মানুষের জীবন বিকাশের ক্ষেত্রে পরিবর্তনশীল পরিবেশের মধ্যে অভিযোজনের জন্য বিভিন্ন উপাদানের মধ্যে বিকাশ একটি অন্যতম উপাদান। বিকাশকে বিশ্লেষণ করলে বিকাশের বিভিন্ন সংজ্ঞা (5 definitions of development) বা বিকাশ কাকে বলে, বৈশিষ্ট্য ও মূলনীতি প্রভৃতি পরিলক্ষিত হয়।
আধুনিক শিক্ষার লক্ষ্য হল শিশুর সর্বাঙ্গীন বিকাশ সাধন করা। বিকাশ বলতে কোন একটি নির্দিষ্ট দিককে সীমাবদ্ধ করে না। এটি ব্যক্তির সার্বিক বা সামগ্রিক পরিবর্তনের প্রক্রিয়া। আধুনিক শিক্ষার লক্ষ্য হিসেবে শিশু সর্বাঙ্গীন বিকাশ হল – দৈহিক বিকাশ, মানসিক বিকাশ, সামাজিক বিকাশ, নৈতিক বিকাশ, আধ্যাত্মিক বিকাশ, চারিত্রিক বিকাশ প্রভৃতি। এখানে বিকাশ কাকে বলে, বিকাশের বৈশিষ্ট্য এবং বিকাশের মূল নীতি গুলি কি কি তা আলোচনা করা হলো।
বিকাশ কাকে বলে | 5 definitions of development
বিকাশ হল ব্যক্তির মধ্যে ধনাত্মক ক্রমপরিবর্তন যেটি শুধুমাত্র শারীরিক পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ থাকে না। তাই বিকাশ বলতে বোঝায় ব্যক্তির ক্রিয়াগত পরিবর্তনের ধারাকে। যার মাধ্যমে ব্যক্তি নির্ভুলভাবে কোনো কাজ করার ক্ষমতা অর্জন করে থাকে।
বিভিন্ন মনোবিদ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিকাশকে সংজ্ঞায়িত করেছেন, সেগুলি হল –
1. বিশিষ্ট মনোবিদ Berk বলেছেন – শিশুর জীবনে সারা জীবনব্যাপী যে সমস্ত পরিবর্তন আসে, তাই হল বিকাশ।
2. মনোবিদ Woolfolk বলেছেন – ব্যক্তির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে পরিবর্তন আসে, তার নির্দিষ্ট কিছু অংশ হলো বিকাশ।
3. Webster‟s Dictionary অনুযায়ী – বিকাশ হল ধারাবাহিক পরিবর্তন যা একটি জীব একটি ভ্রূণীয় পর্যায় থেকে পরিপক্কতার দিকে অগ্রসর হয়। (“Development is the series of changes which an organism undergoes in passing from an embryonic stage to maturity.”)
4. বিশিষ্ট মনোবিদ Crow and Crow (1965) বলেছেন – বিকাশ বৃদ্ধির সাথে সাথে পরিবেশগত পরিস্থিতির ফলে আচরণের পরিবর্তনের সাথে সম্পর্কিত। অর্থাৎ “Development is concerned with growth as well as those changes in behavior which results from environmental situation.”
5. আবার মনোবিদ Hurlock বলেছেন – “Delopment is progressive series of orderly, coherent changs”.
তাই বলা যায়, বিকাশ হল একটি নির্দিষ্ট স্তরভিত্তিক, স্থায়ী, গুণগত, ধনাত্মক ক্রিয়াগত পরিবর্তনের প্রক্রিয়া যা নির্দিষ্ট ক্রম মেনে চলে।
বিকাশের বৈশিষ্ট্য
বিকাশের বৈশিষ্ট্য বিভিন্ন দিক থেকে পরিলক্ষিত হয়, সেগুলি হল –
1. বিকাশ হল সামগ্রিক পরিবর্তনের প্রক্রিয়া।
2. বিকাশ হল গুণগত পরিবর্তনের প্রক্রিয়া.
