শিশুর বৃদ্ধি ও বিকাশ | বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য | 10 Difference Between Growth and Development

মানুষের জীবনবিকাশের একটি অন্যতম দিক হল বৃদ্ধি ও বিকাশ। বৃদ্ধি ও বিকাশ মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। কিন্তু বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য (Difference Between Growth and Development) বিভিন্ন দিক থেকে পরিলক্ষিত হল।

শিশুর জন্ম থেকে পরিণত লাভ হতে বিভিন্ন পরিবর্তন সূচিত হয়। যেমন – মানসিক, দৈহিক, সামাজিক পরিবর্তন প্রভৃতি। এই পরিবর্তনের মধ্য দিয়ে শিশুর ধীরে ধীরে প্রাপ্তবয়স্ক ও পরে বার্ধক্যের পরিণত হয়। এই প্রক্রিয়া প্রতিটি মানুষের মধ্যে ধারাবাহিকভাবে চলতে থাকে। এগুলি বিভিন্ন নামে পরিচিত। যেমন – বৃদ্ধি, বিকাশ, পরিনমন প্রভৃতি। এখানে বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য গুলি আলোচনা করা হলো।

শিশুর বৃদ্ধি ও বিকাশ

শিশুর ক্ষেত্রে বৃদ্ধি হল আকারগত পরিবর্তনের প্রক্রিয়া। তাই বৃদ্ধি হল শিশুর আকার ওজন উচ্চতা প্রভৃতি শারীরিক পরিবর্তন।

এই বৃদ্ধির ফলে শিশুর কেবলমাত্র আকার গত শারীরিক পরিবর্তন সম্পন্ন হয়ে থাকে। ফলে শিশু ধীরে ধীরে শৈশব থেকে বার্ধক্যে পরিণত হয়। তাই তাই বৃদ্ধি পরিমাণগত পরিবর্তনের প্রক্রিয়া, যেটিকে সহজেই পরিমাপ করা যায়।

শিশুর বিকাশ হল ধনাত্মক ক্রিয়াগত পরিবর্তন। অর্থাৎ বিকাশ হল শিশুর সামগ্রীক বা সার্বিক পরিবর্তন। বিকাশ হল গুণগত পরিবর্তনের প্রক্রিয়া, তাই বিকাশকে পরিমাপ করা সম্ভবপর হয় না। অর্থাৎ এটি পর্যবেক্ষণসাপেক্ষ।

বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য (Difference Between Growth and Development)

মানুষের জীবনের বা ব্যক্তির জীবনের বিভিন্ন দিকের পরিবর্তন কিভাবে সম্পন্ন হয় তা বৃদ্ধি ও বিকাশের মধ্য দিয়ে পরিলক্ষিত হয়ে থাকে। বৃদ্ধি ও বিকাশের মধ্যে সম্পর্ক থাকলেও কিছু পার্থক্য বর্তমান।

এখানে বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য যে সমস্ত দিক থেকে বর্তমান, সেগুলি হল নিম্নলিখিত –

