বৃদ্ধি ও বিকাশের সামাজিক উপাদান | Social Factors of Growth and Development

মানব জীবনে অন্যতম বিশেষ দিক হল বৃদ্ধি এবং বিকাশ। এর ফলে ব্যক্তির পরিপূর্ণতা সম্ভব হয়। বৃদ্ধি ও বিকাশের সামাজিক উপাদান (Social Factors of Growth and Development) এই মানব জীবনের পরিপূর্ণতা আনোয়নে সম্ভব করে তোলে।

সাধারণভাবে বৃদ্ধি বলতে বোঝায় শিশুর আকার, আয়তন ও উচ্চতার বেড়ে যাওয়াকে। আর অপরদিকে বিকাশ হল শিশুর গুণগত পরিবর্তনের প্রক্রিয়া। বৃদ্ধি ও বিকাশ মানব জীবনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিক। নির্দিষ্ট সময়ের মধ্যে বৃদ্ধি সীমাবদ্ধ থাকলেও বিকাশ মানুষ জীবনের ক্ষেত্রে সারা জীবন চলতে থাকে।

বৃদ্ধি ও বিকাশের সামাজিক উপাদান | Social Factors of Growth and Development

সাধারণভাবে শিশুর বৃদ্ধি ও বিকাশের বিভিন্ন উপাদান বর্তমান। বৃদ্ধি ও বিকাশের সামাজিক উপাদান বিভিন্ন দিক থেকে পরিলক্ষিত হয়ে থাকে। এখানে বৃদ্ধি ও বিকাশের সামাজিক উপাদান গুলি আলোচনা করা হল –

1. দারিদ্র্যতা

দারিদ্র্যতা বৃদ্ধি ও বিকাশের ক্ষেত্রে বিশেষ প্রভাব বিস্তারকারী সামাজিক উপাদান। ভারতবর্ষ সহ পৃথিবীর যে সমস্ত অঞ্চল দারিদ্র্য সীমার নিচে বসবাস করে সেখানকার শিশুদের বৃদ্ধি ও বিকাশে বিশেষ প্রভাব বিস্তার করে।

তাই বিশিষ্ট অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছেন – “Poverty is capability deprivation.” অর্থাৎ দারিদ্র্য হচ্ছে সামর্থ্যের বঞ্চনা।

সুতরাং বলা যায় শিশুর বৃদ্ধি ও বিকাশের ক্ষেত্রে দারিদ্র্যতা সম্পর্ক উভয় মুখী। তাই মানব জীবনে সঠিক বৃদ্ধি বিকাশের ক্ষেত্রে দারিদ্র্য মুক্ত বা দূরীকরণের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা উচিত।

2. সুযোগ সুবিধার অভাব

ব্যক্তির বেঁচে থাকার জন্য কিছু প্রাথমিক উপাদানের প্রয়োজন হয়। যেমন – খাদ্য, বস্ত্র ও বাসস্থান। কিন্তু অনেক সময় ব্যক্তি এই সমস্ত সাধারণ সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়। তাই সুযোগ-সুবিধার অভাব বৃদ্ধি ও বিকাশের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে থাকে একথা আধুনিক মনোবিদগণ স্বীকার করে থাকেন।

সাধারণভাবে বিভিন্ন সুযোগ-সুবিধার অভাব বৃদ্ধি ও বিকাশের সামাজিক উপাদান হিসেবে প্রভাব বিস্তার করে, তার মধ্যে অন্যতম হল –

i) আর্থিক সুবিধার অভাব।,

ii) বাসস্থানের অভাব,

iii) উপযুক্ত পুষ্টিকর খাদ্যের অভাব,

iv) উপযুক্ত শিক্ষার অভাব প্রভৃতি।

3. বঞ্চনা

বঞ্চনা শিশুর বৃদ্ধি ও বিকাশের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। বৃদ্ধি ও বিকাশ পরস্পর সম্পর্কিত একটি বিষয়। শিশুর উপযুক্ত বৃদ্ধি ব্যাহত হলে অনেক ক্ষেত্রে বিকাশ ও ব্যাহত হয়ে থাকে। তাই অনেক সময় বঞ্চনা শিশুর বৃদ্ধি ও বিকাশের ক্ষেত্রে বিশেষ ভাবে বিস্তার করে।

উদাহরণস্বরূপ বলা যায় – দারিদ্র পরিবারের সন্তান উপযুক্ত খাদ্য থেকে বঞ্চিত হয় তাহলে তার যেমন বৃদ্ধি ব্যাহত হয় তেমনি অন্যদিকে বিকাশ ও ব্যাহত হয়ে থাকে।

4. পারিবারিক সমস্যা

পারিবারিক সমস্যা বৃদ্ধি ও বিকাশের সামাজিক উপাদানের মধ্যে অন্যতম। অর্থাৎ বাবা-মার মনোমালিন্য শিশুর লালন পালনের ক্ষেত্রে বিশেষ প্রভাব বিস্তার করে। পারিবারিক সমস্যা শিশুর বৃদ্ধির সাথে সাথে ভাষার বিকাশ, মানসিক বিকাশ, প্রাক্ষোভিক বিকাশ প্রভৃতি ব্যাহত হয়ে থাকে।

