Share on WhatsApp Share on Telegram

শিখন সঞ্চালনের প্রকারভেদ | Types of Transfer of Learning

Join Our Channels

শিখন সঞ্চালন হল একটি পরিস্থিতিতে অর্জিত জ্ঞান বা অভিজ্ঞতা অন্য পরিস্থিতিতে সঞ্চালন। বিভিন্ন দিক থেকে শিখন সঞ্চালনের প্রকারভেদ (Types of Transfer of Learning) পরিলক্ষিত হয়।

শিখন সঞ্চালনের প্রকারভেদ | Types of Transfer of Learning

শিখন সঞ্চালন হল কোনো বিষয় শিখন বা অভিজ্ঞতা অন্য কোনো বিষয় শিখনের উপর প্রভাব বিস্তার। মানবজীবনে শিখন সঞ্চালন একটি গুরুত্বপূর্ণ দিক। কারণ আধুনিক ধারণা অনুযায়ী এক পরিস্থিতির শিখনলব্ধ অভিজ্ঞতা ব্যক্তি অন্য পরিস্থিতিতে বা কোনো সমস্যার সমাধানে প্রয়োগ করে থাকে।

বিভিন্ন মনোবিদ শিখন সঞ্চালনকে বিভিন্ন ভাগে ভাগ করেছেন, সেগুলি হল নিম্নলিখিত –

ধনাত্মক শিখন সঞ্চালন

ধনাত্মক শিখন সঞ্চালন হল এমন শিখন সঞ্চালন যেখানে শিখন আরেকটি সমধর্মী শিখন পরিস্থিতিতে সাহায্য করে। অর্থাৎ যখন একটি নির্দিষ্ট ধরণের শিখন কোন একটি সমধর্মী শিখন পরিস্থিতিতে সঞ্চালিত হয় তখন তাকে ধনাত্মক শিখন সঞ্চালন বলে।

ধনাত্মক শিখন সঞ্চালনের উদাহরণ

ধনাত্মক শিখন সঞ্চালনের উদাহরণ হল –

i) বাংলা ব্যাকরণের শিখন ও সংস্কৃত ব্যাকরণ শিখনের ক্ষেত্রে সঞ্চালন।

ii) ইতিহাস ও ভূগোলের শিখনের ক্ষেত্রে সহজবোধ্য হলে এটি ইতিবাচক শিখন সঞ্চালন ঘটে।

iii) কোনো ব্যক্তি টেনিস খেলতে জানলে তার ব্যাডমিন্টন খেলতে সুবিধা হয়। এক্ষেত্রে টেনিস খেলার জ্ঞান বা অভিজ্ঞতা ব্যাডমিন্টন খেলায় সহায়তা করে।

ঋণাত্মক শিখন সঞ্চালন

যখন কোনো একটি বিষয়ের শিখন অন্য কোনো শিখন পরিস্থিতিতে বাধার সৃষ্টি করে, তখন তাকে ঋণাত্মক শিখন সঞ্চালন বলে।

ঋণাত্মক শিখন সঞ্চালনের উদাহরণ

ঋণাত্মক শিখন সঞ্চালনের উদাহরণ হল –

i) ইতিহাস ও গণিতের মধ্যে ঋণাত্মক শিখন সঞ্চালন

ii) সাধারণ বানান এবং উচ্চারণগত ক্ষেত্রে এই ধরনের শিখন সঞ্চালন বর্তমান।

শূন্য শিখন সঞ্চালন

যখন পূর্ববর্তী কোনো শিখন পরিস্থিতির কোনো প্রভাব পরবর্তী শিখন পরিস্থিতির উপর দেখা যায় না, সেটিকে শূন্য শিখন সঞ্চালন বলে।

শূন্য শিখন সঞ্চালনের উদাহরণ

শূন্য শিখন সঞ্চালনের উদাহরণ হল –

i) সাহিত্য ও রসায়নের একটি সূত্র এর মধ্যে শূন্য সঞ্চালন ঘটে বা কোনো শিখন সঞ্চালন ঘটে না।

ii) ইতিহাসের কোনো অধ্যায় শেখার পর ইংরেজির গ্রামার শিখন। এক্ষেত্রে ইতিহাসের কোনো জ্ঞান বা অভিজ্ঞতা ইংরেজি গ্রামার শিখনের সহায়ক হবে না। তাই এটি জিরো বা শূন্য শিখন সঞ্চালন।

