সামাজিক স্তরবিন্যাস (Social Stratification) হল এমন প্রক্রিয়া যেখানে ব্যক্তি বা গোষ্ঠীর মর্যাদার ক্রমানুসারে বিন্যস্তকরন করা হয়। এটি সমাজের অন্যতম ধরন।
সামাজিক স্তরবিন্যাসের ক্ষেত্রে সমাজে পদমর্যাদা (Rank) অনুযায়ী বিভিন্ন বিভাগে (Category) ভাগ করা হয়। অর্থাৎ সামাজিক স্তরবিন্যাসের ক্ষেত্রে বৈষম্য (Discrimination) বিভেদ বা পার্থক্য বিশেষভাবে পরিলক্ষিত হয়। এটি মানব সমাজের একটি অপরিহার্য বিষয়।
সামাজিক স্তরবিন্যাস (Concept of Social Stratification)
সমাজের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সম্পর্ক থাকলেও তাদের মধ্যে অর্থনৈতিক, ক্ষমতা, ধর্ম, বর্ণ, ভাষা, সংস্কৃতি প্রভৃতি দিক থেকে বৈষম্য বা পার্থক্য লক্ষ্য করা যায়, আর এই পার্থক্যকে বলে সামাজিক স্তরবিন্যাস।
সামাজিক স্তরবিন্যাস সার্বজনীন (Universal)। তাই এটি প্রত্যেক সমাজে বিশেষভাবে পরিলক্ষিত হয়ে থাকে।
সামাজিক স্তরবিন্যাসের সংজ্ঞা (Definition of Social Stratification)
বিভিন্ন সমাজতাত্ত্বিক বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সামাজিক স্তরবিন্যাসকে ব্যাখ্যা করেছেন। সমাজবিদদের প্রদত্ত সামাজিক স্তরবিন্যাসের উল্লেখযোগ্য সংজ্ঞাগুলি হল নিম্নলিখিত –
1. সমাজবিদ্ মারে (R. W. Murry) বলেছেন –
সামাজিক স্তরবিন্যাস হল সমাজের ‘উচ্চতর’ ও ‘নিম্নতর’ সামাজিক এককের একটি অনুভূমিক বিভাগ। (“Social Stratification is a horizontal division of society into ‘higher’ and ‘lower’ social units.”)
2. সমাজতাত্ত্বিক অগবার্ন ও নিমকফ্ (Ogburn and Nimkoff) বলেন –
সামাজিক স্তরবিন্যাস হল এমন প্রক্রিয়া যেখানে ব্যক্তি বা গোষ্ঠীর মর্যাদার ক্রমানুসারে কম বা বেশীভাবে বিন্যস্ত করা হয়। (“The process by which individuals and groups are ranked in more or less enduring hierarchy of status is known as Social Stratification.”)
3. সমাজবিদ্ জিস্বার্ট (Gisbert) -এর মতে,
সামাজিক স্তরবিন্যাস হল সামাজিক বিভাজনগুলির একে অপরের সাথে শ্রেষ্ঠত্ব ও বশ্যতার সম্পর্কের সাথে সংযুক্ত শ্রেণীর স্থায়ী গোষ্ঠীতে বিভক্ত করা। (“Social Stratification is the division of society into permanent groups of categories linked with each other by the relationship of superiority and subordinations.”)