3. বিকাশ ধনাত্মক পরিবর্তনের প্রক্রিয়া।
4. বিকাশ সারা জীবনব্যাপী প্রক্রিয়া। অর্থাৎ এটি সারাজীবন ধরে ধারাবাহিক ভাবে চলে।
5. বিকাশ সর্বদা স্তরভেদে পরিবর্তিত হয়।
বিকাশের নীতি গুলি কি কি
বিভিন্ন মনোবিদগণ বিকাশের নীতিগুলি বিভিন্ন দিক থেকে উল্লেখ করেছেন। বিকাশে যে সমস্ত মূলনীতি বর্তমান, সেগুলি হল –
1. বিকাশ হল ক্রমানুযায়ী।
2. বংশগতি ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফল হল বিকাশ।
3. বিকাশ হল ধারাবাহিক। অর্থাৎ বিকাশ ধারাবাহিকতার নীতি মেনে চলে।
4. বিকাশ কেন্দ্র থেকে পরিধির দিকে অগ্রসর হয়।
5. বিকাশের ক্ষেত্রে ব্যক্তি বৈষম্য পরিলক্ষিত হয়।
আরোও পোস্ট পড়ুন – Click Here Now
উপসংহার (Conclusion)
পরিশেষে বলা যায়, বিকাশ হল একটি ধারাবাহিক ও সারা জীবনব্যাপী প্রক্রিয়া যেটি শিশুবা ব্যক্তির জীবনের সমস্ত রকম পরিবর্তনকে নির্দেশ করে থাকে। তাই মানুষের জীবনের একটি অন্যতম বিশেষ দিক হল বিকাশ।
তথ্যসূত্র (Reference)
- A. Woolfolk – Educational Psychology – Pearson Education
- J. W. Santrock – Educational Psychology – Mc Gray Hill
- J. C. Aggarwal – Essentials of Educational Psychology – Vikas publisher
- S. K. Mangal – Essentials of Educational Psychology – PHI Ltd.
- S. K. Mangal – Advanced Educational Psychology – PHI Ltd
- S. S. Chauhan – Advanced Educational Psychology – Vikas publisher
- E. B. Hurlock – Child Development – Anmol Publication Pvt. Ltd
- L. E. Berk – Child Development – PHI Ltd
- Internet Sources
প্রশ্ন – বিকাশ কাকে বলে education
উত্তর – বিকাশ কথাটি শিক্ষাবিজ্ঞানে একটু অন্যভাবে ব্যবহার করা হয়ে থাকে। শিক্ষাবিজ্ঞানের বিকাশ বলতে বোঝার শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশ কে। এই বিকাশ গুণগত ও পরিমাণগত উভয় প্রকৃতির হয়ে থাকে।
প্রশ্ন – ভাষার বিকাশ কাকে বলে
উত্তর – বিকাশের ক্ষেত্রে একটি অন্যতম দিক হল ভাষাগত বিকাশ বা ভাষার বিকাশ। অর্থাৎ শিক্ষার্থীদের নির্দিষ্ট বয়সের পর যথাযথ ভাষার বা কথা বলার বিকাশকে ভাষার বিকাশ বলা হয়ে থাকে। এর ফলে শিশুরা যথাযথ বাক্য গঠন করতে পারে ও কথা বলতে পারে।
প্রশ্ন – দৈহিক বিকাশ কাকে বলে
উত্তর – দৈহিক বিকাশ হল শিশুর বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের যথাযথ বিকাশ সাধন। এর ফলে শিশুরা শারীরিক অঙ্গ-প্রত্যঙ্গ গুলির যথাযথভাবে ব্যবহার করতে পারে।
আরোও পড়ুন
- শিশুর বৃদ্ধি ও বিকাশ | বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য | 10 Difference Between Growth and Development
- বৃদ্ধি কাকে বলে | বৃদ্ধির বৈশিষ্ট্য | 4 Definition of Growth
- বৃদ্ধি ও বিকাশের বৈশিষ্ট্য | Characteristics of Growth and Development
- জীবন বিকাশের বিভিন্ন স্তর গুলি আলোচনা কর | 4 Stages of Human Development
- শিখন কাকে বলে | শিখনের বৈশিষ্ট্য | 5 Definition and Characteristics of Learning
- ব্যক্তিত্ব কাকে বলে | ভালো ব্যক্তিত্বের বৈশিষ্ট্য (5 Definition and Characteristics of Personality)
সত্যি বলতে এই ওয়েবসাইটটি আমার অত্যন্ত প্রিয় একটি ওয়েবসাইট। আমি যখনই কোন প্রশ্নের উত্তর খুঁজে পাই না তখন আমি এই ওয়েবসাইটটিতে এসে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাই। এবং এই ওয়েবসাইটটিতে সমস্ত প্রশ্ন পয়েন্ট করে লেখা থাকে বলে পড়তে খুবই সুবিধা হয়।