Share on WhatsApp Share on Telegram

শিক্ষাগত পরিকল্পনার ধাপ | 7 Main Steps of Educational Planning

শিক্ষাগত পরিকল্পনা শিক্ষাকে বাস্তবায়নে বা শিক্ষার লক্ষ্য পূরণে সহায়তা করে। তাই শিক্ষাগত পরিকল্পনার ধাপ বা পর্যায় (Steps of Educational Planning) শিক্ষাকে বাস্তবায়নের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ।

শিক্ষাগত পরিকল্পনার ধাপ | Steps of Educational Planning

যেকোনো কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করতে গেলে তা কয়েকটি ধাপের বা পর্যায়ের মধ্য দিয়ে অগ্রসর হতে হয়। শিক্ষায় একটি পরিকল্পিত কর্মসূচি। তাই শিক্ষাগত পরিকল্পনার ক্ষেত্রে ধাপ বা পর্যায় বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আর শিক্ষাকে বাস্তবায়নের ক্ষেত্রে শিক্ষাগত পরিকল্পনার ধাপ বা পর্যায় বিশেষ গুরুত্বপূর্ণ।

শিক্ষাগত পরিকল্পনার জন্য প্রয়োজন বিজ্ঞানসম্মত চিন্তাধারা এবং সুনির্দিষ্ট নীতি সমূহ। যা স্পষ্টভাবে শিক্ষাগত পরিকল্পনার লক্ষ্য ও উদ্দেশ্যকে এবং শিক্ষাগত পরিকল্পনায় আশু সমাধান গুলিকে ব্যাখ্যা করেও সমস্যার সমাধানের পথ বলে দেয়। তাই শিক্ষা ক্ষেত্রে শিক্ষা পরিকল্পনার ধাপ গুলিকে বিশেষভাবে গুরুত্ব বা প্রাধান্য দেয়া প্রয়োজন। কারণ শিক্ষাগত পরিকল্পনার প্রতিটি ধাপে শিক্ষাগত পরিকল্পনার লক্ষ্য ও উদ্দেশ্যকে বাস্তবায়নের পথ সুগম করা হয়ে থাকে।

এখানে শিক্ষাগত পরিকল্পনার ধাপ বা পর্যায়গুলি আলোচনা করা হল –

শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ

শিক্ষাগত পরিকল্পনার প্রথম ধাপ বা পর্যায়ে শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করা। কারণ শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য ছাড়া শিক্ষা ব্যবস্থাকে কার্যকরী করা সম্ভব নয়। তাই এই পর্যায়ে শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করা হয়ে থাকে।

পূর্ব অনুমান নির্দিষ্টকরণ

শিক্ষাগত পরিকল্পনার দ্বিতীয় ধাপে বা পর্যায়ে পূর্ব অনুমান শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যের উপর ভিত্তি করে ভবিষ্যৎ সম্পর্কে অনুমান বা পূর্বাভাস দেয়ার চেষ্টা করা হয়। অর্থাৎ শিক্ষাগত পরিকল্পনা কতটা বাস্তবায়িত হবে তা এই পর্যায়ে পূর্ব অনুমান নির্দিষ্টকরণ করা হয়।

বিকল্পের মধ্যে পছন্দের নির্বাচন

শিক্ষাগত পরিকল্পনার মধ্যে সমস্যা সমাধানের বিভিন্ন সমাধান গ্রহণ করা হয়ে থাকে। এই সমস্যা সমাধানের বিকল্পগুলির মধ্যে কার্যকরী সমাধান সূত্র নির্বাচন করা হয়। অর্থাৎ পরিকল্পনার ক্ষেত্রে সবথেকে সন্তোষজনক ক্রিয়াকলাপ গ্রহণ করা হয়ে থাকে। যাতে সমস্যার সমাধান সঠিকভাবে করা যায়।

সিদ্ধান্ত ও পরিকল্পনার প্রস্তুতি

শিক্ষাগত পরিকল্পনা নেই ধাপে বা পর্যায়ে বা স্তরে সিদ্ধান্ত গ্রহণ সিদ্ধান্ত ও পরিকল্পনার প্রস্তুতি নেয়া হয়ে থাকে। অর্থাৎ শিক্ষাগত পরিকল্পনার সামগ্রিক বাস্তবায়নের জন্য সিদ্ধান্ত ও পরিকল্পনার প্রস্তুতি নেওয়া বিশেষ গুরুত্বপূর্ণ।

