পরামর্শদান হল ব্যক্তির সমস্যা সমাধানের একটি গুরুত্বপূর্ণ বিষয়। কেবলমাত্র সমস্যার সমাধান নয় বরং পরামর্শদানের পরিধি (Scope of Counselling) ব্যাপক ও বিস্তৃত প্রকৃতির হয়ে থাকে।
ব্যক্তি জীবনে নির্দেশনার পাশাপাশি পরামর্শদান বিভিন্ন সময় আবশ্যিক হয়ে পড়ে। অর্থাৎ পারিপার্শ্বিক পরিস্থিতির অতিরিক্ত চাপ, বা মানসিক চাপ বা কোনো গুরুত্বপূর্ণ সমস্যার সমাধানের ক্ষেত্রে পরামর্শদান একটি কার্যকরী উপায়। তাই আধুনিককালে পরামর্শদান সমাজে একটি বিশেষ বিষয় হিসেবে বর্ণিত হয়।
পরামর্শদানের পরিধি আলোচনা | Scope of Counselling
পরামর্শ দান হল এমন একটি প্রক্রিয়া যেখানে একটি মুখোমুখি সম্পর্ক তৈরি হয় এবং পরামর্শদাতা পরামর্শগ্রহীতার বিভিন্ন সমস্যা সমাধান করে থাকে। বিশিষ্ট আমেরিকান মনোবিজ্ঞানী কার্ল রজার্স বলেছেন – পরামর্শদান হল ব্যক্তির সঙ্গে ব্যক্তির প্রত্যক্ষভাবে যোগাযোগের একটি ক্রম, যার লক্ষ্য হল ব্যক্তিকে তার মনোভাব এবং আচরণ পরিবর্তনের সহায়তা প্রদান করা।
সাধারণভাবে ব্যক্তির নিজস্ব বা ব্যক্তিগত, সামাজিক এবং মনস্তাত্ত্বিক সমস্যাগুলি নিয়ে পরামর্শদান পরিচালিত হয়। তাই পরামর্শদানের মাধ্যমে ব্যক্তির পেশাগত, ব্যক্তিগত ও সমাজ জীবনের সঙ্গে সুষ্ঠুভাবে মানিয়ে নিতে সাহায্য করে। পরামর্শদানকে বিশ্লেষণ করলে পরামর্শদানের বিভিন্ন পরিধি বা ক্ষেত্রগুলি পরিলক্ষিত হয়, সেগুলি হল নিম্নলিখিত –
শিক্ষা সংক্রান্ত পরামর্শদান
শিক্ষা সংক্রান্ত যাবতীয় সমস্যা সমাধানের ক্ষেত্রে পরামর্শদান একটি কার্যকরী ও উপযোগী উপায়। তাই পরামর্শদানের পরিধির মধ্যে শিক্ষা সংক্রান্ত বিষয়গুলি বিশেষভাবে প্রাধান্য পায়। শিক্ষায় পরামর্শদানের মাধ্যমে শিক্ষার বিস্তৃত পরিসর যেমন – শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষা প্রতিষ্ঠান প্রভৃতির উন্নতি সাধন করা।
তাছাড়া শিক্ষা সংক্রান্ত পরামর্শদানের মাধ্যমে শিক্ষার্থীদের নির্দিষ্ট শিক্ষাগত লক্ষ্য নির্ধারণ, উপযুক্ত কোর্স নির্বাচন এবং শিক্ষা পরিকল্পনা গ্রহণের সহায়তা করে। আবার এই পরামর্শদান শিক্ষার্থীর আগ্রহ, ক্ষমতা, ভবিষ্যৎ সম্ভাবনা প্রভৃতি বিষয় সম্পর্কে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে সাহায্য করে।
মানসিক স্বাস্থ্য বিষয়ক পরামর্শদান
