যৌথ পরিবার ভাঙ্গনের কারণ | 8 Causes of Disintegration of Joint Family

Join Our Channels

ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশে যৌথ পরিবারের অস্তিত্ব পরিলক্ষিত হয় তবে সময়ের সাথে সাথে বর্তমানে যৌথ পরিবারের ভাঙ্গন (Disintegration of Joint Family) দেখা দিয়েছে।

যৌথ পরিবার ভাঙ্গনের কারণ | Causes of Disintegration of Joint Family

যৌথ পরিবার হল এমন একটি জনগোষ্ঠী যেখানে অধিক লোকজন বসবাস করে। অর্থাৎ যখন কোনো পরিবারে পিতা-মাতা, ভাই বোন, কাকা, জ্যাঠামশাই প্রভৃতি সকল সদস্য একই সঙ্গে বসবাস করে এবং প্রত্যেকের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকে, সেই ধরনের পরিবারকে যৌথ পরিবার বলে। কিন্তু বর্তমানকালে বিভিন্ন কারণে যৌথ পরিবার ভাঙ্গন সৃষ্টি হচ্ছে। এটি বিভিন্ন কারণে সংঘটিত হয়। যৌথ পরিবার ভাঙ্গনের কারণ যে সমস্ত দিক থেকে পরিলক্ষিত হয়, সেগুলি হল নিম্নলিখিত –

1. নগরায়ন

নগরায়ন যৌথ পরিবারের ভাঙ্গনের জন্য দায়ী। অর্থাৎ জীবিকার সন্ধানে বা উজ্জ্বল জীবন জীবিকার ও জীবন যাপনের জন্য যৌথ পরিবারের বিভিন্ন সদস্য গ্রাম ছেড়ে শহরে এসে বসবাস করে। এর ফলে যৌথ পরিবারের সদস্য সংখ্যা কমে গিয়ে পরিবারগুলি আকারে ছোট হতে থাকে। ফলে যৌথ পরিবারের ভাঙ্গন সৃষ্টি হয়।

2. শিল্পায়ন

নগরায়নের পাশাপাশি শিল্পায়নের ফলে যৌথ পরিবারে ভাঙ্গনের সৃষ্টি হয়। অর্থাৎ ভারতের কৃষি প্রধান সমাজ ব্যবস্থা ক্রমে পরিবর্তিত হয়ে শিল্প প্রধান বা বাণিজ্যিকরণের দিকে এগিয়ে চলেছে। এর ফলে গ্রামের মানুষ কৃষিকাজ ছেড়ে জীবন জীবিকা ও সুস্থ ভাবে বেঁচে থাকার জন্য শহরের বিভিন্ন শিল্পাঞ্চলে কাজে যোগ দিচ্ছে। ফলে গ্রামাঞ্চল থেকে চলে আসা একান্নবর্তী বা যৌথ পরিবার গুলি ভেঙে পড়তে থাকে এবং পরিবারের অর্থনীতি দুর্বল ও পারস্পরিক সুসম্পর্ক হয়ে পড়ে।

3. পাশ্চাত্য শিক্ষার প্রসার

বর্তমানে ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষার প্রসার বা বিস্তার ঘটেছে। ফলে ব্যক্তিকেন্দ্রিকতা সমাজের মধ্যে অনুপ্রবেশ ঘটেছে। অর্থাৎ ব্যক্তিকেন্দ্রিকতার ফলে ব্যক্তি সমাজ তথা পরিবার থেকে নিজেকে আলাদা ও একাকী করে রাখার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। তাই পাশ্চাত্য শিক্ষার প্রসারের সাথে সাথে যৌথ পরিবারের ভাঙ্গন সৃষ্টি হচ্ছে।

4. বিজ্ঞান ও কারিগরি শিক্ষার প্রসার

বর্তমানে সারা বিশ্বে অবিশ্বাস্যভাবে বিজ্ঞান ও কারিগরি শিক্ষার প্রসার বিধি পেয়েছে। তাহলে নতুন এক সমাজব্যবস্থার জন্ম নিয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তির ফলে মানুষ অধিক বেশি আধুনিক মানসিকতা সম্পন্ন হচ্ছে এবং একান্নবর্তী পরিবার থেকে স্বাধীনভাবে বাঁচার জন্য তারা বেরিয়ে আসছে। ফলে যৌথ পরিবারের মধ্যে ভাঙ্গন দেখা দিচ্ছে।

5. নারী ক্ষমতায়ন

নারী ক্ষমতায়ন বা নারী শিক্ষার প্রসার যৌথ পরিবারের ভাঙ্গনের ক্ষেত্রে অনেকটাই দায়। অর্থাৎ বর্তমানে মহিলারা একান্নবর্তী পরিবারের থাকতে চাইছে না। তাদের মধ্যে স্বামী ও সন্তান নিয়ে আলাদা থাকার প্রবণতা লক্ষ্য করা যায়। যা যৌথ পরিবারকে ভেঙে সিংগেল বা একক পরিবার গঠন করছে।

6. সামাজিক সচলতা বা গতিশীলতা বৃদ্ধি

সামাজিক সচলতা বা গতিশীলতা যৌথ পরিবার ভাঙ্গনের কারণের মধ্যে একটি অন্যতম। অর্থাৎ চাকুরী বা কর্মসূত্রে সমাজের অধিকাংশ ব্যক্তি বর্তমানে নিজের এলাকা ও পরিবার ছেড়ে বিদেশে বা বাইরে গিয়ে বসবাস করছে। এর ফলে ধীরে ধীরে যৌথ পরিবারের ভাঙ্গন দেখা দিচ্ছে।

