SVMCM | স্বামী বিবেকানন্দ স্কলারশিপ | Swami Vivekananda Scholarship

পশ্চিমবঙ্গে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য বিভিন্ন স্কলারশিপের মধ্যে একটি অন্যতম সেরা স্কলারশিপ হল স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (Swami Vivekananda Scholarship)।

পশ্চিমবঙ্গের ছাত্র ছাত্রীদের কাছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ একটি গুরুত্বপূর্ণ। এই স্কলারশিপের মাধ্যমে বহু মেধাবী ছাত্র-ছাত্রী বিশেষভাবে উপকৃত হয়। এখানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যোগ্যতা কি, কি কি ডকুমেন্টস লাগবে, কত টাকা পাওয়া যায় প্রভৃতি আলোচনা করা হলো।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কি | What is SVMCM

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ হল পশ্চিমবঙ্গ সরকারের একটি শিক্ষাবৃত্তি প্রকল্প। এই প্রকল্প মেধাবী কিন্তু আর্থিকভাবে দূর্বল ছাত্রছাত্রীদের জন্য। যাতে তারা উচ্চশিক্ষা সম্পন্ন করতে পারে। এই স্কলারশিপ বিকাশ ভবন স্কলারশিপ নামেও পরিচিত।

এই স্কলারশিপের মাধ্যমে শিক্ষার বিভিন্ন স্তরের পড়াশোনার জন্য আর্থিক সাহায্য প্রদান করা হয়। যেমন – উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর, ডিপ্লোমা, ইঞ্জিনিয়ারিং কোর্স প্রভৃতি।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কারা পাবে

প্রতি বছর স্বামী বিবেকানন্দ মেরিট-কাম-মিন্স স্কলারশিপ স্কিম (Swami Vivekananda Merit-cum-Means Scholarship Scheme) পশ্চিমবঙ্গের উচ্চমাধ্যমিক স্তর থেকে রিসার্চ স্তর পর্যন্ত সমাজে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য রাজ্য সরকার দ্বারা প্রদান করা হয়ে থাকে।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাওয়ার জন্য পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গে যে কোনো সরকারি স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করতে হবে। তারপর ক্লাস ইলেভেনে পড়ার সময় বা ভর্তির পর ন্যূনতম যোগ্যতা থাকলে এপ্লাই করতে পারবে।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাওয়ার বিভিন্ন নিয়ম রয়েছে, সেগুলি ছকের মাধ্যমে উল্লেখ করা হল –

শিক্ষার স্তরযোগ্যতা
উচ্চ মাধ্যমিক স্তর (H.S) – ক্লাস – XIমাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম 60% নম্বর থাকতে হবে।
উচ্চ মাধ্যমিক স্তর (H.S) – ক্লাস – XIIএকাদশ শ্রেণীর পরীক্ষায় ন্যূনতম 60% নম্বর থাকতে হবে।
স্নাতক স্তরে (UG) – B.A/ B.Sc/ B.comউচ্চ মাধ্যমিকে ন্যূনতম 60% নম্বর থাকতে হবে।
স্নাতকোত্তর স্তরে (PG) – M.A./M.Scস্নাতক স্তরে ন্যূনতম 50% নম্বর থাকতে হবে
Kanyashree (K3)K2 স্কলারশিপের অন্তর্গত ছাত্রীরা স্নাতকোত্তর স্তরে (45%) নম্বর পেলে আবেদন করতে পারবেন।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এ কি কি ডকুমেন্ট লাগবে

স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদনের জন্য যে সমস্ত ডকুমেন্ট গুলি লাগবে সেগুলি হল –

i) পাসপোর্ট সাইজ কালার ছবি

ii) শেষ বোর্ড / কাউন্সিল / কলেজ / বিশ্ববিদ্যালয় পরীক্ষার মার্কশিট। অর্থাৎ মার্কশিট (শেষ পরীক্ষার) এক্ষেত্রে ক্লাস অনুযায়ী পরীক্ষার নম্বর পাওয়ার পার্সেন্টেজ দেখে নিতে হবে।

iii) পারিবারিক আয়ের শংসাপত্র (Income Certificate)। এটি জয়েন্ট বিডিও / বিডিও (গ্রামীণ এলাকায়) / এক্সিকিউটিভ অফিসার (মিউনিসিপ্যালিটি) / ডেপুটি কমিশনার (কর্পোরেশন) / গ্রুপ-এ গেজেটেড অফিসার দ্বারা প্রদত্ত হতে হবে।