আধুনিক প্রযুক্তিগত যুগে দ্রুত সমাজ পরিবর্তনের সাথে সাথে মানুষের মানসিকতার পরিবর্তন সাধিত হচ্ছে। এর ফলে মানুষের বিভিন্ন মানসিক স্বাস্থ্যগত সমস্যা দেখা দিচ্ছে। আর এই মানসিক স্বাস্থ্য সমস্যা সমাধানের ক্ষেত্রে পরামর্শদান একটি কার্যকারী হাতিয়ার। তাই ব্যক্তির মানসিক স্বাস্থ্য বজায় রাখার ক্ষেত্রে পরামর্শদানের ভূমিকা উল্লেখযোগ্য। এই পরামর্শদান ব্যক্তির বিষন্নতা, উদ্বেগ, মানসিক চাপ, দুশ্চিন্তা, অন্তদ্বন্দ্ব, হতাশা প্রভৃতি কমাতে সহায়তা করে। এখানে পরামর্শদাতা পরামর্শ গ্রহীতার প্রয়োজন অনুসারে বিভিন্ন প্রকারের পরামর্শদান বা মানসিক চিকিৎসা করে থাকেন।
পরিবার সংক্রান্ত পরামর্শদান
পৃথিবীর সব ভারতবর্ষের বিভিন্ন সমাজে বিভিন্ন প্রকারের পরিবারের সন্ধান পাওয়া যায়। তবে পরিবার সমাজের একটি গুরুত্বপূর্ণ সংস্থা। কিন্তু অনেক সময় পারিবারিক অশান্তি বা বিবাদ ব্যক্তিকে সংগতিবিধানে অক্ষম করে তোলে। আবার পিতা-মাতার দ্বন্দ্ব, ভাই বোনের অশান্তি বা প্রতিদ্বন্দ্বতা, ভাই ভাইয়ের মধ্যে অশান্তি, বিবাহ বিচ্ছেদ, পরিবারের হঠাৎ বিপর্যয় বা প্রিয়জনের মৃত্যু প্রভৃতি ক্ষেত্রে পরামর্শদান বিশেষ কার্যকরী।
তাই এই পরামর্শদানের মাধ্যমে পরিবারের সদস্যদের মধ্যে যোগাযোগের ক্ষমতা বৃদ্ধি, প্রতিদ্বন্দ্বিতা হ্রাস, দ্বন্দ্বের সমাধান, সম্পর্কগত জটিলতার নিয়ন্ত্রণ করা সহজসাধ্য হয়। সুতরাং পারিবারিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে পরিবার সংক্রান্ত পরামর্শদান বিশেষ কার্যকরী উপায়।
পেশাগত বিষয়ে পরামর্শদান
পেশাগত বিষয়ে পরামর্শদান সাধারণভাবে পেশাগত বিভিন্ন সমস্যার সমাধান করে থাকে। অর্থাৎ বিভিন্ন সময়ে ব্যক্তি যে পেশাতে থাকে সেই পেশায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হন এবং সেই সমস্যার সংক্রান্ত সমাধানের ক্ষেত্রে পেশাগত সংক্রান্ত পরামর্শদান বিশেষভাবে কার্যকরী। অর্থাৎ কর্মক্ষেত্রে হয়রানি। কর্মহীনতার আশঙ্কা, অস্বাস্থ্যকর পরিবেশে কাজ, প্রতিযোগিতা প্রভৃতি ক্ষেত্রে ব্যক্তিকে এই পরামর্শদান বিশেষভাবে সাহায্য করে থাকে। তাই পেশাগত বিষয় সংক্রান্ত পরামর্শদান হল পরামর্শদানের পরিধির অন্তর্গত।
শিশু ও কিশোরদের পরামর্শদান
শিশু ও কিশোর পরামর্শদান হল শিশু এবং কিশোরদের বিভিন্ন বৃদ্ধি ও বিকাশ সংক্রান্ত সমস্যা ও অন্যান্য সমস্যার সমাধান। তাই এই পরামর্শদান শৈশব ও কৈশোরকালের বিভিন্ন জটিলতা দূরীকরণের মাধ্যমে শিক্ষার্থীদের সঠিক পথে এগিয়ে চলতে সহায়তা করে। তাই বর্তমানে এই পরামর্শদান শিশু ও কৈশোরদের বিভিন্ন সমস্যা যেমন – দুশ্চিন্তা, ট্রমা, অটিজম, বিষন্নতা, বদমেজাজ, স্কুলপালানো প্রভৃতির সমস্যা সমাধানে বিশেষভাবে সাহায্য করে থাকে।
ব্যক্তিগত সমস্যা সংক্রান্ত পরামর্শদান
