নির্দেশনা কাকে বলে | 10 Definition of Guidance

মানুষের জীবন সমস্যাময়। কারণ পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে মানুষকে সতত অভিযোজন বা মানিয়ে চলতে হয়। তবে অনেক সময় মানুষ কোন পথে বা কিভাবে জীবন ধারণ করবে তার জন্য অন্যের সাহায্যে প্রয়োজন হয়। আর এটিই হল নির্দেশনা (Guidance)।

বহু প্রাচীনকাল থেকে নির্দেশনা ধারণাটি পরিলক্ষিত হয়। যখন কোন কঠিন পরিস্থিতি সৃষ্টি হয় বা মানুষ যখন পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে মানিয়ে চলতে পারে না বা ব্যর্থ হয় তখন কোন অভিজ্ঞ বা বয়স্ক ব্যক্তির কাছ থেকে যে সাহায্য নেয়া হয় সেদিকে নির্দেশনা হিসেবে গণ্য করা হয়।

নির্দেশনার বুৎপত্তিগত অর্থ

ইংরাজী ‘Guidance’ শব্দটি এসেছে ‘to guide’ ক্রিয়াপদ থেকে, যার অর্থ হল পরিচালনা করা, নিয়ন্ত্রণ করা বা নির্দেশ দেওয়া।

নির্দেশনা হল এমন একটি কাজ যার দ্বারা কোনো ব্যক্তিকে নির্দিষ্ট পথে পরিচালিত করার জন্য প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়ে থাকে। এই পদ্ধতিতে কোনো ব্যক্তি তার যোগ্যতা, দক্ষতা, আগ্রহ, প্রবণতা ইত্যাদি অনুসারে সার্বিক বিকাশ লাভের পথে অগ্রসর হতে পারে।

নির্দেশনা কাকে বলে (Definition of Guidance)

নির্দেশনার বিভিন্ন সংজ্ঞা পরিলক্ষিত হয়, সেগুলি নিম্নলিখিত –

1. নির্দেশনার সংজ্ঞায় Encyclopedia Britannica তে বলা হয়েছে –

নির্দেশনা এক প্রকারের প্রক্রিয়া যা ব্যক্তিকে তার শিক্ষাগত, বৃত্তিগত ও মানসিক গুণাবলী সম্পর্কে অবহিত হতে ও বিকাশের সাহায্য করে এবং যার ফলে ব্যক্তি নিজে সুখী হয় ও সমাজের প্রয়োজনে আসে।

2. Arthur j. Jones বলেছেন –

কোনো ব্যক্তির পছন্দকরণে, অভিযোজনে এবং সমস্যাসমাধানে অপর কোনো ব্যক্তির সাহায্য করাই হল নির্দেশনা। (Guidance is the help given by one person to another in making choices, adjustment and in solving problems.)

3. Crow and Crow-এর মতে, –

“নির্দেশনা হল উপযুক্ত ব্যক্তির দ্বারা যে-কোনো বয়সের একজন ব্যক্তিকে তার নিজের জীবন পরিচালনা করতে, নিজের দৃষ্টিভঙ্গি বিকাশ করতে, সিদ্ধান্ত নিতে সাহায্য করার জন্য বিশেষভাবে সহায়তা প্রদান করা।

4. মুদালিয়ার কমিশন (1952-53)-এর রিপোর্টে বলা হয়েছে –

বালক বালিকাদের ক্ষমতা এবং যে পরিবেশে তারা বাস করে, ও কাজ করে তার আলোকে বুদ্ধিমত্তার সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা করার জটিল এবং সাহায্যকারী শিল্পকেই নির্দেশনা বলে।

5. Kitson বলেছেন –

“নির্দেশনা হল ব্যক্তিকেন্দ্রিক শিক্ষাব্যবস্থা।” (Guidance is individualized education.)

6. Nape বলেছেন –

“The process of help in learning and bringing effective changes in an individual is guidance”.

