নবান্ন স্কলারশিপ অনলাইন আবেদন | Nabanna Scholarship

পশ্চিমবঙ্গের শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ হল নবান্ন স্কলারশিপ (Nabanna Scholarship)। এই স্কলারশিপ রাজ্যের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষার জন্য প্রদান করা হয়ে থাকে।

নবান্ন স্কলারশিপ | Nabanna Scholarship

নবান্ন স্কলারশিপ এর অপর নাম হল চিপ মিনিস্টার রিলিফ ফান্ড (Chief Minister’s Relief Fund)। এটি পশ্চিমবঙ্গের মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য প্রদান করা হয়ে থাকে। বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্রাণ তহবিল থেকে এই স্কলারশিপের জন্য অর্থ প্রদান করা হয়।

নবান্ন স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীদের এককালীন ১০ হাজার টাকা দেওয়া হয়ে থাকে। যার ফলে অনেক মেধাবী ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীরা বিশেষভাবে উপকৃত হয়। প্রতি বছর এই স্কলারশিপ থেকে লক্ষ লক্ষ শিক্ষার্থীরা উপকৃত হয়ে থাকে।

নবান্ন স্কলারশিপ একাদশ শ্রেণি থেকে শুরু করে উচ্চতর শিক্ষা পর্যন্ত প্রদান করা হয়ে থাকে। অর্থাৎ যে সমস্ত শিক্ষার্থীরা মাধ্যমিক পরীক্ষায় পাশ করে ও একাদশ শ্রেণী থেকে ভর্তি হয় তারা এই স্কলারশিপের এর যোগ্য।

নবান্ন স্কলারশিপের মূল লক্ষ্য হল – যে সমস্ত শিক্ষার্থীরা আর্থিক দিক থেকে পিছিয়ে বা আর্থিক কারণে পড়াশোনা করতে পারেনা তাদেরকে এই স্কলারশিপের মাধ্যমে উচ্চশিক্ষায় সহায়তা করা।

মুখ্যমন্ত্রীর বিবেচনাধীন তহবিল এবং ত্রাণ তহবিল থেকে শিক্ষার ক্ষেত্রে সেই সমস্ত ছাত্রছাত্রীদেরকে আর্থিক সহায়তা দেওয়া হয় যারা –

i) পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা

ii) পশ্চিমবঙ্গ রাজ্যের শিক্ষাপর্ষদ / শিক্ষা সংসদ / বিশ্ববিদ্যালয় এর অনুমোদিত যে কোন প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ হওয়ার পর রাজ্য সরকারের অনুমোদিত বিদ্যালয় / মহাবিদ্যালয় / বিশ্ববিদ্যালয়ে পাঠরত।

স্কলারশিপের নামনবান্ন স্কলারশিপ বা চিফ মিনিস্টার রিলিফ ফান্ড
স্কলারশিপ প্রদানকারীপশ্চিমবঙ্গ সরকার
স্কলারশিপের মোট টাকাএককালীন ১০ হাজার টাকা
স্কলারশিপ এর যোগ্যতাযেকোনো বোর্ড পরীক্ষায় ৫০ শতাংশ থেকে ৬০ শতাংশ নম্বর পেলে আবেদন করা যাবে। এক্ষেত্রে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
পারিবারিক ইনকামপারিবারিক ইনকাম বছরে ১ লক্ষ ২০ হাজারের মধ্যে হতে হবে।
আবেদনের প্রক্রিয়াপূর্বে অফলাইনে ফর্ম ফিলাপ করে নবান্নের জমা দিতে হতো। কিন্তু বর্তমানে অনলাইন থেকে পিডিএফ ফর্ম ডাউনলোড ও প্রিন্ট আউট ও ফিলাপ করে এবং অন্যান্য ডকুমেন্ট দিয়ে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের প্রক্রিয়া এবং পিডিএফ ফর্ম নিচে আলোচনা করা হয়েছে।

নবান্ন স্কলারশিপ কি কি ডকুমেন্ট লাগবে

নবান্ন স্কলারশিপ এর ক্ষেত্রে যে সমস্ত ডকুমেন্ট শিক্ষার্থীদের প্রয়োজন সেগুলি হল –

i) এক কপি পাসপোর্ট সাইজের কালার ছবি

ii) সর্বশেষ বোর্ড পরীক্ষার মার্কশীট

iii) বিডিওর ইনকাম সার্টিফিকেট

iv) MLA -এর সই করা ফর্ম / সার্টিফিকেট এবং স্ব ঘোষণা পত্র

v) শিক্ষা প্রতিষ্ঠানের সই করা ফর্ম / সার্টিফিকেট

vi) ভর্তির প্রমাণপত্র বা রসিদ

vii) ব্যাঙ্ক অ্যাকাউন্ট

viii) স্থায়ী ঠিকানার প্রমাণপত্র

ix) বৈধ মোবাইল নম্বর এবং ইমেইল আইডি

নবান্ন স্কলারশিপ অফিসিয়াল ওয়েবসাইট | Nabanna Scholarship Official Website

নবান্ন স্কলারশিপ এর জন্য পশ্চিমবঙ্গ সরকারের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে, সেটির লিংক নিচে ছকের মাধ্যমে উল্লেখ করা হল –

