পরামর্শদানের গুরুত্ব আলোচনা করো | 10 Importance of Counselling

আধুনিক প্রযুক্তি নির্ভর ও দ্রুত পরিবর্তনশীল সমাজের বা পরিবেশের সঙ্গে অভিযোজন করার ক্ষেত্রে ব্যক্তির মধ্যে বিভিন্ন সমস্যা সৃষ্টি হচ্ছে। অনেক ক্ষেত্রে এই সমস্যা গভীর থেকে গভীরতর হয়ে উঠছে আর এর জন্য দরকার সঠিক পরামর্শদান। তাই পরামর্শদানের গুরুত্ব (Importance of Counselling) বর্তমানে বৃদ্ধি পাচ্ছে।

ব্যক্তি জীবনে সাধারণত বিভিন্ন সমস্যা দেখা দেয়। কিন্তু সমস্যা জটিল আকার ধারণ করলে তখন ব্যক্তি বা শিক্ষার্থীরা সহজে পরিবর্তনশীল পরিবেশের মধ্যে মানিয়ে চলতে পারে না। এর জন্য দরকার হয় পরামর্শদান। এখানে পরামর্শদানের গুরুত্ব আলোচনা করা হল।

পরামর্শদানের গুরুত্ব | Importance of Counselling

পরামর্শদান হল সমস্যায় আক্রান্ত ব্যক্তির সমস্যা সমাধান দান করার প্রক্রিয়া। পরামর্শদান মানসিক স্বাস্থ্য এবং সুস্থতার একটি গুরুত্বপূর্ণ দিক যা জীবনের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরামর্শদানের গুরুত্ব যে সমস্ত দিক থেকে পরিলক্ষিত হয়, সেগুলি হল –

1. সঠিক সমস্যা নির্ণয়

পরামর্শদানের মাধ্যমে সঠিক সমস্যা নির্ণয় করা সহজসাধ্য হয়। কোনো ব্যক্তি কোন সমস্যায় আক্রান্ত বা তার কি সমস্যা হচ্ছে সে সম্পর্কে পরামর্শদান বিশেষভাবে সাহায্য করে। অর্থাৎ সমস্যার উৎস নির্ণয়ের ক্ষেত্রে পরামর্শদানের গুরুত্ব অপরিসীম।

2. সমস্যার সমাধান

পরামর্শদান কেবলমাত্র সমস্যার নির্ণয় করে না। বরং সমস্যাটিকে যথাযথভাবে সমাধান করার ক্ষেত্রে সচেষ্টা হয়। অর্থাৎ যে সমস্ত সমস্যার সমাধান সাধারণভাবে করা সম্ভব নয় পরামর্শদানের মাধ্যমে সেই সমস্যার (বিশেষ করে মানসিক সমস্যা) করা সম্ভব।

3. সঙ্গতিবিধানে সহায়তা

পরামর্শদানের মাধ্যমে ব্যক্তির সমস্যার সমাধান করা হয়। যার ফলে ব্যক্তি সমাজের সাথে বা পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গে সহজে মানিয়ে নিতে পারে বা সংহতিবিধান করতে পারে। তাই পরামর্শদানের গুরুত্ব হল ব্যক্তিকে সংগতিবিধানে সহায়তা করা।

4. ব্যক্তিত্বের বিকাশ সাধন

পরামর্শদানের মধ্য দিয়ে ব্যক্তির ব্যক্তিত্বের বিকাশ সাধন করা সম্ভব করা হয়। অনেক ব্যক্তি সমস্যায় আক্রান্ত হয়ে পরামর্শদাতার কাছে যায়। পরামর্শদাতা ব্যক্তির সমস্যার গভীরতা বুঝে তাকে সমাজের মূল স্রোতে নিয়ে আসতে সচেষ্ট হয়। তাই ব্যক্তিত্বের বিকাশ সাধন করা পরামর্শদানের অন্যতম গুরুত্ব।

5. আচরণের পরিবর্তন সাধন

পরামর্শদানের মধ্য দিয়ে ব্যক্তির অবাঞ্ছিত আচরণের পরিবর্তন সাধন করে। অর্থাৎ ব্যক্তির মধ্যে আচরণ ধারার পরিবর্তন সাধন করতে পরামর্শদান বিশেষ গুরুত্বপূর্ণ।

6. সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি

পরামর্শদান ব্যক্তিদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি করে। কারণ অনেক সময় সমস্যা আক্রান্ত ব্যক্তি, কোনটা ঠিক বা কোনো কাজের ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে অক্ষম হয়। তাই ব্যক্তিকে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে পরামর্শদানের গুরুত্ব বিশেষভাবে পরিলক্ষিত হয়।

