Share on WhatsApp Share on Telegram

বিদ্যালয়ের সময় তালিকার গুরুত্ব বা প্রয়োজনীয়তা | Need and Importance of Timetable in School

Join Our Channels

বিদ্যালয় হল সমাজের ক্ষুদ্র সংস্করণ। বিদ্যালয়ের বিভিন্ন কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করতে হয়। এই কাজ করার জন্য সময় তালিকার প্রয়োজন হয়। তাই বিদ্যালয়ের সময় তালিকার গুরুত্ব বা প্রয়োজনীয়তা (Need and Importance of Timetable in School) বিশেষ করে অনস্বীকার্য।

বিদ্যালয়ের সময় তালিকার গুরুত্ব বা প্রয়োজনীয়তা | Need and Importance of Timetable in School

বিদ্যালয়ের সফলতা অনেকাংশে নির্ভর করে সময়ের যথাযথ ব্যবস্থাপনার উপর। একটি সুসংগঠিত সময় তালিকা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা আনে, শিক্ষকদের পেশাগত দায়িত্ব সহজ করে এবং সামগ্রিক শিক্ষা পরিবেশকে ফলপ্রসূ করে তোলে। সময় তালিকা ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখা কঠিন। তাই বিদ্যালয়ে সময় তালিকা শুধু প্রয়োজনীয় নয়, বরং অপরিহার্য। বিদ্যালয়ের সময় তালিকা গুরুত্ব বা প্রয়োজনীয়তাগুলি এখানে আলোচনা করা হল –

শৃঙ্খলা নিশ্চিতকরণ (Ensures Discipline)

সময় তালিকা ব্যক্তি বা শিক্ষার্থীর জীবনকে একটি নির্দিষ্ট রুটিনে বাঁধে। এটি শিক্ষার্থীদের দায়িত্বশীল করে তোলে এবং সময়ের প্রতি শ্রদ্ধাশীল করে তোলে। কারণ শৃঙ্খলিত জীবন যাপন করার ফলে আত্মবিশ্বাস ও নিয়মানুবর্তিতা তৈরি হয়, যা দীর্ঘমেয়াদে সাফল্য আনতে সহয়তা করে।

সময়ের অপচয় রোধ করে (Prevents Wastage of Time)

যথাযথ পরিকল্পনা ছাড়া সময় চলে যায়। সময় তালিকা আমাদের নির্দিষ্ট কাজ নির্দিষ্ট সময়ে করতে সহায়তা করে। ফলে ফাঁকা সময়ের অপচয় কমে যায়। তাই এটি অলসতা থেকে দূরে রাখে এবং সময়ের সদ্ব্যবহার নিশ্চিত করে।

গুরুত্বপূর্ণ কাজের অগ্রাধিকার নির্ধারণে সহায়তা (Helps Prioritize Important Tasks)

যখন একাধিক কাজ সামনে আসে, তখন সময় তালিকা আমাদের শিক্ষার্থীদের কোন কাজ আগে করতে হবে তার দিকনির্দেশ দেয়। এতে করে গুরুত্বপূর্ণ কাজগুলো সময়মতো শেষ হয় এবং অনাকাঙ্ক্ষিত বিলম্ব এড়ানো যায়। ফলে এটি সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতাও বাড়ায়।

উৎপাদনশীলতা (Productivity) বৃদ্ধি

একটি পরিকল্পিত সময় ব্যবস্থাপনা কাজের গতিশীলতা বাড়ায় এবং দিনের শেষে কী কী অর্জন হয়েছে, তা পর্যালোচনা করার সুযোগ দেয়। যারা সময়ের সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনা করতে পারে, তারা কম সময়ে বেশি কাজ করতে সক্ষম হয়। ফলে উৎপাদনশীলতাও বৃদ্ধি পায়। তাই সময় তালিকার গুরুত্ব ও প্রয়োজনীয়তা বর্তমান।

মানসিক চাপ হ্রাস করে (Reduces Mental Stress)

হঠাৎ কাজের চাপ কিংবা অনিশ্চিত সময়সূচি মানসিক অস্থিরতা তৈরি করে। কিন্তু বিদ্যালয়ের সময় তালিকা শিক্ষার্থীদের নির্দিষ্ট কাজ নির্দিষ্ট সময়ে সম্পন্ন করতে সহায়তা করে। ফলে মানসিক চাপ অনেকাংশে কমে যায় এবং এক ধরনের স্বস্তি আসে। তাই সময় তালিকা কেবলমাত্র বিদ্যালয় নয় সমগ্র শিক্ষা ব্যবস্থার অপরিহার্য অংশ।

পরিকল্পিত জীবন গড়ে তোলে (Builds a Planned Life)