বিষয়বৃদ্ধিবিকাশ
ধারণাবৃদ্ধি হল শিশু বা ব্যক্তির আকার, ওজন, উচ্চতা প্রভৃতি বেড়ে যাওয়া।বিকাশ হল আকার, ওজন উচ্চতা প্রভৃতি বৃদ্ধির সাথে সাথে তার কর্মদক্ষতার উৎকর্ষ সাধন।
সংজ্ঞা বিশিষ্ট মনোবিদ A. Jones বলেছেন – দেহের ওজন, উচ্চতা বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলে। বিশিষ্ট মনোবিদ Berk বলেছেন – শিশুর জীবনে সারা জীবনব্যাপী যে সমস্ত পরিবর্তন আসে, তাই হল বিকাশ।
বৈশিষ্ট্য বৃদ্ধির বৈশিষ্ট্য হল –
1. শারীরবৃত্তীয় প্রক্রিয়া,
2. নির্দিষ্ট সময়সীমা যুক্ত,
3. বয়স ভেদে বৃদ্ধির হারের পরিবর্তন।
বিকাশের বৈশিষ্ট্য হল
1. ধারাবাহিক প্রক্রিয়া,
2. জীবনব্যাপী প্রক্রিয়া,
3. ক্রমানুযায়ী,
4. গুণগত প্রকৃতির প্রভৃতি।
সময়সীমাবৃদ্ধি একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত ঘটে থাকে।
অর্থাৎ বৃদ্ধি নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ।
বিকাশ সারা জীবন ধারাবাহিকভাবে চলতে থাকে।
অর্থাৎ বিকাশ হল শিশুর সারা জীবনব্যাপী প্রক্রিয়া।
অনুশীলনবৃদ্ধি অনুশীলনের উপর প্রভাব বিস্তার করে না। অর্থাৎ বৃদ্ধির ক্ষেত্রে অনুশীলনের প্রভাব পরিলক্ষিত হয় না।বিকাশের ক্ষেত্রে ব্যক্তির ধারাবাহিক অনুশীলন বা সক্রিয়তা প্রয়োজন হয়ে থাকে। তাই বিকাশ অনুশীলনের উপর নির্ভরশীল।
যেমন – ভাষার বিকাশ অনুশীলনের উপর নির্ভরশীল।
পরিমাপ যোগ্যতাবৃদ্ধিকে সহজেই পরিমাপ করা যায়। তাই বৃদ্ধি পরিমাণগত প্রকৃতির। বিকাশকে পরিমাপ করা যায় না বা সম্ভব নয়। এটি পর্যবেক্ষণ সাপেক্ষ। তাই বিকাশ গুণগত প্রকৃতির।
প্রক্রিয়াবৃদ্ধি হল শারীরবৃত্তীয় পরিবর্তনের প্রক্রিয়া।বিকাশ হল সামাজিক বা সামগ্রিক পরিবর্তনের প্রক্রিয়া।
পরিবর্তনবৃদ্ধির ক্ষেত্রে বয়স ভেদে বা স্তর ভেদে বিভিন্ন পরিবর্তন লক্ষ্য করা যায়। বৃদ্ধির সাথে সাথে বিকাশের ক্ষেত্রে সামগ্রিকভাবে পরিবর্তন লক্ষ্য করা যায়।
উদাহরণবৃদ্ধির অন্যতম উদাহরণ হল – শিশুর ওজন বৃদ্ধি, হাতের দৈর্ঘ্য বৃদ্ধি, শারীরিক উচ্চতা প্রভৃতি।বিকাশ বিভিন্ন দিকে পরিলক্ষিত হয়।
বিকাশের অন্যতম উদাহরণ হল – শিশুর ভাষার বিকাশ বা কথা বলতে পারা, হাঁটতে পারা, অন্য কোন দক্ষতার বিকাশ প্রভৃতি।

আরোও পোস্ট পড়ুন – Click Here Now

উপসংহার (Conclusion)

পরিশেষে বলা যায়, বৃদ্ধি ও বিকাশ মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই দুই প্রক্রিয়ার ফলে শিশু বা ব্যক্তি সমাজের সঙ্গে বা পরিবর্তনশীল পরিবেশের সাথে সহজে মানিয়ে চলতে পারে।

তবে শিশুর বৃদ্ধি যদি সঠিকভাবে না হয় তাহলে বিকাশকেও প্রভাবিত করতে পারে। অর্থাৎ শিশুর বিকাশ বৃদ্ধির সাথে বিশেষভাবে সম্পর্কযুক্ত।

তথ্যসূত্র (Reference)

  • A. Woolfolk – Educational Psychology – Pearson Education
  • J. W. Santrock – Educational Psychology – Mc Gray Hill
  • J. C. Aggarwal – Essentials of Educational Psychology – Vikas publisher
  • S. K. Mangal – Essentials of Educational Psychology – PHI Ltd.
  • S. K. Mangal – Advanced Educational Psychology – PHI Ltd
  • S. S. Chauhan – Advanced Educational Psychology – Vikas publisher
  • E. B. Hurlock – Child Development – Anmol Publication Pvt. Ltd
  • L. E. Berk – Child Development – PHI Ltd
  • Internet Sources

প্রশ্ন – বৃদ্ধি ও বিকাশের প্রভাব বিস্তারকারী উপাদান গুলি কি কি

উত্তর – বৃদ্ধি ও বিকাশের প্রভাব বিস্তারকারী উপাদান গুলি হল – বংশগতি ও পরিবেশ, পুষ্টি, পিতা মাতার উপযুক্ত সহযোগিতা, পারিপার্শ্বিক পরিবেশ বা সামাজিক পরিবেশ প্রভৃতি।

আরোও পড়ুন

Leave a Comment

close