বৈদিক যুগের শেষের দিকে সামাজিক বৈষম্য এবং জাতিভেদ প্রথার বিরুদ্ধে বিভিন্ন ধর্মের উদ্ভবের মধ্যে বৌদ্ধ ধর্ম অন্যতম। বৌদ্ধ ধর্মের মূলনীতি (Basic Principles of Buddhism) গুলি তৎকালীন সময়ে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল।
গৌতম বুদ্ধ ছিলেন বৌদ্ধ ধর্মের প্রবর্তক। তিনি আনুমানিক ৫৬৬ খ্রিষ্টপূর্বে নেপালের তরাই অঞ্চলের কপিলাবস্তু রাজ্যে রাজ পরিবারে (শাক্যবংশে) জন্মগ্রহণ করেন। মাত্র ২৯ বছর বয়সে নির্বাণ লাভের জন্যরাজকীয় সুখ ঐশ্বর্য বিসর্জন দিয়ে স্ত্রী ও ৮ দিনের পুত্র সন্তান রাহুলকে ত্যাগ করে গৃহত্যাগ করেন। ৩৫ বছর বয়সে তিনি দিব্য জ্ঞান বা বধিজ্ঞান লাভ করেন। এই জন্য তিনি বুদ্ধ বা তথাগত নামে অধিক পরিচিত।
বৌদ্ধ ধর্মের মূলনীতি | Basic Principles of Buddhism
গৌতম বুদ্ধ মানুষের দুঃখ দুর্দশা জীবন থেকে মুক্তি দেওয়ার জন্য রাজকীয় সুখ ঐশ্বর্য ত্যাগ করে কঠোর তপস্যার মাধ্যমে নির্বাণ বা দিব্যজ্ঞান লাভ করেন। বৌদ্ধত্ব লাভের পর বারানসের নিকটবর্তী সারনাথে তার পাঁচ জন শিষ্য বা পঞ্চভিক্ষুর কাছে বৌদ্ধ ধর্মের মহান বাণী ও আদর্শ প্রচার করেন।
এরপর গৌতম বুদ্ধ দীর্ঘ ৪৫ বছর ধরে উত্তর এবং পূর্ব ভারতের নানা জায়গায় বৌদ্ধ ধর্মের মহান বাণী ও আদর্শ প্রচার করেন এবং বহু মানুষকে তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেন। ৮০ বছর বয়সে গৌতম বুদ্ধ উত্তর প্রদেশের কুশিনগরে মহাপরিনির্বাণ বা দেহত্যাগ করেন।
বৌদ্ধ ধর্মের মূলনীতি কয়েকটি বিষয়ের উপর নির্ভরশীল। ত্রিপিটক, জাতক, সিংহলি প্রভৃতি গ্রন্থ থেকে বৌদ্ধ ধর্মের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক পরিলক্ষিত হয়। বৌদ্ধ ধর্মের মূলনীতি বা বৌদ্ধ দর্শনের মূল নীতিগুলি এখানে আলোচনা করা হল –
আর্যসত্য
বৌদ্ধ ধর্মের মূল বিষয় হল আর্য সত্য। অর্থাৎ গৌতম বুদ্ধ মানুষের দুঃখ দুর্দশাময় জীবনের কারণ হিসেবে চারটি আর্য সত্যের কথা বলেছেন। যেগুলি হল –
i) দুঃখ আছে
ii) দুঃখের কারণ আছে
iii) দুঃখের নিবারণ সম্ভব
iv) দুঃখ নিবৃত্তির উপায় বা পথ আছে। অর্থাৎ দুঃখের নিবৃত্তির জন্য সত্য পথ বা সঠিক পথ অনুসরণ। দুঃখের নিবৃত্তির উপায় হিসেবে গৌতম বুদ্ধ অষ্টাঙ্গিক মার্গের কথা বলেছেন।
অষ্টাঙ্গিক মার্গ
বৌদ্ধ ধর্মের একটি অন্যতম দিক হলো অষ্টাঙ্গিক মার্গ। গৌতম বুদ্ধ দুঃখ দুর্দশাময় জীবন থেকে মানুষকে নিবৃত্তি বা দুঃখের নিবৃত্তির উপায় হিসেবে যে আটটি পথের সন্ধান দিয়েছেন সেগুলিকে অষ্টাঙ্গিক মার্গে বলে।
দুঃখ নিবৃত্তির উপায় হিসেবে অষ্টাঙ্গিক মার্গগুলি হল –
১. সম্যক দর্শন বা দৃষ্টি
২. সম্যক সংকল্প
৩. সম্যক বাক্য
৪. সম্যক কর্ম
৫. সম্যক জীবনযাপন
৬. সম্যক প্রয়াস
৭. সম্যক স্মৃতি
৮. সম্যক সমাধি
নির্বাণ
বৌদ্ধ ধর্মের একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিক হল নির্বাণ লাভ করা। অর্থাৎ বৌদ্ধ ধর্মের চূড়ান্ত লক্ষ্য হল নির্বাণ লাভ। তাই বৌদ্ধ ধর্মের মূলনীতি হল নির্বাণ লাভ করা।
নির্বাণ হল যাবতীয় দুঃখ দুর্দশা ও কামনা-বাসনা বা পার্থিব সমস্ত প্রকার বন্ধন থেকে মুক্তি লাভ করা। এই ধর্মমত অনুসারে সঠিক জীবন যাপন (অষ্টাঙ্গিক মার্গ অনুসরণ করে) এবং নির্ভুল চিন্তার মাধ্যমে মানুষ দুঃখ দুর্দশা থেকে মুক্তি পেতে পারে।
