পরামর্শদানের কৌশল গুলি আলোচনা করো | Techniques of Counselling

পরামর্শদান এমন একটি প্রক্রিয়া যার মধ্য দিয়ে ব্যক্তির ব্যক্তিগত সমস্যার সমাধান করা হয়। আর এই সমস্যার সমাধানের ক্ষেত্রে পরামর্শদানের কৌশল (Techniques of Counselling) বিভিন্ন প্রকারের হয়ে থাকে।

পরামর্শদানের কৌশল এমন পদ্ধতি যেটি ব্যবহার করে ব্যক্তিদের সমস্যার সমাধান করা সম্ভব করা হয়। সমস্যার প্রকৃতি অনুযায়ী বিভিন্ন ধরনের পরামর্শদান কৌশল ব্যবহৃত হয়। এই পর্যায়ে পরামর্শদানের কৌশল গুলি কি তার আলোকপাত করা হল।

পরামর্শদানের কৌশল | Techniques of Counselling

পরামর্শ দান হল এমন একটি গুরুত্বপূর্ণ ও বিশেষ প্রক্রিয়া, যার মধ্য দিয়ে সমস্যায় আক্রান্ত কোনো ব্যক্তির সমস্যা সমাধানের জন্য অভিজ্ঞ কোনো ব্যক্তির (পরামর্শদাতা) সাহায্য নেওয়া হয়।

তাই কোনো ব্যক্তি যখন পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে নিজেকে সহজে মানিয়ে নিতে ব্যর্থ হয় বা সমস্যা আক্রান্ত হয়, তখন পরামর্শদানের মাধ্যমে উক্ত ব্যক্তিকে তার ব্যক্তিগত সমস্যার সমাধান করা সম্ভব হয়।

সমস্যার প্রকৃতির উপর নির্ভর করে পরামর্শদানের কৌশল তিনটি শ্রেণীতে ভাগ করা হয়। সেগুলি হল –

  • প্রত্যক্ষ পরামর্শদান কৌশল
  • পরোক্ষ পরামর্শদান কৌশল এবং
  • সমন্বয়ী পরামর্শদান কৌশল

প্রত্যক্ষ পরামর্শদান (Direct Counselling)

যে পরামর্শদান প্রক্রিয়ায় পরামর্শদাতা পরামর্শগ্রহীতার অপেক্ষা তার সমস্যার উপর অধিক গুরুত্ব আরোপ করেন, সেই পরামর্শদান পদ্ধতিকে প্রত্যক্ষ পরামর্শদান পদ্ধতি বলে।

তাই প্রত্যক্ষ পরামর্শদান প্রক্রিয়ায় পরামর্শ দাতাদের মতে পরামর্শগ্রহীতা বা পরামর্শদানকারী ব্যক্তিকে তার সমস্যার সমাধানের উপায় স্থির করতে সাহায্য করে।

প্রত্যক্ষ পরামর্শদান পদ্ধতির প্রবক্তা

প্রত্যক্ষ পরামর্শদান পদ্ধতির প্রবক্তা হলেন – উইলিয়ামসন (E. G. Williamson)। তিনি বলেন – শিক্ষাও বৃত্তির ক্ষেত্রে প্রত্যক্ষ পরামর্শদান কৌশল খুবই গুরুত্বপূর্ণ।

এছাড়া প্রত্যক্ষ পরামর্শদান পদ্ধতির অন্যান্য সমর্থকদের মধ্যে অন্যতম হলেন – Thorne, Ellis প্রমুখ।

প্রত্যক্ষ পরামর্শদান কৌশলের বৈশিষ্ট্য

প্রত্যক্ষ পরামর্শদান কৌশলের অন্যতম বৈশিষ্ট্য হল –

  • এটি সুপরিকল্পিত পদ্ধতি।
  • এই প্রকার পরামর্শদান পরামর্শদাতাকেন্দ্রিক প্রকৃতির।
  • এই পরামর্শদানে ব্যক্তির সমস্যার উপর অধিক গুরুত্ব আরোপ করা হয়।
  • এই পরামর্শদান প্রক্রিয়ায় পরামর্শদাতা অধিক সক্রিয় হন।

প্রত্যক্ষ পরামর্শদান কৌশলের স্তর

প্রত্যক্ষ পরামর্শদান কৌশলের স্তর হিসেবে উইলিয়ামসন সাতটি স্তরের কথা বলেছেন –

  • সূচনা পর্ব (Starting the Session),
  • বিশ্লেষণ (Analysis),
  • সংশ্লেষণ (Synthesis),
  • রোগ নির্ণয় বা সমস্যা নির্ণয় (Diagnosis)
  • পূর্বাভাস (Prognosis),
  • পরামর্শদান (Counselling),
  • অনুসরণ করা (Follow Up).

