Literature Review: সাহিত্য পর্যালোচনা সংজ্ঞা ও প্রয়োজনীয়তা

গবেষণার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল সংশ্লিষ্ট সাহিত্য পর্যালোচনা (Literature Review) করা। কোনো গবেষণাকে গ্রহণযোগ্য ও সার্বজনীন করে গড়ে তুলতে সাহিত্য পর্যালোচনা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়।

সাহিত্য পর্যালোচনা গবেষণার সমস্যা নির্বাচনের ক্ষেত্রে বিশেষভাবে সাহায্য করে। সম্পর্কিত সাহিত্যের পর্যালোচনায় গবেষণা সমস্যা সম্পর্কিত তথ্য সম্বলিত নথিগুলির পদ্ধতিগত সনাক্তকরণ এবং বিশ্লেষণ করা হয়ে থাকে।

সাহিত্য পর্যালোচনা (Concept of Literature Review)

Meaning, Definition and Needs of Literature Review
Meaning, Definition and Needs of Literature Review

ইংরাজী Literature Review – এর আক্ষরিক অর্থ হল সাহিত্য পর্যালোচনা করা। সাধারনভাবে গবেষণায় নির্বাচিত সমস্যা বা বিষয়বস্তুর সাথে সম্পূর্ণ পরিচিতি লাভ এবং সেই সম্পর্কে জ্ঞানবৃদ্ধির জন্য বিভিন্ন পুস্তক (book) পত্র-পত্রিকা (Journal), প্রবন্ধ (article) গবেষণা কার্য (research work) প্রভৃতি যথাযথভাবে অধ্যায়ন করাকে সাহিত্য পর্যালোচনা বলা হয়।

সাহিত্য পর্যালোচনা করার ক্ষেত্রে একজন গবেষক যেসমস্ত বিষয়ের প্রতি গুরুত্ব আরোপ করবেন, সেগুলি হল –

i) এ পর্যন্ত ঐ এরিয়ায় গবেষণার কী কাজ হয়েছে? (What has been done so far in this area?)

ii) কি করা প্রয়োজন? (What needs to be done?)

iii) গবেষণার সমস্যাটি কি মৌলিক (নতুনত্ব) বা পুনরাবৃত্তিমূলক?

iv) পূর্বের গবেষণা কাজগুলিতে কোন কোন বিষয় বা তথ্য বা তত্ত্ব বাদ পড়েছে?

সাহিত্য পর্যালোচনার সংজ্ঞা (Definition of Literature Review)

সাহিত্য পর্যালোচনা (Literature Review)র যে-সমস্ত গুরুত্বপূর্ণ সংজ্ঞা পরিলক্ষিত হয়, সেগুলি হল নিম্নলিখিত –

1. Snyder (2019, p.333) বলেছেন – একটি সাহিত্য পর্যালোচনাকে বিস্তৃতভাবে পূর্ববর্তী গবেষণা সংগ্রহ এবং সংশ্লেষণের একটি অধিক বা কম পদ্ধতিগত উপায় হিসাবে বর্ণনা করা যেতে পারে। (“A literature review can broadly be described as a more or less systematic way of collecting and synthesizing previous research.”)

2. Charter V. Good বলেছেন – (“The keys to the vast storehouse of published literature may open doors to sources of significant problems and explanatory hypotheses and provide helpful orientation for the definition of the problem, background for selection of procedure, and comparative data for interpretation of results.”)

3. Grath (1970) – সাহিত্য পর্যালোচনা এবং সম্পর্কিত গবেষণা প্রতিবেদন হল একটি গবেষণা প্রকল্প ডিজাইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। (“A review of the literature and related research report is the most important component in designing a research project.”)

সাধারণত তাত্ত্বিক/ধারণাগত ফ্রেম ওয়ার্ক পূর্ববর্তী বিভাগে ইতিমধ্যেই রিপোর্ট করা হয়েছে। এই বিভাগে গবেষক আগ্রহের ক্ষেত্রে পরিচালিত গবেষণায় মনোনিবেশ করেন। এখানে, একজন গবেষক তার এলাকা এবং আগ্রহের উপর পরিচালিত বিভিন্ন গবেষণা সনাক্ত করবেন।

আরোও পোস্ট পড়ুন – Click Here Now

সাহিত্য পর্যালোচনার প্রয়োজনীয়তা (Needs of Literature Review)

সাহিত্য পর্যালোচনা (Literature Review)-র প্রধান গুরুত্ব বা প্রয়োজনীয়তা গুলি হল –

1. পূর্ববর্তী গবেষণায় ফাঁকগুলি চিহ্নিতকরন (Gaps identified in previous research)।

