যৌথ পরিবার একটি বিস্তৃত পরিধির পরিমাণ যা ভারতবর্ষে সহ পৃথিবীর বিভিন্ন দেশে কম বেশি ভাবে পরিলক্ষিত হয়। যৌথ পরিবার কাকে বলে ও বৈশিষ্ট্য (Definition and Characteristics of Joint Family) -র দিক থেকে বিভিন্নতা প্রকাশ পায়।
যৌথ পরিবার কাকে বলে | Definition of Joint Family
যৌথ পরিবার হল এমন একটি পারিবারিক ব্যবস্থা যেখানে একাধিক সদস্যদের একটি পারস্পরিক মেলবন্ধন পরিলক্ষিত হয়। পৃথিবীর বিভিন্ন দেশে যৌথ পরিবারের অস্তিত্ব থাকলেও ভারতবর্ষে যৌথ পরিবারের অস্তিত্ব সবথেকে বেশি পরিলক্ষিত হয়। সাধারণভাবে স্বামী-স্ত্রী, পিতা-মাতা, ভাই বোন, কাকা, জ্যাঠা, ঠাকুরদা ঠাকুমা, বিবাহিত সন্তান-সন্ততি প্রভৃতি সদস্যদের মেলবন্ধনে একটি যৌথ পরিবার গড়ে ওঠে।
বিভিন্ন সমাজতাত্ত্বিক বিভিন্ন দৃষ্টিকোণ থেকে যৌথ পরিবার কাকে বলে তা সংজ্ঞায়িত করেছেন। সেগুলি এখানে উল্লেখ করা হল –
1. বিশিষ্ট সমাজবিদ আই পি দেশাই (I. P. Desai) বলেছেন – সেই সমস্ত পরিবারকে যৌথ পরিবার বলা যায়, যে সমস্ত পরিবার গুলোর বংশানুক্রমিক গভীরতা, একক পরিবারের গভীরতা থেকে বেশি এবং যার সদস্যরা সম্পত্তি, উপার্জন এবং পারস্পরিক অধিকার ও দায়িত্বের পরিপ্রেক্ষিতে পরস্পর পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত।
2. সমাজবিদ মেমোরিয়া (Mamoria) বলেছেন – যৌথ পরিবার বলতে একাধিক প্রাথমিক পরিবারের সমষ্টিকে বোঝায়। যৌথ পরিবারের সদস্যদের মধ্যে রক্তের বন্ধন, অভিন্ন আবাসন এবং পিতৃতান্ত্রিক বংশধারার ভিত্তি পরিলক্ষিত হয়।
যৌথ পরিবারের বৈশিষ্ট্য
যৌথ পরিবার প্রধানত বিভিন্ন বৈশিষ্ট্যের সমন্বয়। অর্থাৎ যৌথ পরিবারের মধ্যে বিভিন্নতা এবং বৈচিত্র্যতা পরিলক্ষিত হয়। যৌথ পরিবারের বৈশিষ্ট্য গুলি হল নিম্নলিখিত –
1. বৃহৎ আয়তন
যৌথ পরিবারের অন্যতম বৈশিষ্ট্য হল বৃহৎ আকার বা আয়তন। অর্থাৎ যৌথ পরিবার গুলি পিতা-মাতা, সন্তান-সন্ততি, নাতি-নাতনি, স্বামী স্ত্রী প্রভৃতি একাধিক সদস্যদের নিয়ে একটি বৃহৎ আকারের পরিবার গঠন হয়।
2. যৌথ সম্পত্তি
যৌথ পরিবারে যে সম্পদ বরাদ্দ থাকে তা যৌথ সম্পত্তি হিসেবে গণ্য করা হয়। যৌথ পরিবারে ব্যক্তিগত মালিকানা ভিত্তিক সম্পত্তি দেখা যায় না। তাই যৌথ পরিবারের সম্পত্তি মূলত বয়োজ্যেষ্ঠদের দ্বারা পরিচালিত হয়।
3. কৃষিভিত্তিক অর্থনীতি
যৌথ পরিবারের অন্যতম বৈশিষ্ট্য হল কৃষিভিত্তিক অর্থনীতি। ভারতীয় যৌথ পরিবারের উৎপত্তির মূল স্তম্ভ হল কৃষিভিত্তিক অর্থনীতি। তাই যৌথ পরিবারে সকল সদস্যই কৃষি কাজের সঙ্গে যুক্ত এবং একসঙ্গে কৃষিকাজ করে থাকে।
4. রক্তের সম্পর্ক
যৌথ পরিবারের পারস্পরিক সুসম্পর্ক একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। অর্থাৎ যৌথ পরিবার রক্তের সম্পর্কের উপর ভিত্তি করে গড়ে ওঠে। এই ধরনের পরিবারে পিতা মাতা, স্বামী স্ত্রী, সন্তান-সন্ততি প্রভৃতির প্রতি বিশেষ গুরুত্ব আরোপিত হয়।