অপ্রত্যক্ষ পরামর্শদান (Non-Directive Counselling)

অপ্রত্যক্ষ পরামর্শদান পদ্ধতির ইংরেজি প্রতিশব্দ হল Non-Directive Counselling. এটি পরোক্ষ পরামর্শদান নামেও পরিচিত। প্রত্যক্ষ পরামর্শদান পদ্ধতির বিপরীত ধর্মী পরামর্শদানের কৌশল হল অপ্রত্যক্ষ পরামর্শদান বা পরোক্ষ পরামর্শদান কৌশল।

যে পরামর্শদান পদ্ধতিতে বা কৌশলে ব্যক্তির সমস্যার থেকে ব্যক্তির উপর বা পরামর্শগ্রহীতার উপর অধিক গুরুত্ব আরোপ করা হয়, তাকে অপ্রত্যক্ষ পরামর্শদান কৌশল বলে।

অপ্রত্যক্ষ পরামর্শদানকে ব্যক্তিকেন্দ্রিক পরামর্শদান (Client Centred Counselling) হিসেবে গণ্য করা হয়।

অপ্রত্যক্ষ পরামর্শদান কৌশলের প্রবক্তা

অপ্রত্যক্ষ পরামর্শদান কৌশলের প্রবক্তা হলেন – কাল রর্জাস (Carl Rogers)। কাল রর্জাস তার ‘Self Theory’ -তে এই পরামর্শদান পদ্ধতির কথা উল্লেখ করেছেন। এই তত্ত্ব অনুযায়ী ব্যক্তি তার জগতকে নিজের মতো করে প্রত্যক্ষ করে। এই পদ্ধতি অনুযায়ী ব্যক্তি তার নিজের প্রত্যক্ষনের মধ্য দিয়ে সমস্যার সমাধান করে থাকে।

তাই এই প্রকার পরামর্শদান পদ্ধতি অনুযায়ী পরামর্শ গ্রহীতার আগ্রহ, প্রবণতা, সামর্থ ও চাহিদা অনুযায়ী সমস্যা সমাধানের চেষ্টা করা হয়। এখানে পরামর্শ দাতার ভূমিকা পরোক্ষ প্রকৃতির হয়ে থাকে।

অপ্রত্যক্ষ পরামর্শদান কৌশলের বৈশিষ্ট্য

অপ্রত্যক্ষ পরামর্শদান কৌশলের যে সমস্ত বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়, সেগুলি হল –

  • এটি পরামর্শগ্রহীতা কেন্দ্রিক প্রকৃতির।
  • পরামর্শদাতার ভূমিকা গৌণ বা পরোক্ষ প্রকৃতির।
  • এটি আত্ম সমীক্ষণমূলক।
  • এটি ব্যক্তিকেন্দ্রিক পদ্ধতি প্রভৃতি।

অপ্রত্যক্ষ পরামর্শদান কৌশলের স্তর

অপ্রত্যক্ষ পরামর্শদান কৌশলের কয়েকটি স্তর বর্তমান, যার মধ্য দিয়ে পরামর্শ গ্রহীতা সমস্যার সমাধান করা হয়ে থাকে, সেগুলি হল –

  • পরামর্শদানের সূচনা
  • পরামর্শগ্রহীতার সঙ্গে সুসম্পর্ক স্থাপন
  • সমস্যার ব্যাখ্যাকরন
  • সমস্যার কারণ বিশ্লেষণ
  • সমস্যার বিকল্প সমাধানের চেষ্টা
  • সমাপ্তি
  • অনুসরণ করা

আরোও পোস্ট পড়ুন – Click Here Now

সমন্বয়ী পরামর্শদান বা ঐচ্ছিক পরামর্শদান (Eclectic Counselling)

প্রত্যক্ষ পরামর্শদান কৌশল ও অপ্রত্যক্ষ পরামর্শদান কৌশলের সংযুক্ত রূপ হল সমন্বয় পরামর্শ দান। অর্থাৎ যে পরামর্শদানে বিভিন্ন পরামর্শদান পদ্ধতির বা কৌশলের মাধ্যমে প্রয়োজন অনুযায়ী পরামর্শ দান করা ও সমস্যার সমাধান করা হয় তাকে সমন্বয়ী পরামর্শদান বলে।

