বৃদ্ধি কাকে বলে | বৃদ্ধির বৈশিষ্ট্য | 4 Definition of Growth

শিশুর জীবন বিকাশের অপরিহার্য দিক হল বৃদ্ধি। কারণ বৃদ্ধির ফলে শৈশব থেকে বাল্য বা কৈশোর বা বার্ধক্যে পদার্পণ করা সম্ভবপর হয়। তাই প্রতিটি মানব জীবনের ক্ষেত্রে বৃদ্ধি একটি অবসম্ভাবী ঘটনা। বৃদ্ধি সম্পর্কে সম্যক ধারণা পেতে বৃদ্ধির বিভিন্ন সংজ্ঞা (Definition of Growth) গুলির উপর আলোকপাত করা দরকার।

মানব জীবনের বিভিন্ন প্রক্রিয়াগুলির মধ্যে তাই বৃদ্ধি হল একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। মনোবিজ্ঞানে শিশু বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। কারণ শিশুর বৃদ্ধি যদি যথাযথ না হয় তাহলে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সে সহজে মানিয়ে নিতে পারে না। তাই মানব জীবনের একটি স্বাভাবিক ও আবশ্যিক দিক হল বৃদ্ধি। এই অধ্যায় বৃদ্ধি কাকে বলে, বৃদ্ধির বৈশিষ্ট্য গুলি আলোচনা করা হল।

বৃদ্ধি কাকে বলে (Definition of Growth)

যে প্রক্রিয়ার মাধ্যমে শিশু শারীরিক পরিবর্তন যেমন – ওজন, উচ্চতা প্রভৃতি ঘটে থাকে, তাকে বৃদ্ধি বলে। এই বৃদ্ধি একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া। প্রতিটি ব্যক্তির মধ্যে বৃদ্ধি কম বেশি পরিলক্ষিত হয়ে থাকে।

তাই বৃদ্ধি হল একটি নির্দিষ্ট সময় সীমার মধ্যে সংঘটিত শিশু বা ব্যক্তির মধ্যে দেহের আকার গত পরিবর্তন, ওজনগত পরিবর্তন এবং উচ্চতাগত পরিবর্তনের প্রক্রিয়া। বৃদ্ধির ফলে জন্ম মুহূর্ত থেকে শিশু বড় হওয়ার সাথে সাথে পরিণত লাভ করে।

শিক্ষা মনোবিজ্ঞানে বৃদ্ধি কেবলমাত্র আকার আয়তনের মধ্যে সীমাবদ্ধ নয়, এখানে পরিণমন বিশেষভাবে সম্পর্কযুক্ত।

বৃদ্ধির সংজ্ঞা (Definition of Growth)

বিভিন্ন মনোবিদ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বৃদ্ধিকে সংজ্ঞায়িত করেছেন, যথা –

1. বিশিষ্ট মনোবিদ A. Jones বলেছেন বৃদ্ধি হল দেহের আকার, ওজন ও উচ্চতায় বেড়ে যাওয়া।

2. মনোবিদ Hurlock বলেছেন – “Growth is a change in size, in proportion, the disappearance of old features and acquisition of new ones”.

3. Encyclopedia Britannica অনুযায়ী – “বৃদ্ধি হল আকার বা সত্তার পরিমাণ বৃদ্ধি”। (“Growth is an increase in size or the amount of an entity”.)

4. আবার বিশিষ্ট মনোবিদ Crow and Crow (1962) বলেছেন – বৃদ্ধি বলতে কাঠামোগত এবং শারীরবৃত্তীয় পরিবর্তন বোঝায়। (Growth refers to structural and physiological changes.)