কর্মসূচিতে অংশগ্রহণ

শিক্ষাগত পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ ধাপ বা পর্যায় হল শিক্ষার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করা। অর্থাৎ শিক্ষাগত পরিকল্পনার বাস্তবায়নের জন্য বা সম্পাদনের জন্য কর্মীবৃন্দের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণ নিশ্চিতভাবে পাওয়া দরকার। কারণ শিক্ষাগত পরিকল্পনার উন্নতি বা বাস্তবায়ন নির্ভর করে যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে সেই কর্মসূচিতে সকলের অংশগ্রহণ।

প্রয়োগ

শিক্ষাগত পরিকল্পনার অন্যতম ধাপ হল প্রয়োগ করা। অর্থাৎ শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যকে বাস্তবায়নের জন্য এই স্তরে শিক্ষা পরিকল্পনার জন্য গৃহীত কর্মসূচি কে প্রয়োগ করা হয়ে থাকে। তাই মূল পরিকল্পনা রচনার পর সেটি বাস্তবায়নের জন্য বা কার্যকারিতার জন্য প্রয়োগ আবশ্যিক। কারণ প্রয়োগ ছাড়া শিক্ষাগত পরিকল্পনার বাস্তবায়ন সম্ভব নয়।

মূল্যায়ন

শিক্ষাগত পরিকল্পনা সর্বশেষ ধাপ বা পর্যায় হল মূল্যায়ন করা। এই স্তরে শিক্ষাগত পরিকল্পনা কতটা বাস্তবায়িত হয়েছে বা শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য কতটা পূরণ হয়েছে তা মূল্যায়ন করে দেখা হয়। তাই যে উদ্দেশ্য নিয়ে শিক্ষাগত পরিকল্পনা রচনা করা হয়েছিল সেই উদ্দেশ্য কম পূরণ হয়েছে কিনা বা কতটুকু সাফল্য হয়েছে বা কতটুকু বাকি রয়েছে বা কোথায় সমস্যা রয়েছে বা সমস্যার কারণ কি প্রভৃতি মূল্যায়ন করে দেখা হয় এবং সেই অনুযায়ী পরবর্তী পরিকল্পনা গ্রহণ করা হবে কিনা তার সম্পর্কে মূল্যায়ন করা হয়।

আরোও পোস্ট পড়ুন – Click Here Now

উপসংহার (Conclusion)

পরিশেষে বলা যায়, শিক্ষাগত পরিকল্পনাকে বাস্তবায়নের জন্য কয়েকটি সুনির্দিষ্ট ধাপের বা পর্যায়ের মধ্য দিয়ে অগ্রসর হতে হয়। শিক্ষার লক্ষ্য থেকে শুরু করে প্রয়োগ ও মূল্যায়ন পর্যন্ত প্রতিটি ধাপ শিক্ষাগত পরিকল্পনার বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা ও রূপায়ণ বিশেষভাবে। তাই উপযুক্ত শিক্ষাগত পরিকল্পনার বাস্তবায়নের জন্য শিক্ষাগত পরিকল্পনা ধাপ গুলি বিশেষভাবে সহায়তা করে থাকে।

তথ্যসূত্র (Reference)

  • J. C. Aggarwal- Educational Administration, Management and Supervision.
  • J. Mohanty- Educational Administration, Supervision and School Management.
  • I. S. Sindhu- Educational Administration and Management.
  • Bimal Charan swain and Dr. Rajalakshmi Das. Educational Management.
  • Arnab Chowdhury & Jayanta Mete. Educational Management, Administration and Leadership. ISBN :978-93-89234-76-3
  • Internet Sources

প্রশ্ন – শিক্ষা পরিকল্পনার ধাপগুলো কি কি?

উত্তর – শিক্ষা পরিকল্পনা ধাপ গুলো হল – শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ, পূর্ব অনুমান, বিকল্প সমূহের মধ্যে পছন্দের নির্বাচন, পরিকল্পনার প্রস্তুতি, পরিকল্পনার কর্মসূচিতে অংশগ্রহণ, প্রয়োগ এবং মূল্যায়ন।

আরোও পড়ুন

শিক্ষাগত পরিকল্পনার ধাপ | 7 Main Steps of Educational Planning সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।

Mr. Debkumar – Author and Founder of Edutiips.com

Mr. Debkumar – Author and Founder of Edutiips.com

A committed teacher with more than ten years of teaching experience at a general degree college, focused on academic excellence and the overall development of students.

Leave a Comment

close