আধুনিক মনোবিদগণ মনে করেন যে পরিবারে পারিবারিক অশান্তি যত বেশি পরিমাণে দেখা যায় সেই পরিবারের শিশুরা একাকীত্ব ও বিভিন্ন ধরনের মানসিক রোগের শিকার হয়। ফলে তাদের মধ্যে উপযুক্ত বৃদ্ধি ও বিকাশ ব্যাহত হয়ে থাকে।

5. গরিব-প্রতিবেশী

শিশুর বৃদ্ধি বিকাশের ক্ষেত্রে পারিপার্শ্বিক পরিবেশ একটি গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ শিশু যে পরিবারে বড় হয় বা যে পরিবেশে বড় হয় সেই পরিবেশের পারিপার্শ্বিক অবস্থা যেমন গরিব-প্রতিবেশী দ্বারা বিশেষভাবে বিস্তার করে থাকে।

তবে গরিব-প্রতিবেশী প্রভাবের ফলে বৃদ্ধির প্রভাব খুব বেশি পরিলক্ষিত না হলেও বিকাশের বেশি প্রভাব লক্ষ্য করা যায়। কারণ বিকাশের ক্ষেত্রে পারিপার্শ্বিক পরিবেশ বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

6. গরিব পিতা মাতা

গরিব পিতা-মাতা ও দারিদ্রতার উপাদানটি প্রায় একই হিসেবে ধরা যায়। তবে দারিদ্রতা দেশের সমস্ত শিশুদের বৃদ্ধি ও বিকাশের উপর প্রভাব বিস্তার করে। আর গরীব পিতা-মাতা শুধুমাত্র সেই পরিবারের সন্তানদের বৃদ্ধি বিকাশের ক্ষেত্রে বিস্তার করে থাকে।

অর্থাৎ শিশুর বৃদ্ধি ও বিকাশের ক্ষেত্রে উপযুক্ত লালন পালন ও সুষম খাদ্য এবং সর্বোপরি উপযুক্ত আশ্রয় প্রয়োজন। যা গরিব পিতা-মাতা দ্বারা বহন করা সম্ভব নয়। তাই অনেক গরিব পরিবারের শিশুদের মধ্যে অপুষ্টির কারণে বৃদ্ধি যেমন ব্যাহত হয় তেমনিভাবে এই অপুষ্টিগত দিক শিশুর মানসিক বিকাশের ক্ষেত্রে বিশেষভাবে বিস্তার করে থাকে।

আরোও পোস্ট পড়ুন – Click Here Now

উপসংহার (Conclusion)

পরিশেষে বলা যায়, বৃদ্ধি ও বিকাশের সামাজিক উপাদান গুলি ছাড়াও শিক্ষার্থীদের বা শিশুর বৃদ্ধি ও বিকাশকে প্রভাবিত করে এমন উপাদান বহু পরিলক্ষিত হয়। এদের মধ্যে উল্লেখযোগ্য হল – বংশগতি, পরিবেশ, অর্থনীতি প্রভৃতি।

তথ্যসূত্র (Reference)

  • A. Woolfolk – Educational Psychology – Pearson Education
  • J. W. Santrock – Educational Psychology – Mc Gray Hill
  • J. C. Aggarwal – Essentials of Educational Psychology – Vikas publisher
  • S. K. Mangal – Essentials of Educational Psychology – PHI Ltd.
  • S. K. Mangal – Advanced Educational Psychology – PHI Ltd
  • S. S. Chauhan – Advanced Educational Psychology – Vikas publisher
  • E. B. Hurlock – Child Development – Anmol Publication Pvt. Ltd
  • L. E. Berk – Child Development – PHI Ltd
  • Internet Sources

প্রশ্ন – মানুষের বৃদ্ধি ও বিকাশের উপর প্রভাব ফেলে কোনটি?

উত্তর – মানুষের বৃদ্ধি ও বিকাশের উপর প্রভাব ফেলে বংশগতি ও পরিবেশের বিভিন্ন উপাদান। অর্থাৎ বংশগতি এবং পারিপার্শ্বিক সামাজিক পরিস্থিতি শিশুর বৃদ্ধি ও বিকাশকে বিশেষভাবে প্রভাবিত করে থাকে।

প্রশ্ন – বৃদ্ধি ও বিকাশকে প্রভাবিত করে জিনগত কারণ?

উত্তর – বৃদ্ধি ও বিকাশকে প্রভাবিত করে জিনগত কারণ বা বংশগতি। অর্থাৎ বাবা-মার আকার, আকৃতি উচ্চতা প্রভৃতি বৃদ্ধি ও বিকাশের ক্ষেত্রে বিশেষভাবে প্রভাব বিস্তার করে থাকে

আরোও পড়ুন

Leave a Comment

close