পরামর্শদান কাকে বলে | Counseling Meaning in Bengali

মানুষের জীবন সর্বদা কর্মব্যস্ত। আর এই কর্মব্যস্ত জীবনে মানুষ কাজ করতে করতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় এবং কিছু সমস্যা গুরুতর আকার ধারণ করে বা অন্য কোন কারণে কোন গুরুতর সমস্যার সমাধানই হল পরামর্শদান (Counseling Meaning in Bengali)

পরামর্শদান একটি পেশাগত পরিষেবা যেটি পরামর্শদাতা কর্তৃক পরামর্শ গ্রহীতাকে সাহায্য করে থাকে। পরামর্শদান প্রক্রিয়া তখনই শুরু করা হয় যখনই কোনো ব্যক্তি বা কোনো শিক্ষার্থী কোনো গভীর সমস্যার সম্মুখীন হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে একজন ব্যক্তিকে সমস্যা সমাধানের ক্ষেত্রে বিশেষ সহায়তা করা হয় ও পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করে।

পরামর্শদানের ব্যুৎপত্তিগত অর্থ (Counseling)

পরামর্শদানের ব্যুৎপত্তিগত অর্থ বিশ্লেষণ করলে পরিলক্ষিত হয় যে, ইংরাজি কাউন্সেলিং (‘Counseling’) বাংলা পরামর্শদান শব্দটি এসেছে ‘To Counsel’ শব্দ থেকে, যার অর্থ হল পরামর্শ দান করা। পরামর্শ দানের ক্ষেত্রে দুজন ব্যক্তির মুখোমুখি সাক্ষাৎকার বিশেষভাবে আবশ্যিক। অর্থাৎ পরামর্শদানের ক্ষেত্রে একদিকে থাকেন পরামর্শদাতা ও অপরদিকে থাকেন সমস্যায় আক্রান্ত ব্যক্তি বা পরামর্শ গ্রহীতা।

পরামর্শদান হল এমন একটি পদ্ধতি যার সাহায্যে কোন অভিব্য বা দক্ষ ব্যক্তি (পরামর্শদাতা) অন্য কোনো ব্যক্তির (পরামর্শ গ্রহীতা) প্রয়োজনে এবং সমস্যার সমাধানে সাহায্য করে থাকেন। এখানে পরামর্শদাতা তার পরামর্শদানের মাধ্যমে পরামর্শ গ্রহীতাকে সমস্যা সমাধানে সহায়তা করে এবং পরিবেশের সঙ্গে মানিয়ে চলার উপায় বলে দেন।

কাউন্সেলিং মানে কি

ইংরাজি কাউন্সেলিং (‘Counseling’) শব্দটির আক্ষরিক অর্থ হল পরামর্শদান বা পরামর্শ দান করা। তাই কাউন্সেলিং বা পরামর্শদান হল এমন একটি প্রক্রিয়া যেখানে সমস্যায় আক্রান্ত ব্যক্তি সমস্যা সমাধানের জন্য অন্য কোনো অভিজ্ঞ ব্যক্তির কাছে যায়।

পরামর্শদান কাকে বলে (Counseling Meaning in Bengali)

পরামর্শদান কাকে বলে (Counseling meaning in Bengali) -এ বিষয়ে পরামর্শদানের বিভিন্ন সংজ্ঞা পরিলক্ষিত হয়, সেগুলি নিম্নলিখিত –

1. বিশিষ্ট মনোবিদ্‌ Carl Rogers বলেছেন –

পরামর্শ দান হল একাধিকবার প্রত্যক্ষ সাক্ষাৎকার, যার প্রধান লক্ষ্য হল ব্যক্তির মনোভাব ও আচরণের পরিবর্তনের সাহায্য করা।

2. Webster’s Dictionary অনুসারে –

পরামর্শ দান হল আলোচনা, পারস্পরিক মতবিনিময় এবং একত্রে কথা বলা।

3. Erickson বলেছেন –

পরামর্শদান হল ব্যক্তির সঙ্গে ব্যক্তির সম্পর্ক, যেখানে সমস্যাক্রান্ত একজন ব্যক্তি সাহায্যের জন্য অপর একজন ব্যক্তির কাছে যায় । (“A counselling is a person to person relationship in which one individual with problem tours another person for assistance.”)

4. Haln Macban বলেছেন –

“Counseling is a process which takes place in a one-to-one relationship between an individual beset by problems with which he can not cope alone and a professional worker whose training and experience have qualified him to help others reach solutions to various types of personal difficulties.”

5. Smith (1995)-এর মতে,

পরামর্শদান হল এমন একটি প্রক্রিয়া যেখানে পরামর্শদাতা পরামর্শগ্রহীতার পছন্দ, পরিকল্পনা ও অভিযোজনের সঙ্গে সম্পৃক্ত বিষয়গুলির সাহায্যে ব্যাখ্যা ও বিশ্লেষণ করে থাকে। (Counselling is a process in which the counselor assists the counselee to make interpretations of facts relating to a choice, plan, or adjustments which he needs to make.)