তাই বুদ্ধদেব বলেছেন – ” সমুদ্রের যেমন একটিমাত্র স্বাদ এবং সেই স্বাদ হল লবণের, তেমনি আমার ধর্ম মতে একটি মাত্র স্বাদ বা লক্ষ্য হল দুঃখের হাত থেকে মুক্তি অর্জন”।
পঞ্চশীল
বৌদ্ধ ধর্মে বিভিন্ন নৈতিক উপদেশ দেওয়া রয়েছে। অর্থাৎ গৌতম বুদ্ধ মানুষের মনকে শুদ্ধ করার জন্য পাঁচটি নীতি বা পঞ্চশীল পালনের কথা বলেছেন। বৌদ্ধ ধর্মের মূলনীতি হিসেবে এই পাঁচটি নীতি বা পঞ্চশীল হল –
i) হিংসা না করা
ii) মিথ্যা কথা না বলা
iii) অপরের দ্রব্যের প্রতি লোভ না করা
iv) সুরাপান না করা
v) ব্যভিচারী না হওয়া।
উপসংহার (Conclusion)
পরিশেষে বলা যায়, বৌদ্ধ ধর্ম বা দর্শন মূলত চারটি আর্য সত্য এবং অষ্টাঙ্গিক মার্গের উপর ভিত্তি করে গঠিত হয়েছে। গৌতম বুদ্ধ মানুষের নির্বাণ লাভের জন্য এই অষ্টাঙ্গিক মার্গগুলিকে যথাযথভাবে পালনের কথা বলেন। যার ফলে বৌদ্ধ ধর্ম সাধারণ মানুষের কাছে অধিক জনপ্রিয়তা অর্জন করে। অর্থাৎ বৌদ্ধ ধর্ম কেবলমাত্র ভারতে নয়, ভারতের বাইরে মধ্য এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বহু দেশে বিস্তার লাভ করে। তাই বৌদ্ধ ধর্মের মূল নীতি গুলি ভারতীয় ধর্ম, সমাজ ও সংস্কৃতিক জীবনের ওপর বিশেষ প্রভাব বিস্তার করেছিল।
তথ্যসূত্র (References)
- Aggarwal, J. C., Theory and Principles of Education. 13th Ed. Vikas Publishing House Pvt. Ltd.
- V.R. Taneja, Educational Thoughts & Practice. Sterling Publication Pvt. Ltd. New Delhi
- Nayak, B.K, Text Book of Foundation of Education. Cuttack, Odisha: KitabMhal
- Ravi, S. Samuel, A Comprehensive Study of Education, Fourth Printing-May 2016, Delhi – 110092, ISBN – 978-81-203-4182-1,
- Basic Principles of Buddhism
- Internet sources
প্রশ্ন – বৌদ্ধ ধর্ম গ্রন্থের নাম কি
উত্তর – বৌদ্ধ ধর্ম গ্রন্থের নাম হল ত্রিপিটক। এটি তিনটি অংশে বিভক্ত। যথা – সূত্র পিটক, বিনয় পিটক এবং অভিধর্ম পিটক।
প্রশ্ন – বৌদ্ধ ধর্মের প্রবর্তক কে
উত্তর – বৌদ্ধ ধর্মের প্রবক্ত হলেন গৌতম বুদ্ধ বা তথাগত। যিনি যাবতীয় রাজকীয় সুখ ঐশ্বর্য বিসর্জন দিয়ে মানুষের দুঃখ দুর্দশা মোচনের জন্য ২৯ বছর বয়সে গৃহত্যাগ করেন এবং ৩৫ বছর বয়সে কঠোর তপস্যার মাধ্যমে নির্বাণ লাভ করেন। এর পর থেকে তিনি 45 বছর ধরে ভারতবর্ষের বিভিন্ন স্থানে বৌদ্ধ ধর্ম প্রচার করে।
আরোও পড়ুন
- শিক্ষা কি | শিক্ষার 15 টি সংজ্ঞা (Concept and Best Definition of Education)
- Role of Television: গণমাধ্যম হিসেবে টেলিভিশনের ভূমিকা
- সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে কী বোঝো | 2 টি সংজ্ঞা ও বৈশিষ্ট্য : Narrow Meaning of Education
- ব্যাপক অর্থে শিক্ষা কি | সংজ্ঞা ও বৈশিষ্ট্য : Broader Meaning of Education
- ডেলর কমিশনের শিক্ষার চারটি স্তম্ভ (Delors Commission in Bengali)
- শিশুকেন্দ্রিক শিক্ষা কি (Child Centered Education) : ধারণা, সংজ্ঞা ও বৈশিষ্ট্য