Share on WhatsApp Share on Telegram

অপারেশন ব্ল্যাকবোর্ড কি | What is Operation Blackboard

Join Our Channels

১৯৮৬ সালের জাতীয় শিক্ষানীতির সুপারিশ অনুযায়ী প্রাথমিক শিক্ষার উন্নতির জন্য যে কর্মসূচি গৃহীত হয় সেটি অপারেশন ব্ল্যাকবোর্ড (Operation Blackboard) নামে অধিক পরিচিত।

জাতীয় শিক্ষানীতিতে প্রাথমিক শিক্ষার উন্নতিকল্পে সমীক্ষ করা হয় এবং দেখা যায় প্রাথমিক শিক্ষায় বিদ্যালয়ের ছুটের হার অধিক বেশি। এর কারণ বিদ্যালয়ের রুমের অভাব, শৌচাগারের অভাব, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের অভাব, পানীয় জলের অভাব প্রভৃতি। এই কারণে প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে সুযোগ-সুবিধা সৃষ্টির জন্য অপারেশন ব্ল্যাকবোর্ড নামক কর্মসূচি গ্রহণ করা হয়।

অপারেশন ব্ল্যাকবোর্ড | Operation Blackboard

অপারেশন ব্ল্যাকবোর্ড মূলত একটি কর্ম প্রকল্প। এই প্রকল্পটির মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়গুলির উন্নতি বা দৈন্যদশা দূর করার জন্য এবং সাক্ষরতা প্রসারের কাজকে ত্বরান্বিতা করার জন্য কেন্দ্রীয় মানবসম্পদ মন্ত্রকের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে।

এখানে ব্ল্যাকবোর্ড শব্দটিকে প্রতীক হিসেবে ধরা হয়। এই ব্ল্যাকবোর্ড শব্দটির অর্থ এখানে প্রাথমিক শিক্ষা স্তরের শিক্ষা সহায়ক সমস্ত উপাদানকে বোঝানো হয়েছে।

আরোও পোস্ট পড়ুন – Click Here Now

অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচির সুপারিশ

জাতীয় শিক্ষানীতিতে প্রাথমিক শিক্ষার উন্নতিকল্পে এই কর্মসূচির জন্য যে সমস্ত সুপারিশ করা হয়, সেগুলি হল নিম্নলিখিত –

i) ১৪ বছর বয়সী পর্যন্ত সমস্ত শিশুকে অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করা

ii) শিক্ষার জন্য বিদ্যালয় গৃহ তৈরি করা। অর্থাৎ প্রাথমিক বিদ্যালয় দুটি বড় বড় ঘর থাকবে এবং সেগুলি সব ঋতুতে ব্যবহারের উপযোগী হবে।

iii) বিভিন্ন শিক্ষা সহায়ক উপকরণের মাধ্যমে শিক্ষা দিতে হবে। যেমন – মানচিত্র, ব্ল্যাকবোর্ড ও অন্যান্য প্রয়োজনীয় শিক্ষাসহায়ক উপকরণ।

iv) প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের শিক্ষা পদ্ধতি হিসাবে খেলাভিত্তিক শিক্ষার কথা বলা হয় বা খেলাভিত্তিক শিক্ষা পদ্ধতি অনুসরণ করার সুপারিশ করা হয়।

v) প্রাথমিক বিদ্যালয়গুলিতে পর্যাপ্ত পরিমাণ শিক্ষক নিযুক্ত করতে হবে। তা না হলে কমপক্ষে প্রতিটি প্রাথমিক বিদ্যালয় দুজন করে শিক্ষক থাকবেন।

vi) প্রাথমিক বিদ্যালয়গুলিতে পানীয় জলের ব্যবস্থা এবং শৌচাগারের ব্যবস্থা করতে হবে।

উপসংহার (Conclusion)

সর্বোপরি বলা যায়, এই কর্মসূচির মাধ্যমে কেবলমাত্র প্রাথমিক বিদ্যালয় গুলিতে শিক্ষা সহায়ক উপকরণের মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন নয় বরং দেশের প্রতিটি বিদ্যালয় গুলিতে শিক্ষার মানের উন্নয়ন করা জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা।

তাই এই কর্মসূচির উদ্দেশ্য হল শিক্ষার্থীদের শিক্ষার যাবতীয় সুযোগ সুবিধার মাধ্যমে বিদ্যালয়েরমুখী করে তোলা এবং শিক্ষার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা

তথ্যসূত্র (References)

  • Education in India-Past-Present-Future, Vol. I and II, J. P. Banerjee
  • Landmarks in the History of Modern Indian Education, J. C. Aggarwal
  • History of Education in India, Dr. R N Sharma and R K Sharma
  • Report of Commissions – Radhakrishnan, Mudaliar, Kothari.
  • National Policy on Education, 1986. Policy perspective.
  • Internet Sources

প্রশ্ন – অপারেশন ব্ল্যাকবোর্ড বৈশিষ্ট্য কি

উত্তর – অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচির বৈশিষ্ট্য হল – এটি একটি কর্ম প্রকল্প, শিক্ষার্থী কেন্দ্রিক কর্মসূচি, প্রাথমিক বিদ্যালয়গুলির দৈনদশা দূর করার কর্মসূচি।

প্রশ্ন – অপারেশন ব্ল্যাকবোর্ড কোন কমিশনে আছে

উত্তর – ১৯৮৬ সালের জাতীয় শিক্ষানীতির সুপারিশ অনুযায়ী প্রাথমিক শিক্ষার উন্নতির জন্য এটি গৃহীত হয়।

আরোও পড়ুন

4/5 - (11 votes)

Author Photo

Mr. Debkumar – Founder of Edutiips.com

A teacher and author of several books published by Aheli Publication, including Communication Skills, Aspect of Democratic Citizenship, Sociological Foundation of Education, Computer Applications, Fundamentals of Education, Educational Organization and Planning, and Educational Research.

Leave a Comment

close