7. মানসিক স্বাস্থ্য রক্ষা

পরামর্শদান মানসিক স্বাস্থ্য রক্ষা করার একটি গুরুত্বপূর্ণ উপায় বা প্রক্রিয়া। জীবনের বিভিন্ন সময় ব্যক্তিরা বিভিন্নভাবে মানসিক আঘাতের সম্মুখীন। যেমন – উদ্বেগ, বিষন্নতা, স্ট্রেস, ট্রমা প্রভৃতি। আর আর এগুলি মোকাবিলা করতে সহায়তা করে পরামর্শদান। তাই পরামর্শদানের গুরুত্ব বিশেষভাবে পরিলক্ষিত হয়।

8. স্ট্রেস ম্যানেজমেন্ট

পরামর্শদান স্ট্রেস ম্যানেজমেন্ট করতে বিশেষভাবে সহায়তা করে। অর্থাৎ পরামর্শদান স্ট্রেস ম্যানেজমেন্ট কৌশল শেখাতে সহায়তা করে। যা আজকের প্রযুক্তিনির্ভর দ্রুত-গতির জীবনযাত্রায় এবং প্রায়ই চাপপূর্ণ বিশ্বে অপরিহার্য।

এগুলি ছাড়াও পরামর্শদানের গুরুত্ব যে সমস্ত দিক থেকে বর্তমান, সেগুলি হল –

  • হাতাশা দূরীকরণ
  • মানসিক অবসাদ দূরীকরণ।
  • ব্যক্তিগত বিকাশে সহায়তা করে,
  • মানসিক ব্যাধি নিরসন করে।
  • সমস্যার সমাধানের জন্য তথ্য সংগ্রহ করা।
  • ব্যক্তিদের পেশা নির্বাচন বা বৃত্তি নির্বাচনে সহায়তা করা।
  • ব্যক্তির অন্তর্দৃষ্টিকে জাগ্রত করা।।
  • ব্যক্তির মানসিক দক্ষতার বিকাশ সাধন,
  • কোনো সমস্যা মূলক পরিস্থিতিতে ব্যক্তিকে সঠিকভাবে মানিয়ে চলতে সহায়তা করা।
  • ব্যক্তিগত সম্পর্ককে উন্নত করে, ব্যক্তিদেরকে সুখী এবং পরিপূর্ণ জীবন যাপনের জন্য প্রয়োজনীয় পরামর্শদান করে।

আরোও পোস্ট পড়ুন – Click Here Now

উপসংহার (Conclusion)

পরিশেষে বলা যায়, আধুনিক দ্রুত পরিবর্তনশীল সমাজ জীবনের সাথে সুষ্ঠ অভিযোজন এর জন্য পরামর্শদান বিশেষ কার্যকরী। এতে শুধুমাত্র ব্যক্তির সমস্যার সমাধান করে না ব্যক্তিকে সমাজ জীবনের উপযোগী করে গড়ে তুলতে সাহায্য করে।

জীবন বিকাশের নানা স্তরে ব্যক্তি নানা ধরনের সমস্যার সম্মুখীন হয় তবে তা নির্দেশনার মাধ্যমে সেই সমস্যার সমাধান করা সম্ভবপর হয়। কিন্তু কৈশোর কালীন সময়ে বিভিন্ন কারণে শিক্ষার্থীদের মধ্যে বা ব্যক্তির মধ্যে কোনো সমস্যা বিরাট আকার ধারণ করতে পারে সেক্ষেত্রে পরামর্শদান বিশেষভাবে সাহায্য করে। তবে ব্যক্তি জীবনে সুষ্ঠু বিকাশের ক্ষেত্রে পরামর্শদানের গুরুত্ব অপরিসীম।

তথ্যসূত্র (Reference)

  • Basu, N.C. Educational and Vocational Guidance.
  • Chauhan, S.S. – Principles and Techniques of Guidance.
  • Dave Indu – The Basic Essentials of Counseling.
  • Kocher, S.K. – Guidance and Counselling in Secondary School
  • NCERT- Guidance and Counseling.

প্রশ্ন – শিক্ষায় পরামর্শদানের গুরুত্ব

উত্তর – শিক্ষায় পরামর্শদানের গুরুত্ব যে সমস্ত দিক থেকে পরিলক্ষিত হয় সেগুলি হল – শিক্ষার্থীদের শিক্ষা ক্ষেত্রে সাফল্য আনতে, শিক্ষার্থীদের বৃত্তি পছন্দ করনের ক্ষেত্রে, শিক্ষার পারদর্শিতা অর্জনের জন্য উৎসাহ প্রদান করা, ছাত্র-শিক্ষকের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখা প্রভৃতি।

আরোও পড়ুন

Leave a Comment

close