সামাজিক স্তরবিন্যাসের ধরন (Types of Social Stratification)
সামাজিক স্তরবিন্যাসের ক্ষেত্রে সমাজে ক্রমানুযায়ী বিন্যাস দেখা যায়। ফলে এটির বিভিন্ন ধরন বা রুপ দেখা যায় । সামাজিক স্তরবিন্যাসকে কয়েকটি ভাগে ভাগ করা হয়ে থাকে, যথা –
1. জাতিগত প্রথা (Caste System)
এটি সম্পূর্ণ সামাজিক প্রকৃতির। প্রাচীনকাল থেকে ভারতবর্ষে সামাজিক স্তরবিন্যাসের ক্ষেত্রে জাতিগত প্রথা রূপটি বিশেষভাবে প্রচলিত। ভারতবর্ষে আর্য অনার্যদের মধ্যে জাতপাত ব্যবস্থা পেশাও শ্রমবিভাজনের উপর ভিত্তি করে রচিত হয়েছিল। ভারতবর্ষের জাতিভেদ প্রথার চারটি ভাগ বর্তমান, যথা – ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র।
তাই জাতিভেদ প্রথা হলো এমন একটি প্রথা যেটি নিশ্চল সমাজ ব্যবস্থার বৈশিষ্ট্য। এখান থেকে ব্যক্তির কোন উন্নতি সাধিত হয় না। ব্যক্তিরা একটি নির্দিষ্ট সামাজিক প্রথার মধ্যে বা গণ্ডির মধ্যে আবদ্ধ থাকে।
2. শ্রেণী প্রথা (Class System)
শ্রেণী প্রথা সামাজিক স্তরবিন্যাসের একটি অন্যতম ধরন। যেটির মূল ভিত্তি হল অর্থনীতি। প্রত্যেক সমাজব্যবস্থায় শ্রেণীবিন্যাস একটি অন্যতম বিশেষ দিক।
বিশিষ্ট সমাজবিদ অগবার্ন ও নিমকফ্ বলেছেন – সামাজিক শ্রেণী হল কোনো সমাজে সমসামাজিক মর্যাদাসম্পন্ন ব্যক্তিবর্গের সমষ্টি।
3. দাসত্ব প্রথা (Slavery System)
মানব সমাজে প্রাচীনকালের সবথেকে কুৎসিত ও বর্বর প্রথা হল দাসত্ব প্রথা। এটি সামাজিক স্তরবিন্যাসের এমন একটি ধরন যেখানে মানুষের কোনো নিজস্ব স্বাধীনতা ছিল না। পরের অধীনে দিন কাটাতে হতো।
বিশেষ করে এই প্রথায় দুর্বল মানুষদেরকে ক্রীতদাস হিসাবে ব্যবহার করা হতো ও তাদেরকে শারীরিক, মানসিক বিভিন্ন ভাবে নির্যাতন করা হতো। এমনকি গরু ছাগল বা অন্যান্য প্রাণীর মতো অবাধে কেনা বেচা করা হতো।
তবে যাই হোক সভ্যতার বিবর্তনের সাথে সাথে ও মানুষের বিভিন্ন প্রতিবাদের ফলে এই অমানবিক প্রথার বিলুপ্তি ঘটেছে। কিন্তু তা সত্বেও অনেক জায়গায় সামাজিক স্তরবিন্যাসের ক্ষেত্রে কোথাও কোথাও এটি পরিলক্ষিত হয়।
4. জমিদারি প্রথা (Estate System)
জমিদারি প্রথা সমাজের ক্ষেত্রে একটি প্রাচীন প্রথা। তবে এটি সামাজিক স্তরবিন্যাসের একটি অন্যতম ধরন। প্রাচীনকালে ইউরোপের সামাজিক গোষ্ঠীর মধ্যে জমিদারি প্রথা প্রচলন ছিল। এটি প্রধানত তিনটি শ্রেণীতে বিভক্ত, যথা – যাজক সম্প্রদায়, অভিজাত সম্প্রদায় ও সর্বসাধারণ।
আরোও পোস্ট পড়ুন – Click Here Now
তথ্যসূত্র (Reference)
- Brown, F. J. (1954). Educational Sociology. New York: Prentice-Hall.
- Bhattacharjee, Srinivas. (1996). Philosophical & Sociological Foundation of Education. Herald book service.
- Das, P. (2007). Sociological Foundation of Education. New Delhi: Authorspress
- Shukla, S & K Kumar. (1985). Sociological Perspective in Education. New Delhi, Chanakya
Publications - Sodhi, T.S & Suri, Aruna. (1998). Philosophical & Sociological Foundations of Education, H.P Bhargav Book House, Agra,
প্রশ্ন – সামাজিক স্তরবিন্যাস এর উদাহরণ দাও?
উত্তর – সামাজিক স্তরবিন্যাসের অন্যতম উদাহরণ হল – আর্থ-সামাজিক স্তরভেদ (Socio-economic Status) – উচ্চবিত্ত (Upper Class), উচ্চ-মধ্যবিত্ত (Upper-Middle Class), নিম্ন-মধ্যবিত্ত (Lower-Middle Class), কর্মীশ্রেণী (Working Class) ও নিম্নশ্রেণী (Lower Class)
আরোও পড়ুন
- বেকারত্ব কাকে বলে | বেকারত্বের কারণ | Causes of Unemployment in India
- সামাজিক সচলতার ক্ষেত্রে শিক্ষার ভূমিকা | Role of Education in Social Mobility
- সামাজিক পরিবর্তনের প্রকৃতি | Nature of Social Change
- সামাজিক গোষ্ঠীর শ্রেণীবিভাগ | Types of Social Groups
- বিশ্বায়ন কাকে বলে | বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো | Nature of Globalization
- বিশ্বায়ন কাকে বলে | শিক্ষায় বিশ্বায়নের প্রভাব | Impact of Globalization on Education