নমুনায়ন কাকে বলে | নমুনায়নের বৈশিষ্ট্য | Definition of Sampling in Research

যে পদ্ধতিতে পপুলেশন থেকে নমুনা নির্বাচন করা হয় তাকে নমুনায়ন বলে। তাই Sampling -এর বাংলা নমুনায়ন হল পপুলেশন থেকে সুনির্দিষ্ট পদ্ধতি অনুসারে নমুনা নির্বাচন করার প্রক্রিয়া।

যে-কোনো গবেষণার ক্ষেত্রে নমুনায়ন বা নমুনা নির্বাচন করা একটি গুরুত্বপূর্ণ কাজ। কারণ কোনো গবেষণাকে সঠিকভাবে পরিচালনা করার ক্ষেত্রে সমগ্র পপুলেশন (Population) থেকে নমুনা নির্বাচন করে গবেষণা কাজটি সম্পন্ন করা হয়। এই অধ্যায়ে নমুনায়ন কি, নমুনায়নের বৈশিষ্ট্য আলোচনা করা হল।

নমুনায়ন কি | Definition of Sampling

নমুনায়ন হল পপুলেশন থেকে সুনির্দিষ্ট পদ্ধতি অনুসারে নমুনা নির্বাচন করার প্রক্রিয়া। নমুনায়নের উল্লেখযোগ্য সংজ্ঞাগুলি হল –

1. Earl Babbie বলেছেন –

নমুনায়ন হল পর্যবেক্ষণের মাধ্যমে পপুলেশন নির্বাচন করার প্রক্রিয়া। (“Sampling is the process of selecting a population of observations.”)

2. G. R. Adams এবং J. D. Schvaneveldt বলেছেন –

“Sampling is a process whereby one makes estimate or generalizations about a population based on information contained in a portion (a sample) of the entire population.”

অর্থাৎ নমুনায়ন বা স্যাম্পলিং হল এমন একটি প্রক্রিয়া যেখানে একজন সমগ্র জনসংখ্যার একটি অংশে (একটি নমুনা) থাকা তথ্যের ভিত্তিতে জনসংখ্যা সম্পর্কে অনুমান বা সাধারণীকরণ করে থাকে।

নমুনায়নের উদাহরণ

গবেষণায় পপুলেশন, নমুনা ও নমুনায়নের উদাহরণ হল –

–> একঝুড়ি আম থেকে দু-একটি আম তুলে নিয়ে তা যাচাই করে ঝুড়ির সমস্ত আম (টক বা মিস্টি) সম্পর্কে একটি সাধারন সিদ্ধান্তে উপনীত হই। এখানে –


i) পপুলেশন (Population) হল – ঝুড়ির সমস্ত আম,
ii) নমুনা (Sample) হল– ঝুড়ি থেকে নেওয়া দু-একটি আম।
iii) নমুনায়ন (Sampling) হল – এখানে যে পদ্ধতিতে (Procedure) ঝুড়ি থেকে দু-একটি আম পরীক্ষার জন্য নেওয়া হয়েছে সেটি হল নমুনায়ন (Sampling)।

নমুনায়নের বৈশিষ্ট্য (Characteristics of Sampling)

যেকোনো গবেষণার ক্ষেত্রে নমুনায়ন একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিক। এই নমুনায়নের যে সমস্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়, সেগুলি হল –

1. নির্দিষ্ট লক্ষ্য অভিমুখী প্রক্রিয়া

নমুনায়ন পদ্ধতি একটি নির্দিষ্ট লক্ষ্যকে কেন্দ্র করে পরিচালিত হয়। অর্থাৎ গবেষকের গবেষণার উদ্দেশ্যে বা গবেষণার লক্ষ্যে নমুনায়ন পদ্ধতি ব্যবহৃত হয়ে থাকে।

2. প্রতিনিধিত্বকারী

নমুনায়ন হল সমগ্র পপুলেশনের প্রতিনিধিত্বকারী অংশ। অর্থাৎ নমুনায়নের মাধ্যমে যে নমুনা সংগ্রহ করা হয় তা গবেষণায় ব্যবহৃত সমগ্র পপুলেশনকে প্রতিনিধিত্ব করতে সক্ষম। অর্থাৎ নমুনায়নকে সমগ্র পপুলেশনের প্রতিনিধিত্বকারী হিসাবে বিবেচনা বিবেচনা করা হয়।

