সংকীর্ণ অর্থে শিক্ষা (Narrow Meaning of Education) হল নিয়মতান্ত্রিক, পূর্বনির্ধারিত, পুঁথিগত জ্ঞানার্জনে সীমাবদ্ধ এবং ডিগ্রি অর্জনের প্রক্রিয়া।
এই শিক্ষার পাঠ্যক্রম, শিক্ষাদানের পদ্ধতি, পরীক্ষা এবং শিক্ষক প্রভৃতি পূর্বনির্ধারিত। সংকীর্ণ অর্থে শিক্ষা (Narrow Meaning of Education) হল কোনো বিশেষ জ্ঞান অর্জন করা বা কোনো বিশেষ কৌশল আয়ত্ত করা।
সংকীর্ণ অর্থে শিক্ষা কি (Concept of Narrow Meaning of Education)
যে শিক্ষামাত্র পুঁথিগত জ্ঞানার্জনে সীমাবদ্ধ ও ডিগ্রি অর্জনের প্রক্রিয়া, তাকে সংকীর্ণ অর্থে শিক্ষা বলে। সংকীর্ণ অর্থে শিক্ষার ব্যবস্থায় শিশুকে পরিপালন করা হয়। যেমন—স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় প্রভৃতি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নির্ধারিত কিছু পাঠ্যসূচি অনুসরণ করে পাঠ গ্রহণ করা।
সংকীর্ণ অর্থে শিক্ষার (Narrow Meaning of Education) দুটি তত্ত্ব প্রচলিত, যথা –
i) স্বর্ণকণিকা তত্ত্ব (Gold Sack Theory) – এই ধারণা অনুযায়ী শিক্ষা হল শিশুর শূন্য মনে ক্রমশ জ্ঞানের সঞ্চয় করা। শিক্ষক বা পুস্তক হল জ্ঞানভাণ্ডারস্বরূপ। সেই জ্ঞানভাণ্ডার থেকে স্বর্ণরূপ শস্য বা জ্ঞান শিশুর শূন্য মনে সঞ্চালিত হয়ে শিশুর মন পূর্ন হয়।
ii) পাইপ-নলের তত্ত্ব (Pipe-line Theory) – এই ধারণা অনুযায়ী শিক্ষক এবং পুস্তক হল জ্ঞানের খনি। সেই খনি বা উৎস থেকে নলের মাধ্যমে জ্ঞানের স্রোতে শিশুর শূন্যপাত্র ভরে ওঠে। এইভাবে শিক্ষা দ্বারা বাহ্যিক জ্ঞান শিক্ষক দ্বারা শিশুর শূন্য মনে সঞ্চিত হয়।
আরোও পড়ুন – ব্যাপক অর্থে শিক্ষার ধারণা, সংজ্ঞা ও বৈশিষ্ট্য |
সংকীর্ণ অর্থে শিক্ষার সংজ্ঞা (Definition of Narrow Meaning of Education)
সংকীর্ণ অর্থে শিক্ষার যে সমস্ত গুরুত্বপূর্ণ সংজ্ঞা বর্তমান, সেগুলি হল –
i) শিক্ষাবিদ ম্যাকেঞ্জি (Mackenzi) বলেছেন, “In the narrow sense education may be taken to mean any consciously directed effort to develop and cultivate powers.” অর্থাৎ সংকীর্ণ অর্থে, শিক্ষা হল শিশুর ক্ষমতাকে বিকশিত ও অনুশীলন করার সচেতন প্রচেষ্টা।
ii) বিশিষ্ট শিক্ষাবিদ John Stuart Mill বলেছেন “The culture which each generation purposefully gives to those who are to be its successors, To qualify them for at least keeping up, and if possible for raising the level of the improvement which has been attained”.