এই পরামর্শদান পদ্ধতিকে ঐচ্ছিক পরামর্শদান কৌশল হিসাবে গণ্য করা হয়।

সমন্বয়ী পরামর্শদান কৌশলের প্রবক্তা

সমন্বয়ী পরামর্শদান কৌশলের অন্যতম প্রবক্তা হলেন – Thorne, Bordin প্রমূখ।

সমন্বয়ী পরামর্শদানের বৈশিষ্ট্য

সমন্বয়ী পরামর্শদানের বৈশিষ্ট্য গুলি হল –

  • এই পরামর্শদান সমস্যা সমাধানমূলক
  • এটি গণতান্ত্রিক প্রকৃতির,
  • পরামর্শ গ্রহীতার চাহিদা ও প্রকৃতি অনুসারে সমস্যা সমাধানের পদ্ধতি নির্বাচিত হয়।
  • পরামর্শ গ্রহীতাকে তার নিজের সমস্যার সমাধান খুঁজে বের করার সুযোগ দেওয়া হয়।

সমন্বয়ী পরামর্শদান কৌশলের স্তর

সমন্বয়ী পরামর্শদান কৌশলের স্তর বর্তমান, সেগুলি হল –

  • সম্পর্ক স্থাপন
  • সমস্যার সমাধানের পরিকল্পনা প্রণয়ন
  • সমাধানের চেষ্টা করা
  • সমাধানের উপায় নির্ণয় করা
  • অনুসরণ করা

সমন্বয়ী পরামর্শদানের সুবিধা হল –

পরামর্শদাতা এবং পরামর্শ গ্রহীতা উভয়ই সক্রিয় থাকার ফলে সমস্যার সমাধান দ্রুত সম্ভবপর হয়।

উপসংহার (Conclusion)

পরিশেষে বলা যায়, কোনো একটি নির্দিষ্ট পরামর্শদানের কৌশল প্রয়োগের মাধ্যমে ব্যক্তির বিভিন্ন সমস্যার সমাধান সবসময় সম্ভবপর হয় না। তাই পরামর্শদানের বিভিন্ন কৌশল বিভিন্ন সময়ে ব্যক্তির সমস্যার প্রকৃতি অনুযায়ী ব্যবহার করা হয়ে থাকে।

তথ্যসূত্র (Reference)

  • Basu, N.C. Educational and Vocational Guidance.
  • Chauhan, S.S. – Principles and Techniques of Guidance.
  • Dave Indu – The Basic Essentials of Counseling.
  • Kocher, S.K. – Guidance and Counselling in Secondary School
  • NCERT- Guidance and Counseling.

প্রশ্ন – প্রত্যক্ষ পরামর্শদানের উদ্দেশ্য

উত্তর – প্রত্যক্ষ পরামর্শদানের উদ্দেশ্য গুলি হল – ব্যক্তির সমস্যার সমাধান করা, ব্যক্তিকে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সহায়তা করা এবং পরামর্শগ্রহীতার আবেগ, অনুভূতি অপেক্ষা বৌদ্ধিক দিকের প্রতি গুরুত্ব আরোপ করা।

প্রশ্ন – অ প্রত্যক্ষ পরামর্শদান কাকে বলে

উত্তর – যে পরামর্শদান পদ্ধতিতে ব্যক্তির সমস্যার থেকে ব্যক্তির উপর বা পরামর্শগ্রহীতার উপর অধিক বেশি গুরুত্ব আরোপ করা হয় এবং সমস্যা সমাধানে চেষ্টা করা হয়, তাকে অ প্রত্যক্ষ পরামর্শদান বলে।

প্রশ্ন – সমন্বয়ী পরামর্শদান কাকে বলে বা ঐচ্ছিক পরামর্শদান কাকে বলে

উত্তর – যে পরামর্শদানে বিভিন্ন পরামর্শদান পদ্ধতির সমন্বয়ের মাধ্যমে প্রয়োজন অনুযায়ী পরামর্শ দান ও ব্যক্তির ব্যক্তিগত সমস্যার সমাধান করা হয়, তাকে সমন্বয়ী পরামর্শদান বা ঐচ্ছিক পরামর্শদান বলে।

প্রশ্ন – প্রত্যক্ষ পরামর্শদান কাকে বলে

উত্তর – যে পরামর্শদান প্রক্রিয়ায় পরামর্শদাতা সমস্যা সমাধানের জন্য ব্যক্তি বা পরামর্শগ্রহীতা অপেক্ষা পরামর্শগ্রহীতার সমস্যার উপর অধিক গুরুত্ব আরোপ করেন, সেই পরামর্শদানকে প্রত্যক্ষ পরামর্শদান বলে। এই পরামর্শদান পরামর্শদাতাকেন্দ্রিক প্রকৃতির হয়ে থাকে।

আরোও পড়ুন

Leave a Comment

close