Share on WhatsApp Share on Telegram

পরিবারের প্রকারভেদ বা শ্রেণিবিভাগ | 12 Types of Family in Sociology

মানব সমাজের বিভিন্ন সামাজিক গোষ্ঠীর মধ্যে পরিবার হল একটি গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠান। সম্পর্কের বিভিন্ন দিকের উপর ভিত্তি করে পরিবারের প্রকারভেদ বা ধরন (Types of Family in Sociology) বিভিন্ন দিক থেকে পরিলক্ষিত হয়।

পরিবার হল সমাজের সবথেকে ক্ষুদ্রতম প্রতিষ্ঠান। পরিবারের মধ্যে একটি শিশু লালিত পালিত হয় ও পূর্ণাঙ্গ মানুষ রূপে আত্মপ্রকাশ করে। অর্থাৎ পরিবার মানব জীবনের প্রাথমিক সামাজিক গোষ্ঠী হিসেবে গণ্য করা হয়। পরিবার ব্যথিত কোনো সভ্যতা টিকে থাকতে পারে না। পরিবারের বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন প্রকারের পরিবার পরিলক্ষিত হয়।

পরিবারের প্রকারভেদ | 12 Types of Family in Sociology

পরিবারের ইংরেজি শব্দ Family শব্দটি ল্যাটিন শব্দ Famulus থেকে এসেছে। সাধারণভাবে পরিবার হলো একটি সংঘবদ্ধ গোষ্ঠী। যেখানে একাধিক ব্যক্তিবর্গের মধ্যে বৈবাহিক বা রক্তের সম্পর্কের ভিত্তিতে ব্যক্তিরা পারস্পরিক বন্ধনে আবদ্ধ হয়।

পরিবারের সংজ্ঞা প্রসঙ্গে বিশিষ্ট সমাজতাত্ত্বিক নিমকফ বলেছেন – পরিবার হল স্বামী-স্ত্রীর একটি স্থায়ী সংগঠন।

সাধারণভাবে পরিবার একটি বিশ্বজনীন সামাজিক প্রতিষ্ঠান। তবে সারা পৃথিবীতে একই প্রকারের পরিবার পরিলক্ষিত হয় না। সমাজভেদে পরিবারের প্রকারভেদ -এর মধ্যে বিভিন্নতা ও বৈচিত্র্যতা পরিলক্ষিত হয়। অর্থাৎ দেশকাল ভেদে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পরিবারের সৃষ্টি হয়। পরিবারের প্রকারভেদ গুলি যে সমস্ত দিক থেকে পরিলক্ষিত হয়, সেগুলি হল –

1. একক পরিবার

পরিবারের প্রকারভেদ গুলির মধ্যে অন্যতম হলো একক পরিবার বা সিঙ্গেল ফ্যামিলি। এই পরিবার স্বামী স্ত্রী ও তাদের অবিবাহিত সন্তান নিয়ে গঠিত হয়। একক পরিবার ক্ষুদ্র প্রকৃতির হয়ে থাকে। অর্থাৎ একক পরিবারের সদস্য সংখ্যা দুই থেকে পাঁচজনের মধ্যে হয়ে থাকে। বর্তমানে সারা পৃথিবীতে একক পরিবারের সংখ্যা বিভিন্ন কারণে বৃদ্ধি পেয়েছে।

2. যৌথ পরিবার

পরিবারের প্রকারভেদ গুলির মধ্যে একটি অন্যতম ও প্রাচীন প্রকৃতির হল যৌথ পরিবার। অর্থাৎ পরিবারের গঠন কাঠামোর উপর ভিত্তি করে যৌথ পরিবারের শ্রেণীবিভাগ করা হয়। যৌথ পরিবারে বহু জন সদস্য থাকে। অর্থাৎ যৌথ পরিবার গুলিতে স্বামী-স্ত্রী, সন্তান-সন্ততি, বাবা-মা, কাকা জ্যাঠা প্রভৃতি সদস্য নিয়ে গড়ে ওঠে। এই ধরনের পরিবার দুই বা ততোধিক প্রজন্ম একত্রে বসবাস করে। তবে বর্তমানে বিভিন্ন কারণে যৌথ পরিবারের ভাঙ্গন দেখা দিয়েছে।। অর্থাৎ সারা পৃথিবীতে ধীরে ধীরে যৌথ পরিবার ভেঙে যাচ্ছে।

