গবেষণায় পপুলেশন, নমুনা ও নমুনায়নের ধারণা, সংজ্ঞা এবং উদাহরণ (Population, Sample and Sampling)

নমুনা ও নমুনায়ন (Sample and Sampling): পপুলেশনের প্রতিনিধিত্বকারী অংশ হল নমুনা, আর যে পদ্ধতিতে এই নমুনা নির্বাচন করা হয় তাকে বলে নমুনায়ন।

যে কোনো গবেষণা কতটা বাস্তবের সঙ্গে সম্পর্কিত তা জানার জন্য গবেষককে সেই গবেষণাকে প্রয়োগ বা পরীক্ষা-নিরীক্ষা করতে হয়। এর জন্য সাহিত্য পর্যালোচনা (Literature Review) এবং চলক (Variable) নির্ধারণের পাশাপাশি পপুলেশন (Population) ও যথাযথ নমুনা (Sample) নির্বাচন করা আবশ্যিক। পপুলেশন ও নমুনা নির্বাচন যথাযথ না হলে গবেষণা কার্য সম্পূর্ণভাবে সম্পন্ন করা সম্ভবপর নয়। এর জন্য গবেষকের পপুলেশন (Population), নমুনা ও নমুনায়নের (Sample and Sampling) প্রয়োজন হয়।

Sample and Sampling in Research
Sample and Sampling in Research

গবেষনায় পপুলেশনের ধারণা (Concept of Population in Research)

গবেষণায় পর্যবেক্ষনযুক্ত অংশটিকেই বলা হয় পপুলেশন (Population)। সাধারনভাবে একই বৈশিষ্ট্যসম্পন্ন সকল উপাদানের সমষ্টিকে গবেষণায় পপুলেশন (Population) বলে। তাই মহাবিশ্বের কোন একটি নির্দিষ্ট ভিত্তিতে সকল ব্যক্তি, বস্তু বা উপাদানকে পপুলেশন বলে।

গবেষনায় পপুলেশনের সংজ্ঞা (Definition of Population in Research)

গবেষণায় পপুলেশনের উল্লেখযোগ্য সংজ্ঞা হল –

S. K. Kapur বলেছেন – পপুলেশন বা সাধারণ শব্দ ‘সমগ্রক’ হল বস্তুসমূহের সমষ্টি হিসাবে সংজ্ঞায়িত করা হয়, যা সজীব বা নির্জীব যেকোনো ধরনের হতে পারে। (“A population or more general term ‘universe’ is define as aggregate of objects whether animate or inanimate.”)

Hammond and Mc. Collagh বলেছেন – “এক বা একাধিক সাধারণ বৈশিষ্ট্য সম্পন্ন বস্তু সমষ্টির সেট বা সমাবেশকে পপুলেশন বলে”।

তাই বলা যায়, যে বৃহত্তর ক্ষেত্র থেকে গবেষণা কাজ পরিচালনা ও সম্পন্ন করার জন্য নমুনা সংগ্রহ করা হয়, সেই বৃহত্তর ক্ষেত্রের সমস্ত উপাদানগুলিকে একত্রে পপুলেশন বলে।

আরোও পোস্ট পড়ুন – Click Here Now

নমুনা ও নমুনায়নের ধারণা (Concept of Sample and Sampling)

পপুলেশন সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার জন্য যখন পপুলেশনের (Population) একটি ক্ষুদ্র অংশ নির্বাচন করা হয়, তখন তাকে বলা হয় নমুনা (Sample)। তাই নমুনা হল পপুলেশনের প্রতিনিধিত্বকারী অন্যতম ক্ষুদ্র অংশ।

আর যে পদ্ধতিতে গবেষকগণ পপুলেশন (Population) থেকে গবেষণার জন্য কিছু সংখ্যক প্রতিনিধিত্বকারী (Representative) উপাদান বা নমুনা নির্বাচন করেন তাকে নমুনায়ন (Sampling) বলে।

নমুনার নমুনায়নের সংজ্ঞা (Definition Sample and Sampling)

নমুনার যে সমস্ত গুরুত্বপূর্ণ সংজ্ঞা বর্তমান, সেগুলি হল –

P. V. Young বলেছেন – পরিসংখ্যানগত নমুনা হচ্ছে কোনো একটি বৃহৎ পরিসরের ক্ষুদ্র বা বৃহৎ অংশ থেকে নির্বাচিত। (“A statistical sample is a miniature picture or cross section of the entire group or aggregate from which the sample is taken.”)

Prof. Bowlew নমুনা ও নমুনায়নের সংজ্ঞায় বলেছেন – “A finite subset of statistical individuals in a population is called a sample and the number of individuals in a sample is called sampling.”

Goode এবং Hatt বলেছেন “A sample as the name implies is a smaller representation of a large whole.”

নমুনায়নের উল্লেখযোগ্য সংজ্ঞাগুলি হল –

Earl Babbie বলেছেন – নমুনায়ন হল পর্যবেক্ষণের মাধ্যমে পপুলেশন নির্বাচন করার প্রক্রিয়া। (“Sampling is the process of selecting a population of observations.”)