ব্যক্তিগত বিভিন্ন সমস্যার সমাধানের জন্য ব্যক্তি সংক্রান্ত পরামর্শদান বিশেষ কার্যকরী। অর্থাৎ ব্যক্তির ব্যক্তিগত বিভিন্ন সমস্যা থাকে যা একান্ত ব্যক্তিগত। সেগুলো সমাধানের ক্ষেত্রে এই পরামর্শদান বিশেষভাবে সহায়তা করে। তাই ব্যক্তিগত সমস্যার সংক্রান্ত পরামর্শদানের জন্য সর্বোত্তম নিরাপদ এবং গোপনীয় পরিবেশ তৈরি প্রয়োজন হয়। এই পরামর্শদান ব্যক্তিকে নিজস্ব চ্যালেঞ্জ বা সমস্যা মোকাবেলা করতে, আত্মসচেতনতা বৃদ্ধিতে ও ব্যক্তিগত উন্নয়নের সাহায্য করে। তাই ব্যক্তিগত সংক্রান্ত পরামর্শদান হল পরামর্শদানের পরিধির অন্তর্গত।
অবসরযাপনমূলক পরামর্শদান
অবসরযাপনমূলক পরামর্শদানের মাধ্যমে ব্যক্তিকে বার্ধক্য জনিত অবসর সময়কে সুন্দরভাবে অসুস্থভাবে কাটাতে সহায়তা করে। তাই এই ধরনের পরামর্শদানের মাধ্যমে বয়স্ক ব্যক্তিদের সহায়তা করা হয়ে থাকে। যে সমস্ত বয়স্ক ব্যক্তিরা বার্ধক্য জনিত কারণে বিভিন্ন বাধার সম্মুখীন হয় তাদের সমস্যার সমাধান করা হয় এই পরামর্শদানের মাধ্যমে। তাই এই পরামর্শদানের মাধ্যমে বয়স্ক ব্যক্তিরা জীবনে বেঁচে থাকার রসদ খুঁজে পায় এবং স্বাধীন ও উন্নত জীবনযাপনে সক্ষম হয়ে ওঠে।
উপসংহার (Conclusion)
পরিশেষে বলা যায়, পরামর্শদানের পরিধি ব্যক্তির জীবনের বিভিন্ন অংশ জুড়ে বিদ্যমান। তাই এর পরিধি অনেকটা বিস্তৃত। তাই পরামর্শদান মানব জীবনের সামগ্রিক বিকাশের ও সুস্থতার দিকে তার সমস্যার সমাধানের ক্ষেত্রকে অন্তর্ভুক্ত করে। এজন্য মানব জীবনে পরামর্শদানের পরিধি প্রসারিত।
তথ্যসূত্র (Reference)
- Basu, N.C. Educational and Vocational Guidance.
- Chauhan, S.S. – Principles and Techniques of Guidance.
- Dave Indu – The Basic Essentials of Counseling.
- Kocher, S.K. – Guidance and Counselling in Secondary School
- Scope of Counselling
- NCERT- Guidance and Counseling.
প্রশ্ন – পরামর্শদানের প্রধান কাজ কী?
উত্তর – পরামর্শদানের প্রধান কাজ হল ব্যক্তির ব্যক্তি ব্যক্তিগত সমস্যা বা অন্যান্য গুরুতর সমস্যা সমাধান করা। অর্থাৎ ব্যক্তি যখন কোনো সমস্যায় পড়ে তখন পরামর্শদাতা সঠিক পরামর্শদানের মাধ্যমে ব্যক্তিকে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে শেখায়।
আরোও পড়ুন
- নির্দেশনা কাকে বলে | 10 Definition of Guidance
- নির্দেশনা ও পরামর্শ দানের পার্থক্য | 10 Difference between Guidance and Counseling
- পরামর্শদান কাকে বলে | Counseling Meaning in Bengali