3. পক্ষপাতহীন বা পক্ষপাতহীনতা

নমুনায়নের বৈশিষ্ট্য হল এটি পক্ষপাতহীন বা পক্ষপাতহীনতা। অর্থাৎ নমুনায়নের মাধ্যমে পপুলেশন থেকে যে নমুনা নির্বাচন করা হয় তা সম্পূর্ণ পক্ষপাত মুক্ত হয়ে থাকে।

4. পরিমাপযোগ্য

নমুনায়ন হল এমন পদ্ধতি যেটিকে বিভিন্ন রাশি বৈজ্ঞানিক পদ্ধতিতে পরিমাপ করা হয়ে থাকে। অর্থাৎ নমুনায়ন পরিমাপ যোগ্যতা বা পরিমাপ করা যায়। তাই পরিমাপ যোগ্যতা নমুনায়নের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।

5. স্বাধীন প্রকৃতির

নমুনায়ন স্বাধীন প্রকৃতির হয়ে থাকে। গবেষণায় ব্যবহৃত নমুনায়নের মাধ্যমে যে নমুনা নির্বাচিত করা হয় তা সম্পূর্ণ স্বাধীন প্রকৃতির। অর্থাৎ নমুনায়ন সম্পূর্ণ স্বাধীন প্রকৃতির হয়ে থাকে। ফলে এটি অন্য কোনো বিষয়ের উপর নির্ভরশীল নয়। তাই এটি একটি নমুনায়নের অন্যতম বৈশিষ্ট্য।

উপসংহার (Conclusion)

পরিশেষে বলা যায়, যে-কোনো গবেষণায় নমুনায়ন (Sampling) যদি সঠিকভাবে নির্বাচন না করা হয় তাহলে সমস্ত গবেষণা কাজের পরিশ্রম ব্যর্থ হয়।

তবে গবেষণায় নমুনার আকার বা আকৃতি যত বড় হবে নমুনা ত্রুটি (Sampling error) তত কম হবে ও গবেষণার ফলাফল ততবেশি নির্ভরযোগ্য ও যথার্থ হবে। তবে গবেষণার ক্ষেত্রে নমুনার আকৃতি বাস্তবিক ক্ষেত্রে অতিরিক্ত বড় হলে সেক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে পারে।

তথ্যসূত্র (Reference)

  • Best, J.W & Khan, J.V (2006) “Research in Education” (10th Ed.). New Delhi: PHI Learning Private Limited.
  • Kaul L. (1984) Methodology of Education Research, New Delhi, Vikas Publishing House
  • Creswell, J.W (2019) “Educational Research” (4th Ed.). Pearson, ISBN 978-93-325-4947-0
  • Internet Sources – Click Here

প্রশ্ন – নমুনা ভ্রান্তি কাকে বলে

উত্তর – তাই যখন কোনো নমুনার মধ্যে প্যারামিটার (Parameter) ও স্ট্যাটিসটিকস (Statistics)-এর মধ্যে পার্থক্য থাকে, তখন নমুনা ভ্রান্তি (Sampling error) ঘটে।

প্রশ্ন – নমুনায়ন বলতে কী বোঝ?

উত্তর – যে পদ্ধতিতে পপুলেশন থেকে নমুনা নির্বাচন করা হয় তাকে নমুনায়ন বলে। তাই Earl Babbie বলেছেন – নমুনায়ন হল পর্যবেক্ষণের মাধ্যমে পপুলেশন নির্বাচন করার প্রক্রিয়া। (“Sampling is the process of selecting a population of observations.”)

প্রশ্ন – নমুনা কি

উত্তর – নমুনা হল সমগ্র পপুলেশনের প্রতিনিধিত্বকারী অংশ। অর্থাৎ গবেষণায় সমগ্র পপুলেশনকে প্রতিনিধিত্বকারী উপাদানকে বলা হয় নমুনা।

আরোও পড়ুন

Leave a Comment

close