7. অর্থনৈতিক স্বাধীনতা

প্রাচীনকালে বেশিরভাগ ব্যক্তি যৌথ পরিবারের অন্যান্য সদস্যের উপর নির্ভরশীল ছিল। কিন্তু বর্তমানে অর্থনৈতিক স্বাধীনতা লাভ করার ফলে তারা ধীরে ধীরে যৌথ পরিবারের গণ্ডি থেকে বেরিয়ে আসছে। অর্থাৎ অর্থনৈতিক স্বাধীনতা যৌথ পরিবার ভাঙ্গনের কারণ এর মধ্যে অন্যতম।

8. মানসিকতার পরিবর্তন

আধুনিক জীবন যাপনের জন্য সমাজের অধিকাংশ মানুষের মধ্যে ব্যাপক মানসিকতার পরিবর্তন সূচিত হচ্ছে। অর্থাৎ মানুষের মানসিকতার পরিবর্তন এবং একাকীত্ব থাকার প্রবণতা থেকেই যৌথ পরিবার গুলি ভেঙে ভেঙে বর্তমানে ক্ষুদ্র বা একক পরিবারের রূপান্তরিত হয়েছে। তাই ব্যক্তিগত বৈষম্য এবং মানসিকতার পরিবর্তন যৌথ পরিবার ভাঙ্গনের কারণ এর মধ্যে অন্যতম।

উপসংহার (Conclusion)

পরিশেষে বলা যায়, বর্তমান সমাজে যৌথ পরিবারের মেলবন্ধন বা যৌথ পরিবার খুব কম পরিলক্ষিত হয়। অর্থাৎ বিভিন্ন কারণে সমাজের অধিকাংশ যৌথ পরিবার গুলি ভেঙে আজ ক্ষুদ্র বা একক পরিবারের রূপান্তরিত হয়েছে। ফলে পারিবারিক কাঠামোর মধ্যে ব্যাপক পরিবর্তন সূচিত হয়।

তাই বর্তমানে কাকা, জ্যাঠা, বাবা-মা, ভাই বোন, ঠাকুমা ঠাকুরদা প্রভৃতি পরিবারের সদস্য যুক্ত পরিবার একপ্রকার কল্পনা মাত্র। তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে যৌথ পরিবার গুলি আজও তাদের ঐতিহ্যকে বহন করে চলেছে। এ বিষয়ে বিশিষ্ট সমাজবিদ বিদ্যাভূষণ ও সচ্‌দেব বলেছেন – যেখানে বিশ্বের অন্যান্য অংশে যৌথ পরিবার ব্যবস্থা অন্তর্হিত হয়েছে, ভারতে তা শিল্পায়ন ও নগরায়নের দ্বারা আনিত প্রচন্ড চাপ সহ্য করেও প্রবাহমান রয়েছে।

তথ্যসূত্র (Reference)

  • Brown, F. J. (1954). Educational Sociology. New York: Prentice-Hall.
  • Bhattacharjee, Srinivas. (1996). Philosophical & Sociological Foundation of Education. Herald book service.
  • Das, P. (2007). Sociological Foundation of Education. New Delhi: Authorspress
  • Shukla, S & K Kumar. (1985). Sociological Perspective in Education. New Delhi, Chanakya
    Publications
  • Sodhi, T.S & Suri, Aruna. (1998). Philosophical & Sociological Foundations of Education, H.P Bhargav Book House, Agra,
  • Causes of Disintegration of Joint Family

প্রশ্ন – যৌথ পরিবারের ভাঙ্গনের কারণ গুলি কি কি?

উত্তর – প্রাচীনকালে পরিবারের মধ্যে অন্যতম হলো যৌথ পরিবার। কিন্তু বর্তমানে বিভিন্ন কারণে যৌথ পরিবারের ভাঙ্গন পরিলক্ষিত হয়। যৌথ পরিবারের ভাঙ্গনের কারণ গুলি হল – মানসিকতার পরিবর্তন, নগরায়ন, শহরায়ন, নারীর ক্ষমতায়ন, একাকী থাকার প্রবণতা, অর্থনৈতিক উন্নতি, সামাজিক সচলতা বা গতিশীলতা প্রভৃতি।

প্রশ্ন – যৌথ পরিবারে কি ধরনের বিরোধ দেখা যায়?

উত্তর – যৌথ পরিবারের মধ্যে বিভিন্ন ধরনের বিরোধ দেখা যায়। যেমন – সম্পত্তিগত বিরোধ, অর্থনৈতিক বিরোধ, সম্পর্কগত বিরোধ প্রভৃতি।

ভারতে কি যৌথ পরিবার ভেঙে যাচ্ছে?

উত্তর – হ্যাঁ ভারতের যৌথ পরিবার ভেঙে যাচ্ছে। তবে এটি সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। অর্থাৎ সারা বিশ্বে যেখানে যৌথ পরিবারের অস্তিত্ব বিলুপ্ত হয়েছে। সেখানে নগরায়ন, শিল্পায়ন ও প্রযুক্তিগত পরিবর্তনের ফলেও ভারতবর্ষের যৌথ পরিবার কিছু ক্ষেত্রে ভেঙে গেলেও তা প্রবাহমান বা বিদ্যমান রয়েছে

আরোও পড়ুন

Leave a Comment

close