শিক্ষার বিভিন্ন পর্যায়ে শিক্ষামূলক নির্দেশনার কার্যাবলী | Functions of Educational Guidance at Different Stages of Education

Join Our Channels

শিক্ষাগত যাবতীয় সমস্যা সমাধানের ক্ষেত্রে শিক্ষা নির্দেশনা সহায়তা নেওয়া হয়। তাই শিক্ষার বিভিন্ন পর্যায়ে শিক্ষামূলক নির্দেশনার কার্যাবলী (Functions of Educational Guidance at Different Stages of Education) বিভিন্ন ধরনের হয়ে থাকে।

শিক্ষার বিভিন্ন পর্যায়ে শিক্ষামূলক নির্দেশনার কার্যাবলী | Functions of Educational Guidance at Different Stages of Education

শিক্ষাগত নির্দেশনার মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষাগত সমস্যা সমাধান, শিক্ষার সঙ্গে পরিচয় করন বা শিক্ষার সঙ্গে সঙ্গতিবেধানে সহায়তা করে। তাই যে নির্দেশনা শিক্ষার্থীদের শিক্ষাগত বিভিন্ন ধরনের সমস্যার সমাধানের ক্ষেত্রে সহায়তা করে থাকে, তাকে শিক্ষাগত নির্দেশনা বলে।

বিশিষ্ট মনোবিদ জোন্স বলেছেন – শিক্ষাগত নির্দেশনা হল এমন এক ধরনের সাহায্য মূলক কর্মসূচি, যেটি বিদ্যালয়, পাঠক্রম, বিষয় বা কোর্স এবং বিদ্যালয়ে জীবনের সাথে সম্পর্কিত বিভিন্ন বিষয়ে ক্ষেত্রে সঙ্গতি-বিধানে শিক্ষার্থীদের সাহায্য করে থাকে।

শিক্ষামূলক নির্দেশনা শিক্ষার্থীদের শিক্ষা সংক্রান্ত যাবতীয় বিষয়ে সাহায্য করে থাকে। অর্থাৎ শিক্ষামূলক নির্দেশনার মাধ্যমে প্রাথমিক স্তর থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত শিক্ষার সকল স্তরে শিক্ষার্থীদের বিভিন্ন ভাবে সাহায্য করে থাকে। শিক্ষার বিভিন্ন পর্যায়ে শিক্ষামূলক নির্দেশনার কার্যাবলী যে সমস্ত দিক থেকে পরিলক্ষিত হয়, এগুলি হল নিম্নলিখিত –

A. শিক্ষার প্রাথমিক স্তর

শিক্ষার্থীদের জীবনে শিক্ষার প্রাথমিক স্তর খুবই গুরুত্বপূর্ণ। এই স্তরে শিক্ষামূলক নির্দেশনার গুরুত্বপূর্ণ কাজগুলি হল নিম্নলিখিত –

i) শিক্ষামূলক নির্দেশনা শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ গড়ে তুলতে সাহায্য করে।

ii) শিক্ষামূলক নির্দেশনা শিক্ষার্থীদের শিক্ষা সংক্রান্ত সমস্যার সমাধানে দিকনির্দেশ করে।

iii) শিক্ষামূলক নির্দেশনাদুর্বল শিক্ষার্থীদের চিহ্নিত করতে সাহায্য করে।

iv) শিক্ষার্থীদের অভিযোজনে সহায়তা করে।

v) শিক্ষার্থীদের মধ্যে সঠিক মনোভাব গঠনে সাহায্য করে।

vi) শিক্ষার্থীদের প্রাক্ষোভিক সমস্যার সমাধানে সহায়তা করে থাকে।

vii) শিক্ষার্থীদের মাধ্যমিক স্তরের জন্য উপযোগী করে গড়তে সাহায্য করে থাকে।

viii) শিক্ষার্থীদের মধ্যে বাস্তবিক জীবনের দক্ষতা অর্জনে সাহায্য করে।

B. শিক্ষার মাধ্যমিক স্তর

মাধ্যমিক স্তর হল শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই স্তরে কৈশোরের বিভিন্ন সমস্যাগুলি সমাধানের ক্ষেত্রে শিক্ষামূলক নির্দেশনা কার্যকারী ভূমিকা পালন করে। তাছাড়া শিক্ষার মাধ্যমিক স্তরে শিক্ষামূলক নির্দেশনার গুরুত্বপূর্ণ কাজগুলি হল –

