বেকারত্ব কাকে বলে | বেকারত্বের কারণ | Causes of Unemployment in India

কোনো ব্যক্তি যদি উপযুক্ত যোগ্যতা থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে কোনো কাজ না পায়, তখন তার সেই অবস্থাকে বলা হয় বেকারত্ব। সাধারণভাবে বেকারত্বের কারণ (Causes of Unemployment in India) বিভিন্নভাবে সংঘটিত হয়ে থাকে।

বেকারত্ব কাকে বলে

সাধারণভাবে বেকারত্ব বলতে বোঝায় এমন একটি সামাজিক অবস্থা, যেখানে ব্যক্তির যোগ্যতা থাকা সত্ত্বেও বা উপার্জনক্ষম হওয়া সত্ত্বেও উপযুক্ত আয়ের উৎস অনুসন্ধান করতে ব্যর্থ হয়।

বেকারত্ব কাকে বলে এ বিষয়ে বিভিন্ন সংজ্ঞা পরিলক্ষিত হয়। সেগুলি হল –

ভারতীয় পরিকল্পনা কমিশনের মতে – একজন পুরুষ বা মহিলা যদি সপ্তাহের সাত দিনের মধ্যে কোনদিনই এমন কোন কাজ না করে, যার দ্বারা সে অর্থ উপার্জন করতে পারে। তখন তাকে বেকার এবং তার অবস্থাকে বেকারত্ব বলা হয়।

রাম আহুজার মতে – কোনো ব্যক্তি যদি তার অন্তর্নিহিত ক্ষমতা বা সামর্থ্য অনুযায়ী, ইচ্ছা থাকা সত্ত্বেও কোনো পেশা বা চাকরির সুযোগ পেতে অক্ষম হয়, তখন তাকে বেকার বলা হয়।

বেকারত্বের কারণ | Causes of Unemployment

ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিক দিক থেকে বেকারত্ব গভীর প্রভাব বিস্তার করে। কারণ বেকারত্ব মানুষের জীবনযাত্রার গুণগত মান নিম্নমুখী করে তোলে। তাই বেকারত্বকে একটি গভীর সামাজিক সমস্যা হিসেবে গণ্য করা হয়।

কোনো একটি সুনির্দিষ্ট কারণে বেকারত্ব সংঘটিত হয় না। বেকারত্বের বিভিন্ন কারণ ও দিক বর্তমান। বেকারত্বের কারণ যে সমস্ত দিক থেকে পরিলক্ষিত হয়, সেগুলি হল নিম্নলিখিত –

নিরক্ষরতা

বেকারত্বের অন্যতম কারণ হল নিরক্ষরতা বা জনগণের অজ্ঞতা। ভারতবর্ষ সহ পৃথিবীর বিভিন্ন দেশে নিরক্ষরতার কারণে প্রতিবছর বহু মানুষ বেকার হয়ে পড়ে। অর্থাৎ নিরক্ষরতার কারণে বহু মানুষ তাদের নিজেদের পছন্দ অনুযায়ী কাজ পায় না।

কর্মকেন্দ্রিক বা কারিগরি বা বৃত্তিশিক্ষার অভাব

কোন দেশে বেকারত্বের সংখ্যা বৃদ্ধি পায় সেই দেশের কর্মকেন্দ্রিক বা কারিগরি বা বৃত্তিশিক্ষার অভাবের ফলে। তাই কর্মকেন্দ্রিক বা কারিগরি শিক্ষার অভাব বেকারত্বের একটি অন্যতম কারণ।

উচ্চশিক্ষিতের সংখ্যা বৃদ্ধি

বর্তমানে শিক্ষিত বেকারের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর অন্যতম কারণ হল উচ্চ শিক্ষিতের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর জন্য উচ্চশিক্ষাকে সর্বপ্রথম নিয়ন্ত্রণ করতে হবে।

কারণ উচ্চশিক্ষাকে সকলের জন্য উন্মুক্ত করলে প্রতিবছর উচ্চাহারে শিক্ষিত বা উচ্চশিক্ষিত সংখ্যা বৃদ্ধি পাবে। যা উচ্চশিক্ষিত বেকারের সৃষ্টি করে থাকে। অর্থাৎ উচ্চশিক্ষিত হওয়ার জন্য বা এই ধরনের ক্ষমতা অনুযায়ী বা শিক্ষার সামর্থ্য অনুযায়ী সমাজে চাকরি বা কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব নয়।

