বর্তমানে ভারত সহ সারা বিশ্বের একটি জ্বলন্ত সমস্যা হল জনসংখ্যার বৃদ্ধি বা জনসংখ্যার বিস্ফোরণ। জনসংখ্যার বৃদ্ধির কারণ (Causes of Population Explosion) ও ফলাফল বিভিন্ন দিক থেকে পরিলক্ষিত হয়।
সাধারণভাবে জনসংখ্যা বিস্ফোরণ বা জনসংখ্যা বৃদ্ধি হল কোনো অঞ্চলে বা দেশে খুব অল্প সময়ের মধ্যে দ্রুত হারে জনসংখ্যার বৃদ্ধি। জনসংখ্যা বিস্ফোরণ সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও পরিবেশের উপর বিশেষভাবে প্রভাব ফেলে থাকে।
জনসংখ্যা বৃদ্ধির কারণ | Causes of Population Explosion
বর্তমানে ভারতবর্ষসহ সারা পৃথিবীতে দ্রুত গতিতে জনসংখ্যা বৃদ্ধি বা জনসংখ্যার বিস্ফোরণ ঘটছে। সারা বিশ্বের জনসংখ্যা নিরিখে চীনের জনসংখ্যা সবথেকে বেশি। সারা পৃথিবীতে বর্তমানে প্রায় 800 কোটি মানুষ বসবাস করে আবার ভারতবর্ষে এর সংখ্যাটা প্রায় 145 কোটির কাছাকাছি।
জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে বা জনসংখ্যা বিস্ফোরণের ক্ষেত্রে কোন সুনির্দিষ্ট কারণ নেই। এটি বিভিন্ন কারণে সংঘটিত হয়। তাই জনসংখ্যা বৃদ্ধির কারণ (Causes of Population Explosion) গুলি যে সমস্ত দিক থেকে বিদ্যমান, সেগুলি আলোচনা করা হল –
মৃত্যুহার ও জন্মহার এর পার্থক্য
মৃত্যুহার ও জন্মহার এর পার্থক্যের ফলে জনসংখ্যার বৃদ্ধি দ্রুত গতিতে সংঘটিত হচ্ছে। অর্থাৎ বর্তমানে মৃত্যুহারের থেকে জন্মহার অতিরিক্ত হারে বৃদ্ধি পেয়েছে। তাই তাই মৃত্যুর হারের থেকে জন্মহার বৃদ্ধির ফলে জনসংখ্যার বৃদ্ধি বা জনসংখ্যা বিস্ফোরণ ঘটছে।
পরিবার পরিকল্পনার অভাব
পরিবার পরিকল্পনার অভাবে ভারতবর্ষ সহ পৃথিবীর বিভিন্ন দেশে জনসংখ্যা দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ অনেক পরিবারে পরিবার পরিকল্পনার অভাবে একের অধিক সন্তান জন্মের কারণে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
বাল্যবিবাহ
বাল্যবিবাহ জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ। বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে বাল্যবিবাহ একটি জ্বলন্ত সমস্যা। তাই বাল্যবিবাহের ফলে মহিলারা খুবই অল্প বয়স থেকে অধিক সন্তানের জন্ম দিচ্ছে। এর ফলে জনসংখ্যার বৃদ্ধি দ্রুত গতিতে সংঘটিত হচ্ছে যা পরবর্তীকালে জনবিস্ফোরণের রূপ নিচ্ছে।
নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নের অভাব
উপযুক্ত নারী শিক্ষা ও নারী ক্ষমতায়নের অভাবের ফলে জনসংখ্যার বৃদ্ধি পাচ্ছে। কারণ নারীরা শিক্ষিত হলে পরিবার পরিকল্পনা আরো সহজতর হবে। যা জনসংখ্যার বৃদ্ধি কমাতে সহায়তা করে।
ধর্মীয় কারণ
পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ধর্মের মানুষ বাস করে। কিছু ধর্মীয় রীতিনীতি জন্মনিয়ন্ত্রণের বিরুদ্ধে অবস্থান করে। ফলে জনসংখ্যার বৃদ্ধি দ্রুত সংঘটিত হয়। তাই সরকারিভাবে জন্মনিয়ন্ত্রণের ব্যবস্থা থাকলেও ধর্মীয় কারণে সেই জন্মনিয়ন্ত্রণ ব্যবস্থা সাধারণ মানুষজন গ্রহণ করেন না। যার ফলে জনসংখ্যার বৃদ্ধি বা বিস্ফোরণ সংঘটিত হয়।
সামাজিক কুসংস্কার
সামাজিক কুসংস্কার জনসংখ্যা বিস্ফোরণের একটি অন্যতম কারণ। যে পরিবারে অধিক কন্যা সন্তান রয়েছে সেই পরিবারে পুত্র সন্তানের জন্য মহিলারা ক্রমাগত সন্তান ধারণ করে থাকে। অর্থাৎ সামাজিক কুসংস্কারের ফলে এই সন্তান ধারণ প্রথা বিভিন্ন সমাজে এখনো সমানভাবে বিদ্যমান। তাই জনসংখ্যার বৃদ্ধি বা বিস্ফোরণ ঘটছে।