5. কর্তার শাসন
যৌথ পরিবারগুলিতে কর্তার শাসন বা বয়োজ্যেষ্ঠদের আধিপত্য পরিলক্ষিত হয়। তাই কর্তার শাসন যৌথ পরিবারের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। পরিবারের কর্তা ব্যক্তি প্রধান এবং তার নির্দেশমতো পরিবারের সকল সদস্য নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়।
6. বংশানুক্রমিক
যৌথ পরিবার বংশানুক্রমিকভাবে পরিচালিত হয়। অর্থাৎ বংশপরম্পরা বা বংশানুক্রমিকতা যৌথ পরিবারের অন্যতম বৈশিষ্ট্য। এক্ষেত্রে দুই বা ততোধিক বংশ একত্রে বসবাস করে থাকে।
7. অভিন্ন আবাস
যৌথ পরিবারের সদস্যগণ একই ছাদের তলায় বা একই ঘরের মধ্যে বসবাস করেন। অর্থাৎ এখানে অভিন্ন আবাসন থাকে। আবার বিভিন্ন কারণে যৌথ পরিবারের সদস্য সংখ্যা বেশি হয়ে গেলে আশেপাশে এলাকা জুড়ে তারা বসবাস করেন এবং অনেক ক্ষেত্রে কোনো কোনো পরিবার এত বড় হয় যে তাদের সদস্যদের নিয়ে একটি গ্রাম তৈরি হয়ে থাকে।
8. পারস্পরিক অধিকার ও দায় দায়িত্ব
যৌথ পরিবারের মধ্যে পারস্পরিক দায়-দায়িত্ব, অধিকার প্রভৃতি পরিলক্ষিত হয়। অর্থাৎ যৌথ পরিবারের প্রত্যেক সদস্য তাদের সাধ্যমত পারিবারিক উন্নতিতে সহায়তা করে। তবে অনেক ক্ষেত্রে পিতৃতান্ত্রিক যৌথ পরিবার গুলিতে নারীরা তাদের অধিকার থেকে কিছুটা বঞ্চিত হয়।
9. সাধারণ রান্নাঘর
যৌথ পরিবারের সাধারণ রান্নাঘর একটি অন্যতম বৈশিষ্ট্য। যৌথ পরিবারে সকল সদস্যদের একসঙ্গে রান্নার ব্যবস্থা হয়ে থাকে। এখানে সকল সদস্যরা একসঙ্গে খাওয়া-দাওয়া করেন। তবে এক্ষেত্রে বাড়ির মহিলাদের উপর যৌথ পরিবার সামলানোর অগাধ চাপ এসে পড়ে।
10. উচ্চহারে জন্মহার
যৌথ পরিবারে অনেক সদস্যদের বসবাস থাকার ফলে উচ্চ হারে জন্ম বৃদ্ধি পায়। তাছাড়া যৌথ পরিবারে বয়স্ক সদস্যরা থাকার ফলে সন্তান লালন পালন খুব একটা সমস্যা সৃষ্টি হয় না। তাই যৌথ পরিবারে সন্তান প্রজননের উচ্চাহার পরিলক্ষিত হয়।
উপসংহার (Conclusion)
পরিশেষে বলা যায়, ভারতবর্ষ সহ পৃথিবীর বিভিন্ন দেশে যৌথ পরিবারে অস্তিত্ব থাকলেও বর্তমান প্রযুক্তির যুগে যৌথ পরিবারের সংখ্যা কমে যাচ্ছে। অর্থাৎ বিভিন্ন কারণে যৌথ পরিবারের ভাঙ্গনের সৃষ্টি হচ্ছে। তবে সমাজ ব্যবস্থার মধ্যে যৌথ পরিবার একটি গুরুত্বপূর্ণ পরিবার হিসেবে বিশেষ ভূমিকা পালন করে থাকে।
প্রাথমিক গোষ্ঠীর ধারণা, সংজ্ঞা, বৈশিষ্ঠ্য ও শিক্ষাগত তাৎপর্য | সামাজিক গোষ্ঠীর ধারণা, সংজ্ঞা ও শ্রেণীবিভাগ |
শিশুর সামাজিকীকরণে পরিবারের ভূমিকা | শিশুর সামাজিকীকরণে বিদ্যালয়ের ভূমিকা |
তথ্যসূত্র (Reference)
- Brown, F. J. (1954). Educational Sociology. New York: Prentice-Hall.