i) শিক্ষার সঠিক উদ্দেশ্যগুলি সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করে।

ii) শিক্ষার্থীদের বিদ্যালয় পরিবেশের সঙ্গে সংগতিবিধানে সাহায্য করে।

iii) শিক্ষার্থীদের পারদর্শিতার মূল্যায়নে শিক্ষামূলক নির্দেশনা সাহায্য করে।

iv) দুর্বল শিক্ষার্থীদের জন্য সংশোধনী শিক্ষার ব্যবস্থা করে।

v) শিক্ষার্থীদের যোগ্যতা অনুসারে উপযুক্ত কোর্স নির্ধারন করতে সহায়তা করে।

vi) শিক্ষামূলক নির্দেশনা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের উপযোগী করে গড়ে তোলে।

vii) শিক্ষার্থীদের আত্মসচেতন হতে সাহায্য করে।

viii) শিক্ষার বিভিন্ন সুযোগ সম্পর্কে শিক্ষার্থীদের অবগত করে।

C. শিক্ষার উচ্চমাধ্যমিক স্তর

i) শিক্ষার্থীদের উচ্চতর শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি বুঝতে সহায়তা করে।

ii) শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় বৃত্তিমূলক কোর্সের নির্বাচনে সহায়তা করে

iii) শিক্ষার্থীদের ভবিষ্যৎ উপযোগী করে তোলা শিক্ষা প্রদান করে থাকে।

iv) উচ্চশিক্ষায় কি ধরনের কোর্স বা কি নিয়ে পড়াশোনা করবে সে বিষয়ে দিকনির্দেশনা করে থাকে।

v) শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার প্রতি আগ্রহী করে তোলে।

vi) উচ্চ শিক্ষার প্রস্তুতিতে শিক্ষার্থীদের সহায়তা করে থাকে।

vii) শিক্ষার্থীদের শিক্ষাগত বিভিন্ন সমস্যার সমাধান শিক্ষামূলক নির্দেশনার মাধ্যমে করা হয়ে থাকে।

viii) শিক্ষার্থীদের দূর শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রদান করে থাকে।

উপসংহার (Conclusion)

পরিশেষে বলা যায়, শিক্ষামূলক নির্দেশনা শিক্ষার্থীদের শিক্ষাগত সমস্যা সমাধানের একটি কার্যকারী উপায়। অর্থাৎ শিক্ষাক্ষেত্রে যাবতীয় সমস্যাসমূহ সমাধান ও শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং শিক্ষা পরিবেশের সাথে বা বিদ্যালয় পরিবেশের সঙ্গে সার্থক অভিযোজনে শিক্ষাগত নির্দেশনা বিশেষভাবে সহায়তা করে। শিক্ষার প্রাথমিক স্তর থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত শিক্ষার প্রতিটি স্তরে শিক্ষার্থীদের যথাযথ নির্দেশনার মাধ্যমে শিক্ষামূলক নির্দেশনার কার্যাবলী বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কেননা শিক্ষা নির্দেশনা ছাড়া শিক্ষার্থীদের শিক্ষাগত সমস্যা সমাধান ও ভবিষ্যৎ উপযোগী করে গড়ে তোলা বা বৃত্তিমুখী শিক্ষা দেয়া একেবারে সম্ভবপর নয়।

তথ্যসূত্র (Reference)

  • Basu, N.C. Educational and Vocational Guidance.
  • Chauhan, S.S. – Principles and Techniques of Guidance.
  • Dave Indu – The Basic Essentials of Counseling.
  • Kocher, S.K. – Guidance and Counselling in Secondary School
  • Functions of Educational Guidance at Different Stages of Education
  • NCERT- Guidance and Counseling.

প্রশ্ন – শিক্ষামূলক নির্দেশনার কাজ কি?

উত্তর – শিক্ষামূলক নির্দেশনার কাজ হল শিক্ষার্থীদের শিক্ষা সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান করা। তাছাড়া শিক্ষার বিভিন্ন স্তরে (যেমন – প্রাথমিক স্তর, মাধ্যমিক স্তর, উচ্চ মাধ্যমিক স্তর) শিক্ষার বিভিন্ন সমস্যা সমাধান ও স্তর ভিত্তিক শিক্ষা প্রদান করা।

আরোও পড়ুন

Leave a Comment

close