6. আবার, আমেরিকার ক্লিনিক্যাল মনস্তত্ত্ববিদদের সম্মেলনে পরামর্শদানের সংজ্ঞায় বলা হয়েছে –

“পরামর্শদান হল একটি শিক্ষা কেন্দ্রিক প্রক্রিয়া, যেখানে একজন প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ ব্যক্তি অপর একজনের সঙ্গে সামনাসামনি কথোপকথনের মাধ্যমে সমস্যায় আক্রান্ত ব্যক্তিকে তার সমস্যা বুঝতে এবং সমাধানে সাহায্য করে।”

সুতরাং পরামর্শদান বা কাউন্সেলিং হল একটি মিথস্ক্রিয়া প্রক্রিয়া ব্যক্তিকে সমস্যা থেকে মুক্ত হতে বিশেষভাবে সহায়তা করে থাকে। ফলে ব্যক্তি সমাজের বৃহত্তর পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারে।

পরামর্শদানের লক্ষ্য বা উদ্দেশ্য সমূহ

পরামর্শদানের যে সমস্ত লক্ষ্য ও উদ্দেশ্য পরিলক্ষিত হয় সেগুলি হল –

1. পরামর্শদানের মাধ্যমে শিক্ষার্থীরা নির্দিষ্ট লক্ষ্য অর্জনে সচেষ্ট হয়।

2. শিক্ষার্থীদের বা ব্যক্তির বিভিন্ন সমস্যার সমাধান দ্রুত হয়ে থাকে।

3. ব্যক্তিত্বের বিকাশ সাধন সম্ভব করা হয়।

4. ব্যক্তির ইতিবাচক এবং নেতিবাচক বিভিন্ন তথ্য সম্পর্কে অবহিত করা সম্ভবপর হয়।

5. সামাজিক সমস্যার সম্মুখীন হতে যাতে না হয় সে বিষয়ে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলা।

6. শিক্ষাগত ও বৃত্তিমূলক পরিকল্পনা বা প্রশিক্ষণে বিশেষভাবে সহায়তা করে।

7. ব্যক্তির মধ্যে সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা বৃদ্ধি করা।

8. হতাশা, মানসিক দুশ্চিন্তা, অন্তর্দন্দ্ব, মানসিক চাপ প্রভৃতি দূর করতে সহায়তা করা।

আরোও পোস্ট পড়ুন – Click Here Now

উপসংহার (Conclusion)

পরিশেষে বলা যায়, পরামর্শদান হল মানুষের মধ্যে একটি গতিশীল এবং উদ্দেশ্যপূর্ণ সম্পর্ক যেখানে পদ্ধতিগুলি ছাত্রদের প্রয়োজনের প্রকৃতির সাথে পরিবর্তিত হয়। এটি মনোবিজ্ঞানের একটি ফলিত শাখা যা বিভিন্ন নীতি ও পদ্ধতির উপর প্রতিষ্ঠিত।

তথ্যসূত্র (Reference)

  • Basu, N.C. Educational and Vocational Guidance.
  • Chauhan, S.S. – Principles and Techniques of Guidance.
  • Dave Indu – The Basic Essentials of Counseling.
  • Kocher, S.K. – Guidance and Counselling in Secondary School
  • NCERT- Guidance and Counseling.

প্রশ্ন – কাউন্সেলিং কাকে বলে

উত্তর – কাউন্সেলিং হল এমন একটি পদ্ধতি যা সাহায্যে কোনো অভিজ্ঞ ব্যক্তি বা পরামর্শদাতা অন্য কোনো সমস্যার আক্রান্ত ব্যক্তি বা পরামর্শ গ্রহীতা কে সঠিক পরামর্শদানের মাধ্যমে তার সমস্যার সমাধান করা।

প্রশ্ন – কাউন্সেলিং কিভাবে করা হয়

উত্তর – সমস্যা প্রকৃতি ও বৈশিষ্ট্যের উপর নির্ভর করে কাউন্সেলিং করা হয়ে থাকে। কাউন্সেলিং করার ক্ষেত্রে কোনো মেডিসিন বা ঔষধ প্রয়োগ করা হয় না। তবে খুব সিরিয়াস কন্ডিশন রোগীর ক্ষেত্রে যেমন – বদ্ধ পাগল, কিছু ঘুম জাতীয় মেডিসিন প্রয়োগ করা হয়ে থাকে। তবে সেটা নির্ভর করে যিনি কাউন্সিলিং করছে।
কাউন্সেলিং করার বিভিন্ন কৌশল বা পদ্ধতি বর্তমান। তার মধ্যে অন্যতম হল – প্রত্যক্ষ পরামর্শদান বা কাউন্সেলিং, পরোক্ষ পরামর্শদান বা কাউন্সেলিং এবং ্সমন্বয়ী পরামর্শদান।

আরোও পড়ুন

Leave a Comment

close