চাকুরীর অভাব

ভারতবর্ষের সব পৃথিবীর সমস্ত দেশে বেকারত্ব বৃদ্ধির গুরুত্বপূর্ণ কারণ হল উপযুক্ত চাকুরীর অভাব। অর্থাৎ প্রতিবছর সরকারি চাকরিতে নিয়োগের সংখ্যা বা হার অত্যন্ত কমে গেছে। তাছাড়া বেসরকারি ক্ষেত্রেও চাকরি সংস্থান সংকুচিত হয়ে পড়েছে। । এর ফলে বেকারত্বের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

জনসংখ্যার বিস্ফোরণ

জনসংখ্যার বিস্ফোরণ বা উচ্চহারে জনসংখ্যা বৃদ্ধি বেকারত্বের আরেকটি অন্যতম কারণ। ভারতবর্ষের সহ সারা বিশ্বে পাল্লা দিয়ে জনসংখ্যার বৃদ্ধি ঘটছে। ফলে খাদ্য সংকট যেমন দেখা দিচ্ছে পাশাপাশি বেকারত্বের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে।

শুধুমাত্র ২০২৩-২৪ সালে ভারতবর্ষে ১৫ থেকে ২৯ বছর বয়সী যুবকদের প্রায় ১১ শতাংশ বেকারত্ব। অর্থাৎ বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে যুবকদের মধ্যে বেকারত্ব ও বৃদ্ধি পাচ্ছে। একথা নিঃসন্দেহে বলা যায়।

উপসংহার (Conclusion)

পরিশেষে বলা যায়, বেকারত্ব একটি সামাজিক ব্যাধি। এর ফলে ব্যক্তি শুধু কেবলমাত্র কর্মহীন পড়ে তা নয় এর সাথে সাথে সে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ে। ফলে তার জীবনযাত্রার মানের পরিবর্তন ঘটে না। কেবল ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে বর্তমানে বেকারত্ব একটি জ্বলন্ত সমস্যা।

প্রাথমিক গোষ্ঠীর ধারণা, সংজ্ঞা, বৈশিষ্ঠ্য ও শিক্ষাগত তাৎপর্যসামাজিক গোষ্ঠীর ধারণা, সংজ্ঞা ও শ্রেণীবিভাগ
শিশুর সামাজিকীকরণে পরিবারের ভূমিকাশিশুর সামাজিকীকরণে বিদ্যালয়ের ভূমিকা

তথ্যসূত্র (Reference)

  • Brown, F. J. (1954). Educational Sociology. New York: Prentice-Hall.
  • Bhattacharjee, Srinivas. (1996). Philosophical & Sociological Foundation of Education. Herald book service.
  • Das, P. (2007). Sociological Foundation of Education. New Delhi: Authorspress
  • Shukla, S & K Kumar. (1985). Sociological Perspective in Education. New Delhi, Chanakya
    Publications
  • Sodhi, T.S & Suri, Aruna. (1998). Philosophical & Sociological Foundations of Education, H.P Bhargav Book House, Agra,
  • Causes of Unemployment in India

প্রশ্ন – বেকারত্ব কি

উত্তর – বেকারত্ব হলে এমন একটি অবস্থা যার ফলে কোনো ব্যক্তির উপযুক্ত যোগ্যতা থাকা সত্ত্বেও সে কোনো কাজে নিযুক্ত হতে পারে না। অর্থাৎ বেকারত্ব হল এমন একটি অবস্থা যা ব্যক্তিকে কোনো কর্ম থেকে বিযুক্ত করে থাকে।

প্রশ্ন – ভারতে বেকারত্বের কারণ

উত্তর – ভারতবর্ষে বেকারত্বের কারণ বিভিন্ন দিক থেকে পরিলক্ষিত হয়। যথা – নিরক্ষরতা, বৃত্তি শিক্ষার অভাব, শিল্পায়নের অভাব, ভৌগোলিক পরিবেশ, জনসংখ্যা বিস্ফোরণ প্রভৃতি।

আরোও পড়ুন

Leave a Comment

close