়ানো,
C) শিক্ষার্থীদের বাড়ির কাজ দেওয়া,
D) উপরের কোনোটিই নয়.
23. শিখনের ক্ষেত্রে ‘স্কিমার’ ধারণার প্রবক্তা কে?
A) পিঁয়াজে
B) থর্নডাইক
C) কোহলবার্গ
D) স্কিনার
24. শিখন অক্ষমতা যুক্ত শিশুদের শিক্ষাদানের ক্ষেত্রে মনোবিজ্ঞানের কোন শাখা শিক্ষককে সহায়তা দান করে?
A) শিক্ষা মনোবিজ্ঞান
B) বিকাশমূলক মনোবিজ্ঞান
C) পরীক্ষামূলক মনোবিজ্ঞান
D) অস্বাভাবিক মনোবিজ্ঞান
Primary TET Scanner (Bengali Version)
- WB Primary TET New Syllabus অনুযায়ী লিখিত।
- Revised and Updated in September 2023
- প্রতিটি অধ্যায় ভিত্তিক বিষয়বস্তুর বিশ্লেষণ।
- সম্ভাব্য MCQ প্রশ্নাবলী।
- Bengali Edition by Group of Professors (Author)
25. কিন্ডারগার্ডেন পদ্ধতির প্রবক্তা হলেন?
A) ফ্রয়েবেল
B) রুশো
C) জন ডিউই
D) রবীন্দ্রনাথ
26. কিন্ডারগার্ডেন শব্দটির অর্থ কি?
A) শিশুদের জন্য বাগান
B) খেলা ভিত্তিক শিক্ষা পদ্ধতি
C) শিশুকেন্দ্রিক শিক্ষা
D) শিশুদের জন্য গৃহ
Primary TET Mock Test – Child Development and Pedagogy
27. বিকাশের (Development) অন্যতম বৈশিষ্ট্য হল –
A) ধারাবাহিক প্রক্রিয়া
B) নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ
C) শারীরিক প্রক্রিয়া
D) উপরের কোনোটিই নয়
28. বৃদ্ধির (Growth) অন্যতম বৈশিষ্ট্য হল –
A) ধারাবাহিক প্রক্রিয়া
B) মানসিক প্রক্রিয়া
C) শারীরিক প্রক্রিয়া
D) নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ
29. নৈতিক বিকাশের স্তরের প্রবক্তা কে?
A) পিঁয়াজে
B) থর্নডাইক
C) কোহলবার্গ
D) স্কিনার
30. পিঁয়াজের (Piget) জ্ঞানমূলক বিকাশের (Cognitive Development) স্তর কয়টি?
A) তিনটি
B) চারটি
C) পাঁচটি
D) ছয়টি
Primary TET Mock Test – Child Development and Pedagogy
তথ্যসূত্র – Click Here
আরো পড়ুন
- প্রাইমারি টেট বই | WB Primary TET Book List 2023
- পর্ব – ২ | প্রাইমারি টেট পরীক্ষার প্রশ্ন উত্তর | West Bengal Primary TET Part-2
- প্রাইমারি টেট এর পরিবেশ প্রশ্ন (Environment Question of Primary TET 2023)
- পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট এর প্রশ্ন উত্তর | West Bengal Primary TET Question with Answers 2023
- প্রাইমারি টেট মক টেস্ট: Primary TET Mock Test Online and Bangla Quotes: Part-3
- পর্ব – ১ | প্রাইমারি টেট পরীক্ষার প্রশ্ন উত্তর | WB Primary TET Mock Test | Part -1