শিক্ষার সার্বিক উন্নতিতে শিক্ষা পরিকল্পনা অপরিহার্য। তাই শিক্ষাকে বাস্তবায়ন করার লক্ষ্যে ও শিক্ষার অন্যান্য দিককে বিকশিত করার জন্য শিক্ষাগত পরিকল্পনার প্রয়োজনীয়তা (Needs of Educational Planning) বর্তমান।
শিক্ষাগত পরিকল্পনার প্রয়োজনীয়তা | Needs of Educational Planning
যে-কোনো সংস্থা বা প্রতিষ্ঠানের সাফল্যের জন্য পরিকল্পনা আবশ্যিক। পরিকল্পনা ছাড়া কোনো কাজ সম্পন্ন করা সম্ভব নয়। তাই শিক্ষা সংস্থার সাফল্যে শিক্ষাগত পরিকল্পনার সাহায্য নেওয়া হয়ে থাকে। কারণ পরিকল্পনাবিহীন শিক্ষা হাল বিহীন নৌকার মতো। তাই অন্যান্য সংস্থার মতো শিক্ষা সংস্থা বা শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক সাফল্যের জন্য শিক্ষাগত পরিকল্পনার প্রয়োজনীয়তা।
শিক্ষাগত পরিকল্পনার প্রয়োজনীয়তা (Needs of Educational Planning) যে সমস্ত দিক থেকে পরিলক্ষিত হয়, সেগুলি হল নিম্নলিখিত –
শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ এবং বাস্তবায়ন | Effective Implementation Aim and Objectives of Education
উপযুক্ত শিক্ষা পরিকল্পনা কেবলমাত্র শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করে না বরং সেটির বাস্তবায়নের সহায়তা করে। তাই শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণের পাশাপাশি সেটিকে বাস্তবায়ন করার ক্ষেত্রে শিক্ষাগত পরিকল্পনার প্রয়োজনীয়তা বর্তমান।
শিক্ষা সংস্থার সাফল্য লাভ | Institutional Success
শিক্ষা সংস্থার সাফল্যের জন্য শিক্ষা পরিকল্পনা আবশ্যিক। অর্থাৎ বিভিন্ন শিক্ষা সংস্থার সাফল্যের ক্ষেত্রে শিক্ষাগত পরিকল্পনা অপরিহার্য ভূমিকা পালন করে থাকে।
সময়ের অপচয় রোধ | Time Management in Education
উপযুক্ত শিক্ষা পরিকল্পনা সময়ের অপচয় রোধ করে। অর্থাৎ পরিকল্পনার মাধ্যমে কম সময়ের মধ্যে অনেক বেশি কাজ করে ফেলা সম্ভব হয়। কারণ পরিকল্পনাহীন কোনো কাজ করতে দীর্ঘ সময় লাগতে পারে। তাই শিক্ষা পরিকল্পনা সময়ের অপচয় কম করার মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে সাফল্যমন্ডিত করে।
অর্থের অপচয় রোধ | Budgeting & Resource Planning
যে কোনো কাজের ক্ষেত্রে বিশেষত শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন কাজের ক্ষেত্রে অর্থ একটি অপরিহার্য দিক। উপযুক্ত পরিকল্পনা হবে বিভিন্নভাবে অর্থের অপচয় হতে পারে। তাই উপযুক্ত শিক্ষা পরিকল্পনা অর্থের অপচয় রোধ করে এবং অর্থকে সঠিকভাবে ব্যবহার করে থাকে।
পরিশ্রম কম লাগে | Smart Work in Education
উপযুক্ত শিক্ষা পরিকল্পনার ক্ষেত্রে পরিশ্রম কম লাগে। পরিকল্পনার মাধ্যমে পরিশ্রমসাধ্য কাজ কম পরিশ্রমে সুসম্পন্ন করা সম্ভব হয়। তাই শিক্ষা পরিকল্পনার প্রয়োজনীয়তা হল কোনো কাজকে সহজে কম পরিশ্রমে করা সম্ভব হয়।
দ্রুত সমস্যার সমাধান | Quick Problem Solving in Education
শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সমস্যা উদ্ভূত হতে পারে। এই সমস্ত সমস্যার তাৎক্ষণিক সমাধানের ক্ষেত্রে শিক্ষা পরিকল্পনা অপরিহার্য। অর্থাৎ উপযুক্ত শিক্ষা পরিকল্পনা শিক্ষাক্ষেত্রে উদ্ভূত বিভিন্ন সমস্যার দ্রুত সমাধান করতে সহায়তা করে থাকে।
সম্পদের সঠিক ব্যবহার | Optimizing Educational Resources
শিক্ষাগত পরিকল্পনা বা শিক্ষা পরিকল্পনা মানবসম্পদ এবং প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে কার্যকরী করে তোলে। অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থিত মানবসম্পদ ও প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহারের (Strategies for Maximum Utilization & Impact) মাধ্যমে শিক্ষা পরিকল্পনা সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থাকে গুণগত ও পরিমাণগত দিক থেকে বাস্তবায়ন করে তোলে।
উপসংহার (Conclusion)
পরিশেষে বলা যায়, উপযুক্ত শিক্ষা পরিকল্পনা শিক্ষা ব্যবস্থাকে সহজে বাস্তবায়নযোগ্য গড়ে তোলে। তাই যে কোন শিক্ষা ব্যবস্থার প্রয়োগ ও রুপায়নের জন্য পূর্ব পরিকল্পিতভাবে পরিকল্পনা করা আবশ্যিক। পরিকল্পনার অভাবের ফলে সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থা ব্যর্থতার পর্যবসিত হতে পারে।
তথ্যসূত্র (Reference)
- J. C. Aggarwal- Educational Administration, Management and Supervision.
- J. Mohanty- Educational Administration, Supervision and School Management.
- I. S. Sindhu- Educational Administration and Management.
- Bimal Charan swain and Dr. Rajalakshmi Das. Educational Management.
- Arnab Chowdhury & Jayanta Mete. Educational Management, Administration and Leadership. ISBN :978-93-89234-76-3
- Internet Sources
প্রশ্ন – শিক্ষা পরিকল্পনার প্রয়োজন কেন?
উত্তর – শিক্ষা পরিকল্পনা সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থার সার্বিক রূপায়ণ বা শিক্ষাকে বাস্তবায়ন করে থাকে। কারণ পরিকল্পনাবিহীন শিক্ষা হালবিহীন নৌকার মতো। তাই উপযুক্ত শিক্ষা পরিকল্পনা শিক্ষা ব্যবস্থাকে পরিপূর্ণতা দান করে থাকে। এইজন্য শিক্ষা পরিকল্পনার প্রয়োজনীয়তা বর্তমান।
Latest Education Articles
- বিদ্যালয়ের সময় তালিকার গুরুত্ব বা প্রয়োজনীয়তা | Need and Importance of Timetable in School
- শিক্ষা পরিকল্পনা কাকে বলে, ধারণা, সংজ্ঞা ও বৈশিষ্ট্য | Definition of Educational Planning
- শিক্ষাগত পরিকল্পনার ধাপ | 7 Main Steps of Educational Planning
- শিক্ষাগত পরিকল্পনার প্রকারভেদ বা শ্রেণীবিভাগ | 10 Main Types of Educational Planning
- শিক্ষাগত পরিকল্পনার প্রয়োজনীয়তা | 10 Needs of Educational Planning
- সময় তালিকা রচনার নীতি | Principles of School Time Table Construction