G. R. Adams এবং J. D. Schvaneveldt বলেছেন – “Sampling is a process whereby one makes estimate or generalizations about a population based on information contained in a portion (a sample) of the entire population.”

পপুলেশন, নমুনা ও নমুনায়নের উদাহরণ (Example of Population, Sample and Sampling in Research)

Example of Population, Sample and Sampling in Research
Example of Population, Sample and Sampling in Research

গবেষণায় পপুলেশন, নমুনা ও নমুনায়নের উদাহরণ হল –

–> একঝুড়ি আপেল থেকে দু-একটি আপেল তুলে নিয়ে তা যাচাই করে ঝুড়ির সমস্ত আপেল (টক বা মিস্টি) সম্পর্কে একটি সাধারন সিদ্ধান্তে উপনীত হই। এখানে –
i) পপুলেশন (Population) হল – ঝুড়ির সমস্ত আপেল,
ii) নমুনা (Sample) হল– ঝুড়ি থেকে নেওয়া দু-একটি আপেল।
iii) নমুনায়ন (Sampling) হল – এখানে যে পদ্ধতিতে (Procedure) ঝুড়ি থেকে দু-একটি আপেল নেওয়া হয়েছে সেটি হল নমুনায়ন (Sampling)।

–> আবার আবার, ভাত রান্না (Rice Cooking) করার সময় কয়েকটি ভাত নিয়ে পরীক্ষা করে হাঁড়ির সব ভাত সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হয়। এখানে –
i) পপুলেশন (Population) হল – হাঁড়ির সমস্ত ভাত,
ii) নমুনা (Sample) হল– হাঁড়ির থেকে নেওয়া কয়েকটি ভাত (পরীক্ষার জন্য)।
iii) নমুনায়ন (Sampling) হল – এখানে যে পদ্ধতিতে (Procedure) হাঁড়ির কয়েকটি ভাত পরীক্ষার জন্য নেওয়া হয়েছে সেটি হল নমুনায়ন (Sampling)।

তথ্যসূত্র – Click Here

প্রশ্ন – নমুনা ও নমুনায়ন কি? (What is Sample and Sampling?)

উত্তর – নমুনা (sampling) – পপুলেশনকে প্রতিনিধিত্ব করার জন্য পপুলেশন থেকে বাছাইকৃত কিছু উপাদানকে নমুনা বলে।
নমুনায়ন (Sampling) – নমুনায়ন হল পর্যবেক্ষণের মাধ্যমে পপুলেশন নির্বাচন করার প্রক্রিয়া।

প্রশ্ন – স্যাম্পলিং এর সংজ্ঞা কি? বা Sampling বলতে কি বুঝায়?

উত্তর – স্যাম্পলিং এর অর্থ হল নমুনায়ন (Sampling)। যে পদ্ধতিতে সমগ্র পপুলেশন থেকে কিছু সংখ্যক নমুনা নির্বাচন করা হয়, যে নমুনাগুলি সমগ্র পপুলেশনকে প্রতিনিধিত্ব করতে পারে। আর এই নমুনা নির্বাচন করার পদ্ধতিকে স্যাম্পলিং বা নমুনায়ন বলে।

প্রশ্ন – নমুনায়নের সুবিধা ও অসুবিধা লেখো।

উত্তর – নমুনায়নের সুবিধাগুলি হল – গবেষণার সময়, অর্থ ও পরিশ্রম লাঘব কর, গবেষণা দ্রুত ফলাফল নির্ণয় করা যায়, গবেষণা নির্ভরযোগ্যতা ও যথার্থ হয়, কোন গবেষণাকে দ্রুত গতিতে শেষ করা যায়।
আর, নমুনায়নের প্রধান অসুবিধাগুলি হল – অনেক সময় সমগ্র পপুলেশনকে যথাযথভাবে প্রতিনিধিত্ব করতে পারে না, নমুনায়ন পক্ষপাত যুক্ত হলে গবেষণার ফলাফলে তার প্রভাব পড়ে। অর্থাৎ গবেষক যদি নিজের পছন্দমত নমুনা নির্বাচন করেন, তাহলে সেই গবেষণার ফলাফল সন্তোষজনক নাও হতে পারে।

প্রশ্ন – উত্তম নমুনার দুটি বৈশিষ্ট্য লেখো?

উত্তর – উত্তম নমুনার দুটি বৈশিষ্ট্য হল –
১. এটি আকৃতিতে বৃহৎ হবে ও
২. পক্ষপাতহীন বা পক্ষপাত থেকে মুক্ত হতে হবে।

প্রশ্ন – নমুনা কি

উত্তর – নমুনা হল পপুলেশনকে প্রতিনিধিত্ব করার জন্য পপুলেশন থেকে বাছাইকৃত কিছু উপাদানক। অর্থাৎ পপুলেশন কে প্রতিনিধিত্ব করতে পারে যে উপাদান তাকে বলা হয় নমুনা।

আরোও পড়ুন

Leave a Comment

close