আরোও পোস্ট পড়ুন – Click Here Now

Low Road Transfer

বারবার অনুশীলনের ফলে অর্জিত পূর্ব অভিজ্ঞতা বা জ্ঞান যখন স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী অন্য কোনো কাজে ব্যবহৃত হয় তখন তাকে লো রোড ট্রান্সফার বলে।

অর্থাৎ কোন নির্দিষ্ট আচরণকে বারবার অনুসরণ করলে সেই কাজ বা শিখন বা আচরণটি অভ্যাসে পরিণত হয়। ফলে স্বাভাবিকভাবে ঐ শিখন অভিজ্ঞতা সমধর্মী কোন কাজে ব্যবহৃত হয় বা শিখন সঞ্চালন ঘটে।

উদাহরণস্বরূপ বলা যায় – কেউ প্রতিদিন বাইক চালালে যে কোনো বাইক অভ্যাসবশত চালাতে সক্ষম হবে। অর্থাৎ এক্ষেত্রে জ্ঞান বা অভিজ্ঞতা বা দক্ষতা অন্য পরিস্থিতিতে স্বাভাবিক ও স্বয়ংক্রিয়ভাবে সঞ্চালন হয়।

High Road Transfer

পূর্বে সম্পাদিত কোনো কাজের অর্জিত অভিজ্ঞতা বা জ্ঞান বা দক্ষতার বিমূর্ত অংশ বা কিছু অংশ যখন পরবর্তী অন্য কোনো অপেক্ষাকৃত কম সাদৃশ্য যুক্ত কাজে ব্যবহৃত হয়, তখন তাকে হাই রোড ট্রান্সফার বলা হয়।

এই ধরনের শিখন সঞ্চালনে ব্যক্তির সচেতনতা ও প্রতিফলিত চিন্তন এর ক্ষেত্রে ব্যবহৃত হয় এক্ষেত্রে পূর্ববর্তী কাজের বা অভিজ্ঞতা পরবর্তী কাজের ক্ষেত্রে কম সাদৃশ্য যুক্ত হয়।

আবার, ১৯৯২ সালে বিশিষ্ট মনোবিদ Salamon Perkins শিখন সঞ্চালনের জন্য দুটি ভাগের কথা বলেন। যেমন – সন্নিহিত শিখন সঞ্চালন এবং দূরবর্তী শিখন সঞ্চালন।

উপসংহার (Conclusion)

পরিশেষে বলা যায়, শিখন সঞ্চালন এক পরিস্থিতিতে শিখন বা অভিজ্ঞতা বা জ্ঞান অন্য কোনো পরিস্থিতিতে ব্যক্তির শিখনের সহায়ক। এটি শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার সমাধানে সাহায্য করে থাকে। তাই শিখনের বিভিন্ন ধরন (Types of Transfer of Learning) অনুযায়ী শিখন সঞ্চালন বিভিন্ন প্রকৃতির পরিলক্ষিত হয়।

তথ্যসূত্র (Reference)

  • A. Woolfolk – Educational Psychology – Pearson Education
  • J. W. Santrock – Educational Psychology – Mc Gray Hill
  • J. C. Aggarwal – Essentials of Educational Psychology – Vikas publisher
  • S. K. Mangal – Essentials of Educational Psychology – PHI Ltd.
  • S. K. Mangal – Advanced Educational Psychology – PHI Ltd
  • S. S. Chauhan – Advanced Educational Psychology – Vikas publisher
  • E. B. Hurlock – Child Development – Anmol Publication Pvt. Ltd
  • L. E. Berk – Child Development – PHI Ltd
  • Types of Transfer of Learning
  • Internet Sources

প্রশ্ন – শিখন সঞ্চালন কয় প্রকার ও কি কি

উত্তর – বিশিষ্ট মনোবিদ Ellis শিখন সঞ্চালনকে প্রধান তিনটি ভাগে ভাগ করেছেন, সেগুলি হল – ধনাত্মক শিখন সঞ্চালন, ঋণাত্মক শিখন সঞ্চালন এবং শুন্য শিখন সঞ্চালন।

আরোও পড়ুন

শিখন সঞ্চালনের প্রকারভেদ | Types of Transfer of Learning সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।

Rate this post

Mr. Debkumar – Author and Founder of Edutiips.com

Mr. Debkumar – Author and Founder of Edutiips.com

A dedicated educator with 10+ years of teaching experience

He is also an active contributor on Quora, where he shares expert insights on education and social issues.

Leave a Comment

close