সময় ব্যবস্থাপনার একটি কার্যকর মাধ্যম হল সময়তালিকা। সময়তালিকা ব্যক্তি, প্রতিষ্ঠান এবং শিক্ষা ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ সংগঠক শক্তি বা চালিকা শক্তি হিসেবে কাজ করে। তাই সময় তালিকা রচনার নীতি (Principles of School Time Table Construction) শিক্ষাক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়।
সময়তালিকা হল একটি পূর্বনির্ধারিত পরিকল্পনার কাঠামো, যেখানে বিভিন্ন কাজ, বিষয় বা কার্যক্রম নির্দিষ্ট সময়ের মধ্যে ধারাবাহিকভাবে বিন্যস্ত করা হয়। এটি শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস, কর্মশালা এবং দৈনন্দিন জীবনের সময় ব্যবস্থাপনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সময় তালিকা রচনার নীতি | Principles of School Time Table Construction
সময়তালিকা একটি পূর্বনির্ধারিত পরিকল্পনা বা ছক, যেখানে নির্দিষ্ট কার্যক্রমগুলো নির্দিষ্ট সময়ে সম্পাদনের জন্য সাজানো থাকে। বিশিষ্ট্য শিক্ষাবিদ, S.K. Kochar বলেছেন – “A time-table is a chart in which the work is arranged with reference to time when it is to be done.” অর্থাৎ, সময়তালিকা এমন একটি ছক বা তালিকা যেখানে কোনো কাজ কখন করা হবে তা সময়ানুসারে বিন্যস্ত করা থাকে।
Principles of School Time Table Construction
নিম্নে সময়তালিকা রচনার বা প্রস্তুতির নীতিগুলি আলোচনা করা হল –
বৈচিত্র্যের নীতি
সময় তালিকা রচনার নীতিগুলির মধ্যে অন্যতম হল বিষয় বৈচিত্রের নীতি। এই নীতি অনুসারে বিভিন্ন বিষয় প্রতিদিন ক্লাসের রুটিন বা সময় তালিকার মধ্যে রাখা হয়। অর্থাৎ প্রথম ক্লাসে বাংলা, দ্বিতীয় ক্লাসে ইংরেজি, তৃতীয় ক্লাসে ভূগোল এইভাবে বিষয়ের বৈচিত্রতা অনুযায়ী আমায় তালিকা প্রস্তুত করা হয়।
ক্লান্তি ও মনোযোগ বিবেচনার নীতি
সময় তালিকা রচনার ক্ষেত্রে শিক্ষার্থীদের ক্লান্তি ও মনোযোগের নীতির উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়ে থাকে। অর্থাৎ শিক্ষার্থীরা যাতে অল্প সময়ের মধ্যে ক্লান্তি হয়ে না পড়ে বা শিক্ষায় অমনোযোগী হয়ে না পড়ে তার জন্য বিদ্যালয়ের সময় তালিকা রচনার ক্ষেত্রে শিক্ষার্থীদের ক্লান্তি ও মনোযোগের বিষয়টি বিবেচনা করা উচিত। তাই বিদ্যালয়ে প্রতিদিনের কর্মকাণ্ডে শিক্ষার্থীদের ক্লান্তি দূর করার জন্য ও পাঠ্য বিষয়ে মনোযোগী করার জন্য বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করা হয় বা সময় তালিকা মধ্যে বৈচিত্রতা আনা হয়।
বিষয়বস্তু কাঠিন্যের নীতি
সময় তালিকা প্রস্তুতির ক্ষেত্রে বিষয়বস্তুর কাঠিন্যের নীতির প্রতি গুরুত্ব আরোপ করা হয়ে থাকে। শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পাঠ্য বিষয়বস্তুর বিভিন্ন কাঠিন্য মান থাকে। যেমন – সাহিত্য বিষয়ের থেকে তুলনামূলক গণিত বিষয়টি কঠিন বলে মনে হয়। এক্ষেত্রে বিষয়বস্তুর কাঠিন্যের উপর ভিত্তি করে সময় তালিকা প্রস্তুত করা হয়ে থাকে।
বিরতিদানের নীতি
বিদ্যালয় একটানা ক্লাসের ফলে বা কোন কাজ একটানা করার ফলে শিক্ষার্থীরা ক্লান্তি অনুভব করে। আর এর জন্য সময় তালিকার মধ্যে বিরতি দেওয়া হয়ে থাকে। এটি টিফিন নামেও পরিচিত। তাই সময় তালিকা প্রস্তুতির ক্ষেত্রে শিক্ষার্থীদের ক্লান্তি দূর করার জন্য বিরতিদানের নীতির উপর গুরুত্ব আরোপ করা হয়।
