বর্তমানে শারিশিক্ষা স্কুল স্তরের গন্ডি পেরিয়ে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতেও বিশেষ গুরুত্ব পেয়েছে। শারীর শিক্ষা কাকে বলে (Definition of Physical Education), অর্থ, সংজ্ঞা ও বৈশিষ্ট্যগুলি বিস্তারিতভাবে উল্লেখিত হল।
বর্তমানে শারীরশিক্ষা শরীরচর্চা সম্পর্কিত বিষয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এর বিস্তৃতি সুদূরপ্রসারী। তাই শিক্ষা প্রতিষ্ঠানে ‘শারীরশিক্ষার শিক্ষক’ নিয়োগ করা হচ্ছে।
স্বাস্থ্য ও শারীর শিক্ষা কাকে বলে | Definition of Physical Education
ইংরেজি Physical Education এর আক্ষরিক অর্থ হল শারীর এবং শিক্ষা। শরীরকে সুস্থ রাখার জন্য বিজ্ঞানসম্মতভাবে যে শিক্ষার ব্যবস্থা করা হয়, তাকে শারীর শিক্ষা বলে। তবে শারীরিক শিক্ষা কেবলমাত্র দৈহিক বিকাশের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং এটি আধুনিক শিক্ষা ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ। এবং বর্তমানে শারীরিক শিক্ষার লক্ষ্য হলো শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশ সাধন। সেই জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুর প্রাথমিক অবস্থা থেকে প্রাপ্তবয়স্ক অবস্থা পর্যন্ত শরীরকে সুস্থ রাখার জন্য শারীরিক শিক্ষা পাঠক্রমে অন্তর্ভুক্ত হয়েছে।
স্বাস্থ্য ও শারীরশিক্ষার সংজ্ঞা
স্বাস্থ্য ও শারীর শিক্ষা একই অর্থের ব্যবহার করা হয়। অর্থাৎ স্বাস্থ্য ও শারীর শিক্ষা সমার্থক শব্দ। বিভিন্ন শারীরিবিদ ও বিশেষজ্ঞগণ শারীর শিক্ষার বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন, সেগুলি এখানে উল্লেখ করা হল –
1. ব্রাউনেল ও হ্যাগম্যানের মতে, শারীরশিক্ষা হল বৃহৎ পেশী সঞ্চালনের মাধ্যমে যে সুখকর অভিজ্ঞতা সঞ্চিত হয় তাদের সমন্বয় যা বৃদ্ধি ও বিকাশকে উন্নতি করে।
2. জে.এফ. উইলিয়ামস (J. F. Williams) বলেছেন – “Physical Education is the sum of man’s physical activities selected as to kind conducted as to outcomes.”
অর্থাৎ শারীরিক শিক্ষা হল মানুষের শারীরিক ক্রিয়াকলাপের সমষ্টি যা ফলাফলের জন্য পরিচালিত হয়।
3. জে. পি. থমাস (J. P. Thomas) বলেছেন, ‘শারীরশিক্ষা হল সাধারণ শিক্ষা যা শারীরিক ক্রিয়াকলাপের মাধ্যমে একটি শিশুর সম্পূর্ণ ব্যক্তিত্বের বিকাশ ঘটায় ও তার দেহ, মন ও আত্মার সম্পূরণ ঘটায়।’
4. জে. বি. ন্যাস (J.B. Nash)-এর মতে, ‘শারীর শিক্ষা হল সাধারণ শিক্ষার সেই ক্ষেত্র যা বৃহৎ মাংসপেশীর সঞ্চালন ও তার ফলাফল সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করে।
5. এইচ. এম ব্যারো (Harold M. Barrow) বলেছেন – “Physical Education is an education of and through human movement where many of the educational objectives are achieved by means of big muscle activities involving sport, games, gymnastics, dance and exercises.”