Nabanna Scholarship official websiteClick Here

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ – Click Here Now

নবান্ন স্কলারশিপ অনলাইনে আবেদন | Nabanna Scholarship Online Apply

নবান্ন স্কলারশিপের জন্য প্রথমে একটি অনলাইন থেকে পিডিএফ ফর্ম ডাউনলোড করে নিতে হবে এবং যাবতীয় ফিলাপ ও সই করার পর তবে অনলাইনে উপযুক্ত ডকুমেন্টসহ সাবমিট করতে হবে। নবান্ন স্কলারশিপের অনলাইনে আবেদনের লিংক এখানে উল্লেখ করা হলো। আর নবান্ন স্কলারশিপের পিডিএফ ফর্ম নিচে উল্লেখ করা হলো।

Nabanna Scholarship Online ApplyClick Here

নবান্ন স্কলারশিপ ফর্ম |Nabanna Scholarship Form

নবান্ন স্কলারশিপ আবেদন করতে হলে প্রথমে একটি পিডিএফ ফর্ম ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে হবে। তারপর ওই ফর্মটি ফিলাপ করে নিজেদের এলাকার MLA -এর দ্বারা সই করে নিতে হবে।

তারপর সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের সই করে নিতে হবে। অর্থাৎ যেখানে বা যে স্কুল বা কলেজে শিক্ষার্থী পড়াশোনা করছে সেই স্কুল বা কলেজের হেডমাস্টার বা প্রিন্সিপালের সই করে নিতে হবে।

তাছাড়া ছাড়া উপরে দেওয়া সমস্ত ডকুমেন্ট নিয়ে অনলাইনে (যে কোন সাইবার ক্যাফে) ফর্ম ফিলাপ করে সাবমিট করতে হবে। নিচে পিডিএফ ফর্ম -এর দুটি লিংক দেওয়া হলো। অনলাইনে আবেদন করার লিংক উপরের বক্সে দেয়া হয়েছে।

Nabanna Scholarship form PDF downloadPdf Download Now
Nabanna Scholarship formPdf Download

নবান্ন স্কলারশিপ স্ট্যাটাস চেক | Nabanna Scholarship status check

নবান্ন স্কলারশিপের স্ট্যাটাস চেক কিভাবে করবেন তার লিংক বক্সের মধ্যে দেয়া হল –

Nabanna Scholarship status checkClick Here

উপসংহার (Conclusion)

পরিশেষে বলা যায়, পশ্চিমবঙ্গের দুস্থ শিক্ষার্থীদের ক্ষেত্রে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পাশাপাশি নবান্ন স্কলারশিপ একটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ। তবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর ক্ষেত্রে ৬০% এর উপরে নম্বর পেতে হয় কিন্তু নবান্ন কলারশিপ এর ক্ষেত্রে ৫০ শতাংশ থেকে ৬০% নম্বর থাকলে শিক্ষার্থীরা এই কলারশিপ এর জন্য যোগ্য বলে বিবেচিত হয়।

তথ্যসূত্র (Reference)

  • Essentials of Examinations System : Evaluation, Test and Measurement – J.C. Aggarwal – Vikash Publishing House Pvt. Ltd.
  • Statistics in Psychology and Education – S.K. Mangal – PHI Learning Pvt. Ltd.
  • E. B. Hurlock – Child Development – Anmol Publication Pvt. Ltd
  • L. E. Berk – Child Development – PHI Ltd
  • Internet Sources

প্রশ্ন – নবান্ন স্কলারশিপ 2024 last date

উত্তর – নবান্ন স্কলারশিপের মূলত লাস্ট ডেট হয়না। তবে বোর্ড পরীক্ষার রেজাল্ট বেরোনোর দু থেকে তিন মাসের মধ্যে (সেই শিক্ষা বর্ষের) আবেদন করতে হয়।

প্রশ্ন – নবান্ন স্কলারশিপ কত নাম্বার

উত্তর – নবান্ন স্কলারশিপ আবেদন করার জন্য যে কোনো বোর্ড পরীক্ষায় ৫০ থেকে ৬০% নম্বর পেলে আবেদন করা যাবে।

আরোও পড়ুন

Leave a Comment

close