- Bhattacharjee, Srinivas. (1996). Philosophical & Sociological Foundation of Education. Herald book service.
- Das, P. (2007). Sociological Foundation of Education. New Delhi: Authorspress
- Shukla, S & K Kumar. (1985). Sociological Perspective in Education. New Delhi, Chanakya
Publications - Sodhi, T.S & Suri, Aruna. (1998). Philosophical & Sociological Foundations of Education, H.P Bhargav Book House, Agra,
- Definition and Characteristics of Joint Family
প্রশ্ন – জয়েন্ট ফ্যামিলি কি?
উত্তর – জয়েন্ট ফ্যামিলি এর বাংলা অর্থ হল যৌথ পরিবার। জয়েন্ট ফ্যামিলি হল একটি বৃহৎ যৌথ পরিবার ব্যবস্থা, যেখানে পরিবারের সকল সদস্যদের পারস্পরিক মেলবন্ধন এবং সহযোগিতা পরিলক্ষিত হয়। মূলত সারা পৃথিবীর মধ্যে ভারতবর্ষে জয়েন্ট ফ্যামিলি বা যৌথ পরিবার বেশি পরিলক্ষিত হয়।
প্রশ্ন – যৌথ পরিবার কাদের নিয়ে গঠিত হয়?
উত্তর – যৌথ পরিবার একাধিক সদস্যদের নিয়ে গঠিত হয়। অর্থাৎ যৌথ পরিবার স্বামী স্ত্রী, পিতা-মাতা, বিবাহিত সন্তান-সন্ততি, কাকা, জ্যাঠা, ভাই, ভাতৃ বধু ও তাদের সন্তান-সন্ততি নিয়ে (একটি বৃহৎ সদস্য সংখ্যা যুক্ত) গঠিত হয়।
প্রশ্ন – ভারতীয় যৌথ পরিবারের বৈশিষ্ট্য কি কি?
উত্তর – ভারতীয় যৌথ পরিবারের বৈশিষ্ট্য হল বৃহৎ আকার, পারস্পরিক সুসম্পর্ক, কর্তার শাসন, যৌথ সম্পত্তি, পারস্পরিক অধিকার ও দায় দায়িত্ব প্রভৃতি।
প্রশ্ন – যৌথ পরিবার কি?
উত্তর – যৌথ পরিবার হল একাধিক সদস্যদের নিয়ে গঠিত পরিবার। অর্থাৎ সমাজে রক্তের সম্পর্ক বা বৈবাহিক সম্পর্কের ভিত্তিতে একাধিক সদস্যদের নিয়ে বৃহৎ আকারে যে পরিবার গঠিত হয়, তাকে যৌথ পরিবার বলে। যৌথ পরিবার ভারতীয় সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ দিক।
আরোও পড়ুন
- পরিবার কাকে বলে | 5 টি সংজ্ঞা ও বৈশিষ্ট্য | Concept of Family
- যৌথ পরিবার ভাঙ্গনের কারণ | 8 Causes of Disintegration of Joint Family
- পরিবারের প্রকারভেদ বা শ্রেণিবিভাগ | 12 Types of Family in Sociology
- যৌথ পরিবার কাকে বলে | যৌথ পরিবারের পাঁচটি বৈশিষ্ট্য | Definition and 10 Characteristics of Joint Family
- সমাজে পরিবারের ভূমিকা ও কার্যাবলী | 10 Function of Family in Sociology