*পারিবারিক বাৎসরিক আয় ২.৫ লক্ষ টাকা বা তার কম হতে হবে।

**কন্যাশ্রী আবেদনকারীদের ক্ষেত্রে পারিবারিক আয়ের শংসাপত্র (Income Certificate) প্রযোজ্য নয়।

iv) ব্যাঙ্ক পাসবুকের প্রথম পৃষ্ঠার কপি। অর্থাৎ কার্যকরী চালু অ্যাকাউন্ট নম্বর এবং আই.এফ.এস কোড-সহ ব্যাঙ্কের পাশ বইয়ের প্রথম পাতার স্ক্যান কপি।

v) এডমিশন ফি রশিদ / একাডেমিক পেমেন্টের রশিদ

vi) শিক্ষার্থীর স্বাক্ষর

vii) আইডেন্টিটি প্রুফ (যেমন, আধার কার্ড)

viii) একটি বৈধ মোবাইল নাম্বার (OTP Verification -এর জন্য)।

ix) একটি বৈধ ইমেইল আইডি

x) বসবাসের সার্টিফিকেট হিসেবে আধার আই ডি / ভোটার আই ডি / রেশন কার্ড/ সংশিষ্ট কর্তৃপক্ষ দ্বারা প্রদত্ত শংসাপত্র

** পারিবারিক আয়

পারিবারিক আয় বছরে ২,৫০,০০০ টাকা বা তার কম হতে হবে (ব্যতিক্রম: কন্যাশ্রী সুবিধাভোগী এবং নন নেট এম.ফিল, নন-নেট পি.এইচ.ডি এবং নেট এল এস পি এইচ ডি ছাত্র-ছাত্রীরা)

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এ কত টাকা পাওয়া যায়

স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা দেওয়ার পরিমাণ প্রতিটা ক্লাসে আলাদা রকম হয়ে থাকে। অর্থাৎ উচ্চমাধ্যমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত শিক্ষার বিভিন্ন স্তরে টাকা দেওয়ার পরিমাণ ভিন্ন রকম। এই প্রকল্পে মাথাপিছু বার্ষিক বৃত্তির পরিমাণ ২০১১ সালে ছিল ৬০০০-১৮০০০ টাকা, ২০২১ সাল ও বর্তমানে সেটি বেড়ে দাঁড়িয়েছে ১২০০০ থেকে ১২০০০০ টাকা পর্যন্ত।

কোন ক্লাসে কত টাকা দেওয়া হয় সেটি এখানে একটি তালিকার মাধ্যমে দেখানো হল –

উচ্চ মাধ্যমিক থেকে স্নাতক স্তর (কলা, বাণিজ্য, বিজ্ঞান ও স্নাতক স্তরে অন্যান্য পেশাদারী কোর্স) –

কোর্স/ প্রোগ্রামস (Courses / Programmes)যোগাতার জন্য প্রাপ্ত শেষ কোয়ালিফ্যায়িং পরীক্ষার নম্বর (Eligibility Marks in Last Qualifying Examination)মাসিক হার (টাকা) (Rates per Month)
উচ্চ মাধ্যমিক (HS)৬০%১০০০ টাকা
স্নাতক স্তর (কলা) / UG (Arts)১০০০ টাকা
স্নাতক স্তর (বাণিজ্য) / UG (Commerce)১০০০ টাকা
স্নাতক স্তর (বিজ্ঞান) / UG (Science)১৫০০ টাকা
স্নাতক স্তর (অন্যান্য ইউজিসি অনুমোদিত পেশাদারি কোর্স) / UG Professional Courses (UGC)১৫০০ টাকা

স্নাতকোত্তর স্তর – কলা, বাণিজ্য, বিজ্ঞান এবং পেশাদারী কোর্স

কোর্স/ প্রোগ্রামস (Courses / Programmes)যোগাতার জন্য প্রাপ্ত শেষ কোয়ালিফ্যায়িং পরীক্ষার নম্বর (Eligibility Marks in Last Qualifying Examination)মাসিক হার (টাকা) (Rates per Month)
স্নাতকোত্তর স্তর (কলা) / PG (Arts)এসভিএমসিএমএস-এর জন্য ৫৩% ও কে-৩ আবেদনকারীর জন্য ৪৫% (53% for SVMCMS 45% for K-3 applicants)২০০০ টাকা
স্নাতকোত্তর স্তর (বাণিজ্য) / PG (Commerce)২০০০ টাকা
স্নাতকোত্তর স্তর (বিজ্ঞান) / PG (Science)২৫০০ টাকা
স্নাতকোত্তর স্তর (পেশাদারি কোর্স) / PG Professional Courses  ২৫০০ টাকা