বিদ্যালয়ের সময় তালিকা শিক্ষার্থীদের জীবনে ভবিষ্যতের জন্য একটি দিকনির্দেশনা দেয়। এটি শুধু বর্তমান নয়, দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জনের পথকেও সুসংগঠিত করে। তাই শিক্ষার্থীদের জীবনযাত্রা হয় পরিপাটি ও লক্ষ্যনির্ভর। অর্থাৎ শিক্ষার্থীরা যদি নয় তালিকার প্রতি গুরুত্ব আরোপ করে তাহলে তাদের বর্তমান জীবনসহ ভবিষ্যতে পরিকল্পিত জীবন গড়ে তুলতে সহায়তা করে।

সময়ানুবর্তিতা শেখায় (Teaches Punctuality)

সময়ানুবর্তিতা একটি সফল ব্যক্তিত্বের গুরুত্বপূর্ণ গুণ। যারা প্রতিদিনের কাজ নির্ধারিত সময়ে করতে অভ্যস্ত, তারা সময়ের গুরুত্ব বোঝে এবং অন্যদের কাছেও দায়িত্বশীল হিসেবে পরিচিত হয়। এই গুণ কর্মক্ষেত্রে বিশেষভাবে মূল্যায়িত হয়। বিদ্যালয়ের সময় তালিকা শিক্ষক সহ শিক্ষার্থীদের এই গুণের বিকাশে সাহায্য করে। তাই বিদ্যালয়ের সময় তালিকার গুরুত্ব হল শিক্ষার্থীদের সময়ানুবর্তিতা শেখানো।

আরোও পোস্ট পড়ুন – Click Here Now

উপসংহার (Conclusion)

পরিশেষে বলা যায়, সময় তালিকা শুধু কাজের পরিকল্পনাই নয়, এটি একটি আত্ম-উন্নয়নের হাতিয়ার। যারা জীবনে সফল হতে চান, তাদের জন্য প্রতিদিনের একটি সংগঠিত রুটিন অপরিহার্য। এটি আমাদের চিন্তা-ভাবনায় গঠনমূলক প্রভাব ফেলে এবং ভবিষ্যতের জন্য একটি দৃঢ় ভিত্তি তৈরি করে।

তাছাড়া বিদ্যালয়ের মতো বৃহৎ শিক্ষা কর্মযজ্ঞের অন্যতম হাতিয়ার হল সময় তালিকা। সময় তালিকা ছাড়া বিদ্যালয়ের কোন কাজ সফল হবে না। তাই বিদ্যালয়ের দৈনন্দিন কার্যকলাপে ও শিক্ষার্থীদের শিখনের ক্ষেত্রে সহায়তা দানের জন্য সময় তালিকার গুরুত্ব বা প্রয়োজনীয়তা বর্তমান। সময় তালিকাকে বিদ্যালয় পরিচালনার প্রানশক্তি বা আধার বলা যেতে পারে।

তথ্যসূত্র (Reference)

  • J. C. Aggarwal- Educational Administration, Management and Supervision.
  • J. Mohanty- Educational Administration, Supervision and School Management.
  • I. S. Sindhu- Educational Administration and Management.
  • Bimal Charan swain and Dr. Rajalakshmi Das. Educational Management.
  • Arnab Chowdhury & Jayanta Mete. Educational Management, Administration and Leadership. ISBN :978-93-89234-76-3
  • Need and Importance of Timetable in School
  • Internet Sources

প্রশ্ন – বিদ্যালয়ে সময় তালিকা দুটি গুরুত্বপূর্ণ কাজ লেখো।

উত্তর – সময় তালিকা ছাড়া বিদ্যালয়ের কোন কাজ সম্পন্ন করা সম্ভব নয়। তাই বিদ্যালয়ের সময় তালিকা দুটি গুরুত্বপূর্ণ কাজ হল – বিদ্যালয়ের যাবতীয় কাজ পরিচালনা করা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত কাজ সম্পন্ন করা।

আরোও পড়ুন

বিদ্যালয়ের সময় তালিকার গুরুত্ব বা প্রয়োজনীয়তা | Need and Importance of Timetable in School সম্পূর্ণ পোস্ট পড়ার জন্য ধন্যবাদ।

Rate this post

Mr. Debkumar – Author and Founder of Edutiips.com

Mr. Debkumar – Author and Founder of Edutiips.com

A dedicated educator with 10+ years of teaching experience, UGC NET Qualified, and holder of MA, B.Ed, and M.Phil in Education (University of Calcutta).

He has authored several books published by Aheli Publication, such as Communication Skills, Aspect of Democratic Citizenship, Sociological Foundation of Education, Computer Applications, Fundamentals of Education, Educational Organization and Planning, and Educational Research.

He is also an active contributor on Quora, where he shares expert insights on education, history, and social issues.

Leave a Comment

close