অর্থাৎ ব্যায়াম, নাচ, জিমন্যাস্টিক্স, খেলাধূলা প্রভৃতি সমন্বিত বৃহৎ মাংসপেশী সঞ্চালনের ফলে অর্জিত শিক্ষা যা শিক্ষার উদ্দেশ্য সাধন করে তাহাই শারীরশিক্ষা।
6. ব্রাউনেল এবং হ্যাগম্যান (Brownell & Hagman) বলেছেন – “শারীরিক শিক্ষা হল বৃহৎ পেশী ক্রিয়াকলাপে অংশগ্রহণের মাধ্যমে স্বাস্থ্যকর অভিজ্ঞতার সঞ্চয় যা সর্বোত্তম বৃদ্ধি এবং বিকাশকে উৎসাহিত করে।”
আরোও পোস্ট পড়ুন – Click Here Now |
শারীরিক শিক্ষার বৈশিষ্ট্য
শারীরিক শিক্ষাকে বিশ্লেষণ করলে এর বিভিন্ন বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়, সেগুলি হল –
i) সর্বাঙ্গীন বিকাশের প্রক্রিয়া। শারীর শিক্ষার ব্যক্তির সর্বাঙ্গীন বিকাশের প্রক্রিয়া। অর্থাৎ এর মাধ্যমে শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশ সাধন হয়ে থাকে।
ii) মানসিক বিকাশ। শারীর শিক্ষা মানসিক বিকাশের প্রক্রিয়া। তাই সুস্থ শরীরে সুস্থ মনের বাস। অর্থাৎ একটি সুস্থ দেহে একটি সুস্থ মন বিরাজ করে।
iii) সমগ্র শিক্ষা ব্যবস্থার একটি অবিচ্ছেদ। এই শিক্ষা বর্তমানে সমগ্র শিক্ষা ব্যবস্থার একটি অবিচ্ছেদ।
iv) সৃজনশীলতা ও কর্মদক্ষতা মূলক। শারীরিক শিক্ষা ব্যক্তির বা শিক্ষার্থীদের সৃজনশীলতার বিকাশ ঘটায়। অর্থাৎ শিশুকে সৃজনশীল করে গড়ে তুলতে শারিশিক্ষা গুরুত্বপূর্ণ। পাশাপাশি শারীর শিক্ষার ফলে শিক্ষার্থীরা সুস্থ ও সবল দেহের অধিকারী হয়। তাই তাদের কর্মদক্ষতার বিকাশ ঘটে থাকে। তাই এটি সৃজনশীল ও কর্ম দক্ষতা মূলক।
উপসংহার (Conclusion)
পরিশেষে বলা যায়, সুস্থ দেহে সুস্থ মনের বাসস্থান। তাই দেহকে সুস্থ সবল রাখতে হলে নিয়মিত শরীর চর্চা করতে হবে। অর্থাৎ শিক্ষার্থীদের বা ব্যক্তির বিকাশের ক্ষেত্রে শারীর শিক্ষা বর্তমানে অধিক জনপ্রিয়তা লাভ করেছে।
তথ্যসূত্র (Reference)
- A. Woolfolk – Educational Psychology – Pearson Education
- J. W. Santrock – Educational Psychology – Mc Gray Hill
- J. C. Aggarwal – Essentials of Educational Psychology – Vikas publisher
- S. K. Mangal – Essentials of Educational Psychology – PHI Ltd.
- S. K. Mangal – Advanced Educational Psychology – PHI Ltd
- S. S. Chauhan – Advanced Educational Psychology – Vikas publisher
- E. B. Hurlock – Child Development – Anmol Publication Pvt. Ltd
- L. E. Berk – Child Development – PHI Ltd।
- Definition of Physical Education
- Internet Sources
প্রশ্ন – শারীরিক শিক্ষার সংজ্ঞা কি?
উত্তর – শারীর শিক্ষা হল শারীরিক ক্রিয়াকলাপে অংশগ্রহণের মাধ্যমে অর্জিত শিক্ষা বা জ্ঞান যার ফলে ব্যক্তির ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ লাভ সম্ভব হয়।
প্রশ্ন – শারীরিক শিক্ষার জনক কে?
উত্তর – শারীরিক শিক্ষার জনক হল জোহান ফ্রিডরিখ জাহ্ন (Johann Friedrich GutsMuths) এবং পের হেনরিক লিং (Per Henrik Ling)।
প্রশ্ন – স্বাস্থ্য শিক্ষা কাকে বলে
উত্তর – স্বাস্থ্য শিক্ষা হল এমন শিক্ষা ব্যবস্থা যেখানে শারীরিক ক্রিয়া-কলাপের মাধ্যমে একটি শিশুর বা ব্যক্তির সম্পূর্ণ ব্যক্তিত্বের বিকাশ ঘটায় এবং তার দেহ মন ও আত্মার সম্পূরণ ঘটায়। তাই স্বাস্থ্য শিক্ষা ব্যক্তিকে সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার শিক্ষা প্রদান করে থাকে।
আরোও পড়ুন
- শিশুর বৃদ্ধি ও বিকাশ | বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য | 10 Difference Between Growth and Development
- বৃদ্ধি কাকে বলে | বৃদ্ধির বৈশিষ্ট্য | 4 Definition of Growth
- বৃদ্ধি ও বিকাশের বৈশিষ্ট্য | Characteristics of Growth and Development
- জীবন বিকাশের বিভিন্ন স্তর গুলি আলোচনা কর | 4 Stages of Human Development
- শিখন কাকে বলে | শিখনের বৈশিষ্ট্য | 5 Definition and Characteristics of Learning
- ব্যক্তিত্ব কাকে বলে | ভালো ব্যক্তিত্বের বৈশিষ্ট্য | 5 Definition and Characteristics of Personality
শারীর শিক্ষা কাকে বলে | অর্থ, সংজ্ঞা ও বৈশিষ্ট্য | 6 Definition of Physical Education