3. বহুপত্নীমূলক পরিবার

বহুপত্নী মূলক পরিবার হল পরিবারের একটি ধরন। যেখানে একটি পুরুষ সদস্যের সাথে একাধিক মহিলা সদস্য বা স্ত্রীলোক বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়। সাধারণত ভারতবর্ষে বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের মধ্যে, কুলীন ব্রাহ্মণ সমাজে এমনকি সাধারণ সমাজেও এই বহুপত্নীমূলক পরিবার দেখা যায়।

4. বহুপতিমূলক পরিবার

বহুপতিমূলক পরিবার হলে এমন একটি পরিবারের ধরন যেখানে একজন স্ত্রীলোক একই সময়ে একাধিক পুরুষের সঙ্গে বৈবাহিক সম্বন্ধে আবদ্ধ হয়ে পরিবার গড়ে তোলে। তবে এই ধরনের পরিবার খুবই কম পরিলক্ষিত হয় এবং এই পরিবারের মধ্যে পতিদের পরস্পর পরস্পরের রক্তের সম্পর্কে ভিত্তিতে গড়ে ওঠে। যেমন – পরিবারের দু তিনজন ভাইকে নিয়ে একটি স্ত্রীলোক বৈবাহিক সম্বন্ধে আবদ্ধ হয় ও পরিবার গঠন করে। ভারতবর্ষের উত্তরাখণ্ডের খাসা আদিবাসী গোষ্ঠীর মধ্যে এই ধরনের পরিবার গড়ে ওঠে।

উপসংহার (Conclusion)

পরিশেষে বলা যায়, পরিবারের বিভিন্ন প্রকারভেদ বা ধরন (Types of Family in Sociology) বিভিন্ন কারণে সৃষ্টি হয়। অর্থাৎ সারা পৃথিবীর মধ্যে ব্যক্তিগত সম্পর্কের উপর ভিত্তি করে বা বৈবাহিক অবস্থানের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের পরিবারের জন্ম হয়। তবে যাই হোক না কেন প্রতিটি পরিবার সমাজের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে গণ্য করা হয়। কারণ পরিবার ছাড়া সমাজকে কখনো কল্পনা করা যায় না।

প্রাথমিক গোষ্ঠীর ধারণা, সংজ্ঞা, বৈশিষ্ঠ্য ও শিক্ষাগত তাৎপর্যসামাজিক গোষ্ঠীর ধারণা, সংজ্ঞা ও শ্রেণীবিভাগ
শিশুর সামাজিকীকরণে পরিবারের ভূমিকাশিশুর সামাজিকীকরণে বিদ্যালয়ের ভূমিকা

তথ্যসূত্র (Reference)

  • Brown, F. J. (1954). Educational Sociology. New York: Prentice-Hall.
  • Bhattacharjee, Srinivas. (1996). Philosophical & Sociological Foundation of Education. Herald book service.
  • Das, P. (2007). Sociological Foundation of Education. New Delhi: Authorspress
  • Shukla, S & K Kumar. (1985). Sociological Perspective in Education. New Delhi, Chanakya
    Publications
  • Sodhi, T.S & Suri, Aruna. (1998). Philosophical & Sociological Foundations of Education, H.P Bhargav Book House, Agra,
  • Types of Family in Sociology

প্রশ্ন – পরিবার কত প্রকার ও কি কি

উত্তর – সম্পর্কের প্রকৃতি বা অন্যান্য বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে পরিবার বিভিন্ন প্রকারের হয়ে থাকে। সেগুলি হল – একক পরিবার, যৌথ পরিবার, বহুপত্নীমূলক পরিবার, বহুপতিমূলক পরিবার প্রভৃতি।

আরোও পড়ুন

Mr. Debkumar – Author and Founder of Edutiips.com

Mr. Debkumar – Author and Founder of Edutiips.com

A committed teacher with more than ten years of teaching experience at a general degree college, focused on academic excellence and the overall development of students.

Leave a Comment

close