7. Proctor বলেছেন –

“নির্দেশনা হল এমন একটি প্রক্রিয়া যা একজন ব্যক্তিকে তার পরিবেশের সঙ্গে অভিযোজনে সাহায্য করে থাকে।”

8. Ruth Strong বলেছেন –

“Guidance is a process of helping every individual through his own efforts to discover and develop his potentialities for his personal happiness and social usefulness.”

9. Hamrin ও Erickson বলেছেন –

“নির্দেশনা হল সেই শিক্ষামূলক কর্মসূচি যা বিশেষ করে শিক্ষার্থীকে তার ব্যক্তিগত পরিস্থিতির সঙ্গে সামগ্রস্যপূর্ণ অভিযোজন করার জন্য এবং তার আগ্রহ, ক্ষমতা এবং সামাজিক চাহিদা অনুযায়ী তার ভবিষ্যতের পরিকল্পনা করার জন্য সাহায্য করে থাকে।”

10. L. L. Chisholm বলেছেন –

নির্দেশনা ব্যক্তিকে তার আগ্রহ, সামর্থ, এ যাবত পাল বিভিন্ন দিক তার বিকাশ, ভবিষ্যৎ পরিকল্পনা ইত্যাদি সম্পর্কিত বিস্তারিত তথ্য পেতে সাহায্য করে।

তাই নির্দেশনা হল সাহায্য দানের এমন একটি প্রক্রিয়া, যেটি –

  • কোন ব্যক্তিকে স্বনির্ভর করে তুলতে সাহায্য করে।
  • জীবনের চাহিদা পূরণ ও তৃপ্তি আনয়নের কাজে সাহায্য করে।
  • সামাজিক ক্ষেত্রে তার উপযোগিতা বাড়াতে সাহায্য করে,
  • ব্যক্তিকে সামাজিক বা সমাজ উপযোগী করে গড়ে তুলতে সাহায্য করে,
  • বিভিন্ন কর্ম ক্ষেত্রে কর্ম সম্পাদনা দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করে প্রভৃতি।

আরোও পোস্ট পড়ুন – Click Here Now

উপসংহার (Conclusion)

পরিশেষে বলা যায়, নির্দেশনা কোনো একটি নির্দিষ্ট সমস্যা সমাধানের ক্ষেত্রে সীমাবদ্ধ নয়। বরং এটি ব্যক্তিজীবনের বিভিন্ন সমস্যা সমাধানের ক্ষেত্রে বিশেষভাবে সহায়তা করে থাকে। তাই কোনো শিশু বা শিক্ষার্থীর বা কোনো ব্যক্তির সর্বাঙ্গীন বিকাশ সাধনের জন্য বা তাকে নির্দিষ্ট পথে সঠিকভাবে পরিচালিত করার জন্য দীর্ঘমেয়াদী ভাবে নির্দেশনা বেশি ভাবে কার্যকরী।

এই নির্দেশনা বিভিন্নভাবে সম্পন্ন হয়ে থাকে। যেমন – অভিভাবক বা পিতা-মাতা বা গুরুজনদের দ্বারা নির্দেশনা অর্থাৎ পিতা পুত্রকে সঠিকভাবে জীবনধারণ করতে নির্দেশনা দান করা, বয়স্কদের তারা নির্দেশনা দেওয়া, ডাক্তার রোগীকে নির্দেশনা দেওয়া, বন্ধু তার বন্ধুকে নির্দেশনা দেওয়া প্রভৃতি।

তথ্যসূত্র (Reference)

  • Basu, N.C. Educational and Vocational Guidance.
  • Chauhan, S.S. – Principles and Techniques of Guidance.
  • Dave Indu – The Basic Essentials of Counseling.
  • Kocher, S.K. – Guidance and Counselling in Secondary School
  • NCERT- Guidance and Counseling.

প্রশ্ন – নির্দেশনার প্রধান লক্ষ্য কি?

উত্তর – নির্দেশনার প্রধান লক্ষ্য হল – ব্যক্তিকে সমাজ উপযোগী করে গড়ে তোলা, ব্যক্তির বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উপযুক্ত পথনির্দেশ করা এবং পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে ব্যক্তিকে মানিয়ে চলতে সাহায্য করা প্রভৃতি।

আরোও পড়ুন

Leave a Comment

close