সামাজিক সচলতার কারণ (10 Causes of Social Mobility)

সমাজের ক্ষেত্রে প্রতিটি ব্যক্তির মধ্যে সামাজিক সচলতা পরিলক্ষিত হয়। এই সামাজিক সচলতার বিভিন্ন কারণ (Causes of Social Mobility)বর্তমান। অর্থাৎ সমাজের ব্যক্তিবর্গের সামাজিক সচলতা বিভিন্ন কারণে সংঘটিত হয়ে থাকে।

সমাজবিজ্ঞানে সামাজিক সচলতা একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিক। সামাজিক সচলতার ক্ষেত্রে ব্যক্তির স্থান পরিবর্তন পরিলক্ষিত হয়। বিভিন্ন কারণে ফলে ব্যক্তি এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে বসবাস করতে শুরু করে। অর্থাৎ বিভিন্ন সুযোগ-সুবিধা বা জীবন ধারণের জন্য ব্যক্তির মধ্যে সামাজিক সচলতার বিষয়টি পরিলক্ষিত হয়।

সামাজিক সচলতা কাকে বলে (Social Mobility)

যে প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তিবর্গের বা কোনো ব্যক্তির সমাজে এক স্থান থেকে অন্য স্থানে পরিবর্তন করাকে সামাজিক সচলতা বলে। আবার অনেকে সামাজিক সচলতাকে সামাজিক বিচলন বা সামাজিক গতিশীলতা হিসাবে আখ্যায়িত করেন।

বিশিষ্ট সমাজবিদ্‌ সরোকিন (P. A. Sorokin) তাঁর ‘Social and Cultural Mobility’ গ্রন্থে বলেছেন – সামাজিক সচলতা বলতে আমরা বুঝি সামাজিক গোষ্ঠী ও স্তরের কোনো ব্যক্তির একটি অবস্থান থেকে অন্য অবস্থান বা পদে রূপান্তরকে। 

আবার, সমাজবিদ্‌ ড্রেসলার বলেন – সামাজিক সচলতা হল ব্যক্তির এক অবস্থা থেকেই অন্য অবস্থায় স্থান পরিবর্তন।

সামাজিক সচলতার কারণ (Causes of Social Mobility)

সামাজিক সচলতা পৃথিবীর প্রতিটি সমাজে পরিলক্ষিত হয়ে থাকে। সামাজিক সচলতার কারণ বিভিন্ন দিক থেকে পরিলক্ষিত হয়। সেগুলি হল নিম্নলিখিত –

1. শিক্ষাগত কারণ

সামাজিক সচলতার একটি অন্যতম কারণ হল শিক্ষাগত কারণ। অর্থাৎ শিক্ষার ফলে কোনো ব্যক্তি চাকরি পেলে তার সামাজিক পদমর্যাদার পরিবর্তন ঘটে থাকে এবং সহজেই সামাজিক সচলতা বা গতিশীলতা ঘটে থাকে।

2. পরিবেশ পরিবর্তন বা ভৌগোলিক কারণ

পরিবেশ পরিবর্তনের কারণে বা ভৌগোলিক কারণে ব্যক্তিদের মধ্যে সামাজিক সচলতা বা গতিশীলতা পরিলক্ষিত হয়। অর্থাৎ বন্যা, খড়া, দুর্ভিক্ষ বা অর্থনৈতিক সমৃদ্ধশালী অঞ্চল প্রভৃতিতে সামাজিকতা সচলতা সৃষ্টি হয়ে থাকে। তা ছাড়া ছোটনাগপুর মালভূমি এলাকায় কাজের সুযোগ সুবিধা বা পরিবেশ পরিবর্তনের কারণে সেই সমাজের মধ্যে সামাজিক সতলতা পরিলক্ষিত হয়।

3. অর্থনৈতিক কারণ

সামাজিক সচলতার অন্যতম কারণ হল অর্থনৈতিক কারণ। কারণ অর্থনীতি সামাজিক জীবনযাত্রা পরিবর্তনের মূল চাবিকাঠি। তাই অর্থনৈতিক প্রভাবের ফলে মানুষের মধ্যে সামাজিক সচলতা বা গতিশীলতা পরিলক্ষিত হয়।

4. রাজনৈতিক কারণ

সামাজিক সচলতার কারণ গুলির মধ্যে অন্যতম হল রাজনৈতিক কারণ। অর্থাৎ কোনো গরীব ঘরের সন্তান রাজনীতিতে যুক্ত হয়ে বড় রাজনৈতিক পদের অধিকারী হয়ে তার জীবনযাত্রার মানের পরিবর্তন সূচিত হয়। তাছাড়া রাজনৈতিক বিভিন্ন কারণে সমাজের বিভিন্ন মানুষের মধ্যে সামাজিক সচলতা পরিলক্ষিত হয়। এক্ষেত্রে রাজনৈতিক কারণে ভালো প্রভাব যেমন বর্তমান, তেমনি কুপ্রভাব ও বর্তমান।