উন্নত চিকিৎসা ব্যবস্থা
বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে চিকিৎসা ব্যবস্থার উন্নতি সাধন হয়েছে। ফলে মানুষের গড় আয়ু অনেকাংশে বৃদ্ধি পেয়েছে ও মৃত্যুহার জন্ম হারের তুলনায় কমে গেছে। তাই উন্নত চিকিৎসা ব্যবস্থা জনসংখ্যা বৃদ্ধির বা বিস্ফোরণের অন্যতম কারণ।
আরোও পোস্ট পড়ুন – Click Here Now |
জনসংখ্যা বৃদ্ধির ফলাফল | Effects of Population Explosion
বর্তমানে৩ সারা বিশ্বে জনসংখ্যার বিস্ফোরণ বা জনসংখ্যার বৃদ্ধি একটি ভয়ংকর সমস্যা। কারণ জনসংখ্যার বৃদ্ধির ফলে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, পরিবেশগত বিভিন্ন দিকে প্রভাব বিস্তার করে।
জনসংখ্যা বৃদ্ধির ফলাফল বা প্রভাব যে সমস্ত দিক থেকে পরিলক্ষিত হয়, সেগুলি হল –
i) বেকারত্ব বৃদ্ধি
ii) খাদ্যের ঘাটতি
iii) বাসস্থানের ঘাটতি
iv) দারিদ্রতা
v) পরিবেশ দূষণ
উপসংহার (Conclusion)
পরিশেষে বলা যায়, বর্তমানে সারা বিশ্বে জনসংখ্যা যেভাবে পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে আগামী ভবিষ্যতে খুবই খারাপ এবং অনিশ্চিত ফলাফল দিতে পারে। বিশেষ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করা সমস্যা হয়ে দাঁড়াবে। বিজ্ঞানীরা মনে করেন জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি শুধুমাত্র পরিবেশ দূষণ নয় মানুষের জীবনযাত্রার ব্যাপক ক্ষতি হতে পারে। তাই বিশ্বের বিভিন্ন দেশ জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণের দিকে গুরুত্ব আরোপ করছে।
তথ্যসূত্র (Reference)
- Essentials of Examinations System: Evaluation, Test and Measurement – J.C. Aggarwal – Vikash Publishing House Pvt. Ltd.
- Statistics in Psychology and Education – S.K. Mangal – PHI Learning Pvt. Ltd.
- E. B. Hurlock – Child Development – Anmol Publication Pvt. Ltd
- L. E. Berk – Child Development – PHI Ltd
- Causes of Population Explosion
- Internet Sources
প্রশ্ন – জনসংখ্যা বিস্ফোরণ বলতে কী বোঝো
উত্তর – জনসংখ্যার বিস্ফোরণ বলতে কোনো দেশে বা অঞ্চলে খুবই কম সময়ের মধ্যে জনসংখ্যা দ্রুত বৃদ্ধি কে বোঝায়। অর্থাৎ কোনো দেশ বা অঞ্চলে বিভিন্ন কারণে খুব অল্প সময়ের মধ্যে যখন জনসংখ্যার আধিক্য বৃদ্ধি পায়, তখন তাকে জনসংখ্যা বিস্ফোরণ বলে।
আরোও পড়ুন
- পরিবেশ বিদ্যা প্রশ্ন ও উত্তর pdf 1st Semester | CVAC | Environmental Studies
- পরিবেশ বিদ্যার প্রকৃতি সম্পর্কে আলোচনা করো | Multidisciplinary Nature of Environmental Studies
- জনসংখ্যা বৃদ্ধির কারণ ও ফলাফল | Causes of Population Explosion
- পরিবেশ দূষণের ১০টি কারণ | Causes of Environmental Pollution
- বিশ্ব উষ্ণায়ন কাকে বলে | বিশ্ব উষ্ণায়নের কারণ ও ফলাফল | Global Warming
- ওজোন স্তর ধ্বংসের কারণ | Causes of Ozone Layer Depletion
জনসংখ্যা বৃদ্ধির কারণ ও ফলাফল | Causes of Population Explosion সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।