2. গবেষণার সমসাময়িক প্রাসঙ্গিকতা (Contemporary relevance) তৈরি করে।

3. গবেষণা নকশা প্রস্তুত করা (Preparing the research design)।

4. গবেষককে গবেষণার পূর্ববর্তি তত্ত্ব (Previous theory) জানতে সহায়তা করে।

5. গবেষণার যথার্থতা (validity) যাচাই করে।

6. এটি থেকে গবেষক যে বিষয়ে গবেষণা করবেন সেই বিষয়ের সম্যক ধারণা পেয়ে থাকেন।

সর্বোপরি বলা যায়, সাহিত্যের পর্যালোচনা দ্বারা প্রদত্ত জ্ঞানের ভিত্তি তৈরি করতে কোনো গবেষক যদি ব্যর্থ হয়, তবে সেই গবেষণার কাজটি অগভীর (shallow) এবং অকৃত্রিম (naïve) হতে পারে।

তথ্যসূত্র – Click Here

প্রশ্ন – গ্রন্থ পর্যালোচনা কাকে বলে?

উত্তর – গবেষণায় নির্বাচিত সমস্যা বা বিষয়বস্তুর সাথে সম্পূর্ণ পরিচিতি লাভ এবং সেই সম্পর্কে জ্ঞানবৃদ্ধির জন্য বিভিন্ন পুস্তক (book) পত্র-পত্রিকা (Journal), প্রবন্ধ (article) গবেষণা কার্য (research work) প্রভৃতি যথাযথভাবে অধ্যায়ন করাকে সাহিত্য পর্যালোচনা বা গ্রন্থ পর্যালোচনা বলা হয়।

প্রশ্ন – সামাজিক গবেষণায় সাহিত্য পর্যালোচনার গুরুত্ব কি?

উত্তর – সামাজিক গবেষণায় সাহিত্য পর্যালোচনার গুরুত্বগুলি হল –
১. পূর্ববর্তী গবেষণায় ফাঁকগুলি চিহ্নিতকরন (Gaps identified in previous research)।
২. গবেষণার সমসাময়িক প্রাসঙ্গিকতা (Contemporary relevance) তৈরি করে।
৩. গবেষণা নকশা প্রস্তুত করা (Preparing the research design)।

প্রশ্ন – লিটারেচার রিভিউ কাকে বলে?

উত্তর – Snyder (2019, p.333) বলেছেন – একটি সাহিত্য পর্যালোচনা বা লিটারেচার রিভিউকে বিস্তৃতভাবে পূর্ববর্তী গবেষণা সংগ্রহ এবং সংশ্লেষণের একটি অধিক বা কম পদ্ধতিগত উপায় হিসাবে বর্ণনা করা যেতে পারে।

প্রশ্ন – সাহিত্য পর্যালোচনা কত প্রকার?

উত্তর – সাহিত্য পর্যালোচনা চার প্রকার। সেগুলি হল –
১. ঐতিহ্যগত বা বর্ণনামূলক,
২. পদ্ধতিগত,
৩. মেটা-বিশ্লেষণ এবং
৪. মেটা-সংশ্লেষণ।

প্রশ্ন – Review of Literature মানে কি?

উত্তর – Review of Literature মানে হল – সংশ্লিষ্ট সাহিত্য পর্যালোচনা করা। কোনো গবেষণাকে গ্রহণযোগ্য ও সার্বজনীন করে গড়ে তুলতে সাহিত্য পর্যালোচনা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়।

প্রশ্ন – লিটারেচার রিভিউ কেন করা হয়?

উত্তর – লিটারেচার রিভিউ করা হয়, কারন –
১. পূর্ববর্তী গবেষণায় ফাঁকগুলি চিহ্নিতকরন (Gaps identified in previous research)।
২. গবেষণার সমসাময়িক প্রাসঙ্গিকতা (Contemporary relevance) তৈরি করে।
৩. গবেষণা নকশা প্রস্তুত করা (Preparing the research design)।
৪. গবেষণার পুনরাবৃত্তি (replication) রোধ করা প্রভৃতি।

প্রশ্ন – সাহিত্য পর্যালোচনার চারটি প্রধান কাজ কি কি?

উত্তর – সাহিত্য পর্যালোচনার চারটি প্রধান কাজ হল –
১. গবেষণা নকশা প্রস্তুত করা (Preparing the research design)।
২. গবেষণার পুনরাবৃত্তি (replication) রোধ করা।
৩. পূর্ববর্তী গবেষণায় ফাঁকগুলি চিহ্নিতকরন (Gaps identified in previous research)।
৪. গবেষণার সমসাময়িক প্রাসঙ্গিকতা (Contemporary relevance) তৈরি করা।

প্রশ্ন – সাহিত্য পর্যালোচনা কি?

উত্তর – সাহিত্য পর্যালোচনা হল একটি গবেষণা প্রকল্প ডিজাইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। সাহিত্যে পর্যালোচনায় গবেষণা সমস্যা সম্পর্কিত তথ্য সম্বলিত নথিগুলির পদ্ধতিগত সনাক্তকরণ এবং বিশ্লেষণ করা হয়ে থাকে।

আরোও পড়ুন (Read More)

Leave a Comment

close