5. পেশাগত বা বৃত্তিগত কারণ

সামাজিক সচলতার কারণ হিসেবে পেশাগত বা ব্যক্তিগত কারণ অন্যতম ভূমিকা পালন করে। অর্থাৎ ব্যক্তির বৃত্তি পরিবর্তনের মাধ্যমে সামাজিক সচলতা পরিলক্ষিত হয়। যেমন – অনেকে পরিবারের পারিবারিক বৃত্তি বা পেশা গ্রহণ না করে শিক্ষার মাধ্যমে চাকরিতে যুক্ত হলে তার সামাজিক পরিবর্তন সহ সামাজিক সচলতা দেখা দেয়।

6. আকস্মিক কারণ

আকস্মিক কারণে সামাজিক সচলতা পরিলক্ষিত হয়। অর্থাৎ সামাজিক সচলতার কারণ হিসেবে আকস্মিক কারণ অনেকাংশে দায়ী। যেমন – হঠাৎ কেউ বড়লোক হয়ে গেলে বা কেউ লটারি পেলে তার জীবনযাত্রার মানের পরিবর্তনসহ সামাজিক সচলতা পরিলক্ষিত হয়।

7. সামাজিক পরিবর্তন

অনেক সময় বিভিন্ন কারণে সামাজিক পরিবর্তন সূচিত হয়। আর এই সামাজিক পরিবর্তন সামাজিক সচলতার ক্ষেত্রে কারণ হিসেবে কাজ করে। যেমন – বর্তমানে প্রযুক্তি নির্ভর সমাজে সামাজিক পরিবর্তন সূচিত হয়, যার ফলে মানুষের মধ্যে সামাজিক সচলতাও ঘটে থাকে।

8. ধর্মীয় কারণ

সামাজিক সচলতার বিভিন্ন কারণ এর মধ্যে ধর্মীয় কারণ অনেকাংশে প্রভাবিত হয়। অর্থাৎ বিভিন্ন মানুষের মধ্যে ধর্মীয় বিভিন্ন কারণে সামাজিক সচলতা ঘটে থাকে।

আরোও পোস্ট পড়ুন – Click Here Now

উপসংহার (Conclusion)

পরিশেষে বলা যায়, সামাজিক সচলতার ক্ষেত্রে ব্যক্তিদের এক স্থান থেকে অন্য স্থানে পরিবর্তন সূচিত হয়। শিক্ষা, বিভিন্ন সুযোগ-সুবিধা প্রভৃতির ফলে ব্যক্তির এই স্থান পরিবর্তন বা সামাজিক সচলতা পরিলক্ষিত হয়। সমাজ পরিবর্তনশীলতার সাথে সাথে ব্যক্তির স্থান পরিবর্তন বা সামাজিক সচলতাও সর্বদা পরিবর্তিত হয়ে থাকে।

প্রাথমিক গোষ্ঠীর ধারণা, সংজ্ঞা, বৈশিষ্ঠ্য ও শিক্ষাগত তাৎপর্যসামাজিক গোষ্ঠীর ধারণা, সংজ্ঞা ও শ্রেণীবিভাগ
শিশুর সামাজিকীকরণে পরিবারের ভূমিকাশিশুর সামাজিকীকরণে বিদ্যালয়ের ভূমিকা

তথ্যসূত্র (Reference)

  • Brown, F. J. (1954). Educational Sociology. New York: Prentice-Hall.
  • Bhattacharjee, Srinivas. (1996). Philosophical & Sociological Foundation of Education. Herald book service.
  • Das, P. (2007). Sociological Foundation of Education. New Delhi: Authorspress
  • Shukla, S & K Kumar. (1985). Sociological Perspective in Education. New Delhi, Chanakya
    Publications
  • Sodhi, T.S & Suri, Aruna. (1998). Philosophical & Sociological Foundations of Education, H.P Bhargav Book House, Agra,

প্রশ্ন – সামাজিক গতিশীলতার প্রধান কারণ কোনটি?

উত্তর – সামাজিক গতিশীলতার বা সচলতার প্রধান কারণ হল শিক্ষা। কারণ শিক্ষায় ব্যক্তির সমস্ত ক্ষেত্রে সামাজিক গতিশীলতায় সহায়তা করে থাকে।

প্রশ্ন – সামাজিক গতিশীলতা বৃদ্ধির কারণগুলি কি কি?

উত্তর – সামাজিক গতিশীলতা বৃদ্ধির কারণ গুলি হল – শিক্ষাগত কারণ, অর্থনৈতিক কারণ, পেশাগত কারণ, রাজনৈতিক কারণ, ধর্মীয় কারণ প্রভৃতি।

প্রশ্ন – সামাজিক বিচলনের কারণ

উত্তর – সামাজিক বিচলনের কারণগুলি হল – অর্থনৈতিক কারণ, পেশাগত কারণ, মনোবৈজ্ঞানিক কারণ, ধর্মীয় কারণ, শিক্ষাগত কারণ প্রভৃতি।

আরোও পড়ুন

Leave a Comment

close