আরোও পোস্ট পড়ুন – Click Here Now

বৃদ্ধির বৈশিষ্ট্য

বৃদ্ধির বৈশিষ্ট্য গুলি যে সমস্ত দিক থেকে পরিলক্ষিত হয়, সেগুলি হল নিম্নলিখিত –

1. শারীরবৃত্তীয় প্রক্রিয়া

বৃদ্ধির অন্যতম বৈশিষ্ট্য হল এটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া। অর্থাৎ বৃদ্ধি মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের মধ্যে সীমাবদ্ধ থাকে। যেমন – ওজন, উচ্চতা প্রভৃতি।

2. বংশগতি ও পরিবেশের প্রভাব

বিভিন্ন মনোবিদগণ মনে করেন বৃদ্ধি হল বংশগতি ও পরিবেশের পারস্পরিক মিথস্ক্রিয়ার ফল। তাছাড়া বৃদ্ধির উপর বংশগতির প্রভাব অধিকাংশে পরিলক্ষিত হয়। আবার অনেকের মতে পরিবেশের কারণেই বৃদ্ধি ঘটে থাকে।

3. পরিমাপযোগ্য

বৃদ্ধি হল শারীরিক পরিবর্তনের প্রক্রিয়া। তাই এই পরিবর্তনকে পরিমাপ করা যায়। অর্থাৎ বৃদ্ধির ফলে মানব জীবনের যে পরিবর্তন সূচিত হয় তা পরিমাপযোগ্য। যেমন – মানুষের দৈহিক ওজন উচ্চতা পরিমাপযোগ্য। যেটি বৃদ্ধির ফলে সম্পন্ন হয়।

4. পরিমাণগত

বৃদ্ধি হল পরিমাণগত প্রকৃতির। অর্থাৎ বৃদ্ধির ফলে যে শারীরিক পরিবর্তন সূচিত হয় সেটি পরিমাণগত পরিবর্তনকে সূচিত করে। যেমন – কোন ব্যক্তির দৈহিক ওজন ৫০ কেজি। এটি বৃদ্ধির পরিমাণগত দিক।

5. কাঠামোগত পরিবর্তন

বৃদ্ধির অন্যতম বৈশিষ্ট্য হল কাঠামোগত পরিবর্তন। অর্থাৎ বৃদ্ধির ফলে ব্যক্তির শরীরের কাঠামোগত পরিবর্তন পরিলক্ষিত হয়। যেমন – উচ্চতা দিক থেকে কেউ লম্বা আবার কেউ বেঁটে প্রকৃতির হয়ে থাকে।

6. নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ

বৃদ্ধির অন্যতম বৈশিষ্ট্য হল এটি নির্দিষ্ট সময় কেন্দ্রিক প্রক্রিয়া। অর্থাৎ নির্দিষ্ট সময়ের পর ব্যক্তির বৃদ্ধি ঘটে না। তাই বৃদ্ধির যেকোনো ব্যক্তির ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন হয়ে থাকে।

উপসংহার (Conclusion)

পরিশেষে বলা যায়, বৃদ্ধি হল মানব জীবনের নিরবচ্ছিন্ন এবং ধারাবাহিক প্রক্রিয়া। বৃদ্ধির ক্ষেত্রে বয়স ভেদে ও ব্যক্তি ভেদে বিভিন্ন তারতম্য পরিলক্ষিত হয়ে থাকে।

তথ্যসূত্র (Reference)

  • A. Woolfolk – Educational Psychology – Pearson Education
  • J. W. Santrock – Educational Psychology – Mc Gray Hill
  • J. C. Aggarwal – Essentials of Educational Psychology – Vikas publisher
  • S. K. Mangal – Essentials of Educational Psychology – PHI Ltd.
  • S. K. Mangal – Advanced Educational Psychology – PHI Ltd
  • S. S. Chauhan – Advanced Educational Psychology – Vikas publisher
  • E. B. Hurlock – Child Development – Anmol Publication Pvt. Ltd
  • L. E. Berk – Child Development – PHI Ltd
  • Internet Sources

প্রশ্ন – বৃদ্ধি কাকে বলে education

উত্তর – বৃদ্ধি হল শিশুর শারীরিক আকার, ওজন, উচ্চতা প্রভৃতি বেড়ে যাওয়া।

আরোও পড়ুন

1 thought on “বৃদ্ধি কাকে বলে | বৃদ্ধির বৈশিষ্ট্য | 4 Definition of Growth”

Leave a Comment

close