পরিবর্তনশীলতার নীতি
সময় তালিকা অপরিবর্তনীয় নয়, বরং প্রয়োজনে বা কোন তাৎক্ষণিক সমস্যার সমাধানের জন্য সময় তালিকা পরিবর্তিত হয়ে থাকে। তাই সময় তালিকার রচনা সময় পরিবর্তনশীলতার নীতির উপর গুরুত্ব আরোপ করা উচিত। এর ফলে কোনো তাৎক্ষণিক সমস্যা সহজে সমাধান করা যায়। যেমন – গ্রীষ্মকালে তাপপ্রবাহের ফলে ক্লাসগুলো পরিবর্তন করে সকালের দিকে নিয়ে আসা বা পরিবর্তন করা।
নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির নীতি
নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি সময় তালিকার নীতির মধ্যে অন্যতম। অর্থাৎ সময় তালিকার মধ্যে সকল শিক্ষার্থী যাতে সকল ক্লাস পায় এবং সকল শিক্ষক যাতে নির্দিষ্ট পরিমাণ ক্লাস করতে পারে তার উপর গুরুত্ব আরোপ করা হয়ে থাকে। তাই নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি অনুযায়ী সময় তালিকা রচিত হলে সেটি সকলের কাছে গ্রহণযোগ্য হয় এবং কাজের সম বন্টন দেখা যায়।
আরোও পোস্ট পড়ুন – Click Here Now |
উপসংহার (Conclusion)
পরিশেষে বলা যায়, বিদ্যালয়ের সময় তালিকা হল বিদ্যালয়ের পরিচালনার অন্যতম শক্তিশালী হাতিয়ার। অর্থাৎ বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে সময় তালিকা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই সময় তালিকা রচনা বা প্রস্তুতির ক্ষেত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতিগুলি অনুসরণ করা হয়ে থাকে। এই নীতিগুলি সময় তালিকাকে আরোও নিখুঁত এবং গ্রহণযোগ্য করে তোলে।
তথ্যসূত্র (Reference)
- J. C. Aggarwal- Educational Administration, Management and Supervision.
- J. Mohanty- Educational Administration, Supervision and School Management.
- I. S. Sindhu- Educational Administration and Management.
- Bimal Charan swain and Dr. Rajalakshmi Das. Educational Management.
- Arnab Chowdhury & Jayanta Mete. Educational Management, Administration and Leadership. ISBN :978-93-89234-76-3
- Principles of School Time Table Construction
- Internet Sources
প্রশ্ন – সময় তালিকা প্রস্তুতির নীতিগুলি কি কি?
উত্তর – সময় তালিকা বিদ্যালয় পরিচালনার গুরুত্বপূর্ণ উপকরণ। তাই সময় তালিকা প্রস্তুতির ক্ষেত্র বিভিন্ন নীতি অনুসরণ করা হয়ে থাকে। সময় তালিকা প্রস্তুতির নীতি গুলি হল – বিষয় বৈচিত্রের নীতি, কাঠিন্যের নীতি, আগ্রহের নীতি, বিরতিদানের নীতি, ক্লান্তি ও মনোযোগের নীতি প্রভৃতি।
আরোও পড়ুন
- বিদ্যালয়ের সময় তালিকার গুরুত্ব বা প্রয়োজনীয়তা | Need and Importance of Timetable in School
- শিক্ষা পরিকল্পনা কাকে বলে, ধারণা, সংজ্ঞা ও বৈশিষ্ট্য | Definition of Educational Planning
- শিক্ষাগত পরিকল্পনার ধাপ | 7 Main Steps of Educational Planning
- শিক্ষাগত পরিকল্পনার প্রকারভেদ বা শ্রেণীবিভাগ | 10 Main Types of Educational Planning
- শিক্ষাগত পরিকল্পনার প্রয়োজনীয়তা | 10 Needs of Educational Planning
- সময় তালিকা রচনার নীতি | Principles of School Time Table Construction