আরোও পোস্ট পড়ুন – Click Here Now
সংকীর্ণ অর্থে শিক্ষার বৈশিষ্ট্য (Characteristics of Narrow Meaning of Education)
সংকীর্ণ অর্থে শিক্ষার যে সমস্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বর্তমান, সেগুলি হল –
1. তাত্ত্বিক জ্ঞান আহরণ
সংকীর্ণ অর্থে শিক্ষা হল তাত্ত্বিক জ্ঞান অর্জনের প্রক্রিয়া। অর্থাৎ সংকীর্ণ অর্থে শিক্ষার মাধ্যমে তাত্ত্বিক জ্ঞান অর্জন বা পুঁথিগত জ্ঞান অর্জন করা হয়ে থাকে। তাই সংকীর্ণ অর্থে শিক্ষার বৈশিষ্ট্য হল তাত্ত্বিক জ্ঞান অর্জন বা আহরণের প্রক্রিয়া।
2. ডিগ্রি অর্জন
সংকীর্ণ অর্থে শিক্ষা ডিগ্রী অর্জনের প্রক্রিয়া। এই শিক্ষার শেষে শিক্ষার্থীরা ডিগ্রী বা সার্টিফিকেট অর্জন করে থাকে। তাই সংকীর্ণ অর্থে শিক্ষার বৈশিষ্ট্য হল ডিগ্রী অর্জনকারী প্রক্রিয়া।
3. নিয়মতান্ত্রিক ও পূর্বনির্ধারিত
সংকীর্ণ অর্থে শিক্ষার নির্দিষ্ট নিয়ম কানুন বর্তমান এবং এটি পূর্বনির্ধারিতভাবে সংগঠিত হয়ে থাকে। তাই সংকীর্ণ অর্থে শিক্ষার বৈশিষ্ট্য হল এটি নিয়মতান্ত্রিক ও পূর্বনির্ধারিত প্রকৃতির।
4. সুসংগঠিত এবং আনুষ্ঠানিক প্রক্রিয়া
সংকীর্ণ অর্থে শিক্ষা সুসংগঠিত হবে সংঘটিত হয় এবং অন্যদিকে এটি আনুষ্ঠানিক প্রক্রিয়া। অর্থাৎ সংকীর্ণ অর্থে শিক্ষা সুসংগঠিত এবং আনুষ্ঠানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পন্ন হয়ে থাকে।
5. জ্ঞান এবং দক্ষতা অর্জনকারী প্রক্রিয়া
সংকীর্ণ হতে শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান এবং দক্ষতার বিকাশে সহায়তা করা হয়ে থাকে। তাই এই শিক্ষাকে জ্ঞান এবং দক্ষতা অর্জনকারী প্রক্রিয়া হিসেবে বিবেচনা করা হয়।
6. নির্দিষ্ট সময়
সংকীর্ণ অর্থে শিক্ষার একটি নির্দিষ্ট সময়সীমা বর্তমান। যেখানে ব্যাপক অর্থে শিক্ষা সারা জীবন ধরে চলতে থাকে বা সারা জীবনব্যাপী প্রক্রিয়া, সেখানে সংকীর্ণ অর্থে শিক্ষার একটি সুনির্দিষ্ট সময় বর্তমান।
7. শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক শিক্ষা
সংকীর্ণ অর্থে শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান বা বিদ্যালয়ের চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ। অর্থাৎ সংকীর্ণ অর্থে শিক্ষা নির্দিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান বর্তমান। যেমন – বিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয় প্রভৃতি।
তথ্যসূত্র (References)
- Aggarwal, J. C., Theory and Principles of Education. 13th Ed. Vikas Publishing House Pvt. Ltd.
- V.R. Taneja, Educational Thoughts & Practice. Sterling Publication Pvt. Ltd. New Delhi
- Nayak, B.K, Text Book of Foundation of Education. Cuttack, Odisha: KitabMhal
- Ravi, S. Samuel, A Comprehensive Study of Education, Fourth Printing-May 2016, Delhi – 110092, ISBN – 978-81-203-4182-1,
- Internet sources
প্রশ্ন – সংকীর্ণ শিক্ষা কাকে বলে?
উত্তর – যে শিক্ষায় পাঠ্যক্রম, শিক্ষাদানের পদ্ধতি, পরীক্ষা এবং শিক্ষক প্রভৃতি পূর্বনির্ধারিত ও পুঁথিগত জ্ঞানার্জনে সীমাবদ্ধ তাকে, সংকীর্ণ শিক্ষা বলে।
প্রশ্ন – শিক্ষার সংকীর্ণ ও ব্যাপক অর্থ বলতে কি বোঝো?
উত্তর – ১. শিক্ষার সংকীর্ণ অর্থ – যে শিক্ষা চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ ও যার মাধ্যমে শিশু কেবলমাত্র পুঁথিগত জ্ঞান অর্জন করে থাকে তাকে শিক্ষা সংকীর্ণ অর্থ বলে।
২. শিক্ষার ব্যাপক অর্থ – যে শিক্ষা ব্যবস্থা সারা জীবনব্যাপী প্রক্রিয়া ও যার মাধ্যমে শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশ সাধন সম্ভবপর হয় তাকে ব্যাপক অর্থে শিক্ষা বলে।
আরোও পড়ুন
- শিক্ষা কি | শিক্ষার 15 টি সংজ্ঞা (Concept and Best Definition of Education)
- প্রাইমারি টেট সিলেবাস 2023 | WB Primary TET Syllabus PDF
- UGC NET Paper 1 New Syllabus 2023 and Quick PDF Download Link
- What is Research | 5 Definition of Research | Characteristics of Research
- যোগাযোগ কাকে বলে | যোগাযোগ প্রক্রিয়ার বৈশিষ্ট্য | What is Definition of Communication
- যোগাযোগ প্রক্রিয়ার উপাদান | 8 Essential Components of Communication
- চলক কাকে বলে (Variables) | চলক কি | চলকের সংজ্ঞা ও শ্রেণীবিভাগ
- Literature Review: সাহিত্য পর্যালোচনা সংজ্ঞা ও প্রয়োজনীয়তা
- Role of Television: গণমাধ্যম হিসেবে টেলিভিশনের ভূমিকা
1 thought on “সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে কী বোঝো | 2 টি সংজ্ঞা ও বৈশিষ্ট্য : Narrow Meaning of Education”