উচ্চতর শিক্ষা – এম ফিল ও পি এইচ ডি

কোর্স/ প্রোগ্রামস (Courses / Programmes)যোগাতার জন্য প্রাপ্ত শেষ কোয়ালিফ্যায়িং পরীক্ষার নম্বর (Eligibility Marks in Last Qualifying Examination)মাসিক হার (টাকা) (Rates per Month)
নন-নেট এম.ফিল / নন্‌-নেট পি.এইচ, ডি এবং নেট-এল এস পি.এইচ.ডি / Non-NET M.Phil / Non-NET PhD, NET-LS PhD   যথাক্রমে ৫০০০ টাকা ও ৮০০০ টাকা

অন্যান্য প্রফেশনাল কোর্স

কোর্স/ প্রোগ্রামস (Courses / Programmes)যোগাতার জন্য প্রাপ্ত শেষ কোয়ালিফ্যায়িং পরীক্ষার নম্বর (Eligibility Marks in Last Qualifying Examination)মাসিক হার (টাকা) (Rates per Month)
স্নাতক (ইঞ্জিনিয়ারিং), স্নাতকোত্তর (ইঞ্জিনিয়ারিং এবং এআইসিটিই অনুমোদিত পেশাদারি কোর্স / UG (ENGG), PG (ENGG), Professional Courses (AICTE)  স্নাতক স্তরে – ৬০% এবং স্নাতকোত্তর স্তরে রাজ্যের যে কোনও বিশ্ববিদ্যালয় ও পশ্চিমবঙ্গে এআইসিটিই অনুমোদিত ইনস্টিটিউট থেকে স্নাতকে ৫৫% (UG: 60% and PG: 55% in Graduation from any State University/AICTE – approved Institute in West Bengal)  ৫০০০ টাকা
পলিটেকনিক (Polytecnic)  ৬০%১৫০০ টাকা
স্নাতক স্তর (মেডিক্যাল ডিগ্রি) এবং ডিপ্লোমা কোর্স / Graduate level (Medical degree) and Diploma Course   ৬০%যথাক্রমে ৫০০০ টাকা এবং ১৫০০ টাকা  

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ স্ট্যাটাস চেক | Swami Vivekananda Scholarship Status Check

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ স্ট্যাটাস চেক (Swami Vivekananda Scholarship Status Check) করার জন্য যে সমস্ত ওয়েবসাইটের লিঙ্ক অনুসরণ করতে হবে তা হল –

Swami Vivekananda Scholarship Official WebsiteClick Here
Swami Vivekananda Scholarship RenewalClick Here
Swami Vivekananda Scholarship Status CheckClick Here

আরোও পোস্ট পড়ুন – Click Here Now

উপসংহার (Conclusion)

পরিশেষে বলা যায়, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের মাধ্যমে রাজ্যের বহু মেধাবী শিক্ষার্থী তাদের পড়াশোনার খরচ চালিয়ে যেতে পারেন। তাই গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা মেধাবী ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপের মাধ্যমে তাদের পড়াশোনার সম্পন্ন খরচ বহন করে থাকেন। এই জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ দেশের যুবসমাজের কাছে আইকন সরুপ।

তথ্যসূত্র (Reference)

প্রশ্ন – স্বামী বিবেকানন্দ স্কলারশিপ লাস্ট ডেট

উত্তর – পশ্চিমবঙ্গে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ প্রতিবছর সেপ্টেম্বর অক্টোবর থেকে শুরু হয় এবং নভেম্বর ডিসেম্বর পর্যন্ত চলতে থাকে।

প্রশ্ন – স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর টাকা কবে ঢুকবে

উত্তর – স্বামী বিবেকানন্দের স্কলারশিপের টাকা ডকুমেন্টস ভেরিফিকেশনের পর পাওয়া যায়। এটি নির্ভর করে কত তাড়াতাড়ি ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে। এবং ডকুমেন্টসগুলি একসেপ্ট হচ্ছে। তবে সাধারণত জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত একাউন্টে টাকা চলে আসে।

Q. Swami Vivekananda Scholarship status check

Ans. – Swami Vivekananda Scholarship status check link – Click Here

Q. Swami Vivekananda Scholarship eligibility

Ans. – Swami Vivekananda Scholarship eligibility are minimum 60% marks HS to PG level.

আরোও পড়ুন

Leave a Comment

close